User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Great
Was this review helpful to you?
or
This book illustrates many thing, also to me the book is very enjoyable, I read the book when I was 16 and the arm wrestling event amazed me most. Overall this book is one of the best books I have ever read
Was this review helpful to you?
or
I love this book.thise book is really helpful for us.if we buy this book.we will learn.thise book's contant is outstandin. I like this book.really i like this book.if you want, you can buy this book. It is best.
Was this review helpful to you?
or
বইয়ের নামঃ The Old Man and the Sea লেখকঃ Ernest Hemingway ঘরনাঃ Literary fiction ভাষাঃ ইংরেজি ব্যক্তিগত অনুযোগ (রেটিং): ৪/৫ বইয়ের সবচেয়ে অনুভূতিপ্রবণ একটা লাইন এবং নিজের সাথে, নিজেকে বারবার সান্ত্বনা দেয় Hemingway এর চিরসবুজ কথাটা, “কিন্তু, মানুষ কখনো পরাজিত হতে পারে না,” সে বললো। “একজন মানুষ মচকাবে কিন্তু কখনো ভাঙবে না।” কি চমৎকার আর শ্রুতি মাখানো কথা, যখন থেকে পড়ছি তখন থেকে মনের মাঝে অভূতপূর্ব আন্দোলিত মুহূর্ত খেলে উঠেছে! বইটি শুরু হয়..... ‘দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি’ (The Old Man and the Sea) উপন্যাসটি ‘আর্নেস্ট হেমিংওয়ে’ (Ernest Hemingway) এর অভূতপূর্ব সাফল্যের পূর্ণরূপ প্রকাশ পেলো যখন তিনি ১৯৫২ সালে উপন্যাসটিকে প্রকাশিত করলেন। একদৃষ্টিতে, গল্পটি একজন সাধারণ বৃদ্ধ কিউবান জেলের, যিনি কিনা ভাগ্যের সাথে যুদ্ধে নেমেছিলো নিজেকে এবং শুধুমাত্র নিজেকে টিকিয়ে রাখার জন্য। কিউবান বৃদ্ধ, সাহসী জেলে, শক্তিশালী মননের অধিকারী, সেন্টিয়াগো (Santiago), গল্পের মূল নায়ক। যার চরম ভাগ্য তাকে বারবার পরীক্ষার সম্মুখীন করে, যেখানে সে নিষ্ঠুরতা, মানসিক যন্ত্রণার সাথে ভেসে বেড়ায়, লড়াই করে, নিজেকে বাঁচিয়ে রাখে শূণ্যের মাঝে! উপন্যাসে বুড়ো জেলে ‘সেন্টিয়াগো’র নিজের সাথে নিজের যুদ্ধ, সে সাথে একাকীত্বে সাথে নিয়ে উপসাগর-স্রোতের সাথে অন্ততকালের সাহসকে মোকাবেলার ব্যক্তিগত জিত-হারকে এক নান্দনিক রূপে রূপান্তর করেছেন লেখক‘হেমিংওয়ে’, যা সৃষ্টি হয় বিংশ শতাব্দীর এক জাঁকালো ক্ল্যাসিক উপন্যাসে। কিন্তু, এটি গল্পের সমাপ্তি নয়। এ গল্প হলো সেই ব্যক্তির সাহসিকতা ও বীরত্বের, যিনি কিনা নিজের সাথে যুদ্ধ করে বেঁচে থাকেন, প্রকৃতি, তাগড়াই মাছ, সাগরের তিমি এবং নিজের উপর হেরে যাওয়া... ইত্যাদি সহ সবকিছু নিয়ে অনবরত সংগ্রাম করে যাচ্ছেন। নিজের ব্যক্তিগত পাঠ প্রতিক্রিয়া বলতে গেলে বেশ উচ্ছ্বাসিত হয়ে যাবো। কারণ, ‘হেমিংওয়ে’ এই উপন্যাসের প্রতিটি পাতায় পাতায় মৃত্যুকে প্রাণবন্ত করে দেখিয়েছেন। নিজের শাশ্বত জীবনের যুদ্ধকে তিনি সুচারুরূপে ফুটিয়ে তুলেছেন বইয়ের অধ্যায়ে, ফুটিয়েছেন জেলে ‘সেন্টিয়াগো’ র রূপে। জেলে‘সেন্টিয়াগো’ বেশ দারিদ্র্যতার সাথে জীবন কাটালেও নিজেকে সবসময় মজবুত রেখেছেন, শক্তিশালী রেখেছেন। একসময় তিনি বলেছিলেন, “আমার পুরো জীবনটায় সূর্যের এই আলো আমার সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছে, কিন্তু তবুও আমি ভালো আছি।” উপন্যাসের প্রতিটি অধ্যায়ে অনন্য সাহিত্যিক‘হেমিংওয়ে’ নতুন কিছু উপহার দিয়েছেন। প্রাকৃতিক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সামুদ্রিক হিংস্র প্রানীর সাথে উদ্যম লড়াই, রক্তাক্ত, ক্লান্ত শরীরে ভার হয় নি কিছু! প্রতিবার যুদ্ধে জড়িয়েছেন একা, জয়ী হয়েছেন একাকিত্বের সঙ্গে, হেরেছেন সময়ের সঙ্গে। একসময় এসে বৃদ্ধ সফল হয়, সাথে ব্যর্থ হয়, অবশেষে পুনরায় জয়ী হয়। গল্পটি নিজেকে পরিপূর্ণতা দিয়েছে সকল প্রকৃতির শক্তির বিরুদ্ধে বৃদ্ধের ধৈর্য্যের এবং পৌরুষত্বে টিকে থাকার মধ্য দিয়ে। সাহিত্য প্রেমীদের ও সব পাঠকদের আমন্ত্রণ জানাচ্ছি এই দৃষ্টিনন্দন আর নান্দনিক শিল্পকর্ম পড়ার জন্য , যার প্রতিটি প্রচ্ছদ দুর্দান্ত এক অবিস্মরণীয় আবেগের স্পর্শ পাবেন....
