User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#প্রশ্ন_তারও_কমন_পড়েছিল - ইয়াসির মনন - প্রধান চরিত্র (রিমন, অনন্যা, আশরাফ সাহেব ও মিসেস সামিমা) বইটা শেষ করার সাথে সাথেই কেন জানিনা দুইটা গান খুব বেশি মনে পড়েছে। এক, "যে আমারে ব্যাথা দিয়েছে তারে দোষিনা আমার কপালে আছে"। আর অন্যটি হলো, "পাগল মন মনরে মন কেন এত কথা বলে"। জানিনা বইয়ের ঘটনার সাথে সম্পর্কিত কিনা তবু মনে পড়লো বলে দিলাম। সুখ-দুঃখ, হাসি-কান্না, ভালোবাসা-ঘৃণা ইত্যাদির মধ্যে দিয়েই আমাদের জীবন অতিবাহিত হয়। কারো জীবনে এগুলোর প্রভাবে সুখে ভরে ওঠে আবার কারো জীবনে নেমে আসে অন্ধকার। যাইহোক নিজের কথা পরে বললেও চলবে, এখন একটু বই নিয়ে কথা বলা যাক। একটু মজার কাহিনী দিয়েই শুরু করি, ছোট বেলায় সকলেরই হয়তো বন্ধুদের ডাকবার জন্য একটা সংকেত থাকে লেখকের ভাষায় কোড ওয়ার্ড। রিমনও নীতুকে সংকেত পাঠাতো মিয়াও মিয়াও বলে। রিমন এই গল্পের মুখ্য চরিত্র। আর পাঁচটা ছেলে-মেয়েদের মত তারও সময় কাটানোর কথা ছিলো মা-বাবার ভালোবাসা এবং শাসন এর ছায়ায়। হৈ হুল্লোর করে কাটানোর কথা কিন্তু রিমন পেয়েছে শুধু মায়ের ভালোবাসা মায়ের শাসন। সবার কপালে হয়তো বাবার ভালোবাসা, বাবার শাসন লেখা থাকেনা। ছেলে বেলায় বাবাকে হারায় রিমন, না মারা যায়নি জীবিত বাবাকেই হারায় সে। একদিন একটা ছিঠি এসে হাতে পড়ে তার, মায়ের কথায় চিঠিটা পড়ে বুঝতে পারে যে এটা একটি ডিভোর্স লেটার। সেই বয়সে হয়তো ডিভোর্স শব্দের মানেই সে বুঝতো না। একটা বৃক্ষ জন্ম নেবার পর যদি তার পরিচর্যা না করা হয়, তবে বৃক্ষের যে অবস্থা হয় ঠিক তেমনি অবস্থা রিমনের। পৃথিবীতে বাবা ছেলের সম্পর্কের মত মধুর সম্পর্ক খুব কমই আছে। কিন্তু রিমন এমনই এক হতভাগ্য ছেলে যার কপালে সেই মধুর সম্পর্কের ছিটেফোটা পর্যন্ত নেই। ঈদের দিনে সকল বন্ধুদের দেখতো বাবার সাথে নামাজ পড়তে, কিন্তু বাবা থাকতেও সে সেটা পারতোনা, স্কুলে যখন সবাই তাদের বাবাকে নিয়ে যেত সে যেত তার মা কে নিয়ে, বাবা আছে কিন্তু বাবা বলে ডাক দেবার অধিকার রিমনের নেই। এর চেয়ে কষ্টের কিছু পৃথিবীতে আছে কিনা তা আমার জানা নাই। রিমনের দোষ কোথায়? তার দোষ শুধু এতটুকুই যে আশরাফ ও সামিমার ঘরে জন্ম নিয়েছে? কিন্তু সেই বাবার সাথেই একসময় সম্পর্ক গড়ে ওঠে রিমনের। তাহলে কি রিমনদের ভাঙা পরিবার আবার জোড়া লাগবে? সময়ের সাথে সাথে রিমনের সম্পর্ক হয় অনন্যার সাথে। অনন্যা খুব অল্প সময় বিচরণ করে এই গল্পে। কিন্তু অল্প হলেও