User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রবিজ_রকমারি_বই_রিভিউ আবারো অ্যালান কোয়াটারমেইন। হেনরি রাইডার হ্যাগার্ড এর কালজয়ী উপন্যাস এর এক কিংবদন্তী নায়ক অ্যালান কোয়াটারমেইন। প্রতিবারের মতো এইবারো সাথে আছে বুড়ো এক হটেনটেড হান্স, সাথে আরো আছে লর্ড রেগ্নাল , লেডি রেগ্নাল , সেভেজ এবং দুই রহস্যময়ী জাদুগর হারাত এবং মারাত... লন্ডন থেকে এই কাহিনির শুরু, অ্যালান অ্যান্ড দি হলি ফ্লাওয়ার এর অনেক খানি রেশ এর ভেতর ও লুকায়িত আছে...। সেই পঙ্গ দের এলাকা থেকে আরো উত্তরে বিশাল মরুভূমি তে দুই জাতির বাস যারা দুই দেবতা কে পুজা করে। সাদা কেন্দা এবং কালো কেন্দা, এই দুই জাতি পরস্পর এর শত্রু। সাদা কেন্দা রা এক পবিত্র শিশুর পুজা করলেও কালো রা এই দানবীয় হাতি জেনার পুজায় লিপ্ত। সেই জেনার হাতে যখন সাদা কেন্দা দের শিশু বিপদের সম্মুখীন তখনি হারাত মারাত যায় সেই অ্যালান এর খোঁজে। কারন সেই ছিল একমাত্র মানুষ যে দানবীয় হাতি জেনা কে হত্যা করতে পারবে। সাথে তারা সেই লেডি রেগ্নাল কেও অপহরণ করে তাদের দেবতার অভিভাবক করে নিয়ে যায়। এই লেডি রেগ্নাল কে খুঁজতেই চার অভিযাত্রী পাড়ি দেয় ভয়ংকর কেন্দা দের দেশে। এখানে থেকেই শুরু এক ভয়ংকর অভিযানের। যার সাথে মিশে আছে রহস্য , অ্যাডভেঞ্চার, মৃত্যু...।। সেই কেন্দাদের দেশে অনেক ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হয়ে , দুই কেন্দা জাতির ভেতরকার যুদ্ধে জড়িয়ে শেষ পর্যন্ত অ্যালান উদ্ধার করতে পারে লেডি রেগ্নাল কে। সেই যুদ্ধ ছিল এক ভয়ংকর যুদ্ধ। হাতি পুজারির র সাথে শিশু পুজারি দের যুদ্ধ। এই সেই যুদ্ধ যেখানে অ্যালান হারিয়ে ফেলে তার প্রান প্রিয় ভালবাসার মানুষ তার শরীরে এক অঙ্গকে। মাটি চাপা দেয় যেন তার অর্ধেক হৃদয় কে। কে সে? উত্তর অপেক্ষা করছে বই এর পাতায় পাতায়। শেষ পর্যন্ত কি অ্যালান বেঁচে ফিরতে পেরেছিল, আনতে পেরেছিল সেই আইভরি গুলকে, সেই অত্যাচারী হাতি জেনার হাত থেকে সাদা কেন্দারা কি বাচঁতে পেরেছে? এসব জানতে পারবেন থ্রিলারে পরিপূর্ণ এই বই দি আইভরি চাইল্ড।। বই টি কি সংগ্রহে রাখার মত? হেনরি রাইডারের উপন্যাস মানেই অন্য কিছু। থ্রিলারে পরিপূর্ণ এই উপন্যাস টি কিনে নিতে পারেন চোখ বন্ধ করেই। By: Muhammad Tanjim Farhat
Was this review helpful to you?
or
বুক রিভিউ : দি আইভরি চাইল্ড
Was this review helpful to you?
or
বই সংক্ষেপণঃ মনে আছে স্ক্রুপ এর কথা? হ্যা, যার সাথে অ্যালান কোয়াটারমেইন গিয়েছিল এক অভিযানে যার বর্ণনা আছে "দ্য হলি ফ্লাওয়ার" বইয়ে। ইংল্যান্ডে স্ক্রুপ এর বাড়িতে এসেই পরিচয় হল সুদর্শন পুরুষ লর্ড র ্যাগনলের এবং সুন্দরী রুপবতী র ্যাগনলের বাগদত্তা মিস হোমস এর সাথে। যার বুকে রয়েছে এক অদ্ভুত চন্দ্র চিহ্ন যার সাথে মিশরীয় প্রাচীন দেবতা আইসিস এবং পবিত্র শিশুর সম্পর্ক রয়েছে। এক রাতে অ্যালান কোয়াটারমেইন, মিস হোমস, র ্যাগনল ও অন্যান্যরা ডিনার করার সময় হাজির হল দু'ই যাদুকর হারুত আর মারুত। যাদের নজর পরেছিল মিস হোমস এর উপর, তারা শুনালো অদ্ভুদ এক জাতির কথা, রেজাটাউন থেকে উত্তরে, অনেক দূরে এই কেন্ডা জাতির বসবাস। যেখানে বাহির থেকে কোন লোকজন গেলে আর ফিরে আসতে পারে না। মিস হোমস আর অ্যালান কোয়াটরমেইন তাদের জাদুতে দেখলেন এক অদ্ভুত দৃশ্য। কেন্ডারা দু'দলে বিভক্ত, করে দুই দেবতার উপাসনা। এক দল তুলনামূলক ভাবে কালো তারা জানা নামে এক হাতি দেবতার উপাসনা করে, আরেক দল একটু ফরসা তারা এক ঐশ্বরিক শিশুর উপাসনা করে। জানা হাতি শয়তান, যে মানুষ হত্যা করে অন্যদিকে সাদাদের শিশু দেবতা ভাল। এই শিশু দেবতা এক মহিলা ওরাকলের দ্বারা কথা বলেন, একজনের পর একজন জন্য নেই এই ওরাকল, যাদের গলায় থাকে চন্দ্র চিহ্ন। অনেক গুলো বছর পর অ্যালান কোয়াটারমেইন এর সাথে দেখা করতে আসলেন লর্ড র ্যাগনল। জানালেন মিস হোমস নিখোঁজ হয়েছেন মিশরে। তবে কি হারুত মারুত এর কথাই ঠিক? কোথায় মিস হোমস? সে কি বেঁচে আছে? কোথায় সে? কোন্ডা জাতির কবলে নয় তো? প্রশ্নগুলোর উত্তর পেতে হলে পড়তে হবে বইটি। পাঠ প্রতিক্রিয়াঃ হেনরি রাইডার এর আরেক অন্যন্য এবং মন মুগ্ধকর অ্যালান কোয়াটরমেইন এর আরেকটি অভিযানের গল্প এটি। যা আসলেই অনেক ভাল লেগেছে। ভালবাসা আত্মত্যাগ, বন্ধুত্ব, ফ্যান্টাসি, অ্যাডভেঞ্জারের স্বাধ পেয়েছি বইটিতে। পড়া শেষে মন খারাপ করা ভাল এক উপন্যাস। আর গল্প বর্ণনা আর অনুবাদ ছিল ঝরঝরে এবং মনোমুগ্ধকর। চাইলে বইটি পড়তে পারেন।