User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Nice book
Was this review helpful to you?
or
Interesting for teenage
Was this review helpful to you?
or
My Favourite Thriller Book
Was this review helpful to you?
or
Boita khub e vlo lagse.
Was this review helpful to you?
or
বইটার কাহিনী খুব সুন্দর। কিন্তু অনুবাদে চরিত্র গুলো ধরতে সমস্যা হয়। তারপর ও ভালো অনুবাদ হয়েছে
Was this review helpful to you?
or
Vlo legechhe. Page quality vlo
Was this review helpful to you?
or
#Book_Insights 50 (৬.৫/১০) • এবারের ঘটনা মোড় নিয়েছে হেনরি বিনস এর মায়ের দিকে। রহস্যময়ী এক মহিলা। হেনরির ছোটবেলার গল্পও জড়িয়ে আছে এখানে। • আমার মতে, কাহিনীটাকে শুধুই এতোটা পেঁচানো হয়েছে। হয় এটা আরো সহজ সরল কিছু হতে পারতো, নাহয় যুক্তিযুক্ত করে একে আরো জটিল করা যেতো। এখানে তার কোনোটাই হয়নি। হেনরির এ জটিল রোগের পেছনের কারণ যতোটা শক দেয়ার কথা ছিলো, সেটাও খুব একটা জমেনি।
Was this review helpful to you?
or
Valo.
Was this review helpful to you?
or
সিরিজের প্রথম বইটার মতো ভালো লাগেনি। এর কারণ হয়তো হেনরি বিনসের আজব রোগ নিয়ে আগ্রহ। এ বইটিতে যেহেতু নতুন ছিল না বিষয়টা তাই হয়তো তেমন আগ্রহ জাগেনি। গল্পটাও প্রথমটার অনুপাতে কম কৌতুহল উদ্দীপক ছিল। বিনসের গার্লফ্রেন্ডের নাম প্রথম বইতে রে আর এটাতে শুধু ইনগ্রিড বলাতে একটু কনফিউশনে ছিলাম। পরে প্রথম বইতে খুঁজে দেখি ওর পুরো নাম ইনগ্রিড রে। মাঝে যৌনতার অংশটুকু তেমন প্রয়োজন ছিল না। প্রথমটার মতো হুদাই দেওয়া। পাশ্চাত্যের সমাজব্যবস্থার হিসেবে যদিও স্বাভাবিক। সর্বোপরি, সময় কাটানোর জন্য বইটা খারাপ না। অশ্লীলতা+গালি এমন নয় যে পড়ার অযোগ্য। পড়তে পারেন। তবে অতি সিরিয়াস পাঠক হলে জানিয়ে দেই, এ বইটির কোন জাগতিক বা পরলৌকিক ফায়দা নেই। ◾ সমালোচনা: • সিরিজের প্রথম বইতে অনুবাদক পরিচিতিতে লেখা ছিল গ্র্যাজুয়েশন শেষ আর দ্বিতীয় বইতে লেখা অধ্যয়নরত! • বানান ভুল আছে। • সামান্য পরিমাণে গালি, যৌনতা, অশ্লীলতা আছে। ◾বই পরিচিতি: ▪️ বইয়ের নাম: থ্রি:টেন এ এম ▪️ লেখকের নাম: নিক পিরোগ ▪️ অনুবাদকের নাম: সালমান হক ▪️ প্রকাশনী: বাতিঘর প্রকাশনী ◾ পার্সোনাল রেটিং: ৬.৬ (১০ এর মধ্যে)
Was this review helpful to you?
or
বইটা অনেক সুন্দর। এর কাহিনীটাও অনেক ভালো। রকমারি থেকে পাওয়া প্রত্যেক বইয়ের কোয়ালিটিও ভালো।
Was this review helpful to you?
or
The twists weren't as great as the previous installment. They felt forced and honestly it had a pretty stale storyline.
Was this review helpful to you?
or
বাংলা অনুবাদ চমৎকার হয়েছে।
Was this review helpful to you?
or
এক অদ্ভুত রোগে আক্রান্ত লোক হেনরি বিনস,24ঘন্টায় মাত্র 1ঘন্টা জাগ্রত থেকেও সমাধান করলো এক রহস্যময় কাহিনি। অনেক সুন্দর করে সাজানো বইটি।ধন্যবাদ অনুবাদক, রাইটারও রকমারিকে,আমাদের মাঝে এ বইটি তুলে ধরার জন্য
Was this review helpful to you?
or
থ্রি : টেন এ এম ৩:১০ এ এম" অদ্ভুত রোগে আক্রান্ত হেনরি বিনসের জীবন তার প্রিয় বিড়াল ল্যাসি আর বান্ধবি ইনগ্রিডকে নিয়ে ভালোই চলে যাচ্ছিল, কিন্তু একটা ইমেইল উলটপালট করে দিলো সবকিছু। তবে কি এতদিন নিজের মা সম্পর্কে যা জানতো সব ভুল ছিল? তার আসল পরিচয় কি? সিআইএ’র এজেন্ট নাকি আন্তর্জাতিক সন্ত্রাসি? আর এমন অদ্ভুত রোগের পেছনে কি তাহলে অন্য কারণ লুকিয়ে আছে? পেছন থেকে কলকাঠি নাড়ছে কোন অদৃশ্য শত্রু? ?
Was this review helpful to you?
or
Average.Serialwise nah porle valo lagbe nah. Khei hariye jabe.
Was this review helpful to you?
or
onnek shundor ekta boi ☠️☠️
Was this review helpful to you?
or
ভালোই
Was this review helpful to you?
or
Amazing story ?
Was this review helpful to you?
or
সিরিজের আগের বইটির মতন এইটাও দারুন ইন্টারেস্টিং
Was this review helpful to you?
or
বইটির নাম: থ্রি টেন এএম ( 3:10 AM) লেখক: নিক পিরোগ (অনুবাদক সালমান হক) ৩:১০ এএম হল "Henry Bins" সিরিজের দ্বিতীয় বই। প্রথম বইয়ের ঘটনার ছয় মাস পর এই বইয়ের ঘটনা ঘটে। আমার প্রথম বইটি ভালোই লেগেছিল তাই প্রথম বইয়ের পরেই এটি শুরু করি। শুনেছি এই বইটি প্রথম বইয়ের চেয়েও ভালো। হেনরি অবশেষে তার মায়ের সম্পর্কে তথ্য পায়। যখন হেনরি মাত্র ছয় বছরের ছিলো তখন তার মা তাকে ছেড়ে চলে যান। কিন্তু তার মা এখন মারা গেছেন! তার বাড়ির কাছাকাছি তার মায়ের লাশটি পাওয়া যায়। এখন হেনরি খুঁজে বের করার চেষ্টা করেছে কে তার মা তাকে হত্যা করেছে আর কেনোবাই হত্যা করেছে। গল্পটি মজার ছিল কিন্তু একটু বেশিই অদ্ভুত ছিল। হেনরি যেভাবে ক্লুগুলি খুঁজে পেয়েছিল তা খুব সহজ ছিল। এই ব্যাপারটি বইটিকে কিছুটা জেনেরিক বানিয়ে ফেলেছে। যাইহোক শেষ পর্যন্ত সমস্ত জিনিস পরিষ্কার হয়ে যায় তবে এটি আরও ভাল হতে পারত। বইটি আমার কাছে একটু বেশি অদ্ভুত লেগেছে ফলে আগের বইটির মত অত ভালো লাগে নেই। বইয়ের চরিত্র গুলো আগের বইয়ের মতোই। কিছু নতুন চরিত্র আছে এই বইয়ে। ঠিক আগের বইয়ের মতোই, বিড়ালটিকে সব চেয়ে ভালো লেগেছে। হেনরি এবং লুসির মধ্যের কথোপকথন অসাধারন ও হাস্যকর ছিল। অন্যরা ঠিকথাক আছে. বইটি প্রকাশ করেছে ‘বাতিঘর’। বইয়ের মান ভালো ছিল। পৃষ্ঠাগুলো আগের বই বা আমার কেনা অন্য বাতিঘরের বইগুলোর চেয়ে বেশি হলুদ লেগেছে। এটি প্রায় 110 পৃষ্ঠার দীর্ঘ বই। যা বন্ধের দিন পড়ার জন্য দুর্দান্ত। এক দিনের মধ্যে এটি শেষ করেছি। অনুবাদ করেছেন সালমান হক। বরাবরের মত এটা চমৎকার ছিল. যারা প্রথম বইটি খুব পছন্দ করেছেন তাদের কাছে এটি সুপারিশ করবো। তৃতীয় বইটি এখনও পড়ি নাই ও কিনি নাই, তৃতীয় বইটি কি ভালো? যাইহোক বইয়ের রেটিং: 7/10 একটু ওভাররেটেড লেগেছে আমার কাছে ___English___ Name of the book: Three Ten AM ( 3:10 AM) Writer: Nick Pirog ( Translator Salman Hok ) 3:10 am is the second book in the "Henry Bins" series. Its event takes place after six months after the events of the first book. I liked the first book, So started this one right after the first book. Heard that this was better than the first book. Henry finally gets information about his Mother who left him when he was just six years old. But his mother is now dead! She was murdered! Her body was discovered near his house. And he's trying to figure out why she was killed. About the storytelling, this was fun but was a bit too weird. The way henry found the clues were too simple. This made it somewhat of a generic book. However in the end it kinda gets all things cleared but still it could've been much better. This book didn't make much sense to me during the first half. But I enjoyed reading the book. The characters are the same as in the previous book. With some new characters. Just like in the previous book, loved the cat. The interaction between henry and lussie was amazing and hilarious. Others were Okey. The book was published by "Batighor". The quality of the book was fine. The pages seemed more yellowish than the previous book or the other ones I own which were also from Batighor. It's around 110 pages long book. Which is great for a weekend read. Finished it under a day. The translation was done by Salman Hok. As always it was superb. Great work done by the Translator. Will recommend this to those who liked the first book very much. Haven't read or bought the third book, is it any good? Anyway my rating of the book: 7/10 Seemed a bit overrated to me.
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
3 am এর মত রহস্য ছিলোনা বেশিই তাড়াতাড়ি সলভ হয়ে গেছে।।
Was this review helpful to you?
or
চমৎকার বই।
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই, আমার প্রিয় বই এর তালিকায় ৩ এম সিরিজ টিও জায়গা করেনিল " অনুবাদককেও ধন্যবাদ, এত ভালো অনুবাদ নাহলে হয়ত পড়ে মজা পেতাম না!
Was this review helpful to you?
or
bhalo
Was this review helpful to you?
or
ভাল বই
Was this review helpful to you?
or
যতটা আগ্রহ নিয়ে কিনেছিলাম তত টা ভালো লাগেনি
Was this review helpful to you?
or
Great
Was this review helpful to you?
or
it is a nice book but for teenagers. I enjoyed it reading but the story is kinda too much short ?.