Was this review helpful to you?
or
I
Was this review helpful to you?
or
Decent books
Was this review helpful to you?
or
Great
Was this review helpful to you?
or
Superb
Was this review helpful to you?
or
Santiago is an old fisherman. After suffering a prolonged period of "bad luck" he is determined to catch the one big fish. He sails far out beyond the usual limits and does indeed snag a giant, an eighteen-footer, probably a marlin or sailfish. He battles fatigue, pain, hunger and thirst in an effort to bring in the fish. After he finally wins that battle, and has the fish strapped to the side of his boat, he suffers through a long journey to port (Havana) in which the fish is mostly eaten by sharks. This is a tale of character, of strength and determination against the forces of nature, maybe better a battle within the forces of nature. He sees the fish as a brother, and respects his strength and courage. He is successful through a reliance on sheer will. There is an anecdote in here about a hand-wrestling contest he had won against a local champion, in which simple determination and endurance win out. This reflects the battle he wages with the fish. He is alone in the boat, his young, erstwhile assistant having abandoned him for a fisherman with better prospects. So it is man vs whatever. Although the fish is close to worthless when he gets back, he feels great satisfaction in having won the battle, in having proved his manhood in a decisive manner. He dreams of lions on an African beach. He thinks about baseball and his hero, Joe Dimaggio, wondering if the pain he feels rivals the bone spurs Joltin' Joe suffers.
Was this review helpful to you?
or
must read. a masterpiece by hemingway
Was this review helpful to you?
or
it's a classic there's not much to tell about Hemingway that people don't already know. so just gonna say that the book is incredible, pages are great it's an original copy so prices are bit high. but all in all a great book.
Was this review helpful to you?
or
'The Old Man & The Sea' - the greatest novel of Earnest Hemingway, which won the nobel prize in literature. An old man living beside sea shore used to live by means of catching fishes. A boy used to live with his him as well. They lived with lots of crisis like not getting fishes ar times. So one day the old man asked the boy to leave him if he would want. But the boy refused it with condoling the old man that one day the crisis would be removed. Will the happy days come in the life of the old man? You will find lots of answer in this book by studying a survivor's life which represents human life in general.
