User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
boita sundor, ventriloquist er por eita porlam valo silo. Nite paren
Was this review helpful to you?
or
৩৫০ পৃষ্ঠার এই বইটির সাথে গত ৫দিন ব্যাপী আমার সুদীর্ঘ যাত্রা কেবল শেষ হলো। সত্যিই অসাধারণ একটা বই..!!! বইটা শেষ করে এক অদ্ভুত প্রাপ্তি অনুভব করছি, মাথায় এখনো সব ইতিহাস,দর্শন,রহস্য ঘুরপাক খাচ্ছে।
Was this review helpful to you?
or
========= কাহিনী/বইয়ের সার-সংক্ষেপ ========== ❝যে দেশে আইন যত শক্তিশালী, সে দেশে অপরাধী চক্রও তত বড়ো।❞ পুরান ঢাকায় ভেতর থেকে একটা লকড রুমে হঠাৎই পাওয়া যায় বাংলাদেশের শীর্ষস্থানীয় ও প্রভাবশালী এক ধনকুবেরের সেক্রেটারির লাশ। প্রথমে অনিচ্ছা ও পরে কৌতুহল থেকেই সেই খবর কভার করতে হাসপাতালে অসুস্থ ফুপুকে রেখেই অবশেষে রুমিকেই যেতে হলো মারুফকে সঙ্গে নিয়ে। কিন্তু সেই নিউজ কভার করতে যেয়ে আরেকটি লাশ পাওয়ার ঘটনা জানতে পারলো রুমি, সেটিও একইভাবে একটি লকড রুমে লাশ পাওয়া গেছে। কিন্তু এই লাশ পাওয়া গেছে কোনও অচেনা অখ্যাত কোন রুমে বা বাসায় নয় বরং ঢাকার শিখ ধর্মালম্বীদের প্রধান উপাসনালয় গুরুদুয়ারার এক অতিথিশালায়! শিখ ধর্মালম্বীদের লাশের বিষয়ে নানা রাখ-ঢাক দেখেই রুমি বুঝে যায় পেছনে রয়েছে অজ্ঞাত বিশাল কোন ষড়যন্ত্র। রুমি ও মারুফ শুরু করলো তদন্ত। মৃত্যু রহস্যের তদন্ত দিয়ে শুরু করলেও ক্রমেই তা থেকে ডানা মেলতে থাকলো আরোও বহুদূর। তা যেমন গিয়েছে সুদূর অতীতে, ঠিক তেমনি এই সকল ঘটনার সাথে জড়িয়ে আছে কিছু গুপ্ত সংগঠন, ধর্মীয় বিশ্বাস, সাথে মিথ ও ভারতীয় উপমহাদেশ তথা বিশ্বের খুবই বিখ্যাত দুটি রত্নের রক্তমাখা ইতিহাস। ========= পাঠ প্রতিক্রিয়া ========== লেখকের ‘ভেন্ট্রিলোকুইস্ট’ উপন্যাসটি পড়ার পর থেকেই স্বভাবতই পরের খন্ড পড়ার জন্য বেশ উদগ্রীব ছিলাম। কিছুদিন স্টক আউট থাকায় সংগ্রহ করতে কিছুটা দেরি হয়। তবে যেভাবে আমার এক্সপেক্টেশন ছিলো সেভাবে বইটি ঠিক আমার কাছে জমেনি। থ্রিলার হয়েও যেন পরিপূর্ণ থ্রিলিংয়ের ভাবটা যেন একটু অপূর্ণ রয়ে গেল। তবে এটা ঠিক বিস্তৃত পটভূমির এই বই রচনা করতে লেখক বেশ পরিশ্রম করেছেন। গল্প ও লেখনীর ধরণ ঝরঝরে হওয়ায় বিভিন্ন তথ্যের সমাবেশ থাকলেও বইটি একদম শুরু থেকেই পাঠককে টেনে ধরে রাখার মতো। তথ্যগুলো লেখক অনেকটাই গল্পচ্ছলে তুলে ধরার চেষ্টা করেছেন। তবে বেশি তথ্যের উপস্থিতি থ্রিল ভাবটাকে একটু ম্লান করেছে বলে আমার কাছে মনে হয়েছে। একটা বিষয় খেয়াল করলাম, বইয়ের অনেক অধ্যায়ের শুরুতেই নতুন নতুন চরিত্র ও ভিন্ন ভিন্ন সময়ের কাহিনী বর্ণনা করা হয়েছে, যেটা আমার