Was this review helpful to you?
or
thrilled
Was this review helpful to you?
or
Better
Was this review helpful to you?
or
Awesome
Was this review helpful to you?
or
নরম্যাল স্টোরি উইথ এন অ্যাবনরম্যাল প্রোটেগনিস্ট।
Was this review helpful to you?
or
Not so good
Was this review helpful to you?
or
Alhamdulillah
Was this review helpful to you?
or
One of the best book
Was this review helpful to you?
or
ostir
Was this review helpful to you?
or
Good Books and Good Services from Rokomary
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
আমি বাংলাদেশের সর্ব উত্তর প্রান্ত হতে বই অর্ডার করেছি ও সময়মতো পেয়েছি। কিন্তু পরিবহন ব্যবস্থা ও পরিবহনের সময় সাবধানতা বাড়াতে হবে। ❤️
Was this review helpful to you?
or
আসাধারন একটি বই। প্রতিটি পৃষ্ঠাতে রয়েছে টান টান কাহিনির জমজমাট উদ্দীপনা।
Was this review helpful to you?
or
অনেক সুন্দর।
Was this review helpful to you?
or
One of my favourite book..its really good and nice..love it so much ❤
Was this review helpful to you?
or
এই সিরিজের প্রত্যেকটা বই-ই সুন্দর। তবে প্রথম বইটার অর্থাৎ ৩ এ.এম এর কাহিনিটা বেশিই সুন্দর। আর সালমান হকের অনুবাদ চমৎকার! গল্পগুলো পড়ে মজা পাবেন, পড়ার পরামর্শ থাকলো।
Was this review helpful to you?
or
বই এবং গল্প উভয়ই দারুণ ছিল ❤️?
Was this review helpful to you?
or
I would say these 3 AM series books are just masterpiece
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
অসাধারণ থ্রিলার বই, পড়তে পারেন
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
অসাধারণ ???
Was this review helpful to you?
or
This book is amazing. ??
Was this review helpful to you?
or
ok
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
সব গুলো বই-ই সেরা ছিলো, আর রকমারী কে অনেক ধন্যবাদ, আমাকে বই প্রেমী করে তুলার জন্য
Was this review helpful to you?
or
প্রথমটা পড়েই এই বইটা অর্ডার করি। দারুন এঞ্জয় করেছি
Was this review helpful to you?
or
অসাধারন বইগুলো।প্রতিটা পাতায় পাতায় যেন ক্লাইমেক্স। ধন্যবাদ এত সুন্দর করে অনুবাদ করার জন্য এবং আমাদের মতন এ্যাডভেন্ঞ্চার প্রিয় মানুষদের জন্য সত্যি খুব দারুন হবে।
Was this review helpful to you?
or
চরম মাত্রার দুর্দান্ত একটি বই
Was this review helpful to you?
or
আমি 'থ্রি এএম' বইটি পড়ার পর আর পরের বইটা কেনার জন্য ধইর্জ সইছিল না। তাই কেনে কেললাম হেনরি বিনস সিরিজের দ্বিতীয় বইটি। ডেলিভারি খুবই তাড়াতাড়ি পেয়েছি। ধন্যবাদ রকমারিকে।
Was this review helpful to you?
or
সুন্দর প্রেক্ষাপট এবং story?
Was this review helpful to you?
or
থ্রি : টেন এ এম হচ্ছে থ্রি : এ এম সিরিজের ২য় বই। এটি বুঝার জন্য অবশ্যই ১টি পড়তে হবে, অনবদ্য একটি সিরিজ। টানটান উত্তেজনায় ভরপুর
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
valo
Was this review helpful to you?
or
awesome
Was this review helpful to you?
or
ট্রিলার প্রেমীদের মন কেরে নেওয়ার মত একটা বই
Was this review helpful to you?
or
Good Book
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
just awesome
Was this review helpful to you?
or
average ছিলো কিন্তু ভালোই
Was this review helpful to you?
or
সবাই পড়ুন ?❤️
Was this review helpful to you?
or
Everyone can try to get this book
Was this review helpful to you?
or
এই সিরিজে এই বইটা সবচেয়ে বেশি ভালো লেগেছে
Was this review helpful to you?
or
⭐⭐⭐⭐
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
Unique extraordinary book.
Was this review helpful to you?
or
Waiting for 3:53 AM and 4:00 AM to come out?
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
Boring
Was this review helpful to you?
or
রকমারি রিভিউঃ বইঃ থ্রি টেন এ এম । লেখকঃ নিক পিরোগ । অনুবাদকঃ সালমান হক । প্রকাশনীঃ বাতিঘর । মূল্যঃ ১৬০ টাকা । পৃষ্ঠাঃ ১১০ । ‘থ্রিঃ টেন এ এম’ নিক পিরোগের লেখা হেনরি বিনস সিরিজের দ্বিতীয় বই । সালমান হকের অনুবাদটাও অনেক ভালো । হেনরি বিনস এমন এক অসুখে ভোগে যেখানে দিনে মাত্র এক ঘন্টা জেগে থাকে আর বাকি সময় ঘুম । সে জানতে পায় তার মা যিনি হেনরি ছোট থাকতে হেনরি ও তার বাবাকে ফেলে চলে গিয়েছিলো তিনি মারা গিয়েছে । কিন্তু অবাক করা বিষয় হলো তার মার নিখোঁজের পর তার বিরুদ্ধে সন্ত্রাসীদের সমান অ্যাল্যার্ট জারি করা হয় । এবার সে জানতে পারে তার মার সাথে সিআইএ’র ব্ল্যাক সাইটের সম্পর্ক রয়েছে । ব্ল্যাক সাইটে বন্দিদের মুখ থেকে কথা বের করার জন্য অমানবিক নির্যাতন চালানো হয় । হেনরি তার মায়ের মৃত্যুর রহস্য উদঘাটনে বের হয় । কিন্তু অবাক করা বিষয় জানতে পায় । তার মা কেন তাকে ছেড়ে গিয়েছিলো? আর তার মা কি সন্ত্রাসী? আর তার সাথে ব্ল্যাক সাইটেরই বা কী সম্পর্ক? জানতে হলে অবশ্যই বইটি পড়তে হবে ।
Was this review helpful to you?
or
Love this thriller series books.!! Awesome.!!?
Was this review helpful to you?
or
ভালোই, যেমন ঢাক ঢোল দেখেছিলাম ততোটা না
Was this review helpful to you?
or
পড়া উচিত বই গুলো।
Was this review helpful to you?
or
My experience with Rokomari is very good.Their service is really praiseworthy.
Was this review helpful to you?
or
ভালো
Was this review helpful to you?
or
3 AM was nicer. But this,too, is a good one to read.
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
best thriller book.
Was this review helpful to you?
or
অসাধারন একটা বই।
Was this review helpful to you?
or
যারা থ্রিলার সিরিজ খুঁজছেন,তাদের জন্য পারফেক্ট। হ্যাপি রিডিং ?।
Was this review helpful to you?
or
thrillar
Was this review helpful to you?
or
আমি হেনরি বিনস আর আমার হেনরি বিনস আছে! বাহ। মাত্র এক ঘন্টায় যে এতো কিছু করা সম্ভব তা না পরলে জানা যাবে না। নিক পিরোগ এর যে সৃষ্টি তার জন্য প্রশংসার দাবিদার। লেখকের কনসেফ্ট একবার ভাবতে আপনাকে বাধ্য করবে আমরা ২৪ ঘন্টাও যা করতে পারিনি অথচ হেনরি বিনস তার হেনরি বিনস নিয়েও সেগুলো করার চেষ্টা করছেন।
Was this review helpful to you?
or
অনুবাদক সালমান হক কে স্যালুট। তবে প্রথম পর্বের মত এত ভাল লাগে নাই। তারপরও দুর্দান্ত কাহিনী নিঃসন্দেহে। হেনরী বিনস এর মায়ের সাথে সম্পর্ক এবং অজানা অনেক তথ্য চুম্বকের মত আকড়ে রাখে। এই সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ ১ ঘন্টা সময়ের মধ্যে এত সব অসাধ্য সাধন।
Was this review helpful to you?
or
নিক পিরোগ, লেখক রহস্য, গোয়েন্দা কে এক অন্য পর্যায়ে নিয়ে গেছে৷ দিনে ১ ঘন্টা জেগে থেকে কেস সমাধান করা এটা অকল্পনীয়। বইটা পড়া শুরু করলে একটা নিকোশ কালো রাতের দুনিয়ায় চলে যাওয়া যায়৷ সংগে সাধী হিসাবে এক কুকুর কে নিয়ে৷
Was this review helpful to you?
or
This is the greatest thriller book.
Was this review helpful to you?
or
২৩ ঘন্টা ঘুমিয়ে থাকা হেনরি বিনসকে ভালভাবে জানার জন্য হাতে তুলে নিলাম ৩ঃ১০। আসাধারন লেখক নিক পিরোগ একজন লেখক এর যে লেখনি চিন্তা শক্তি এতো সুন্দর হতে পারে তা হেনরি বিনস সিরিজ না পরলে বোঝা যায় না। তাই চুড়ান্ত সিদ্ধান্ত সিরিজ টা শেষ করবই।
Was this review helpful to you?
or
অদ্ভুত রোগ হেনরি বিনসে আক্রান্ত হেনরি বিনসের জীবন বেশ ভালো ভাবেই চলে যাচ্ছিল তার সার্বক্ষণিক সঙ্গী প্রিয় বিড়াল ল্যাসি ও তার গার্লফ্রেন্ড ইনগ্রিডকে নিয়ে। কিন্তু অ্যাডভান্সড সার্ভেইলেন্স অ্যান্ড ট্র্যাকিং থেকে পাওয়া একটা ইমেইল পাল্টে দেয় তার রুটিন বাধা জীবন। সে তার মা স্যালি বিনস সম্পর্কে যা জানতো সবই ভুয়া, তার মার সম্পর্কে জানতে পারে অনেক অজানা তথ্য। জানতে পারে তার মার সাথে সিআইএ'র কি সম্পর্ক। এমনকি তার মায়ের তার এই অদ্ভুত রোগের সাথে সম্পৃক্ততার কথাও জানতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনায় ভরপুর এই বইটি। জনপ্রিয় হেনরি বিনস সিরিজের দ্বিতীয় উপন্যাস এটি। আগের উপন্যাসের মতোই এটিও অনেক ভালো লেগেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তেজনায় ভরপুর। সেই সাথে হেনরি ও তার প্রিয় বিড়াল ল্যাসির মজার কথোপকথন তো আছেই।
Was this review helpful to you?
or
বইটা আমার কাছে খুবই ভালো লাগছিল কিন্তুু সব ছাইতে বেশী ভালো লাগল অনলাইনে বই কিনতে পেরে। সবচাইতে বেশি ভালো লাগছে রকমারির এতো সুন্দর সার্ভিস দেয়ার জন্য। ধন্যবাদ জানাই রকমারিকে এতো ভালো সার্ভিসের জন্য☺
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই, তবে ত্রি এ এম থেকে শুরু করতে হবে
Was this review helpful to you?
or
অদ্ভুত রোগে আক্রান্ত হেনরি বিনসের কাছে এক ইমেইল আসে। ইমেইল পেয়ে ওলট-পালট হয়ে যায় তার সব চিন্তাভাবনা।তার মাকে ঘিরে যে রহস্যের সৃষ্টি হয় তার জট খোলার চেষ্টা করে সে।জানতে চেষ্টা করে তার মায়ের আসল পরিচয়। তার মা কি একজন সিআইএর সদস্য নাকি আন্তর্জাতিক সন্ত্রাসী। আর তার এমন রোগের কারণই বা কি?তার এই রোগ কি কাল্পনিক নাকি এর পিছনে রয়েছে অন্য কোন কারণ।তার মায়ের সম্পর্ক ই বা কি এই রোগের সাথে?এই সব প্রশ্নের উত্তর পেতে পড়ে ফেলুন বইটি।পারসোনাল রেটিং ৫/৫
Was this review helpful to you?
or
অনেকটা জোক তৈরি হয়ে গিয়েছে প্রথমটা (৩ঃ০০A.M.)।। বিশ্বাস যোগ্য না হলে ও সত্যি যে প্রথম টা পড়ার পর পরের দিন স্কুলে গিয়ে আবার ফেরত এসেছি এটা অর্থাৎ (3:10 A.M.) পড়ার জন্য । বইটা শেষ করেও যেন কথাও একটা শান্তি পাই নি তাই এটা শেষ করার ১ ঘণ্টার মধ্যে আবার পরের টা কিনতে বাধ্য হয়েছি।
Was this review helpful to you?
or
থ্রি এএম বইয়ের সিকুয়েল হলো থ্রি টেম এএম বইটি। আগের বইয়ে গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকেই এই বইয়ের শুরু। তাই আগের বই না পড়া থাকলে সেটা শেষ করে এটা ধরতে হবে। এই গল্পের মূল পটভূমি হচ্ছে হেনরি বিনসের মা। তার মায়ের অনেক তথ্য জানা যাবে এই বইতে। অসাধারণ অনুবাদের বইটি পড়তে খুব বেশি সময় লাগেনি তবে গল্পটা মোটামুটি ভালোই লেগেছে। বিশেষ করে অনুবাদ।
Was this review helpful to you?
or
An amazing thrilling espionage novel. Recommendation 10/10
Was this review helpful to you?
or
Name : 3:10 a.m. (Henry Bins #2). Author : Nick Pirog. Genres : Thriller, Mystery, Fiction, Suspense.