পাঠকের মনে নাইকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। অনন্যার আগমনে রিমনের জীবনে এক বিরাট পরিবর্তন চলে আসে। রিমনের আচরণ লক্ষ্য করলে বোঝা যায় অনন্যাকে সে ভালোবেসে ফেলেছে। কিন্তু তাকে মুখ ফুটে কখনো বলতে পারেনি। অনন্যা বিষয়টা লক্ষ্য করে, অনেক ভাবে জানার চেষ্টাও করে। রিমন কি পারবে অনন্যা কে ভালোবাসার কথাটা বলতে? রিমনের পরিবার ও রিমনের ভালোবাসার কথাটা সম্পূর্ণ জানতে বইটি পড়ার জন্য সকলকে অনুরোধ করা গেলো। #উপলব্ধিঃ আমাদের চার পাশে এমন রিমন খুজলে আরো অনেক পাওয়া যাবে। লেখক শুধু এক রিমন কে তুলে এনেছে। বইয়ের রিমন কে দেখলে দেখা যায় সে তার মায়ের ভালোবাসা পেয়েছে প্রয়োজনে বাবার সাথে যোগাযোগ করতে পেরেছে। কিন্তু বাকি রিমন গুলো তাদের কোনটাকেও পায়না। অনেক রিমনের জায়গা হয় ময়লার ডাস্টবিন। তারা হয়তো এই পৃথিবীটাকে আমাদের মত করে চিনতে পারেনা দেখতেও পারেনা। আবার তাদের থেকে বইয়ের রিমনদের কষ্ট অনেক বেশি কেননা তাদের যে সব অধিকার থেকেও নেই। একজন তৃষ্ণার্ত ব্যাক্তি যখন রাস্তা দিয়ে হাটে তখন দোকানে অনেক পানির বোতল দেখতে পায় কিন্তু টাকা না থাকায় খেতে পারেনা, কিন্তু পানি দেখে যে তার তৃষ্ণা দিগুণ বেরে যায়। তেমনি রিমনদের মতা যারা আছে তাদের বাবা তো আছে ঠিকই কিন্তু বাবাকে বাবা বলে ডাকবার অধিকার টুকু নেই। এর মুলে রয়েছে "ডিভোর্স"। বহুল পরিচিত ও বহুল ব্যবহৃত একটি শব্দ। এই শব্দটির কারনে কত রিমন যে তার ছেলে বেলা থেকে বঞ্চিত হচ্ছে, কত রিমন যে তার বাবা অথবা মা ডাকা থেক বঞ্চিত হচ্ছে সে কেবল রিমনরাই জানে। আবার এইসব রিমনের জীবনেও নাকি প্রেম আসে। কিন্তু তারা ভুলে যায় সমাজ তাকে এই অধিকার দেয় নি। যাদের পরিবারের ঠিক নাই তাদের জীবনে ভালোবাসা অন্যায়। অনন্যারা কিছুদিন হয়তো রিমনদের কে সময় দেয়। কিন্তু জীবন সাথি কি বানায় ? সেটা আপনারাই আমার থেকে ভালো জানেন। কত রিমন অনন্যাদের জন্য নিজেকে বিসর্জন দেয় তা হয়তো সেই অনন্যারা কখনই জানতে পারেনা। জানতে পারলেও তাদের প্রতিক্রিয়া গুলো শুধু সিনেমা এবং মিউজিক ভিডিও গুলোতেই সিমাবদ্ধ, বাস্তবে নয়। লেখক এই বইটিতে এক রিমন কে দিয়ে সমগ্র সমাজ টাকে তুলে ধরতে চেয়েছেন। এটাই হয়তো বোঝাতে চেয়েছেন "আমার বাবা-মায়ের বিচ্ছেদের জন্য আমি দায়ি নই"। একটা হাহাকার কে আকরে ধরে হয়তো জীবন পার করতে হবে, হে বাবা/মা - আমি নির্দোষ আমাকে একবার বুকে টেনে নাও, একবার বাবা/মা বলে ডাকবার অধিকার দাও।
Was this review helpful to you?