কাছে বইয়ের সামগ্রিক কাহিনীর সাথে মেলাতে কিছুটা কষ্ট হয়েছে! যদিও পাঠকভেদে এর ভিন্নতা হতে পারে আমার বিশ্বাস। রহস্য ও থ্রিলারপ্রেমী পাঠকদের বইটি ভালোই লাগবে আশা করা যায়। তবে বইয়ের শেষে নিউক্লিয়ার ওয়ারহেডসমেত বোমার সমাপ্তি নিয়ে আমার বেশ আপত্তি রয়েছে। ভারত-পাকিস্থানের সীমান্তবর্তী এলাকার আকাশে একটি নিউক্লিয়ার ওয়ারহেডসমেত বোমার বিস্ফোরণ ঘটবে আর দুইদিন পর সব স্বাভাবিক, এটা কিভাবে সম্ভব? এতে তো পুরো ভারতবর্ষের বায়ুমন্ডলই তেজষ্ক্রিয়তায় পূর্ণ হয়ে যাবে। আমার মতে এত ইনফরমেটিভ থ্রিলার বইয়ে একটি নিউক্লিয়ার ওয়ারহেডসমেত বোমার পরিণতি এরূপে না দিয়ে আরোও অন্যভাবে লজিক্যালি দেয়া যেত। আরোও একটা বিষয়, জিনান ও তাদের মিনিমালিস্ট গ্রুপের সারা বিশ্ব থেকে সদস্যরা যে আশ্রমে সম্মেলনের জন্য আসলো তাতে মূলত কি ঘটলো? প্রোডাকশনঃ বইটির কভার ডিজাইন, বাইন্ডিং ও পৃষ্ঠার কোয়ালিটি আমার কাছে আকর্ষণীয় ও দারুণ লেগেছে। বাতিঘরের অন্যান্য বইয়ের মতো এখানেও বইয়ের ৪র্থ মুদ্রণেও ভুল বানানের উপস্থিতি কোনোভাবেই মেনে নেয়া যায় না। অনেক জায়গায় ‘ন্ড’ বানানের বদলে ‘-’ এর উপস্থিতি দেখলাম। এটা কি ফন্টজনিত সমস্যা? ব্যক্তিগত রেটিংঃ ৬.৫/১০।
Was this review helpful to you?
or
'ভেন্ট্রিলোকুইস্ট ' বইটা পড়ার পর থেকে এই বইটা পড়ার অনেক ইচ্ছা ছিলো। এককথায় অসাধারণ।অনেক নতুন কিছু জানতে পেরেছি??
Was this review helpful to you?
or
লেখকের ভেন্টিলোকুইস্ট পরে অনেক মুগ্ধ ছিলাম।সেই সূত্রেই এই বইটি কেনা।তবে বইটি পড়ে আশাহত হয়েছি।
Was this review helpful to you?
or
????? ইতিহাস, ধর্ম, রহস্য, থ্রিলার, দর্শন বিভিন্ন বিষয় নিয়ে সন্দুর ভাবে অসাধারন ভাবে সাজানো গল্পটি। বিশেষ করে গল্পের মাঝে মাঝে প্রচুর পরিমানে ইতিহাস রয়েছে। মাঝে মাঝে এমন সব তথ্য উঠে আসে যেগুলো বিশ্বাস করা অনেক কঠিন। তাই বইটা পড়ার পাশাপাশি ইন্টারনেট নিয়ে বসতে হয়েছে। তথ্য গুলো সঠিক কিনা তা যাচাই করতে হয়েছে। একটা সময় তো মনে হয়েছিল, লেখক প্রয়োজনের তুলনায় বেশী ইতিহাস দিয়েছে। লেখকের এর আগের বই ভেন্ট্রিলোকইস্ট বইও এত পরিমান ইতিহাস ছিল না। সম্পর্ন্ন বইটাকে দুই ভাগে ভাগ করা যায়। গল্প এবং গল্পের ফাঁকে ফাঁকে ইতিহাস। ?? গল্প ?? গল্প শুরু হয় দুইটি খুনের তদন্তের মাধ্যমে। গল্পের মেইন ক্যারেক্টার রুমি কে পাঠানো হয় সেই খুনের তদন্তে । সেই সাথে আরেকটি চরিত্র মারুফও। ভেন্ট্রিলোকুইস্ট বইয়ে যেরকম তারা দুই জনে তদন্তে লেগে পড়ে ঠিক সেরকম। পার্থক্য হচ্ছে লেখক এখানে মারুফ ও রুমি দিক থেকেই ঘটনা বর্ননা করেনি। উনি গল্পের মাঝে আরো কয়েকটি চরিত্রের দিক থেকে