Was this review helpful to you?
or
I read a few pages from this as a young man and was disappointed. It didn't work for me. I thought it was about a crazy old man gone off the reservation, picking a fight with an innocent fish. But not I understand what a masterpiece this extraordinary book is. I really enjoyed this book very very much.
Was this review helpful to you?
or
This is a classic no doubt. Incredible story told by Ernest Hemingway. Impossible to keep the book aside until finish it. So wonderful master piece. It's a must read book.
Was this review helpful to you?
or
'দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সি' প্রখ্যাত মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ে কর্তৃক ১৯৫১ সালে কিউবায় অবস্থাকালীন সময়ে লিখিত এবং ১৯৫২ সালে প্রকাশিত উপন্যাস।খুব সাধারণ একজন জেলের গল্প হলেও আর্নেস্ট হেমিংওয়ের 'দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি' মূলত ঐ জেলের হার না মানা জীবনেরই গল্প।গল্পটি এমন -একজন বয়স্ক জেলে যিনি কিউবায় বাস করেন,জেলে জীবনের দীর্ঘ অভিজ্ঞতা থাকে সত্ত্বেও গল্পের প্রথমেই জানা যায় যে তিনি একটানা ৮৪ দিন ধরে একটি মাছও ধরতে পারেননি। কিন্তু ওনার কাছে এই ব্যর্থতা আসলে ব্যর্থতা নয় বরং জীবন যুদ্ধের আরেকটি ধাপ মাত্র। উনি সিদ্ধান্ত নিয়ে নেন যে উনি অনেক দূরের সাগরের জলে যাবেন যেখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায় । যেই ভাবা সেই কাজ । পরের দিন ঠিকই বের হয়ে পড়েন দূর সাগরের উদ্দেশ্যে এবং জীবনে দেখা সবচেয়ে বড় মারলিন মাছটি তিনি দেখতে পান এখানে। এই মাছটিকে নিয়েই শুরু হয়ে এবার গল্পের এক নতুন মাত্রা । এই মাত্রায় মাছটিকে ধীরে ধীরে শিকারে পরিণত করা, মাছটি ধরার জন্য জেলেটির ত্যাগ-তিতিক্ষা এবং শিকার ও শিকারীর মাঝে শিকার চলাকালীন সময়ে গড়ে উঠা এক গল্প বর্ণনা করা হয়েছে ।এর প্রধান চরিত্র মাত্র ২টি।প্রথম প্রধান চরিত্র হল সান্তিয়াগো যিনি কিউবার অধিবাসী এবং পেশায় একজন জেলে,বয়সের ভারে অনেকটা বাঁকা হয়ে এসেছেন তবে তাঁর কিন্তু আছে দুর্দান্ত এক জোড়া চোখ যে চোখে কোন বার্ধক্য নেই, কোন ক্লান্তি নেই । সান্তিয়াগোর স্ত্রী মারা গিয়েছেন এবং তিনি নিঃসন্তান। দারিদ্রতার চরম সীমায় বাস করার পরেও তিনি যেন জীবনে তৃপ্ত। আর এই তৃপ্তির কারণ সাগর এবং মাছ ধরা সম্পর্কে তাঁর অগাধ জ্ঞান । সে নিজে অত্যন্ত আত্মবিশ্বাসী এবং আশাবাদী । জানেন জীবন মানেই যুদ্ধ করা, সে যুদ্ধে জয়লাভ করা নয় । তিনি ৮৪ দিন নৌকা নিয়ে বের হয়েছে কিন্তু ধরে আনতে পারেননি একটি মাছও । এই অপবাদে তিনি তাঁর জেলেপাড়ার সবচেয়ে অলক্ষ্মী জেলেতে পরিণত হন । কিন্তু এতকিছুও তাঁকে দমাতে পারেনি । তিনি শিকার করেছেন সবচেয়ে বড় মারলিন মাছ একাই । ৩ দিন একটানা প্রকৃতি এবং নিজের শরীরের সাথে যুদ্ধ করে গিয়েছেন তাঁর জীবনের সবচেয়ে বড় মাছটি শিকার করার জন্য । পরিশেষে সফল না ব্যর্থ হয়েছেন সে বিষয়ে তেমন চিন্তিত ছিলেননা বরং তাঁর জোড়া নীল চোখে ছিল স্বপ্ন। সান্তিয়াগো বাদেও এই উপন্যাসের আরেকটি চরিত্র হল ম্যানোলিন নামের একটি বালক, যে পূর্বে সান্তিয়াগোর নৌকায় কাজ করত।গল্পে এই বালকটিকে দেখা যায় সান্তিয়াগোর ভক্ত হিসেবে। সে সান্তিয়াগোর সেবা-যত্ন করত, তাঁর খাবারের ব্যবস্থা করে দিত, খবরের কাগজ এনে দিত এবং সান্তিয়াগোর সাথে মনের সুখে আমেরিকান বাস্কেটবল খেলার গল্প করত পুরাতন পেপার থেকে ।খুব ছোট্ট একটা গল্প হলেও লেখক মনে হয়ে গল্পটিকে টেনে অনেক বেশিই বড় করে ফেলেছেন।তবে এই দীর্ঘ বর্ণনা পড়েই বুঝা যায় যে সাগর, জেলেদের জীবন এবং তাদের মাছধরা পেশা সম্পর্কে লেখকের অসাধারণ জ্ঞান রয়েছে। সাগর জীবনের নানান বর্ণনা ছাড়াও এই গল্পে তুলে ধরা হয়েছে মানব জীবনের আসল উদ্দেশ্য- জীবন যুদ্ধ করা, মানব সম্প্রদায় এবং প্রকৃতির মাঝের সম্পর্ক, প্রকৃতির প্রতি ভালোবাসা, জীবনের প্রতি ভালোবাসা।আর প্রচণ্ডভাবে উঠে এসেছে হার না মানা এক বৃদ্ধ জেলের গল্প যা আমাদের শিক্ষা দিয়ে থাকে অনেক কিছুই।যেমন:নিজের লক্ষ্য অটুট থাকলে সব বাঁধা পেরিয়ে লক্ষ্যে ঠিকি পৌঁছান সম্ভব হবে, কেও সাথে না থাকলেও , থাকতে হবে মনোবল আর প্রত্যয় ইত্যাদি।তাই জীবন চলার পথে অাপনি যদি হতাশ হয়ে পড়েন তবে বইটা অাপনার অবশ্যই পাঠ করা উচিত।উল্লেখ্য, ১৯৫৩ সালে 'দ্যা ওল্ড ম্যান এন্ড দ্যা সি' সাহিত্যে পুলিৎজার পুরস্কার এবং ১৯৫৪ সালে নোবেল পুরষ্কার লাভ করে।
Was this review helpful to you?
or
This is one of my favourite Hemingway books ever. The old fisherman has the catch of his lifetime and loses everything in a hard struggle to nature. Only bits and pieces of the great Marlin remain. What a book and what a powerful prose. A book to take with you on a deserted island. You seldom find so much symbolism condensed in one single and relatively short book. Very emotional and moving. One of my alltime favourites, a timeless classic! Recommended? I would say this is an absolute must read!
Was this review helpful to you?