Was this review helpful to you?
or
থ্রি এ এম সিরিজের ২য় বই, সিক্যুয়াল । সেই জেসি খুনের রহস্য উদ্ধারের কিছুদিন পর। হেনরী আর ইনিগ্রিড রে এর প্রেম চলছে ভালো ভাবেই। হেনরীর সঙ্গী আছে ল্যাসি। দীর্ঘ ৩০ বছর পর হেনরী বিনস তার মা স্যালি বিনস এর খবর পেল। কিন্তু যখন জানতে পেল সে তখন মৃত। হয়ত এটায় ভাগ্যের নির্মম পরিহাস। এদিকে বাবা কে জেরা করে হেনরী জানতে পারে তার মা ছিলেন গোয়েন্দা, সিক্রেট এজেন্ট। আর তার আসল নাম রেবেকা হালগেভস । আবার কনর এলেনা জানেভ নামে এক মহিলার কথা বলল যে নাকি হেনরীর আসল মা। এদিকে হেনরী তার দিনের জন্য বরাদ্দ ১ ঘন্টার মধ্যে এমন কিছু আবিষ্কার করে ফেলে, যার কারনে তার জীবন সংশয় হয়ে পড়ে। এদিকে হেনরী খুঁজে পায় “ব্ল্যাক সাইট” নামে এক গোপন আস্তানার। সে অজানা স্থানের উদ্দেশ্যে রওয়ানা দিল। যেখানে পৌঁছাতে তার প্রায় ২ ঘন্টা কিংবা হেনরী হিসেবে ২ দিন। এদিকে যেহেতু হেনরীর জন্য রোজ বরাদ্দ ১ ঘন্টা তাই এক পাশে গাড়ি রেখে পেছনের সিটে সে ঘুমাচ্ছিল। এক লোক সেই পথ দিয় যাবার সময়, গাড়ির পেছনে হেনরী কে ঘুমিয়ে থাকতে দেখল। এরপরে যা হল!! কি হল? জানতে হলে বইটা অবশ্যই পড়তে হবে। প্রথম বই এর মত এটাও টান টান উত্তেজনা তে পরিপূর্ণ। না পড়লে মিস করবেন। প্রতিক্রিয়াঃ অনুবাদ বেশ ভালই, দু একটা জায়গা খাপছাড়া লেগেছে। এছাড়া প্রথম টার মতই হয়েছে। অনুবাদ তুলনামূলক সহজ। ল্যাসি আর হেনরীর কথোপকথন আমার সবথেকে পছন্দের। আসলেই কিন্তু পশু-পাখি এভাবেই অনেক সাহায্য করে। অনেক কথা তারা বুঝাতেও সাহায্য করে, ঠিক যেভাবে ল্যাসি করেছে হেনরীকে। হেনরীর বাবার চরিত্র টা আসলেই বেশ স্ট্রং। হেনরীর জন্য উনি যা যা করে গেছেন সেটা আসলেই বেশ অন্যরকম।
Was this review helpful to you?
or
যখন প্রথম পড়লাম যে অদ্ভুত এক রোগ আছে, যেখানে রোগী ২৩ ঘন্টা ঘুমায় আর মাত্র এক ঘুন্টা জেগে থাকে।ব্যপার টা ভাবতেই কেমন যেন লেগেছিল।তাই ২য় টার প্রথম অংশ আগে পড়ে নেই।দেখলাম রোগ টা নাকি সত্যি ই কেও ইঞ্জেক্ট করেছিল।কৌতূহল আর না দমাতে পেরে যত দ্রুত পারা যায় প্রথম টা শেষ করে ২য় টা ধরি...সত্যি ই অসাধারণ যার পরতে পরতে রোমাঞ্চ!
Was this review helpful to you?
or
#বুক_রিভিউ বই : থ্রি : টেন এএম লেখক : নিক পিরোগ অনুবাদ : সালমান হক প্রকাশনায় : বাতিঘর প্রকাশনী প্রচ্ছদ : ডিলান পৃষ্টা সংখ্যা : ১১০ মুদ্রিত মূল্য : ১৫০ টাকা রেটিং : ৪.৫/৫ থ্রি : টেন এএম হেনরি বিনস্ সিরিজের ২য় পর্ব। হেনরি বিনস্। বয়স ৩৬ বছর। একটা অদ্ভূত রোগে আক্রান্ত তিনি। ২৪ ঘন্টায় মাত্র ১ ঘন্টা জেগে থাকেন। বাকি ২৩ ঘন্টা ঘুমিয়ে কাটান। মেডিকেল ভাষায় এটি একটি ক্লাসিকেল কন্ডিশনিং। এ ধরণের অসুখে আক্রান্ত পৃথিবীর তিনজন ব্যক্তির মধ্যে হেনরি বিনস্ একজন। যাদের রক্তে মেলাটোনিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় অত্যধিক তারাই এ রোগে আক্রান্ত হয়। মেলাটোনিন হরমোনই নাকি একজন ব্যক্তির ঘুমসংক্রান্ত যাবতীয় কাজের জন্য দায়ী। এটি নিঃসৃত হয় মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি থেকে। আর হেনরি বিনস্ এর পিনিয়াল গ্রন্থি স্বাভাবিক মানুষের তুলনায় তিনগুণ বড়। চৌদ্দ বছর বয়সে অস্ত্রোপচারের মাধ্যমে হেনরি বিনস্ এর পিনিয়াল গ্রন্থি অপসারণ করা হলেও কাজ হয় নি। যাই হউক। মাত্র ১ ঘন্টা ঘুমিয়েও প্রায় স্বাভাবিকই ছিল হেনরি বিনস্ এর জীবন। তাঁর মায়ের নাম স্যালি বিনস্। পেশায় একজন ভূতাত্ত্বিক। হেনরির ৬ষ্ঠ জন্মদিনে একটা লাল রঙের সাইকেল কিনে দিয়েছিলো তার মা। সাইকেল চালানো শেখানোর ছলে তার মা সেদিন পালিয়ে গিয়েছিল। অদ্যবধি নিখোঁজ। মায়ের এভাবে সংসার ত্যাগের বিষয়টি হেনরি বিনস্ কে প্রায়ই ভাবিয়ে তুলে। আর তাই তিনি অ্যাডভান্সড সার্ভেইলেন্স অ্যান্ড ট্র্যাকিং (এএসটি) নামে একটি প্রতিষ্ঠানকে প্রতি মাসেই হাজার হাজার ডলার দিতেন তার মায়ের খোঁজ বের করে দেয়ার জন্য। রাত তিনটা দশ। হঠাৎ একটি মেইল আসে। অ্যাডভান্সড সার্ভেইলেন্স অ্যান্ড ট্র্যাকিং (এএসটি) কোম্পানী থেকে। "আমরা খুঁজে পেয়েছি আপনার মাকে" এএসটি কেম্পানীর মেইলটি পড়ে উলট পালট হয়ে হেনরি বিনস্ এর জেগে থাকা ১ ঘন্টার জীবন। মেইলটি পাঠিয়েছেন এএসটি'র সহপ্রতিষ্ঠাতা মাইক ল্যাং। তিনি জানান, পটোম্যাক নদী থেকে উদ্ধার হওয়া মৃত অজ্ঞাত লাশটির সাথে হেনরি বিনস্ এর পাঠানো তার মায়ের ফিঙ্গারপ্রিন্ট হুবহুব মিলে যায়। পিডিএফ ফরম্যাটে পাঠানো মেইলটিতে মৃতের পুরো রিপোর্টসহ এএসটি আরো জানায়, তার মাকে মাথার পেছনের দিকে গুলি করে খুন করা হয়েছে। হেনরি বিনস্ তার জেগে থাকা মাত্র ১ ঘন্টা সময়কে নানা অনুপাতে ভাগ করে ক্রমশঃ এগুতো থাকেন মায়ের হত্যার রহস্য উদঘাটনে। সাথে আছেন আলেক্সান্দ্রিয়া হোমিসাইড ডিপার্টমেন্টের ইনভিস্টিগেটর বান্ধবী ইনগ্রিড। রহস্যের জট আরো পাকাপোক্ত করতে অজ্ঞাত ঠিকানা থেকে হেনরি বিনস্ এর বাসায় পাঠানো হয় একটা পার্সেল। হেনরি বিনস্ প্রায় উম্মাদ হয়ে যায়। এই পার্সেলেই কি তাহলে লুকিয়ে আছে তার মায়ের হত্যা রহস্যোন্মোচনের সূত্র। হেনরি বিনস্ একেকটা সূত্র ধরে এগুতো থাকে ধীর পায়ে। এক সময় সন্ধান পায় নিষিদ্ধ এক ব্ল্যাক সাইডের। জিপিএস ট্র্যাকারের সহায়তায় পৌঁছে যান তিনি নিষিদ্ধ ব্ল্যাক পুরীতে। মাত্র এক ঘন্টা অবস্থানকালে একের পর এক বেড়িয়ে আসতে থাকে ব্ল্যাক সাইডের লোমহষর্ক সব তথ্য। বেড়িয়ে আসে তার মায়ের হত্যা রহস্য। চাঞ্চল্যকর এসব তথ্য হেনরি বিনস্ কে কিছুটা সময়ের জন্য স্তব্ধ করে দেয়। মায়ের হত্যা রহস্য উদঘাটনে নেমে হেনরি বিনস্ মুখোমুখি হতে থাকেন অজানা কিছু চরম সত্যের। যা তিনি কখনোই প্রত্যাশা করেন নি। তিনি জানতে পারেন তার মায়ের মৃত্যুটাও ছিল সাজানো নাটক। জানতে পারেন তার ১ঘন্টা জেগে থাকা নামক রোগটির পুরোপুরি ইতিহাস। আকাশে মেঘের ঘর্ষণে ঘর্ষণে জ্বলে উঠা বিদ্যুৎ চমকানোর মতোই চমকে উঠেন তিনি। তাহলে পটোম্যাক নদীতে ভেসে উঠা লাশটি কার? মায়ের মৃত্যুটা যদি সাজানোই হয় তবে উদ্ধার হওয়া লাশটির সাথে তার মায়ের ফিঙ্গার প্রিন্ট মিলে গেলো কেমন করে? তবে কি স্যালি বিনস্ এখনো জীবিত? এরকম নানান রহস্যাবৃত প্রশ্নের কঠিন সব লোমহর্ষক সত্যের মুখোমুখি হতে গেলে আপনাকে পড়তে হবে থ্রি : টেন এএম। সালমান হকের অনুবাদ করা এই থৃলারটি পড়তে আমি তেমন কোনো জটিলতার সম্মুখীন হইনি। তবে মাঝে মধ্যে মনে হয়েছে কয়েক স্থানে অনুবাদক তাঁর অনুবাদের ভাষাটা কিছু জটিল করে ফেলেছেন। সবমিলিয়ে কিন্তু ভালোই কেটেছে রিডিং সময়টা। বাতিঘরের বাঁধাই নিয়ে বরাবরের মতো আমার অভিযোগ থাকলেও এযাত্রা আর অভিযোগ করার কোনো কারণই ছিল। বাইন্ডিং সংক্রান্ত আমার সমস্ত অভিযোগকে ধুলোয় লুটিয়ে তারা এই উপন্যাসটির চমৎকার বাইন্ডিং করেছেন। ছাপার মানও যথেষ্ট ভালো ছিল। তবে প্রিন্টিং মিসটেকের অভিযোগ থেকে উনারা এবারও রেহাই পাচ্ছে না। প্রত্যাশা থাকবে পরবর্তী সংস্করণে বিষয়টি তারা অধিকতর গুরুত্বসহকারে বিবেচনা করবেন।
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_জুন #বই_রিভিউ_০৯ #থ্রি: টেন এ এম #লেখক: নিক পিরোগ (অনুবাদ: সালমান হক) #বইয়ের_ধরণ: থ্রিলার, ডিটেকটিভ #প্রকাশনী: বাতিঘর #পৃষ্ঠা: ১১০ #মুদ্রিত_মূল্য: ১৪০ টাকা #ব্যক্তিগত_রেটিং: ৮.৫/১০ . . হেনরি বিনস সিরিজের ২য় বই হলো থ্রি: টেন এ এম। অদ্ভুত হেনরি বিনস যে কিনা ২৩ ঘন্টাই ঘুমিয়ে কাটায়, এটা কি তার নিছক কোনো রোগ? নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো সত্য যেটা কোনো সন্তানের পক্ষেই মেনে নেয়া সম্ভব না! . . এই বইটিতে হেনরি জড়িয়ে পড়ে এমন এক রহস্যের সাথে যেটা সিআইএ বছরের পর বছর গোপন করে রেখেছে স্বয়ং আমেরিকার প্রেসিডেন্টের কাছ থেকে! কি সেই রহস্য? শেষমেশ হেনরি কি সেই রহস্য উদঘাটনে সফল হয়? . . হেনরির মা আসলে কে? তার পেশাটাই বা আসলে কি ছিল? সে কি সত্যিই সিআইএ এর এজেন্ট নাকি কোনো গুপ্তচর? হেনরির মা কি সত্যিই এখনো জীবিত আছেন? এতগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলে স্পয়লার দেয়া হয়ে যাবে। শুধু এটুকুই বললাম বইটার প্রতিটা পাতায় পাতায় এমন কিছু আছে যেটা নিজ দায়িত্বে আপনাকে পরবর্তী পাতায় টেনে নিয়ে যাবে। একটু পর পর কাহিনী ঘুরে যেতে থাকে এমনভাবে যেটা কল্পনারাও বাইরে। . . সালমান হকের অনুবাদও ছিল যথেষ্ট প্রাঞ্জল। হেনরির বিড়াল ল্যাসি আর তার বাবার কুকুর মারডক এই দুটো চরিত্র এত ভারী থ্রিলার টাকে বেশ ইন্টারেস্টিং করে তুলেছে। . #হ্যাপী_রিডিং
Was this review helpful to you?
or
#বই_পর্যালোচনা থ্রি টেন এ এম (3:10 AM) লেখক : নিক পিরোগ প্রথম পর্বের ঝঞ্ঝাটপুর্ন মামলাবাজির এই থ্রিলারটিতে হেনরির সাথে সম্পর্কে জড়ান পুলিশ অফিসার ইনগ্রিড। অদ্ভুত রোগে আক্রান্ত হেনরির জীবন থ্রি টেন এ এম (3:10 AM) এর শুরুতে ভালোই চলছিল তার প্রিয় বিড়াল ল্যাসি এবং প্রিয়তমা ইনগ্রিডকে নিয়ে। হেনরির বাবার সাথে তার মা'র প্রথম দেখা হয়েছিল 'মাইটি বিনস' নামক কফিশপে। তিনমাস পর তাদের বিয়ে হয়। তার একবছর পরেই জন্ম হয় হেনরির।এতদিন হেনরি জানতো তার মা সাধারণ একজন চাকরিজীবী ছিল। হঠাৎ একটা ইমেইল ওলটপালট করেদিল সব কিছু। তবেঁ কি তার মা'র সম্পর্কে এতদিন যা জানতো সব বানানো মিথ্যা ছিল? আলেক্সান্দ্রিয়ায় অক্টোবরের চৌদ্দ তারিখে পটোম্যক নদী থেকে উদ্ধার করা হয় এক অজ্ঞাত মহিলার লাশ। যার সাথে হেনরির মা'র আঙুলের ছাপ মিলে যায়। আর সেদিন আলেক্সান্দ্রিয়াবাসী পায় চার নম্বর রেড-এলার্ট। এটা আমেরিকার পুলিশ ডিপার্টমেন্ট এর ব্যবহৃত একটি সংকেত। চার নম্বর সর্বোচ্চ বিপদের জন্য। আর রেড হচ্ছে আমেরিকা জুড়ে শুধুমাত্র সন্ত্রাসবাদের অবস্থান জানান দেবার জান্য। তাহলে কি হেনরির মা একজন আন্তর্জাতিক সন্ত্রাসী? নাকি আফগান থেকে আমেরিকাকে রক্ষার জন্য, আমেরিকার সর্বোচ্চ গোপনীয় সিআইএ'র একজন এজেন্ট? হেনরির মা কি ঐ মৃত মহিলাই? নাকি কাকতালীয় ভাবে আঙুলের ছাপ ম্যাচিং করেছে? শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনাকর নিক পিরগের এই থ্রিলার সিরিজের দ্বিতীয় অভিযানে আপনাদের স্বাগতম।
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_মার্চ রিভিউ নংঃ ৪ বই :- থ্রি টেন এ এম লেখক :- নিক পিরোগ অনুবাদ :- সালমান হক প্রচ্ছদ :- ডিলান বইয়ের ধরন :- থ্রিলার প্রকাশনী :- বাতিঘর মূল্য :- ১৩০/- (মুদ্রিত) কাহিনী সংক্ষেপেঃ বান্ধবী ইনগ্রিড আর ল্যাসিকে নিয়ে বেশ ভালোই কেটে যাচ্ছিলো হেনরির দিনগুলো।হটাৎ সমস্যা বাঁধায় একটা ইমেল।এএসটি থেকে যে মেইলটা হেনরির ঠিকানায় আসে সেখানে কেবল চারটা শব্দ "তাকে খুঁজে পেয়েছি আমরা"। তবে এই চারশব্দের ছোট্র লাইনটিই হেনরির বুকে কাঁপন ধরিয়ে দেয়।এএসটির মাধ্যমে ছয় বছর বয়সে হারিয়ে ফেলা নিজের মায়ের খোঁজ পায় হেনরি বিনস।মায়ের খোঁজে এক পর এক তথ্য সন্ধান করে।এক পর্যায়ে জানতে পারে মারা গিয়েছে তার মা।তার মা একজন সন্ত্রাসি ছিলেন,চার নম্বর রেড এলার্ট জারি হয় তার মায়ের সন্ধানে।দিশেহারা হয়ে পড়ে হেনরি।বাবার কাছে জানতে চায় মায়ের আসল পরিচয়। হ্যানরির বাবা তাকে জানায় সি আইএর হয়ে কাজ করতেন তার মা।একজন স্পাই ছিলেন।একের পর এক রহস্য ক্রমেই সামনে আসে।প্রেসিডেন্ট এর কাছে থেকে পাওয়া বিশেষ কার্ডের মাধ্যমে হেনরির দেখা হয় সি আইএর ডিরেক্টর লে'হাইয়ের সাথে।কিন্তু সমাধান মেলে না। নিজের মায়ের অতীত জানতে গিয়ে বিরাট বড় এক গোলক ধাঁধায় বন্দী হয় হেনরি। দিনে ২৪ ঘন্টার মধ্যে মাত্র একঘন্টা জেগে থাকা হেনরি বিনসের ও দেখা দেয় জীবন সংশয়। পাঠ্য প্রতিক্রিয়াঃ সবশেষে আমি খুব উপভোগ করেছি এই ছোট্ট উপন্যাস সমৃদ্ধ সিরিজ, যতটুকু জানতে পারলাম লেখক আরো দুটি উপন্যাস লিখবেন এই সিরিজের অপেক্ষায় রইলাম!
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_ডিসেম্বর . বই আলোচনা ৯ . বই :থ্রি টেন এ এম (3: 10 AM) লেখক :নিক পিরোগ অনুবাদক :সালমান হক জনরা : রহস্য উপন্যাসিকা প্রকাশনী:বাতিঘর প্রচ্ছদ :ডিলান পৃষ্ঠা সংখ্যা :১১০ মুদ্রিত মূল্য :১৩০ টাকা। অনলাইন পরিবেশক : রকমারি.কম . ভূমিকা : হেনরি বিনস সিরিজের দ্বিতীয় এই বইটি সত্যি অনবদ্য। মায়ের খোঁজে হেনরির অভিযান এবং শেষে গিয়ে এক ভয়ংকর জায়গাতে তার পদার্পন সেখান থেকে উত্তরণের উপায়, সবকিছুই শিহড়িত করার মতো . লেখক পরিচিতি : লেখক পরিচিতি: আমেরিকান ঔপন্যাসিক নিক পিরোগের জন্ম ১৯৮৪ সালে। কলোরাডো বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসনে পড়াশুনা করেছেন তিনি। বেস্টসেলার ১১ থ্রিলার উপন্যাসের রচয়িতা তিনি। হেনরি বিনস তার সৃষ্টি ব্যতিক্রমি একটি চরিত্র। বর্তমানে তিনি আমেরিকার সান ডিয়েগোতে বসবাস করছেন। . অনুবাদক পরিচিতি:সালমান হকের পৈতৃক নিবাস সিরাজগঞ্জ। তিনি বেড়ে উঠেছেন ঢাকা শহরে। মতিঝিল আইডিয়াল স্কুল এবং রাজউক কলেজ থেকে পাশ করে বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুজীববিজ্ঞান বিষয়ে পড়াশুনা করছে। ছোটবেলা থেকেই তিসি বইপোকা। নিক পিরোগের হেনরি বিনস সিরিজের থ্রি এম তার প্রথম অনুবাদ গ্রন্থ। . কাহিনী সংক্ষেপ : একজন মানুষ তেইশ ঘণ্টা ঘুমায় আর এক ঘণ্টা জেগে থাকে। এতদিন পর্যন্ত হেনরি তার মায়ের সম্পর্কে যা জেনে এসেছ তা ছিল ভুল। হেনরি একটা বিষয় নিয়ে দ্বিধায় পড়ে যায়। তার মা নাকি কোনো আন্তর্জাতিক সন্ত্রাসি চক্রের সাথে জড়িত ছিল। অবশ্য হেনরি জানে না যে চক্রটা আন্তর্জাতিক সন্ত্রাসিদের নাকি সি আই এ'র স্পাই'র। হেনরি একটি মুভির রিভিউ পায়। রিভিউয়ের ছলে খুনের কোডগুলো দেয়া থাকে মুভির রিভিউয়ে। অদ্ভুত না ব্যাপারটা? হেনরির তার মাকে নিয়ে কৌতুহল অনেক। সে তার মায়ের ব্যাপারটা উদঘাটন করতে চায়। যে ব্যাক্তি চব্বিশ ঘণ্টায় জেগে থাকে মাত্র এক ঘন্টা, তার জন্য ব্যাপারটা আসলেই দুঃস্বাধ্য। কিন্তু হেনরি নিজে সেটা মনে করে না। তার ভিতর সবচেয়ে বেশি পরিমাণে যে জিনিসটা আছে, সেটা হচ্ছে আত্নবিশ্বাস। একটি ছোট মেইল, একটি মুভি রিভিউ......। হেনরি তার মা স্যালি বিনসকে খুঁজে পেতে যাচ্ছে সম্ভবত। কিন্তু হেনরি তার মায়ের সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানতে পারে যে, স্যালি বিনস নামে পৃথিবীতে কারও অস্তিত্ব নেই। হেনরি দ্বিধায় পড়ে যায়। তার মা কি বেঁচে আছে, নাকি মারা গেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হেনরি আমেরিকার সবচেয়ে বড় সিকিউরিটি ফোর্স এফ বি আই'র সাথে ঝামেলায় জড়িয়ে যায়। স্যালি বিনস অাসলেই কিসের সাথে জড়িয়ে ছিলেন, কোথায় অাছেন, এটার সন্ধান করতে হেনরি পৌঁছে যায় এমন এক জায়গায়, যেখান থেকে প্রাণ নিয়ে ফেরা দায়। সেখানে গিয়ে সে জানতে পারে যে, এ পর্যন্ত তার সাথে যা যা হয়েছে, তা সবই পরিকল্পনামাফিক হয়েছে। . পাঠ প্রতিক্রিয়া : অনুবাদক সালমান হকের অনুবাদের মান ভালো। পড়ে বেশ তৃপ্তি পেয়েছি। বিড়াল ল্যাসিকে নিয়ে হেনরির দিনাতিপাত আমার বেশ ভালো লেগেছে। ল্যাসি'র ছোট মেউ শব্দটিতেই হেনরি তার মনের ভাষা বুঝে যায়। যে ব্যাক্তি চব্বিশ ঘণ্টার মধ্যে তেইশ ঘণ্টা ঘুমিয়ে কাটায়, তারও যে ইনগ্রিডের মতো একজন গার্লফ্রেন্ড আছে সেটাও বেশ মজাদার। কাজের লোক ইসাবেলা ছিল বলেই হেনরির খাবার তৈরী বা ঘর গুছানোর পেছনে সময় দিতে হয়নি । হেল্পিং হ্যান্ড মন্দ নয়। সবচেয়ে মজা পেয়েছে যে জায়গায় সেটা হচ্ছে হেনরি বাড়ির বাহিরে থাকা অবস্থায় যখন দেখে যে চারটা বেজে যাচ্ছে, তখন সে দৌড়ে বাড়ির উদ্দেশ্যে যায়। কিন্তু বেচারা বিছানা পর্যন্ত আর যেতে পারে না। তার আগেই ঘুমিয়ে যায়। যাইহোক, প্রেমিকা হিসেবে ইনগ্রিড বেশ যত্নবান। ব্যক্তিগত রেটিং ৪.৫/৫ । . রিভিউ লেখক : তানজিনা তানিয়া
Was this review helpful to you?