ঘটনা বর্ননা করেন। আবার গল্পের মাঝে মাঝে টাইমলাইন চেন্জ হয়। কয়েকদিন আগের বা পরের ঘটনা তুলে ধরেন। গল্পের শুরুতে একটি ইউরোপিয়ান মেয়ের ছোট ঘটনা বর্নণা দেন যা শুরুতে দেখলে মনে হবে যে গল্পের সাথে এর কোনো মিল নেই। তবে ঘটনাটি একদম বাস্তব। মেয়েটির নাম জ্যানেট ভিন ট্যাসেল, ঢাকার নবাব আহসান উল্লাহ্ এর অনুরোধ রাখতে গিয়ে মেয়েটি দুর্ঘটনার শিকার হন এবং মূত্যুবরণ করেন। এই রকম কয়েকটি ঘটনা রয়েছে যা শুরু গল্পের সাথে কোনো মিল খুজে পাওয়া যাবে না। আস্তে আস্তে সেগুলোর মাঝে যোগসূত্র তৈরী হয়। সবমিলিয়ে একটি রহস্য গল্প যেমন হওয়া উচিৎ গল্পটিও ঠিক তেমন। তবে গল্পের মূল চরিত্র রুমি ও মারুফ হলে আমার কাছে মনে হয়েছিল সমগ্র গল্পে তারা কী হচ্ছে তার রহস্য উদঘাটন করা ছাড়া তারা কিছুই করেনি। অর্থাৎ মূল চরিত্র থাকার শর্তেও বড় ধরনের দায়িত্ব বা এর কাছাকাছি কিছু করে দেখাতে পারেনি। ভেন্ট্রিলোকুইস্ট বইতে দুই চরিত্রই রহস্যউঘাটন এর পাশাপাশি কিছু একটা করে দেখাতে পারে আর এই গল্পে রুমি ও মারুফ চেয়ে চেয়ে থাকা ছাড়া কিছু করে নি বরং শেষ দিকে শুত্রুকে ডেকে নিয়ে কাজ আরো বৃদ্ধি করে দিয়েছে। গল্পের এই দিক টি ছাড়া আর বাকি সকল কিছু ভালো লাগার মত। ??? ইতিহাস ??? গল্পের পাশাপাশি তো ইতিহাস তো রয়েছে। দরিয়া ই নূর, কোহিনূর, রণজিৎ সিং, গুরু নানক, রাশাদ খালিফা, জালিনওয়ালা বাগ .. আরো অনেক ইতিহাসে গল্পের পাশাপাশি উঠে এসেছে। তবে গল্পের একটা পর্যায় মনে হয়েছিল লেখক গল্পের তুলনায় বেশীই ইতিহাস উল্ল্যেখ করেছেন। একটু কমানো যেত। গল্পকে আরেকটু ছোট করা যেত। তবে গল্পে ইতিহাস এর পরিমান দেখে বুঝা যাচ্ছে লেখক প্রচুড় পরিমানে homework করেছে । অনেকে তো বইটির সাথে ড্যান ব্রাউনের তুলনা করেন। কিন্তু গল্পের মাঝে ইতিহাস থাকলেই যে ড্যান ব্রাউনের মত হবে এমন তো কোনো কথা নেই। এমন প্রচুড় বই আছে যেখানে গল্পের পাশাপাশি ইতিহাস রয়েছে। গল্পের পাশাপাশি ইতিহাস থাকলেই যে ড্যান ব্রাউনের সাথে তুলনা করা বা অনুকরন বলাটাও ভালো দেখায় না।
Was this review helpful to you?
or
যীশুকে ক্রুসিফাই করার ৩ দিন পর, সে নাকি আবার অলৌকিক উপায়ে জ্যান্ত হয়েছিল। এরপর ভক্তদের একবার দেখা দিয়ে চলে গিয়েছিল। কোথায় গিয়েছিল? লেখক মাশুদুল হক দাবি করছেন, যীশু এরপর ইন্ডিয়ায় চলে এসেছিল। কাশ্মীর এবং তিব্বতের গুহায় যীশুর অবস্থানের কিছু প্রমাণ দেখানোর চেষ্টা করেছে এই বইতে। তবে কোনো মিরাকল বিশ্বাস না করে যদি ধরে নেই, ক্রুসিফাই হওয়ার পরেই সে মরে গেছে, পুনরায় আর জ্যান্ত হয় নাই, তাইলে ল্যাঠা চুকে যায়।
Was this review helpful to you?
or
Good enough...