or
দি ওল্ড ম্যান এন্ড দ্য সী হেমিংওয়ের শ্রেষ্ঠতম উপন্যাস। এই বইটির মধ্যে লিপিবদ্ধ হয়েছে, মানুষের চাহিদা ও নিয়তির মধ্যকার দন্ধ। খুবই ছোট আকারের খুব চমৎকার একটি উপন্যাস। উপন্যাসটি কিউবার এক জেলেকে নিয়ে লেখা হয়েছে। গালফ স্ট্রীমের স্রোতে ছোট্ট জেলে নৌকা ভাসিয়ে একাকী মাছ ধরে বেড়ায় বৃদ্ধ সান্তিয়াগো। ৮৪ দিন সে সমুদ্রের বুকে ঘুরেও কোন মাছ পায় নি । তার সাথে যে ছোট ছেলেটি কাজ করতো,তার বাবা মা মনে করে বুড়ো টা অপয়া। তাই তাদের ছেলে কে অন্য নৌকায় পাঠিয়ে দেয়। ছেলেটি অন্য নৌকায় যাওয়ার ১ম সপ্তাহে বড় বড় তিনটি মাছ ধরে ফেললো। কিন্তু প্রতিদিন বৃদ্ধ জেলেকে খালি নৌকা নিয়ে ফিরতে হতো। যেখানে জেলেরা নৌকা বেধে রাখে, সেখান দিয়ে আসার সময় ছেলেটি ডেকে উঠল, "সান্তিয়াগো আমি তোমার সাথে যাবো।" ছেলেটি বৃদ্ধ জেলেটিকে পছন্দ করে কিন্তু তার বাবা মায়ের জন্য বৃদ্ধের সাথে যেতে পারে না।সান্তিয়াগো বলে উঠে, "তুমি ভাগ্যবানের নৌকায় আছ, ওখানেই থাকো।" ছেলেটাতাকে আগের দিনের কথা স্মরন করায়। যে তারা ৮৭ দিন পরেও মাছ ধরেছিল। সে বুড়োকে বিয়ার খাওয়ার অফার করে। তাকে সার্ডিন দিতে চায়। এমনকি কিছু টোপও। সে তার সাথে যেতে চাইলে সান্তিয়াগো তাকে নিষেধ করে। তাই সে অন্য উপায়ে বুড়ো কে সাহায্য করতে চায়। বুড়ো তাকে জানায়, পর দিন সে আরো দূরে যাবে নৌকা নিয়ে। "দি ওল্ড ম্যান এন্ড দ্য সী" হেমিংওয়ের অসাধারন এক সৃষ্টি।এখানে এক বৃদ্ধের জীবন সংগ্রাম তুলে ধরা হয়েছে। নিজের লক্ষ্যের দিকে একাই এগিয়ে যাওয়ার যে দৃঢ় মনোভাব তা বৃদ্ধ সান্তিয়াগোর চরিত্রে পাওয়া যায়। "হেরে যাবার জন্য মানুষের জন্ম হয়নি,বলল বৃদ্ধ সান্তিয়াগো। "মানুষ ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু পরাজিত হতে পারে না কখনো " শেষ পর্যন্ত সান্তিয়াগোর ভাগ্য কতটা পরিবর্তীত হয়েছিলো তার জন্য পুরো বইটি পড়তে হবে। প্রতিকূলতা নিত্যসঙ্গী, কিন্তু এই প্রতিকূলতা মানুষ কে ধ্বংস করে ফেললেও সে জয় লাভ করবে যদি তার দৃঢ় চেস্টা থাকে।। দার্শনিক হেমিংওয়ে জীবন সংগ্রামের বিষয় টি সুন্দর ভাবে তুলে ধরেছেন "দি ওল্ড ম্যান এন্ড দ্য সী" উপন্যাসে।
Was this review helpful to you?
or
বই - The Old Man And The Sea লেখক - Ernest Hemingway ধরন – Literary Fiction প্রকাশনী- Random House প্রথম প্রকাশ - 1952 পৃষ্ঠা -104 মূল্য -270 পার্সোনাল রেটিং-4.7/5 ********************* “ A man can be destroyed but not defeated ” ছোট এই বইটার বিশাল মূলভাবের অনেকাংশই উপরের একটি লাইন দিয়ে প্রকাশ করা যায়-“একজন মানুষ ধ্বংস হতে পারে,পরাজিত নয় ।” আমাদের এই গল্পের সেই ওল্ড ম্যানও সেরকমই একজন । “মবি ডিকের” সেই ক্যাপ্টেন আহাবের মত দিগন্তবিস্তৃত সাগরের বুকে দাড়িয়েছিল সেও প্রকৃতির বিরুদ্ধে মাথা তুলে । একা , একজন।