or
আমার এক বন্ধুর সাথে কথাপ্রসঙ্গে একটা কথা বলেছিলাম। 'আমরা কষ্ট নামক বৃত্তের পরিধিরেখায় দাড়িয়ে হাহাকার করি। আর কিছু মানুষ আছে যারা এই বৃত্তের কেন্দ্রে অবস্থান করেও হাসিমুখে দিনযাপন করে।' যেই বইটার রিভিউ লিখছি সেটার মূল চরিত্র রিমন কষ্ট নামক বৃত্তের কোন বিন্দুতে আছে সেটা আমার দ্বারা অনুভব করা সম্ভব না। কারন আমি রিমনের মত ভুক্তভুগি না। এবার আসি ছোট্ট করে কাহিনী-সংক্ষেপে। গল্পটা এগিয়ে গেছে রিমন নামের একটা ছেলেকে কেন্দ্র করে। যে ছোটবেলা থেকে তার বাবার আদর পায় নি। বাবা সৌদি প্রবাসি। মাঝেমাঝে দেশে এলেও রিমনদের সাথে থাকতো না। বাবা ও মায়ের মধ্যে সম্পর্ক প্রায় ছিলো না বললেই চলে। তারমাঝে একদিন সরাসরি ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় তার বাবা। রিমন হয়ে যায় পুরোপুরি ব্রোকেন ফ্যামিলির অসহায় সন্তান। ডিভোর্স বা সেপারেশন আমাদের সমাজে একটা ভয়াবহ সমস্যা, যেটা ধীরেধীরে বৃদ্ধি পাচ্ছে। আমাদের কাছে সমস্যাটা সাধারন সমস্যার মত মনে হলেও এই পরিবারের সন্তানদের অবস্থা কেউ চিন্তা করেন? তাদের মানসিক অবস্থাটা কেমন হয়। কখনও কখনও মানসিক ভারসম্য হারিয়ে এই সন্তানেরা হতে পারে মাদকাসক্ত। কেউ এদের সান্তনাও দেয় না। এমনই একটা গল্প আমাদের সামনে তুলে ধরেছেন লেখক। ব্যাক্তিগত মতামতঃ বইটার ব্যাপারে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের অনুভূতি কাজ করছে। প্রথমে নেতিবাচক দিকটা বলি। আমার অভ্যাস প্রত্যেকটা বইয়ের প্রতিটা অক্ষর পড়া। কোনো অংশ বাদ দেই না। ফলে প্রথমে ফ্লাপেই একটা ধাক্কা খেলাম। 'সন্তান' এর জায়গায় 'সন্ত্মান' লেখা। 'যন্ত্রনা' বানান ভুল ছিলো। ফ্লাপেই এধরনের ভুল বইটা সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি করে। তারপরে বলবো দামের কথা। পাঁচ ফর্মার একটা বইয়ের দাম ২৮০ টাকা। দামটা মনে হয়েছে আকাশ ছোঁয়া। এই দামে পাঠক একটা মারদাঙ্গা থ্রিলার বই পেয়ে যাবে। দামটা পাঠকরের একটা বড় অংশকে বই বিমুখ করতে অবদান রাখবে। তৃতীয়তঃ বইয়ের কয়েক জায়গায় ছাপা ঝাপসা ছিলো। এটা কি শুধু আমার কপিতে নাকি সবগুলো কপিতে সেটা জানা নাই। এবারে ইতিবাচক দিকগুলো নিয়ে বলি। প্রথমেই বলতে হবে গল্পের প্লটটা অসাধারন। লেখক তার প্রথম বইয়েই এমন একটা প্লট নিয়ে কাজ করেছেন বলে প্রশংসার প্রাপক। বইয়ের পৃষ্ঠা যথেষ্ট উন্নতমানের। সবশেষে বলতে হবে প্রচ্ছদের কথা। চমৎকার প্রচ্ছদের জন্য কাব্য কারিমকে ধন্যবাদ। লেখকের কাছে দাবী একটাই থাকবে, এমন বই আরও লিখবেন।