Was this review helpful to you?
or
ভালো বই।পড়ে ভালো লেগেছে
Was this review helpful to you?
or
বইটা আসলেই অসাধারণ। একেবারে ডেন ব্রাউন বা জেমস রলিন্স লেখকদের লেখার মতই। কাহিনীতে একবার ঢুকে গেলে শেষ না হওয়া পর্যন্ত বের হতে মন চাইবে না।
Was this review helpful to you?
or
✔️✔️
Was this review helpful to you?
or
A great combination a thriller, facts and quality writing. Specially liked how the writer incorporated historical, racial facts into the plot of the story, the result of which is a fabulous masterpiece. Became fan after reading the "Prequel" book The Ventriloquist.
Was this review helpful to you?
or
৪ বছর পর "ভেন্ট্রিলোকুইস্ট" উপন্যাসের দুই নায়ক (দুই বন্ধু) রুমি আর মারুফের আবার দেখা। এবার তারা জড়িয়ে পড়েছে এমন এক রহস্যে, যার সাথে জড়িয়ে রয়েছে এই উপমহাদেশের সবচেয়ে গৌরবের দুই রত্ন। কোহ-ই-নূর এবং দরিয়া-ই-নূর। সেই সাথে জড়িয়ে রয়েছে, একটি সম্প্রদায়ের গৌরব ও মর্যাদার ইতিহাস। পিছনে তাড়া করে বেড়াচ্ছে খুনি। ঘটে যেতে পারে লক্ষ লক্ষ মানুষের জীবনাবসান। রক্ত আর প্রতিশোধের আগুনে পুড়ে জন্ম নিতে পারে নতুন এক রাষ্ট্রও। সেই সাথে আছে কিছু মানুষ। যারা হেঁটে চলেছে, যুগে যুগে মহামানবদের দেখানো সেই অভিন্ন পথে। কী সম্পর্ক তাদের সাথে এই ঘটনার? রুমি আর মারুফ কি পারবে, এই সব রহস্যের জট খুলে সমস্যার সমাধান করতে? বাঁচবে কি লক্ষ লক্ষ নিরীহ মানুষের প্রাণ?... জানতে হলে পড়তে হবে মাশুদুল হকের মিনিমালিস্ট। ইতিহাস, ঐতিহ্য, ভালোবাসা, লকড রুম মিস্ট্রি, বিশ্বাসঘাতকতা আর টানটান উত্তেজনায় ভরপুর এক অসাধারণ থ্রিলার।
Was this review helpful to you?
or
☆☆☆☆
Was this review helpful to you?
or
দীর্ঘ চার বছর পর আবার রুমি এবং মারুফ একসাথে জড়িয়ে গেল এক অদ্ভুত রহস্য মিমাংসায়, এক সদীর্ঘ অনুসন্ধানে।যে অনুসন্ধানে মিশে আছে সহস্রবছর ব্যাপী গোপনে উচ্চারিত প্রশ্ন,মূল্যবান শত শত জীবন এবং অবিশ্বাস্য ঐতিহাসিক সব স্মারক। এর সুবিস্তৃত পটভূমিতে ওরা খুজে ফেরে এমন এক সত্য যা ধামা চাপা দিয়ে দাড়িয়ে আছে মিথ্যা আর ছলনায় মোড়া দৈত্যাকার মহীরুহ।মিনিমালিস্ট একটি রহস্য উপন্যাস।
Was this review helpful to you?