কিন্তু রহস্যময় প্রকৃতির সামনে একজন মানুষ কতটা নগণ্য কোন এক দিক থেকে বইটার মুল প্রেক্ষাপট । গল্পটা সাধারণ একজন বৃদ্ধ কিউবান জেলের,এবং তার জীবনের সবচেয়ে বড় অর্জনের।তার সবচেয়ে বড় এই অর্জনের পরই লেখক সকলের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে কিভাবে এ অর্জন শুধু হারানোর জন্যই । তবে সত্য বলতে গেলে গল্পটা এতটাও সাধারণ নয় । গল্পটির লাইনে লাইনে ফুটে উঠেছে একজন মানুষের নিজের বিরুদ্ধে নিজের লড়াই যেখানে সে জিতলেও হারবে , হারলেও তাই ; নিজের ইচ্ছে ,শঙ্কা ,ভয় ; একটা বিশাল মাছ , অসংখ্য হাঙ্গর , বিশাল সাগর , নিষ্ঠুর প্রকৃতি , তাদের চেয়েও বড়–হেরে যাওয়ার ইচ্ছা । গল্পটা কিউবান বৃদ্ধ জেলে সান্টিয়াগোর , পুরো গল্প জুড়ে তার সঙ্গি একাকিত্ব, একটা কিশোর–যে কিনা সান্টিয়াগোর মন্ত্রমুগ্ধ এক শিষ্য;বাবা মার চেয়ে সান্টিয়াগোর প্রতি তার বেশি আনুগত্য ও ভালোবাসা।পরে বৃদ্ধের আরো সঙ্গি হয় একটা বিশাল মাছ,অনেক হাঙ্গর, আর অসীম সমুদ্র । প্রায় টানা তিন মাস কোন মাছ ধরতে না পেরে যখন এই সান্টিয়াগো কেবল অন্যদের কাছে না নিজের কাছেই নিজে সংকুচিত হয়ে পরে তখন সে কিছুটা এরকম সিদ্ধান্ত নেয় যে সে সাগর মাছ না ধরে ফিরবে না । নিজের অস্তিত্বের প্রতি বিশ্বাস রাখার জন্যই তার এই সিদ্ধান্ত । প্রকৃতি টের পায় তার এই আত্মবিস্মৃতি বিরোধি সিদ্ধান্তের । এবং সে সাগরে গিয়ে তার জীবনের সবচেয়ে বড় মাছটিই ধরে । কিন্তু মাছটি এই একা বৃদ্ধের জন্য একটু বেশিই বড় ছিল । এই বিশাল মাছকে আয়ত্ত করতে বহু সময় ধরে রীতিমত যুদ্ধ করতে হয় তাকে । এর মাঝে ওই অসহায় মাছের প্রতি কেমন যেন এক করুণার সম্পর্ক হয় বৃদ্ধের, যেন সে করুণা করছে নিজেকে , কারণ সে এই ম্রিয়মাণ মাছের ভেতর নিজের ছায়া দেখতে পাচ্ছিল । কিন্তু এটার চেয়েও বড় যুদ্ধ ছিল দূর সাগর থেকে একে পাড়ে নিয়ে আসা । ঘর থেকে বহু দূরে বৃদ্ধ আর তার মাছ , আর তাদের মাঝখানে বিশাল সমুদ্র,হাজারো রক্তপিপাসু হাঙ্গরসহ পাহাড় সম বাধা । আর এদের ভেতর দিয়েই সে যখন ফিরে আসে পাড়ে তখন সে বা তার মাছ কেওই আর আগের মত নেই।সবচেয়ে বড় প্রাপ্তির পর সব হারিয়ে মানুষটা তখন আরো অসহায় । প্রকৃতির সকল শক্তির বিরুদ্ধে লড়াইয়ে হেরে তখন বড্ড বেশি ক্লান্ত,পরিশ্রান্ত । তবুও সে তার জীবনের মহাকাব্যিক লড়াইয়ের একমাত্র সাক্ষী । হেমিংওয়ের একটা লাইন দিয়েই আবার বলি-“Why do old men wake so early? Is it to have one longer day?” সত্যিই ! বৃদ্ধ কেন খুব ভোরে উঠত ? কেন সে একটু বেশি সময় বেচে থাকতে চাইত ? কেন সে মাছটাকে ধরল ? কেনইবা মাছটা পেয়েও সে খুশি থাকতে পারল না ? আর কেনইবা সে অন্য এক মানুষ হয়ে ফিরে এল দূর সাগর থেকে ? ***** বিশ্বসাহিত্যে হাতে গোনা কয়েকজন লেখক নির্দিস্ট সাহিত্যকর্মের জন্য নোবেল পেয়েছিলেন। হেমিংওয়ে তাদের মধ্যে একজন।