or
বই : 3:10am মূল : নিক পিরোগ। রূপান্তর : সালমান হক। মূল্য : ১৪০ টাকা। পৃষ্টা : ১১০। প্রকাশনী : বাতিঘর। থ্রি এ.এম. এ আমরা হেনরি সাথে পরিচিত হয়েছি। তাই এখানে তার পরিচয় দেয়ার হচ্ছে না। বরং সোজা চলে যাই মূল কাহিনীতে। কনর সুলিভন এর জেসির খুনের কেসটাতে প্রেসিডেন্টকে নির্দোষ প্রমাণ করার পরে বেশ কবার প্রেসিডেন্ট হেনরিকে কল দেন। একদিন হেনরির বাসায় এসে একসাথে পোকারও খেলে যায়। কিন্তু তারপর অনেক দিনই আর খবর নেই। ঐ দিকে ওর নতুন প্রেমিকা ইনগ্রিডের সাথে সম্পর্কের ছয় মাস পূর্ণ হতে চলছে। মোটামুটি উত্তেজনাহীন ভাবেই কেটে যাচ্ছিল হেনরির দিন। কিন্তু হেনরি প্রায় পাঁচ বছর ধরেই একটা এজেন্সিকে তার মায়ের খোঁজ করর জন্য প্রতি মাসে পাঁচ হাজার ডলার দিয়ে আসছিল। হঠাৎ একদিন সেই অ্যাডভান্সড সার্ভেইলেন্স অ্যান্ড ট্র্যাকিং থেকে ইমেইল এলো। শুধু চারটা শব্দ লিখা : তাকে খুঁজে পেয়েছি আমরা। মেসেজ দেখে হেনরির দম বন্ধ হবার উপক্রম প্রায়! কিন্তু খবরটা সুখকর ছিলনা। ওরা জানিয়েছে হেনরির মা মারা গেছে। সাথে একটা রিপোর্টও ছিল। হেনরি বিনস দ্রুত রিপোর্টটা পড়তে থাকে। সে ধরেই নিয়েছিল, মৃত্যুর কারণ হিসেবে লিখা থাকবে পানিতে ডুবে মারা গেছে- দুর্ঘটনা বা আত্মহত্যা। কিন্তু সেরকম কিছুই লিখা ছিল না তাতে। কারণ ওর মা আত্মহত্যা করেনি। তাকে খুন করা হয়ছে! ব্যস শুরু হয়ে যায় হেনরির গোয়েন্দাগিরি। সাহায্যের জন্য ও কল করে ইনগ্রিডকে। ইনগ্রিডকে ওকে নিশ্চিত করে সব রকমের সাহায্য করবে। আর হেনরি ইনগ্রিডকে জিজ্ঞেস করে জেনে নেয় আমাজন থেকে ওকে কোনো ডিভিডি পাঠয়েছে কিনা! তার বাবাও পাঠায়নি, ইনগ্রিডও পাঠায়নি, সে নিজেও অর্ডার করেনি। তাহলে প্যাকেটটা পাঠালোকে? এইসব চিন্তা করতে করতে প্যাকেট খুলে ভিডিওটেপ টা দেখতে থাকে। কিন্তু হেনরি এর কোনো কূলকিনারা খুঁজে পায়না। পরের কয়েকটা দিন হেনরির সময় কাটে ইন্টারনেট ঘেটে। বিভিন্ন ওয়েবপেইজ ঘুরে নানা রকম তথ্য বের করায়। প্রেসিডেন্টের দেয়া তার সেই রেড কার্ড ব্যবহার করে প্রেসিডেন্ট ও সিআইএ'র প্রধানের সাথে সাক্ষাৎ করার আবেদন করে বসে। কিন্তু দেখা হবার পর ওর সাথে প্রেসিডেন্ট ও সিআইএ'র প্রধানের সাথে কথা কাটাকাটি হয়। কেননা হেনরি সোজাসুজিভাব সিআইএ'র প্রধান কেই তার মায়ের খুনের জন্য দোষারোপ করে বসে! আর এতেই প্রেসিডেন্টও ক্ষেপে যায় হেনরির উপর! আর কোনো সাহায্য করবে না বলে জানায়। এখন হেনরি কি করবে? ও কি পারবে খুঁজে বার করতে ওর মায়ের খুনিকে? নাকি অযথাই পণ্ডশ্রম হবে সব? কেনই বা খুন হলো ওর মা? আসলেই কি খুন হয়েছে ওর মা? নাকি সবই হেনরির উর্বর মস্তিষ্কের অনাকাঙ্ক্ষিত কল্পনা? আর ওই আমাজন থেকে আসা ভিডিওটেপটার বা রহস্য কি? এর সাথে ওর মায়ের খুনের সম্পর্কই বা কি? জানতে হলে পাঠক দেরি না করে পড়ে নিন নিক পিরোগের বিখ্যাত থ্রিলার সিরিজের 3.10am বইটি। #অভিব্যক্তি : সিরিজ টা যখন শুরু করি অনেকেই অনেক কথা বলেছে। থ্রি এএম এর পরের পার্ট গুলা ভালো না, জাস্ট ফালতু হেনতেন আরো কত কি! কিন্তু বইটা যে না পড়বে সে বুঝতে পারবে না থ্রিলটা কি! অসাধারণ একটা সিরিজ। আর প্রথম গল্পের মতই এই গল্পটাতেও ছিল টানটান উত্তেজনা, সাসপেন্স আর দারুণ টুইষ্ট! শেষটায় এসে আমি তো পুরোই বোকা বনে গেছি! যে ধাক্কা খাবেন পাঠক তাতেই থ্রিলার পড়ার সার্থকতা! গল্প টা খুব ছোট তাই যতটা সংক্ষেপে পারা যায় কাহিনী সংক্ষেপ লিখেছি। থ্রিলার প্রেমি পাঠকরা নির্দ্বিধায় নিঃসংকোচে পড়ে ফেলতে পারেন বইটা। আর অনুবাদকের কথা কি বলবো! দারুণ কাজ করেছে। এত সুন্দর একটা সিরিজ উপহার দেয়ার জন্য অনুবাদক ও বাতিঘর কে জানাই অসংখ্য ধন্যবাদ। বই হোক ভালোবাসার প্রতীক।
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_২০১৮ বই আলোচনা: ১৪ বইয়ের নাম: থ্রি টেন এএম লেখক: নিক পিরোগ। অনুবাদক: সালমান হক জনরা: থ্রিলার। প্রকাশনা : বাতিঘর প্রকাশনী প্রথম প্রকাশ : এপ্রিল ২০১৬ পৃষ্ঠা সংখ্যা: ১১০ মুদ্রিত মূল্য : ১৪০/- কাহিনী সংক্ষেপ: অদ্ভুত রোগে আক্রান্ত হেনরি বিনসের জীবন তার প্রিয় বিড়াল আর বান্ধবী ইনগ্রিডকে নিয়ে ভালোই চলে যাচ্ছিল, কিন্ত একটা ইমেইল ওলটপালট করে দিল সবকিছু। তবে কি এতদিন নিজের মা সম্পর্কে যা জানতো সব ভুল ছিল? তার আসল পরিচয় কি? সিআইএ'র এজেন্ট নাকি আন্তর্জাতিক সন্ত্রাসী? আর এমন রোগের পেছনে কি তাহলে অন্য কারণ লুকিয়ে আছে? পেছন থেকে কলকাঠি নাড়ছে কোন অদৃশ্য শত্রু? শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনায় ভরপুর হেনরি বিনস সিরিজের দ্বিতীয় অভিযানে আপনাকে স্বাগতম।
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগিতা_নভেম্বর_২০১৮ উপন্যাসঃ ৩.১০ এম লেখকঃনিক পিরোগ অনুবাদঃসালমান হক প্রকাশনঃবাতিঘর ধরনঃ থৃলার,আ্যাডভেন্ঞ্চার,রহস্য, ভৌতিক মুল্যঃ১৪০ টাকা অদ্ভুত রোগ তাইনা হেনরি বিনস??? এর আগের রিভিউতে তার সম্পর্কে পরিচয়টা তো পেয়েই গেছেন।। তার এরকম এক জীবনে প্রিয় হলো তার একমাত্র বিড়াল ল্যাসি,,, আর ঐ যে ৩.০০ এম বইটাতে ক্রাইম ইনভেস্টিগেটর ইনগ্রিড নামক মেয়েটি,, অসম্ভব ভালোবাসা একে অপরের প্রতি,, দিনগুলো ভালোই যাচ্ছে। কিন্তু সবসময় তো আর সবকিছু ভালো হয়না,, তাইনা?? এই কথার ব্যাতিক্রম ও হলোনা বিনসের জীবনে ,,, কি এমন হয়েছিল সেদিন রাতে?? যখন চোখের সামনে সত্যিগুলো পরিস্কার হতে থাকবে, আপনি যখন ধীরে ধীরে বুঝবেন যে, সবই মিথ্যা ছিল,,যাদেরকে এতো দিন ধরে চিনে এসেছেন.. সবকিছুর উল্টোদিক হয়ে যাচ্ছে, কি করবেন সে মুহুর্তে??? আচ্ছা হেনরি বিনসের "হেনরি বিনস" নামক রোগটি আসলেই কি জন্মগত?? নাকি লুকিয়ে আছে অদৃশ্য কোন কারন??? আর যদিও অন্য কোন কারন থাকে সেটা আবিস্কার করা সত্যিই কি সম্ভব?? এর মধ্যেই জানতে পারলেন এজেন্ট দের কোন গ্রুপ মেম্বার সন্ত্রাসির কাজকর্মে জড়িত,, সবমিলিয়ে মাথা ঘুরপাক খাচ্ছে,, সব কিছুর প্যাচ কি খোলা সম্ভব হয়েছিল বিনসের পক্ষে??? আর সময়ও তো ঐ ১ ঘন্টা। তাহলে?? সব রহস্যের জট খুলতে পড়ে ফেলুন,, হেনরি বিনসের ৩.০০ এম সিরিজের ২য় বই ৩.১০এম,,, উত্তেজনায় ভরপুর পুরো বইজুড়ে।। পাঠ্য প্রতিক্রিয়াঃ এই সিরিজের বইগুলোর মধ্যে এটাও অসাধারন ছিলো, পড়ছিলাম যখন পড়েই যাচ্ছিলাম, কোন বিরক্তি ছিলোনা।।। ভালো লাগছে অনেক, আশা করি পাঠক হতাশ হবেন না।।
Was this review helpful to you?