or
মারুফ রুমির এই ২য় জার্নিও আমার কাছে লার্নিং পয়েন্ট অফ ভিউ থেকে অসাধারণ লেগেছে। লেখক তার সকল জ্ঞ্যান সম্ভবত এই বইয়ে ঢেলে দিয়েছেন। শিখ জাতির ইতিহাস, কোহিনূর হীরা, আহসান মঞ্জিল, মূসা (আঃ), ঈশা (আঃ), ইহুদী, সাবমিটার, মিনিমালিস্ট মিলে বিশাল কলেবরের এই বইটা এক কথায় ব্যাপক তথ্য সমৃদ্ধ এক জার্নি। সত্যি বলতে আমি নিজে অনেক অনেক কিছুই নতুন করে জানতে পেরেছি এই বইয়ের মাধ্যমে। তবে দৃষ্টিকটু ভাবেই এই বইয়েও রুমীর সবজান্তা ভাবটা আরো বেশী চোখে লেগেছে। বিশেষ করে কিছু জায়গায় যেখানে নৃতাত্ত্বিক হিসাবে মারুফের সেই ব্যাপারে বেশী জানার কথা ছিলো, সেখানে উলটা সবকিছুই রুমীর দিক থেকে জানানো হয়েছে। এটা একদমই এবসার্ড লেগেছে আমার কাছে। এমন হলে দু'জনের প্রফেশনাল সঙ্গাটাই লেখক বদলে দিতে পারতেন। তবে এই একটা ব্যাপার ছাড়া আমার কাছে ব্যক্তিগতভাবে এই বইটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। পড়ার সময় রুমির এই সবজান্তা বিষয়টা বিরক্ত লাগলেও, এখন লেখার সময় পিছনে ফিরে মনে হচ্ছে মিনিমালিস্ট একটা অসাধারন থ্রিলার যার পরতে পরতে বিভিন্ন ইতিহাসের শিক্ষা দেয়া হয়েছে। এই বইটাতে মারুফ রুমীকে রহস্য উদঘাটনের জন্য শেষ পর্যন্ত পরিশ্রম করে যেতে হয়েছে। প্রতিটা ব্যাপারে জানতে এবং খোঁজ নিতে যেতে হয়েছে। এইসব বিষয়গুলো ভালো লেগেছে। আমি লেখক মাশুদুল হকের কাছে কৃতজ্ঞ থাকবো এতোকিছু এক বইয়ের মাধ্যমে যতোটা সম্ভব বিশদভাবে জানিয়ে দেয়ার জন্য। এবং অনুরোধ থাকবে মারুফ রুমির এই জার্নিকে সামনে আরো এগিয়ে নেয়ার জন্য। ব্যক্তিগত রেটিংঃ ৯/১০
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_জুন #বই_রিভিউ_১৪ #মিনিমালিস্ট #লেখক: মাশুদুল হক #বইয়ের_ধরণ: থ্রিলার #প্রকাশনী: বাতিঘর #পৃষ্ঠা: ৩১৯ #মুদ্রিত_মূল্য: ৩২০ টাকা #ব্যক্তিগত_রেটিং: ৭.৫/১০ . . রত্ন কোহিনূর (কোহ-ই-নূর) এর কথা তো আমরা সবাই জানি। কিন্তু এটার সঠিক ইতিহাস কি আমরা জানি? যে অভিশপ্ত রত্নের জন্য জীবন দিতে হয়েছে বিভিন্ন ধর্মের, গোষ্ঠীর সম্রাটদের? এই একবিংশ শতাব্দীতে হঠাত কোন দল ই বা এই রত্ন বগলদাবা করতে নেমেছে? . . শিখ সম্প্রদায় এর ইতিহাস, এদের উত্থান, পতন, সাবমিশন ধর্ম, বাব, বাহাই, মিনিমালিজম সহ বিভিন্ন সম্প্রদায়, গোষ্ঠীর পরস্পর সম্পর্ক, ইতিহাস এসব নিয়ে লেখক যেভাবে বইটির কাহিনী এগিয়ে নিয়ে গেছেন তা সত্যিই মনোমুগ্ধকর। . . এখন কথা হচ্ছে মিনিমালিজম কি? অল্পতেই তুষ্ট থাকা কিন্তু একেবারে বৈরাগ্য ধারণ না করে মধ্যমপন্থা অনুসরণ করাই হল মিনিমালিজম! এমন এক দর্শন যা যুগে যুগে প্রায় সব ধর্ম প্রচারক ই প্রচার করে এসেছেন। . . দেশ সেরা ধনকুবের আতিকুর রহমান এর পি এস হঠাত করেই খুন হয়ে যান। তার নাতনী হন কিডন্যাপড। ওদিকে নওরোজ নামের এক যুবক হন্য হয়ে খুজে