১৯৪৭ ও ১৯৫০ সালে দুইবার মনোনয়নের পর ১৯৫৪ সালে এ বই তাকে এনে দেয় নোবেল পুরষ্কার। বইটি নিঃসন্দেহে চমৎকার। হেমিংওয়ের “দা সান অলসো রাইজেস” কিংবা “এ ফেয়ারওয়েল টু আর্মস” বইগুলো যথেস্ট বিখ্যাত। তবে এ বইটা অন্য সবগুলোর চেয়ে আলাদা। যেখানে অন্যান্য লেখাতে যুদ্ধপরবর্তি লস্ট জেনারেশনের আশা-হতাশার,আনন্দ উল্লাস ইত্যাদির বর্ণনা সেখানে “ দি ওল্ড ম্যান এন্ড দি সি”তে আছে কেবল একটা মানুষের ভেতরের অন্তর্দ্বন্দ,স্বপ্ন,অসহায়ত্ব,সাহসিকতা আর প্রকৃতির রহস্যময় কাঠিন্য । তিনি এখানে দেখিয়েছেন কিভাবে একটি মানুষ তার নিজের অস্তিত্বের জন্য তার কঠিনতম সিদ্ধান্তে পৌঁছাতে পারে, কিভাবে মৃত্যু মানুষের ভেতর জীবনের স্বাদ আনে, দেখিয়েছেন কিভাবে হত্যার মাধ্যমে মানুষ তার নিজ মরণশীলতা অনুভব করতে পারে, দেখিয়েছেন কিভাবে একজন সাধারণ বৃদ্ধ জেলে তার নিজের জীবনের মহাকাব্যিক উপাখ্যানের নায়ক হয়ে ওঠে। ***** বইটা যতবার পড়েছি ততবারই মনটা হু হু করে উঠত বৃদ্ধ সান্টিয়াগোর জন্য । ভাবতাম যদি ওই পাড়ে আমি থাকতাম , প্রতিবারই এই বৃদ্ধের সাথে সমুদ্রযাত্রায় যেতাম , যেমনটা যেতে চাইত ওই কিশোর ম্যানোলিন । কল্পনায় আমিও যাই তাদের সাথে , বারবার ওই বড় মাছটাই ধরা পরে আমাদের জালে । তবে বইয়ের মত নয় আমার কল্পনায় আমরা ফিরে আসি তিন জন , সাথে ওই বিশাল মাছটা । বৃদ্ধ তখন ক্লান থাকে না , তাকে সাগরের মত জীবন্ত । হাসিমুখে এই বিশাল মাছ ধরার গল্প শোনায় সবাইকে , কিভাবে লড়াই হল – প্রথমে সাগরের ঝড়ের সাথে তারপর মাছের সাথে তারপর হাঙ্গরের সাথে ; বৃদ্ধের প্রাণশক্তির কাছে এরা কেওই টিকতে পাড়ে নি ; সবাই শোনে এ গল্প । আর বাইরে বালুর তীরে আছড়ে পরে পরাজিত সাগরের ঢেও । কিন্তু , সবই তো কল্পনা ……… ***** ছোট্ট বইতো , পড়তে সময় লাগবে না । বড়জোর ঘন্টা দুই । - :)
Was this review helpful to you?
or
This is my first read of Hemingway. And firstly I've taken a masterpiece. A world class book. Before reading this I was just thinking, what could be in it? Why hype of this book is sky-kissing? But now its proved that this book can teach anyone a great life lesson. This book has shown me the true feelings and powers of a man. It doesn't matter how old you're, but if you have experience of before and have a rigid will of done anything, then trust me anything is possible. Humankind is very tiny to the wildness of mother earth, but human has a good shackle of thinking and a heart full of love and hope. Whether you're a believer or an atheist but you're fate will always drive you towards that situation you'll believe about ”One Above All”. And in the end you'll be a winner. If you have trust enough on fate and yourself.