User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বই: টেকনাফ থেকে তেঁতুলিয়া জনরা: ভ্রমণকাহিনী লেখক: তারেক-উল অালম প্রকাশনী: বাংলার কবিতা প্রকাশন (বাংলার প্রকাশন) প্রকাশ কাল: বইমেলা ২০১৬ পৃষ্ঠা: ৮০ প্রচ্ছদ: অাহসান অাল অাজাদ মুদ্রিত মূল্য: ১৮০৳ কাহিনী সংক্ষেপ: অজানাকে জানা অার অচেনাকে চেনা মানুষের জন্মগত অাকাঙ্ক্ষা। মানুষ মাত্রই সৌন্দর্য পিপাসু, প্রাকৃতিক সৌন্দর্যরূপে মোহাবিষ্ট হয়ে প্রকৃতির প্রেমে পড়ে কত লোক হয় কবি। রচনা করে হাজার হাজার কবিত। ভ্রমণপিপাসু মানুষ ছুটে চলে দিকদিগন্তে কখনো কখনো বিশ্ব ভ্রমণ করা শেষ হয়ে যায় কিন্তু দেখা হয়না নিজ ঘরের সামনের ঘাসের ডগার উপর জমে থাকা শিশির বিন্দুর মোহনীয় রূপ। বাংলার প্রকৃতি অার এর সৌন্দর্যময় রূপবৈচিত্র নিয়ে লেখার ইচ্ছা থেকেই লেখক তারেক উল অালম তার টেকনাফ থেকে তেতুলিয়া বইয়ে অালোচনা করছেন দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে চলা তার ভ্রমনকাহিনী। প্রাচ্যের রাণী চট্টগ্রাম থেকে শুরু করে একে একে তিনি বর্ণনা করছেন নীল জলরাশির দ্বীপাঞ্চল সেন্টমার্টিন পাহাড়ে ঘেরা বান্দরবন, রাঙামাটির নানান বিচিত্রতা। কেবল সাগর পাহাড়েই সীমাবদ্ধ নয় অাছে সুন্দরবনের জঙ্গলে, নদী পথে ঘোরার রোমাঞ্চকর অভিজ্ঞতা। তেঁতুলিয়ার পথে পুরনো রাজ-রাজার বাড়ির অন্দর মহলের খবর অার পুজোপার্বনে ব্যবহৃত শতবছরের মন্দিরের কাহিনীচিত্র। এককথায় ভ্রমন অনুরাগী পাঠকের দিক নির্দেশনামূলক গাইডবুক বলা যায়। হাতের মুঠোয় যেখানে পুরোদেশের দর্শনীয় স্থানের বর্ণনা চিত্রসহ পাওয়া যাবে। নিজস্ব মতামত: লেখকের বর্ণনাভঙ্গি বেশ সাবলীল ছিল। বইয়ের বাইন্ডিং, কাগজ, প্রুফ সবটাই দৃষ্টিনন্দন কিন্তু বিভিন্ন স্খানের বর্ণনার সাথে লেখকের ব্যক্তিগত ছবি দেয়াটা পছন্দ হয় নাই তার থেকে শুধুমাত্র দর্শনীয় স্থানের ছবি দিলে অারো ভালো লাগতো। ভ্রমণ কাহিনী টেকনাফ থেকে তেতুলিয়া নামকরণের মধ্যেই যেন পাঠক দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে অাসে। দেশের বিভিন্ন পর্যটন এলাকার বর্ণনা অার তার সাথে যোগাযোগ ব্যবস্থার সহজলভ্যতা বা থাকা খাওয়ার বর্ণনা যে কোন ভ্রমন পিপাসুর জন্য এক সহায়িকা বুক হিসেবে কাজ করবে। তবে সব ভালোর মধ্যেও একটু খারাপ লাগা অাছে অার তা হলো কিছু কিছু ছবিতে মানুষ ছাড়া স্থানের কোন চিহ্ন পাওয়া মুসকিল। লেখকের পারিবারিক ভ্রমণের ছবি বইয়ের সাথে না দিয়ে দর্শণীয় স্থানগুলোর অারও হাই রেজুলেশনের ছবি সংযুক্ত করা উচিত ছিল। সর্বোপরি পাঠক বইয়ের ভেতরের দু'চারটা ছবি বাদ দিয়ে বিবেচনা করলে নিজ দেশের সুন্দর একটা ভ্রমণকাহিনী উপভোগ করতে পারবেন।