User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Abul Fatah munna vi er sob gula boi e best. Wish u all the best
Was this review helpful to you?
or
বই: এই নগরের পথে জনরা: সমকালীন উপন্যাস লেখক: আবুল ফাতাহ প্রকাশনী: আদী প্রকাশন প্রকাশ কাল: বইমেলা ২০১৬ পৃষ্ঠা: ১০৮ প্রচ্ছদ: আবুল ফাতাহ মুদ্রিত মূল্য: ২০০ কাহিনী সংক্ষেপ: গল্পটা বলা যায় ভলান্টিরিজমের। সোসাল মিডিয়ার যুগে যেমন প্রায়ই নানা রকম ইভেন্ট খুলে সাহায্যের জন্য একদল তরুন অচেনা অজানা লোকের জন্য দিনরাত খেটে টাকা তুলে সহয়তা করে কিছুটা তেমন। গল্পের নায়ক অভ্র, এক রহস্যময় যুবক। অন্যের দুঃখ কষ্ট তাকে ভাবায়, হৃদয় ভারী হয়ে ওঠে তার অপরের দুঃখে। অাবার তার হাস্যরসে সজীবতা ফিরে পায় নির্জীব মৃতপ্রায় মানুষও। সমাজের অসংগতি দেখলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো কিংবা বাটপারদের শায়েস্তা করার নানা কৌশলও তার অায়ত্বে। বড়লোক বাবার একমাত্র মেয়ে অাফরিন, ঘটনা চক্রে অভ্রের সার্বক্ষণিক সঙ্গী এখন সে। কিন্তু এ দুই মানব-মানবীর সম্পর্ক যে কী তা নির্ণয় করা বড্ড কঠিন। কখনো মনে হয় শিক্ষক-ছাত্রী, কখনোবা কেবল বন্ধু বা তার থেকেও বেশি কিছু হয়তো প্রেমিক-প্রেমিকা। অাফরিনদের বাসায় নানা সময়ে যাতায়াতের ফলে তাদের বাসার দাঁড়োয়ান সোলায়মান মিয়ার সাথে অভ্রর খুব খাতির হয়ে যায়। একসময় জানতে পারে সোলায়মান মিয়ার স্ত্রী অাসমা খুব অসুস্থ। এক মাসের মধ্যে অপারেশন করাতে না পারলে বাঁচনো সম্ভব না তাকে। নাইট গার্ডের পাশাপাশি এখন দিনেও অন্য একজায়গায় চাকরি করে বাড়তি অায়ের অাশায় কিন্তু দশ লাখ টাকা তো মুখের কথা না। অভ্র তখন এগিয়ে অাসে তার পাশে। প্রায়ই দেখা যায় রাস্তায় হাতে ব্যাগ নিয়ে গাড়িতে গাড়িতে তারা টাকা তোলে। কিন্তু এত কম সময়ে দশ লাখ টাকা সংগ্রহ করা অতটা সহজ নয়। একজন মৃত্যুপথযাত্রীকে বাঁচাতে গিয়ে নতুন এক মৃত্যর রহস্যে জড়িয়ে পরে অভ্র। শেষ পর্যন্ত কী তবে টাকা যোগার করে অাসমার চিকিৎসা হবে? অাবারো কী ছোট্ট কুটির সোলায়মান, অাসমার খুনশুটি শোনা যাবে? শেষ পর্যন্ত অভ্র কী করে? অাসমার পরিনতিই বা কী হয়? নিজস্ব মতামত : ছোট ছোট হিউমার অার বাস্তব কিছু ঘটনার সমন্বয়ে লেখা গল্প এই নগরের পথে। যা কখনো পাঠকে হাসায়, ভারাক্রান্ত করে তোলে মন, কল্পনায় হারায় অাবার বাস্তবতায় ফিরিয়ে অানে। অল্প কিছু রহস্য অার কিছুটা ঘোরলাগা সময়ে পার হয়ে যায় গল্পের পুরোটা সময়। এককথায় অভ্র তার সতন্ত্রে স্বকীয়তায় অনন্য। তবে নগরের পথে পথে হেঁটে টাকা কালেক্ট করার যে চিত্র লেখক দেখিয়েছেন নিজ অভিজ্ঞতা না থাকলে কেউ তা অনুভব করতে পারবে না, নিজের খেয়ে বোনের মোষ তাড়ানোর এ কাজে যে কতটা কষ্ট। তবে অাত্মতৃপ্তি তখনই পাওয়া যায় যদি সফলতা অাসে, হাসি ফোটানো যায় মৃত্যুপথযাত্রী কোন রোগীর মুখে, সে দৃশ্যপট যেন কোন স্বর্গীয় দৃশ্যের খন্ডচিত্র।