or
অসাধারণ নিক পিরোগ এর বই গুলো কিন্তু এর সব সিরিজ গুলো ধারাবাহিক ভাবে পড়তে হবে না হলে বুঝা যাবেনা।
Was this review helpful to you?
or
jooss
Was this review helpful to you?
or
#রবিজ_রকমারি_বই_রিভিউ মনে আছে সেই হেনরি বিনসের কথা?? যে কিনা ঠিক রাত ৩ টা যখন সকলে গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনি জেগে ওঠে মাত্র এক টি ঘণ্টার জন্য?? সেই হেনরি বিনস আপনাকে স্বাগত জানাচ্ছে তার এক ঘণ্টার জীবনের আরেকটি অধ্যায়ে যেখানে মিনিটে মিনিটে লুকিয়ে আছে এক অজানা রহস্য এবং আতংক।। হেনরি বিনস এমন এক সন্তান যে কিনা তার মায়ের মমতা, ভালোবাসা থেকে বঞ্চিত সেই ছোটবেলা থেকেই। তার বাবাই তার কাছে সব। তবুও সন্তানের মন নিজের অজান্তেই তার মায়ের খোঁজ করবে এটাই স্বাভাবিক। এভাবে খুঁজতে গিয়ে হেনরি বিনস আবিষ্কার করলো তার মা স্যালি বিনস সাধারণ কোনো মহিলা ছিলোনা, সিআইএ দ্বারা চার নম্বর রেড এলার্ট প্রাপ্ত আন্তর্জাতিক সন্ত্রাসী।।। আসলেই স্যালি বিনস কি আন্তর্জাতিক সন্ত্রাসী ছিল যে এই কারণে তাকে মৃত্যবরণ করতে হলো এবং লাশ পাওয়া গেলো পটোম্যাক নদীতে, এটা কি আত্মহত্যা, খুন না কোনো গভীর ষড়যন্ত্র???? হেনরি বিনসের অদ্ভুত এই রোগের জন্য কি তার আপন মা ই দায়ী? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে ঢুকে পরুন হেনরি বিনসের এক ঘণ্টার রহস্যময়ী জগতে যেখানে হেনরি বিনস আপনাকে সাথে নিয়ে পরবে ভার্জিনিয়ার অন্ধকার অলিতে গলিতে।।। ব্যক্তিগত মতামত : থ্রি এ এম থেকে থ্রি: টেন এ এম উপন্যাসের অনুবাদের মান অনেক উন্নত, একটা থ্রিলার বই এর ফ্লেভার এই উপন্যাস এ পাওয়া যায়। যদিও আরো কাজ করার জায়গা আছে তবে নতুন অনুবাদকের জায়গা থেকে এই অনুবাদ টা ভালোই বলা যায়।। বই টা কি সংগ্রহে রাখার মত? থ্রি এ এম সিরিজ ইদানিং কালের সবচেয়ে আলোচিত উপন্যাস, তার দ্বিতীয় বই এটি। আপনি হেনরি বিনসের এক ঘণ্টার সাক্ষী হতে চাইলে অবশ্যই সংগ্রহ করুন চমৎকার থ্রিলার টি। By: Muhammad Tanjim Farhat
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা :::::::::::::৩৫::::::::::: বই:- থ্রি টেন এএম লেখক:- নিক পিরোগ অনুবাদ:- সালমান হক প্রকাশনী:- বাতিঘর প্রকাশনী ঘরানা:- থ্রিলার উপন্যাস রকমারি মূল্য : ৯১ টাকা মনে করুন, আপনি ছোট থেকে আপনি মায়ের আদর ভালোবাসা পাননি। আপনার বাবা কখনো আপনাকে মায়ের অভাব অনুভব করতে দেয়নি। সন্তানের মন ননিজের অঅজান্তেই মমায়ের খোজ করতে থাকে। এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতি নিজের নিয়মের মায়ের কথা মনে করিয়ে দেয় সন্তানকে। ধরুন ঘটানা চক্রে হঠাৎ একদিন আপনার কাছে একটি ইমেইল আসলো। সেই মেইলে লেখা আছে "আপনার মায়ের সন্ধান"। তাহলে কেমন অনুভূতি হবে আপনার?? হেনরি বিনস এমন অবস্থার সম্মুখীন হয়েছে। এই যা হ্যারি বিনসকে সেটাই তো বলা হলো না। থ্রি এএম যারা পড়েছেন তারা জানেন। যারা পড়েন নি তাদের জন্য বলি- আমাদের আজকের গল্পের নায়ক যেহেনরি বিনস। যিনি অদ্ভুত এক মেডিকেল কন্ডিশনে ভুগছে । যে রোগে আক্রান্ত মানুষ ২৪ ঘন্টায় মাত্র ১ ঘণ্টা জেগে থাকতে পারে এবং বাকি ২৩ ঘন্টা ঘুমিয়ে থাকেন। সারা পৃথিবীতে এরকম রোগীর সংখ্যা মাত্র তিন জন। আর হেনরির মাঝেই প্রথম এই রোগটি প্রকাশ পাওয়াতে “হেনরি বিনস” নামেই নামকরন করা হয় এ রোগটির। হেনরি ঠিক রাত ৩ টার সময় জেগে ওঠে এবং ঠিক চারটার সময় ঘুমিয়ে পরেন। মাত্র একটি ঘন্টা তিনি জেগে থাকতে পারেন। আর এমন একটি সময় তিনি জেগে থাকেন। যখন আশপাশের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনি জেগে ওঠে। হেনরি বিনস ছোট বেলার কিছুটা সময় মাকে কাছে পেয়েছেন। শেষ যখন মাকে দেখেছেন সেদিন ছিলো তার ৬ষ্ঠ জন্মদিন। সেদিন হেনরিকে একটি লাল সাইকেল উপহার দিয়েছিলেন, ঠিক তেমনই একটি লাল সাইকেল। হেনরি সাইকেল চালাচ্ছিলো মা সিটে ধরে ছিলান। হঠাৎ তিনি সাইকেলটি ছেড়ে দিলেন কিন্তু হেনরি বুঝতে পারে নি মা সাইকেল ছাড়ার সাথে সাথে তাদেরও ছেড়ে দিয়েছেন। মায়ের সৃতি খুব একটা মনে নেই হেনরির। যা জানেন তা সবই বাবার কাছে শোনা। বাবার কাছে শুনেছেন তার মায়ের একটি পরিচয় ছিলো না। চার/পাঁচটি নামে চার/পাঁচটি পাসপোর্ট বানানো ছিলো। এবং একটি পিস্তলও ছিলো। হেনরির ধারনা তার মা আন্তর্জাতিক সন্ত্রাসীদদের সাথে কাজ করে। কিন্তু হেনরির বাবা বলেন তার মা "স্যালি বিনস" ছিলেন সিআইএর গুপ্ত কর্মি। কে এই "স্যালি বিনস"? তাহলে কি হেনরির ধারনাই ঠিক???? তার মা কি আন্তর্জাতিক সন্ত্রাসী ছিল? নাকি তার বাবার ধারনাই ঠিক তাঁর মা সিআইএর গুপ্ত কর্মি ছিলেন???? হেনরি বিনসের এই অদ্ভুত রোগে হবার পিছনেই বা কি কারন থাকতে পারে???? #পাঠ_প্রতিক্রিয়া:- অনুবাদের মান মোটামুটি। প্রচুর বানান ভুল। মাঝে মাঝে কয়েকটি বাক্য পেয়েছি অনুবাদক চাইলে আরেকটু সুন্দর করে সাজাতে পারতো। তাহলে হয়তো প্রাঞ্জলতা অক্ষুন্ন থাকতো। তবে থ্রি এ এম থেকে থ্রি: টেন এ এম অনুবাদের মান কিছুটা উন্নত। একটা থ্রিলার বইয়ের পূর্ণসাদ পাওয়া যায় এই বইটিতে। ঘটাগুলো যেভাবে মোর নেয় তা অনেক আনন্দ দিয়েছে আমাকে। তবে আমি প্রথম পর্ব পড়া শেষ করেই মনে মনে ভেববেছিলাম "রে" এর সাথে বা এমন একজন মানুষের সাথে যদি হেনরির একটা সম্পর্ক গড়ে ওঠে তাহলে হেনরি জীবনের পূর্ণস্বাদ পাবে। আমার মনকামনা পূর্ণ হয়েছে উপন্যাসের শুরুতেই। অবশেষে বলতে হচ্ছে আমি পিক নিয়োগের ভক্ত হয়ে যাচ্ছি।
Was this review helpful to you?
or
‘থ্রি : টেন এ এম ৩:১০ এএম ’ ইংরেজী ভাষায় লেখা একটি অসাধারন থ্রিলার উপন্যাস । মুল বইটি লিখেছেন নিক পিরোগ । তিনি বহু থ্রিলার লিখেছেন । থ্রি টেন এ এম তার মধ্যে একটি । বইটি বাংলায় অনুবাদ করে প্রকাশ করেন সালমান হক । তার জন্ম ঢাকা শহরেই । বর্তমানে তিনি ব্র্যাক ইউনিভার্সিটি তে অনুজীববিজ্ঞান বিষয়ে অধ্যায়নরত । নিক পিরোগ এর লেখা থ্রি এ এম বইটি তার প্রথম অনুবাদ গ্রন্থ । থ্রি টেন এ এম বইটি প্রকাশিত হয় ২০১৬ সালের এপ্রিল মাসে । বইটি প্রকাশিত হয় বাতিঘর প্রকাশনী থেকে এবং বইটির প্রচ্ছদ করেছেন ডিলান । প্রেসিডেন্ট সুলিভানের যুবক কালের প্রেমের একটি ভুল যে একটি বিশাল সমস্যার জন্ম দেবে এ কথা কেউ দুঃস্বপ্নেও ভাববে না। সুলিভানের একটি বখে যাওয়া পুত্র ছাড়া অন্যান্য সবই ঠিক আছে। এর মধ্যে বিরল রোগে আক্রান্ত ঘুমন্ত মানব হেনরী বিনস তার পড়শী ক্যালির মৃতদেহ আর প্রেসিডেন্টের মোবাইল ফোন আবিষ্কারের পর থেকে সব ঝামেলা লেগে গেলো। । হেনরি পাশের বাসার মেয়েটির চিতকার শুনে যখন বের হয়ে আসে তখন সে দেখে ওই বাসা থেকে বের হয়ে আসছে আর কেউ না স্বয়ং প্রেসিডেন্ট । তার মানে কি প্রেসিডেন্টের হাতে খুনের শিকার মেয়েটি ? কি হয়েছিল এর পর জানা যাবে থ্রি টেন এ এম বইটি পরলে । বইটি থ্রি এ এম উপন্যাসের সিক্যুয়েল । থ্রি এ এম বইটি যারা পড়েছেন তাদের নতুন করে বলার কিছু নেই, থ্রি এ এম এর রহস্যময় কাহিনী এরপর কোনদিকে এগিয়ে যায় তা জানার জন্য পাঠকদের পড়তে হবে থ্রি টেন এ এম বইটি ।
Was this review helpful to you?