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বইঃ প্রশ্ন তারও কমন পড়েছিল লেখকঃ ইয়াসির মনন পৃষ্ঠা সংখ্যাঃ ৭৯ মূল্যঃ ২৮০ (গায়ের লেখা অনুসারে) লেখক পরিচিতিঃ খুব বেশি কিছু বলতে পারবো না । তবে একটা বাক্যের জন্যই লেখক পরিচিতি প্যারাটা রিভিউতে যোগ করেছি। সেটা হল,যখন একজন লেখক ব্যক্তিগত জীবনে চমৎকার একজন মানুষ হন,তার লেখা পড়তেও একটা পবিত্র অনুভূতি আসে। আমাদের মনন ভাইয়ের লেখায় আমি সেটা পেয়েছি। কাহিনী সংক্ষেপঃ রিমন। উপন্যাসের মূল চরিত্রে সে । পুরো উপন্যাসটা তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়ার সময়কাল জুড়ে লেখা । একটা সদ্য কিশোর,যে আইন আদালতের অ ও বোঝেনা তার বাসায় একদিন সকালে একটা চিঠি আসে । আদালত থেকে চিঠি। যাতে লেখা কালো অক্ষরগুলোর আর সিগনেচারগুলোর অনেক ক্ষমতা। নিমিষেই একটা সম্পর্ক,একটা পরিবার আর কয়েকজন মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। যখন বাবার হাত ধরে স্কুলে যাওয়ার কথা, তখনই একটা ছেলে জানতে পারে তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। কাহিনীটা শুরু ঠিক এর পর থেকেই। একটা মাধ্যমিক পড়ুয়া ছেলে আর তার মমতাময়ী মায়ের কাহিনী। জীবনযুদ্ধে তাদের লড়াইয়ের কাহিনী । কি হয়েছিলো শেষ পর্যন্ত? জীবন পরীক্ষার প্রশ্ন কি রিমনের কমন পড়েছিল? পাঠ প্রতিক্রিয়াঃ বইটা পড়ার পর কয়েক মুহূর্ত আমি স্থির হয়ে ছিলাম। প্রথম গল্পেই লেখক এই চমৎকার জাদুটা দেখিয়েছেন। পড়া শেষে মনে হয়েছে রিভিউটা না লেখলে আমি শান্তি পাবনা । সাথে সাথেই লিখতে বসেছি ।বিবাহবিচ্ছেদ আমাদের সমাজে এখনো একটা সাধারণ ব্যাপার হয়ে দাড়াতে পারেনি। একটা কিশোর,যার বাবা মা আলাদা হয়ে গেছে তার উপর কি পরিমাণ মানসিক নির্যাতন হয় তা খুবই চমৎকারভাবে তুলে ধরা হয়েছে বইটিতে। লেখকের প্রশংসা করতেই হচ্ছে বারবার। এতো সুন্দর,সাবলীল লেখা। আমাদের বাঙালি জীবনের পারিপার্শ্বিক সব দিকগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। সর্বশেষে বলতে চাই,যারা পড়েননি শীঘ্রই পড়ে ফেলুন।গ্যারান্টি দিচ্ছি,সময়টা নষ্ট হবেনা :) ধন্যবাদ :) :)
Was this review helpful to you?
or
onek vlo book ta .amar birthday er sthe mile gece ejnno onk ascorjo holam...abar amar baba o saudi thake.Writer ke thanks emn ekta book amader k upohar dewar jnno
Was this review helpful to you?
