User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Should read this everyone
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
বইটি অনেক সুন্দর ছিলো। জীবনের শুরুটা ই জীবনের শেষ আমরা ক্ষণিকের সুখ, আনন্দ, গুপ্তধন এসবের জন্য অনন্তই এদিক সেদিক ঘুরে বেরাই তবে শেষ সেখানেই যেখান থেকে আমরা শুরু করেছিলাম। এই বইটিতে এ ব্যাপার গুলো বিষদ ভাবে বিশ্লেষিত আছে।
Was this review helpful to you?
or
good book
Was this review helpful to you?
or
Awesome book
Was this review helpful to you?
or
খারাপ না।
Was this review helpful to you?
or
Nahid Hasan . #রবিজ_রকমারি_বুক_রিভিউ_কনটেস্ট . ছেলেটির নাম সান্তিয়াগো। মেষপালক এই ছেলেটি এক সন্ধ্যায় স্পেনের এক পরিত্যক্ত গির্জায় তার মেষপাল কে নিয়ে রাত্রি যাপনের সিদ্ধান্ত নেয়। গির্জার যেখানটায় প্রার্থনা হত, সেখানটায় অনেক সিকাম গাছ জন্মেছে। শেষ রাতে সান্তিয়াগো স্বপ্ন দেখে মিশরের পিরামিডের কাছে প্রচুর গুপ্তধন লুকানো আছে। সে গুপ্তধনের খোঁজে বের হলে অনেক অভিজ্ঞতা অর্জন করে। পথে দেখা হয় অলৌকিক শক্তির অধিকারী বৃদ্ধ দার্শনিক রাজা, ঠগ যুবক, স্ফটিক বিক্রেতা, ইংরেজ, কাফেলা এবং সবশেষে অ্যালকেমিস্টের সাথে! একসময় পরশ পাথরের দেখা পেল সান্তিয়াগো, যার স্পর্শে সব ধাতুকে সোনায় পরিণত করা যায়! গুপ্তধনের সন্ধানে বের হয়ে সান্তিয়াগো জীবনে অনেক কিছু শিখলো, কিন্তু শেষ পর্যন্ত গুপ্তধন পেলো কি??? জানতে হলে অবশ্যই পড়তে হবে বিশ্ববিখ্যাত এই বইটি। সারা বিশ্বে 'দ্য অ্যালকেমিস্টে' এর প্রায় ২ কোটি কপি বিক্রি হয়েছে। বিশ্বের ৪২ টি ভাষায় অনূদিত এই বইটিকে দ্য টাইমস 'আধুনিক ক্লাসিক ও প্রকাশনার বিস্ময়' রূপে অভিহিত করেছে।
Was this review helpful to you?
or
অনুবাদটা একদম বাজে পুরো রসকসহীন।
Was this review helpful to you?
or
অনুবাদের মান মোটামুটি
Was this review helpful to you?
or
‘দ্য আলকেমিস্ট’ আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বাধিক বিক্রিত পাউলো কোয়েলো এর লেখা অসাধারন একটি অনুপ্রেরনা মুলক উপন্যাস , বইটি কে ভাগ্য অনুসন্ধানের অনবদ্য এক জাদুকরী উপন্যাস বলা হয়ে থাকে । লেখক পাউলো কোয়েলোর জন্ম ব্রাজিলে । তিনি তার অসাধারন লেখালেখির মাধ্যমে অনেক দ্রুত প্রসিদ্ধি লাভ করেন । এছাড়াও বর্তমান বিশ্বে সর্বাধিক পঠিত লেখক হিসেবে স্বীকৃতি অর্জন করেন । তিনি তার জীবনে বহু অনুপ্রেরনা মুলক বই লিখেছেন । এর স্বীকৃতি স্বরুপ তিনি বহু আন্তর্জাতিক পুরষ্কার লাভ করেছেন । তার লেখা অন্যতম সেরা বই দ্য আলকেমিস্ট বইটি বাংলাতে অনুবাদ করেছেন গোলাম রহমান । বইটি বাংলাতে প্রথম প্রকাশিত হয় ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে । বইটি প্রকাশিত হয় ইত্যাদি গ্রন্থ প্রকাশ প্রকাশনী থেকে এবং প্রচ্ছদ করেছেন আদিত্য অন্তর । বইটি পড়লে মানুষ তার মনের মধ্যে অন্যরকম কিছু একটি অনুভব করতে বাধ্য । এইরকম বই যুগে যুগে আসে । বইটি পড়লে পাঠকের জীবন বদলে যেতে পারে । বইটি পৃথিবী জুরে ২০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে । উপন্যাস টি সান্টিয়াগো নামের আব্দুলেশিয়ান অঞ্চলের এক রাখালের কাহিনী । যে একদম শুন্য হাতে তার ভাগ্য অনুসন্ধানে মিশরের মরুভুমি তে রত্নভান্ডার আবিষ্কার করতে ভ্রমন করতে শুরু করে । বাড়ি স্পেন দেশে ,তার যাত্রা পথে তার সৌভাগ্য হয় একজন আলকেমিষ্ট এর সাথে সাক্ষাত হওয়ার । এরপর কি হয় জানার জন্য পড়তে হবে বই টি । বইটি পাঠক দের কাছে অসাধারন লাগবে এইটা নিশ্চিত এবং বইটি পড়ে পাঠকরা প্রচুর অনুপ্রেরনা পাবেন জীবনে এগিয়ে যাওয়ার পথে সেটিও অবশ্যই বলা যায় ।
Was this review helpful to you?
or
জিবনে চলার পথে অনুপ্রেরণা দেয়ার মত একটি বই।খুব কম বই আছে যা মানুষ কে উতসাহ দিতে পারে হয়তো আনন্দ দিতে পারে। সংগ্রহ এ রাখার মত একটি বই।