or
? বইটা পুরা ?।টুইস্ট এ ভরা ?,। এই সিরিজের আগের বইটা 3:00 AM পড়া শেষ করার সঙ্গে সঙ্গে এই বইটি(3:10 AM) অর্ডার? করি,?কারণ আগের বইটা এতো উত্তেজনা ? পূর্ণ ছিল যে পড়া শেষ করার সঙ্গে সঙ্গে এই সিরিজের দ্বিতীয় বইটা অর্ডার করি। বলার মতো ভাষা নেই। আপনি যদি একজন বই? প্রেমী অথবা থ্রিলার টাইপের ? বই পড়তে ভালো বাসেন তাহলে এটা ?? পড়তেই ?হবে৷ আগের বইটা( 3:00 AM) থেকে এটা আরও বেশি উত্তজেনা ও ?টুইস্টে ভরা ??।
Was this review helpful to you?
or
ভালো, তবে অনুবাদের ভাষাগত দুর্বলতার কারণে অনেক জায়গায় লেখার মাধুর্যতা হারিয়েছে।
Was this review helpful to you?
or
নিক পিরোগ এর হেনরি বিন্স সিরিজ এর ২য় বই এটি।।যারা 3.00AM বই টি পড়েছেন তাদের জন্য মাষ্ট রিড বই এটি।।হেনরি বিনস এক অদ্ভুত চরিত্র ।।প্রথম বইটি ভাল লাগায় আমি এই বইটি পড়ি।।এই বইটির গল্পের ভিতরে ঢুকে যাওয়ার পর যেকোনো পাঠকের জন্যেই বের হওয়া কষ্টের ব্যাপার।।শুরু থেকে শেষ পর্যন্ত থ্রিল এ আটকে রাখার মত বই এটি
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বইয়ের নামঃ-থ্রিঃটেন. এ.এম লেখকঃ-নিক পিরোগ অনুবাদকের নামঃ-সালমান হক প্রকাশকঃ- বাতিঘর প্রকাশনী পৃষ্ঠা সংখ্যাঃ-১১০ মূল্যঃ-১৩০ টাকা রকমারিতে ৩০% কম। ঘরানাঃ-থৃলার শুরুতেই বলে নিচ্ছি এটা থ্রি.এ.এম এর দ্বিতীয় সিরিজ........... আপনারা হয়তো আগেই জেনেছেন অদ্ভুত রোগে ভুগছে হেনরি বিনস নামের এক ৩৬ বয়সী যুবক, যার দরুন সে কেবল দিনেরাতে ১ ঘন্টা জেগে থাকে। তিনি এত কাল জেনে এসেছে তার মা ৬ বছর সময়ে শুধুমাত্র তার এই রোগের কারনে গৃহ,তার বাবাকে আর তাকে ত্যাগ করেন। নিজেকে সে কখনওই ক্ষমা করতে পারে নি কারণ শুধুমাত্র তার জন্যই তার বাবা আজ তার ভালবাসার মানুষ টি থেকে এত দূরে, দোষ শুধু একান্ত তার আর নিয়তির। কিন্তু একদিন এক ইমেইল আসে পটোম্যাক নদীতে এক লাশ পাওয়া গেছে যার হাতের ছাপ তার মায়ের হাতের ছাপ মিলে গেছে আবার ঐ নদীতে পাওয়া লাশটা সাধারণ কারো না সেটা এক আন্তর্জাতিক সন্ত্রাসীর, যার উপর ৪ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছিল কিন্তু সে ছোট থেকেই জানতো তার মা সিআইএ'র এজেন্ট মানে গুপ্তচর। এখন এই লাশটা কি আদৌ হেনরি বিনসের মায়ের না অন্য কেও ??যদি মা হয় তবে সে সন্ত্রাসী না গুপ্তচর?? গল্পের ক্লাইম্যাক্সে এসে জাস্ট দমে যাবার মতো অবস্থা..... কেনই বা তাকে খুন করা হল? তার পুলিশ গার্লফ্রেন্ড ইনগ্রিড কি দিনের ভাগে তার প্রেমিকের অসুখের সুযোগে প্রেসিডেন্টের সাথে মেলামেশা করে তার অগোচরে...!. তবে কি ইনগ্রিড জানে কিভাবে হল তার মায়ের খুন? এমনি লোমহর্ষক কাহিনী দিয়ে মুড়ানো গল্পটি, রহস্যর বেড়া জালে আবদ্ধ ১১০ টি পাতা। ব্যক্তিগত অভিমতঃ-গল্পটি জুড়ে রহস্য আর আতকে উঠার মতো সংশয়; তার সবটা কি শুধুই নিয়তি না এই অদ্ভুত অসুখের কোন নৈপথ্য কারিগর আছে??? এক বসাতেই বই টি পড়ে ফেলেছি। পড়তে পড়েতে কেপেঁ উঠার অবস্থা। অন্যান্য থৃলার থেকে এটা একটু আলাদা তা পাঠকরা সহজেই উপলব্ধি করবেন। একটার পর একটা পৃষ্ঠা আপনার মাথায় জটা পাকাবে..... শেষের দিকে খুললেও আকর্ষণ রয়ে যায় পরের সিরিজটি পড়ার জন্য। #হ্যাপি_রিডিং
Was this review helpful to you?
or
বুক রিভিউ : থ্রি : টেন এ এম
Was this review helpful to you?
or
'হেনরী বিনস' সিরিজের সবকয়টি বই পড়েছি - থ্রিলার প্রেমীদের জন্যে অসাধারণ একটি সিরিজ উপহার দিয়েছেন লিখক 'নিক পিরোগ'। ***কিন্তু বইটির বাংলা অনুবাদক 'সালমান হক' সম্পূর্ণ সিরিজটিতে গুরুত্বপূর্ণ কিছু চরিত্রের নাম এবং অবস্থান ভুলসহ এলোমেলো করে রেখেছে। অন্যদিকে অনুবাদের ভাষাগত দুর্বলতার কারণে অনেক জায়গায় লেখার মাধুর্যতা হারিয়েছে।
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বইয়ের নামঃ থ্রি : টেন এ এম লেখকের নামঃ নিক পিরোগ অনুবাদকের নামঃ সালমান হক ঘরানারঃ থ্রিলার রেটিং:-৪.৫/৫ অনুবাদ রেটিং:-৪.৭/৫ রিভিউঃ হেনরি বিনস যে কিনা হেনরি বিনস নামক রোগে আক্রান্ত। ছোট বেলায় যখন তার বয়স ছয় বছর তখন তার মা তাকে ও তার বাবাকে রেখে অন্য কোথাও চলে যায়। অনেক দিন থেকে সে তার মাকে খুঁজে চলছে বিভিন্ন উপায়ে। আজ ৩০ বছর পর সে তার মায়ের হদিশ পেলো। চমকে গিয়ে পুরো বিষয়টা যখন বুঝতে চাইলো। তখন সে অবাক হলো। কারন তার মাকে পাওয়া গেছে মৃত অবস্থায়। এবং সেটা স্বাভাবিক মৃত্যু নয়। সেটা ছিলো একটা খুন। কিন্তু কে খুন করলো তার মাকে। কেনই বা খুন করলো! এই সকল সত্য খুজতে গিয়ে হেনরিকে পড়তে হলো কতগুলো কঠিন অবস্থার সম্মুখীন। এমন কি প্রশ্ন হয়ে দাড়ালো তার এই হেনরী বিনস নামক রোগ যে সে বয়ে বেড়াছে , এটা কি প্রকৃতিপ্রদত্ত নাকি তার সাথে কোন ভাবে তার মায়ের যোগ আছে? প্রকাশনীঃ বাতিঘর পৃষ্ঠাঃ১৩০ মূল্যঃ১১০ প্রথম প্রকাশঃ২০১৬ প্রচ্ছদঃডিলান ব্যক্তিগত মতামতঃ হেনরি বিনস সিরিজের ২য় বই এটা । এবং বলাবাহুল্য প্রথমটার মতোই বেশ ভালো লেগেছে। এটা একটু বেশিই ভালো লেগেছে। কেন না হেনরীর মা সম্পর্কে অনেক কিছুই জানা হলো এখানে। এমন কি ছোট বেলা থেকে তার মায়ের সাথে তার সম্পর্কের কথা গুলো বেশ অবাক করার মতো। ছয় বছরের একটা বাচ্চার থেকে কোন মা নিজেকে সরিয়ে নিলেন তার কারন তো অবশ্যই ঘাটতেই হয়। এই পর্বে ল্যাসি তো ছিলোই তবে আগের পর্বে পাওয়া হেনরীর গার্লফ্রেন্ড ইনগ্রিডকেও পাওয়া গেলো। মায়ের অতীত ইতিহাস পাঠককেও বেশ ভাবিয়ে তুলবে বলা যায়। এই বইয়ের প্রচ্ছদ বেশ সুন্দর ছিলো। অনুবাদ হিসেবে প্রথম পার্টের থেকে এটা বোধহয় বেশি ভালো ছিলো। এমনিতেই সালমান হকের অনুবাদে হাত বেশ ভালো। ইতিমধ্যে অনুবাদের মাধ্যমে বেশ ভালো সাড়া ফেলেছেন তিন। বেশ সহজ সাবলীল ভাবেই তিনি অনুবাদ করেছেন। https://www.rokomari.com/book/115394/থ্রি---টেন-এ-এম-৩-১০-এএম?ref=srbr_pg0_p0
Was this review helpful to you?