or
"....মাঝে মাঝে রিমনের মনে হয় আল্লাহ পরীক্ষার প্রশ্ন দিয়ে তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু পরীক্ষা শেষের ঘণ্টা এখনও বাজেনি, বাজবেও না।" "...যত রাত বাড়ে নাইট গার্ডের বাঁশির আওয়াজও আস্তে আস্তে কমে যায়। রাত জেগে থাকে, গার্ড জেগে থাকে না।" "...আনু কখনও জানবে না, প্রশ্ন তারও কমন পড়েছিল।" অসাধারণ লেগেছে এই লাইনগুলো! চমৎকার লিখেছেন ইয়াসির মনন। বাস্তব কাহিনী অবলম্বনে লেখা উপন্যাসটির ভাষাও খুব বাস্তব ও সাবলীল। নিজের ছোট বেলাটিকে মনে করিয়ে দিচ্ছিলো! খেলাধুলা, বন্ধুত্ব, আড্ডা ঘরে-বাইরে - কিছু কিছু বিষয় যে সবারই কমন! উপন্যাসের বিষয়বস্তু খুবই সমসাময়িক। প্রথম উপন্যাস হিসেবে দারুণ লেখনীর জন্য লেখক প্রশংসার দাবি রাখেন! তার আরো সাফল্য কামনা করছি আর অপেক্ষায় থাকবো দারুণ গল্প-উপন্যাসের..... ধন্যবাদ!
Was this review helpful to you?
or
I have read ur story.Ur writing is good enough.Keep it up brother.
Was this review helpful to you?
or
এক পাঠক হিসেবে আমার বিশ্লেষণ এক কিশোরের গল্প । নাম তার রিমন । মায়ের সাথেই থাকে । বড় বোন স্বামী সহ থাকেন বিদেশে । বাবা থেকেও নেই । অর্থের মোহে অন্ধ লোকটির কাছে টাকাই সব । রিমনের বাবা মা প্রেম করে ঘর বেঁধেছিলেন, কিন্তু বাবা বিদেশ যাবার পর সেই ভালোবাসায় ভাটা পড়লো । মিলছিলো না কিছুতেই, তাই ফলাফল ডিভোর্স । কম বয়সে বিয়ে করায় লেখাপড়া শেষ করতে পারেননি রিমনের মা । তাই ডিভোর্সের পর জীবন যুদ্ধে নামলেন তিনি । সাথে কন্যা রিমি আর গল্পের নায়ক । আমাদের সমাজে বাবা মা যখন সংসার ছেড়ে যে যার পথে চলে যান তখন অনেক ক্ষেত্রে পরিস্থিতির শিকার হয় তাদের সন্তান । দোষ না করেও দোষের বোঝা মাথায় নিয়ে বাঁচতে হয় তাকে । সমাজের চোখে তাকে হতে হয় বলির পাঁঠা । কাছের মানুষগুলো সুযোগ পেলেই নির্বিচারে অন্যায় করতে থাকে । অন্যায়ের প্রতিবাদ করতে গেলে কপালে জোটে অপবাদ, অপমান আর অবর্ণনীয় দুর্দশা । এরি মাঝে অনেকে জীবনযুদ্ধে জয়ী হয়, মাথা উঁচু করে এগিয়ে যায় । তবে তাদের সংখ্যা খুব কম । আর বাকিরা বেছে নেয় অন্ধকার জীবন । চিরতরে নিরুদ্দেশ হয়ে যাওয়াই তাদের একমাত্র পরিণতি । রিমনের গল্প অনেকটা এমনি । তবুও শুরু থেকে শেষ প র্যন্ত মুখে হাসি নিয়ে মনের কষ্ট আড়াল করার চেষ্টা করে গেছে সে । একজন কিশোরের কাছ থেকে এ ধরণের ব্যবহার অপ্রত্যাশিত ই বলা চলে । আমাদের চারপাশে এরকম অনেক রিমন ঘুরে বেড়ায় । আমরা তাদের খোঁজও রাখি না বইটি পড়লে অনেকেই ছেলেবেলার সেই দিনগুলোয় ফিরে যাবেন, তাই একটু সময়ের জন্য হলেও বাস্তবতা থেকে মুক্তির জন্য পুর্ণবয়স্ক পাঠক বইটি পড়তে পারেন । মুদ্রণজনিত কিছু ভুল বাদে বইটি সুখপাঠ্য । বিষয়বস্তু এককথায় সময় উপযোগী । প্রথম ব ই হিসেবে সময় উপযোগী বিষয় বেছে নেবার ক্ষেত্রে লেখক একটি সাহসী উদ্যােগ নিয়েছেন, এজন্য অবশ্যই তিনি প্রশংসার দাবিদার । কলম (মতান্তরে কিবোর্ড) চলুক অবিরাম । লেখকের জন্য শুভকামনা
Was this review helpful to you?
