User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অত্যন্ত গুণী এবং খুব পছন্দের একজন মানুষ মীরদা। উনাকে দেখলেই এক আলাদা শ্রদ্ধাবোধ তৈরী হয়। এ বইটি যখন চোখে পড়েছিলো, কেনার লোভ সামলাতে পারিনি শুধু মীরকে জানার জন্য। সত্যি অনেক কিছু পেরেছি মীরদাকে নিয়ে। তবে বইটার আরেকটি খন্ড যদি বের করা হয় বাকি অজানা দিকগুলো ও জানতে পারবো আমরা।
Was this review helpful to you?
or
রাত থাকতে থাকতে ঘুম থেকে উঠে শারীরচর্চা, তারপর স্টুডিওতে গিয়ে ঢোকা। রেডিও জকি হিসাবে টানা আড়াই-তিন ঘণ্টা লাগাতার বকবক করার পরে গিয়ে ঢোকা মীরাক্কেল-এর সেট-এ। সে শুটিং চলে প্রায় রাত এগারোটা পর্যন্ত। এর মধ্যেই আছে আর পাঁচটা বাবার মতো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা, বাড়ির নানা দায়িত্ব সামলানো। আছে তাঁর নিজস্ব ব্যান্ড ব্যান্ডেজ-এর জন্যে রিহার্সাল, তার শো। ব্যক্তি মীরের প্রতিদিনের পরিশ্রম, নিজের কাজের প্রতি নিষ্ঠা, অগণিত মানুষের পাশে অসময়ে দাঁড়ানোর অভ্যাস এবং আজকের সাফল্যের পেছনে দীর্ঘদিনের আপোষহীন লড়াই — এগুলো অনায়াস ভঙ্গিতে পাঠকের সামনে তুলে ধরেছেন শতরূপা বোস রায়। মীর সম্পর্কে তাঁর সমসাময়িক বিভিন্ন মানুষের পর্যালোচনা এই বইয়ে অন্য একটা মাত্রা যোগ করেছে।
Was this review helpful to you?
or
মজার একটা বই যদিও অনেক কিছু দেখেছি...........................ভাল
Was this review helpful to you?
or
মীর আসলেই একজন অনুকরণীয় এবং অনুসরণীয় ব্যক্তি। বইটি সবারই পড়া দরকার। পৃষ্ঠা গুলি ও উন্নতমানের
Was this review helpful to you?
or
কলম ধরলেই হড়হড় করে বেরিয়ে আসে অনেক শব্দ। অজানা তথ্যের ভান্ডার সকলকে জানিয়ে দিতে মন আনচান করে।নগন্য মনে হওয়া একজনকে অসাধারণ উচ্চতায় শৈল্পিকভাবে আরোহণ করিয়ে তিনি যে নগন্য নন তার প্রমাণ দিয়ে। গল্পের গাঁথুনি দিয়ে- যেন চায়ের আড্ডায় সংলাপ ছড়াচ্ছি আর রূপকথার কোনো কাহিনী বলছি। শতরূপা বোস রায়কে অসংখ্য ধন্যবাদ এমন একটি চমৎকার জীবন্ত জীবনী রচনার জন্য। মীর আফসার আলীর জীবন হয়ে উঠুক আরো ভালোবাসাপূর্ণ। মানুষ আনন্দ পাক তার কথায়। হাসুক প্রাণ খুলে।
Was this review helpful to you?
or
This is the first book of my life. And i really loved it. ROkomari's service is really great. I got my book just within 2 days.