or
বইয়ের নাম:থ্রি এ এম লেখক:নিক পিরোগ অনুবাদক:সালমান হক প্রচ্ছদ:ডিলান প্রকাশনী:বাতিঘর পৃষ্ঠা:১০৯ মূল্য:১৩০(মুদ্রিত মুল্য) হেনরি বিনস।লোকটি আশ্চর্য্য ও এক অদ্ভুত রোগে আক্রান্ত।রোগের লক্ষন হচ্ছে,প্রতিদিন মাত্র ১ ঘন্টা জেগে থাকা!তারই প্রথম এই রোগ হয়,এই জন্য তার নামের সাথে মিল রেখে রোগের নাম 'হেনরি বিনস'রাখা হয়েছে। আমরা ২৪ ঘন্টার মধ্যে যেসব দৈনন্দিন কাজ করি,তাকেও সেইসব কাজ করতে হয়, শুধু আমাদের সাথে তার তফাত হচ্ছে তাকে ওই ১ ঘন্টার মধ্যে সব কাজ করতে হবে! প্রতিদিন রাত ৩ টা থেকে ৪ টা এই ঘন্টা সময় তার জন্য বরাদ্ধ থাকে।এই ১ ঘন্টার মধ্যে সে গোসল করে,তার শেয়ার বাজারের স্টক চেক করে,বাবার সাথে কথা বলে,হাটতে বের হয় আবার প্রতিদিন ১০ মিনিট করে গেম অফ থ্রন্স দেখে! এক রাতের ঘটনা। রাত ৪ টা বাজার কাছা-কাছি।অথাৎ এখন তার ঘুমাতে যাওয়ার সময়।খাটে উঠতে যাবে, এমন সময় শুনতে পেলো এক নারীর আত্মনাদ। কৌতুহলের কারনে বিনস দৌড়ে জানালার কাছে চলে যায়। আশে পাশে সব কিছু নিশ্চুপ।রাস্তায় একটা দামি গাড়ি দাড় করানো।হঠাৎ হেনরি বিনস দেখল সেই বাড়ি থেকে একটা লোক বেরিয়ে এলো, লোকটা গাড়ির দিকে যাচ্ছে এবং লোকটা যখন গাড়িতে উঠতে যাবে তখনই তার সাথে বিনসের চোখাচখি হল।হেনরি বিনস লোকটাকে দেখে, একদম স্থির ভাবে দাঁড়িয়ে পড়ল, কারন লোকটা আর কেও নই আমেরিকার ৪৪ তম প্রেসিডেন্ট কনর সুলিভান!! পরের দিন বিনস মেয়েটার বাড়ি যেয়ে দেখল লাস পড়ে আছে। তারমানে কি আমেরিকার ৪৪ তম প্রেসিডেন্টই মেয়েটাকে খুন করেছে?তারমানে কি প্রেসিডেন্ট খুনি?বিনস কি এই প্রশ্নের উত্তর ১ ঘন্টার মাঝে খুঝে বের করতে পারবে?জানতে হলে পড়তে হবে থ্রি এ এম।
Was this review helpful to you?
or
কাহিনী সংক্ষেপ মোটামুটি সবাই জেনে গেছেন, তাই আর লিখলাম না। ভালো লেগেছে, কিন্তু যেমনটা শুনে এসেছি তেমন না। হয়তো বেশি প্রশংসা শুনেছি বলে প্রত্যাশা বেশি হওয়ায় এমন হয়েছে। অথবা বড় দুইটা টুইস্ট আগেই আন্দাজ করায় মজাটা কমে গেছে। কিন্তু বই খারাপ বলছি না মোটেও। ইউনিক প্লট, টুইস্টের পর টুইস্ট বইয়ের শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম। অনুবাদ খুব ভালো ছিল, মনে হয়নি এটা অনুবাদকের প্রথম অনুবাদ। অনুবাদক সালমান হক এর কাছে আশা অনেক বেড়ে গেল। হ্যা কিছু শব্দ আছে যেগুলোর ব্যবহার এখন আমাদের কাছে ডাল-ভাত, কিন্তু বইয়ে সেগুলো পড়ে ভালো লাগেনি, দৃষ্টিকটু লেগেছে। আশা করি লেখক পরবর্তী বইয়ে আরো সচেতন হবেন। থ্রি:টেন এএমঃ "থ্রি এ এম" থেকে এটা আমার বেশি ভালো লেগেছে। কারণ এই বইয়ের ব্যাপারে কিছুই জানলাম না আগে থেকে, তাই টুইস্ট এন্ড টার্ন গুলো দারুণ লেগেছে। অনুবাদক এই বইতেও তার স্ট্যান্ডার্ড ধরে রেখেছেন। আমার চোখে অনুবাদের তেমন কোন খুঁত ধরা পরেনি। তবুও...... মূল বইয়ে একটু সমস্যা আছে। বইটা পড়তে গিয়ে মনে হল সবকিছু কেমন জানি বড় বেশি সহজ, বেশি কাকতালীয়! বিড়ালের সাথে কথোপকথন অনেকটা নিজের সাথে কথা বলার মতই, যারা কুকুর বা বিড়াল পালেন তারা এমনটা করেই থাকেন। কিন্তু তাই বলে দুইজন লোক ঘরে আসার ব্যাপারে বিড়ালের মাধ্যমে জানতে পারা! এটা লেখক কিভাবে লিখলেন মাথায় ঢুকেনি। বইয়ে যেভাবে লেখা- 'এরপর ল্যাসি বলল কালকের ঘটনা। ও মহা আরামে ঘুমাচ্ছিল....' পুরোটা তুলে দিয়ে লেখা বড় করা অর্থহীন। অবশ্য লেখক যদি তার পরবর্তী বইয়ে বলে দেন যে হেনরির অলৌকিক ক্ষমতা আছে, তাহলে ঠিক আছে। -_- আসলে একে তো নভেলা, তার উপর সিরিজ, তাই একটা দুইটা বই পড়ে বিচার করলে যথার্থ হবে না। বোঝাই যায় লেখক একটু একটু করে সুতো ছাড়ছেন। প্রথম দুটি বই পড়ে মনে হলো এই দুটো আসলে ভূমিকা, মূল অংশ রয়েই গেছে। এই বইয়ের শেষে তো ইঙ্গিতই দিয়েছেন কেন হেনরির এই অদ্ভূত মেডিক্যাল কন্ডিশন হয়েছে সে ব্যাপারে। লেখক পরবর্তী বইয়ে এই ব্যাপারে ডিটেইলস রেখেছেন, সব প্রশ্নের উত্তর সেখানেই পাওয়া যাবে হয়তো।
Was this review helpful to you?
or
বই: থ্রি টেন এ এম লেখক: নিক পিরোগ অনুবাদক: Salman Haque Dhrubo ক্যাটাগরি: অনুবাদ, থ্রিলার প্রকাশনী: বাতিঘর প্রকাশনী থ্রি এ এম বইয়ের দ্বিতীয় পার্ট 'থ্রি টেন এ এম'। প্রথম খণ্ডের মতোন এই খণ্ডটাও দারুণ ছিল। প্রতি পাতায় এরপরে কি হবে, এরপরে কি হবে, সে চিন্তায় বিভোর ছিলাম। হেনরি বিনস কি তার মাকে খুঁজে পায়? তার মা কি গুপ্তচর নাকি সন্ত্রাসী দলের কেউ? ২৪ঘণ্টার মধ্যে এক ঘণ্টা সে জাগ্রত থাকে, এই এক ঘণ্টায় কি সে এই প্রশ্নের উত্তর পাবে? জানতে হলে পড়তে হবে বইটা..
Was this review helpful to you?
or
কাহিনী সংক্ষেপঃ হেনরি বিনস এক অদ্ভুত রোগে আক্রান্ত। রোগের নামও “হেনরি বিনস”, দিনের ২৪ ঘন্টার মধ্যে ২৩ ঘন্টাই তিনি ঘুমিয়ে কাটান, রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত একঘন্টা জেগে থাকেন তিনি। এই একঘন্টাতেই যত রাজ্যের কাজ তাকে করতে হয়। মুভি দেখা, ব্যায়াম করা, খাওয়া-দাওয়া, বাবার সাথে পোকার খেলা...সব। হেনরি’র মা, হেনরির ৬ বছর বয়সেই তাদেরকে ছেড়ে কোথায় যেন চলে যান। হেনরির বাবাও হেনরির কাছে কিছু ভেঙ্গে বলেনা। এভাবেই দিনকাল কাটে। একদিন হেনরি খবর পায়, তার মায়ের লাশ পাওয়া গেছে নদীতে। আস্তে আস্তে জানা গেলো, হেনরির মায়ের আসল পরিচয়, কী সেই পরিচয়? হেনরি বিনসের এই অদ্ভুত রোগের পেছনে কি তার মা জড়িত? সব প্রশ্নের উত্তর মিলবে এ বইয়ে। নিজস্ব মতামতঃ আমি নিক পিরোগের “হেনরি বিনস” সিরিজের বিশাল ভক্ত। ঘটনাগুলো দারুণ উপভোগ্য। আর যতটা সম্ভব ছিমছাম ভাষায় লেখা। মানে, আপনি যদি থ্রিলার কাহিনীর প্যাঁচগুলো নাও বোঝেন, সমস্যা নেই। এই সিরিজের উপন্যাসগুলি লেখা হয়েছে আপনার বোঝার মত সহজ করেই। সুতরাং, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আর কাহিনীর মূলচরিত্রই যদি এরকম বিস্ময়কর হয়, তাহলে সে কাহিনী যে আকর্ষণীয় হবে, তা তো বলাই বাহুল্য। গল্পের নায়ক ২৪ ঘন্টার মধ্যে জেগে থাকছে মাত্র এক ঘন্টা, আবার সে ছুটে যাচ্ছে বিভিন্ন সত্য উদঘাটনে, এরকম “আউট অফ দ্য বক্স” চিন্তাভাবনা করতে পারবে কয়জন, ভাবার বিষয়। থ্রিলার কাহিনীতে যে মশলাগুলো থাকে, “থ্রি টেন এ এম” সে মশলাগুলোর পুরোটাই পাবেন সঠিক পরিমাণে। সুতরাং, এক ঘন্টা জেগে থাকা নায়কের কাহিনীতে থ্রিলার পাবো না... টাইপের চিন্তাভাবনা থাকলে এখনই মাথা থেকে তা ঝেড়ে ফেলুন। হাতে তুলে নিন “ থ্রি টেন এ এম”, ডুব দিন হেনরি বিনসের দুনিয়ায়। এবার, অনুবাদের প্রসঙ্গে আসি। অনুবাদক @সালমান হক অল্পদিনের ভেতরেই এদেশের অনুবাদজগতে বেশ ভালো একটা স্থান দখল করে নিয়েছেন। অনুবাদকের জায়গায় সালমান হকের নাম দেখলেই বইটা কিনতে আর দ্বিধা থাকেনা। অনুবাদের ঝরঝরে ভাষার কারনে একটানেই বইটি শেষ করা সম্ভব হয়েছিলো। অনুবাদকের জন্যে শুভকামণা। আশা করছি, তার আরো দারুণ দারুণ অনুবাদ আমরা ভবিষ্যতেও পাবো। শেষে একটাই কথা, পড়ে ফেলতে পারেন, থ্রি টেন এ এম। সময় তো দারুণ কাটবেই, সাথে সাথে দুইটা প্রশ্নও মাথায় চলে আসবে, “আমরা সারাদিন জেগে থেকেও কোনো কাজকর্ম (ফেসবুক ব্রাউজিং কাজের মধ্যে পড়েনা) করিনা, অথচ লোকটা মাত্র একঘন্টা জেগে থেকেও অসাধ্যসাধন করে ফেলছে। কীভাবে সম্ভব? দ্বিতীয় প্রশ্ন, আমরাও যদি ২৪ ঘন্টার মধ্যে মাত্র একঘন্টা জেগে থাকতাম, আমরা তখন কী কী কাজ করতাম? দুইটার উত্তর কিন্তু একই, ফেসবুক। মিলিয়ে নিন ;) এক নজরেঃ বইঃ থ্রি টেন এ এম লেখকঃ নিক পিরোগ অনুবাদঃ সালমান হক ধরণঃ থ্রিলার প্রকাশকালঃ এপ্রিল,২০১৬ প্রকাশনীঃ বাতিঘর মূল্যঃ একশত ত্রিশ টাকা মাত্র পৃষ্ঠাঃ ১১০ বইয়ের রকমারি লিঙ্কঃ https://www.rokomari.com/book/115394/থ্রি-:-টেন-এ-এম
Was this review helpful to you?
or
প্রথমটা না পড়লে এইটা পড়ে লাভ নাই, তাই আগে প্রথম টা পড়ে আসেন ।