or
Vaiya broken family ki hoy ami dekheci, amr chokher samne 2ta ghucano family udao hoa jete dekheci, tader hasi thamte dekheci . Tumi ai topics ta nea r o lekho. ami cai ata bondo hok ma babar jonno sontander life kivabe nosto hoy ami dekheci. onek kharap lage . iccha kore family gula thik kore dey. bt tarpor o akta prosno theke jay , 'Manush ki vabbe ki bolbe????' Khub valo legece vaiya . oshadharon.
Was this review helpful to you?
or
Realistic . Nice . Best of Luck for your future books .
Was this review helpful to you?
or
মনে হচ্ছিলো আমি রিমন চরিত্রটার মধ্যে ঢুকে গেছি, ঠিক ওর চোখ দিয়ে পৃথিবীটা দেখছি। খুব সহজ ভাষা, কোথাও কোথাও অপটু, কিন্তু কি মসৃণ, প্রাণবন্ত, গতিশীল!
Was this review helpful to you?
or
অন্যরকম একটা কাহিনী , নতুন লেখক হিসেবে যথেষ্ট ভালো লিখেছেন । পরের বই পড়ার অপেক্ষায় থাকলাম ।
Was this review helpful to you?
or
hridoy er roktokhoron jodi dekha jeto tahole hoito dekhte pete kotota rokto jhoreche tmr lekha Boi ti porey... oshomvob shundor kore lekhecho... protita feelings nijer chokhe dekhar moto hoyeche.. Remon er jiboner moto jibon jeno karo na hoi...r jodi hoi o tobe jeno tar pashe golper Anu-r thekeo valo Anu thake... Allah tmk onk onk boro koruk...
Was this review helpful to you?
or
অনেক দিন পর প্রায় পাঁচ বছর পর অন্যরকম একটা বই পড়লাম । হৃদয় স্পর্শ করা অনুভুতি মেশানো । অন্যরকম ভালোলাগা । বই টি পড়ে ভালো লেগেছে । লেখক কে উদ্দেশ্য করে বলছি , আমি মনে করি , আপনি যদি নিয়মিত চর্চা চালিয়ে যান , আমাদের আরও অনেক সুন্দর লেখা উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ । আপনার জন্য অনেক শুভকামনা রইল ।
Was this review helpful to you?
or
পড়ে শেষ করেছি। প্রথম বই হিসেবে বেশ ভালো লেগেছে। খুব কাছ থেকে জীবন দেখেছেন বলেই কিনা কি চমৎকার ফুটিয়ে তুলেছেন!!! খেলা টিভি দেখা বোনের সাথে আচরণ বেশ ছিল। এরপর আরো বই পাবো আপনার প্রথম বইয়ের পাঠক হিসেবে এটুকু চাইতেই পারি ।
Was this review helpful to you?
or
খুবই ভালো গল্প । ভালো লেগেছে । পরের লেখা পড়ার অপেক্ষায় থাকলাম ।