চলেছে একটা দামী জিনিস, যেটা হয়ত নতুন এক ধর্মকে ছড়িয়ে দিতে পারবে বিশ্বব্যাপী। এতসব ঘটনার পেছনে কি রয়েছে? যদি বলি সেই কোহিনূর এবং দরিয়া-ই-নূর এর মত দুটি রত্ন রয়েছে খুব অবাক হবেন? . . কিংবা যদি বলি হযরত ঈসা (আ:) এর কবর ভারতে আছে খুব অবাক হয়ে যাবেন? আচ্ছা তার ৩০ বছর হবার আগের জীবনটুকুর বর্ণনা কি বাইবেলে আছে? নেই! তাহলে সে সময়ে কি তিনি সত্যিই ভারত ভ্রমনে এসেছিলেন? সব কিছুর প্রাঞ্জল বর্ণনা আছে মিনিমালিস্টে। . . এবারো ঘটনার সাথে অনাকাঙ্ক্ষিত ভাবে জড়িয়ে যায় দুই বন্ধু রুমি এবং মারুফ। রুদ্ধশ্বাসকর এক এডভেঞ্চারের মাধ্যমে তারা শেষ করে তাদের এই যাত্রা। . . বইটি পড়ে প্রতি মুহূর্তে শুধু যে শিহরিত হয়েছি তাই ই না, সাথে সাথে পৃথিবীতে প্রতিষ্ঠিত বিভিন্ন ধর্ম, দর্শন সম্পর্কে অনেক বিস্ময়কর তথ্য জানতে পেরেছি! বোঝাই যাচ্ছে লেখকে বেশ পরিশ্রম করতে হয়েছে এমন একটা টুইস্টে ভরপুর থ্রিলার উপহার দিতে। এবং এই বইয়ে দেয়া প্রায় সমস্ত ঐতিহাসিক তথ্য ই সত্য বলা যায় (কিছু ধর্মীয় তত্ত্ব বাদে)। লেখক পেছনে এর রেফারেন্স বুকগুলোর নাম ও দিয়ে দিয়েছেন। . . বইয়ের কাহিনীর তুলনায় প্রচ্ছদ সাদামাটা মনে হয়েছে...চাইলেই হয়ত কাহিনীর সাথে মিল রেখে আরো চমকপ্রদ প্রচ্ছদ করা যেত। ভেন্ট্রিলোকুইস্টের পরবর্তী সিকুয়েল হলো মিনিমালিস্ট। মাস্টরিড তালিকায় রাখার মত একটি সিরিজ। ❤ .
Was this review helpful to you?
or
#Book_Review বইয়ের নামঃ মিনিমালিস্ট বইয়ের ধরণঃ থ্রিলার বা রহস্যপোন্যাস বইয়ের লেখকঃ মাশুদুল হক প্রচ্ছদঃ মাশুদুল হক প্রকাশকালঃ অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ প্রকাশনীঃ বাতিঘর প্রকাশনী পৃষ্ঠাঃ ৩১৫ মূদ্রিত মূল্যঃ ৩০০ টাকা লেখক পরিচিতিঃ লেখকের জন্ম ঢাকায়। পেশায় চিকিৎসক। বর্তমানে কর্মরত আছেন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। লেখালেখির শুরু ছোট গল্প আর ফিচার দিয়ে। লেখকের প্রথম বই “ভেন্ট্রিলোকুইস্ট” বহুল আলোচিত ও পাঠক সমাদৃত হয়েছে। লেখালেখি ছাড়া অনেক স্বেচ্ছাসেবী কাজেও তিনি যুক্ত ছিলেন। তার প্রকাশিত মোট বইয়ের সংখ্যা ৬ টি। সার-সংক্ষেপঃ দীর্ঘ চার বৎসর পর আবার রুমি এবং মারুফ একসাথে জড়িয়ে গেল এক অদ্ভূত রহস্য মীমাংসায়, এক সুদীর্ঘ অনুসন্ধানে । যে অনুসন্ধানে মিশে আছে সহস্রবছর ব্যাপী গোপনে উচ্চারিত প্রশ্ন, মূল্যবান শত শত জীবন এবং অবিশ্বাস্য ঐতিহাসিক সব স্মারক । এর সুবিস্তৃত পটভূমিতে ওরা খুঁজে ফেরে এমন এক সত্য যা ধামাচাপা দিয়ে দাঁড়িয়ে আছে মিথ্যা আর ছলনায় মোড়া দৈত্যাকার মহীরুহ । মিনিমালিস্ট একটি রহস্য উপন্যাস, নানা ঘটনা উপঘটনার সুদীর্ঘ যাত্রা । কিন্তু এ এক উপলক্ষ্যও, বৃহৎ ও মহতী এক বোধের । সবকালে সবযুগে মহামানবেরা যে পথে হেঁটেছেন, তাঁদের দর্শনকে নতুন করে ধারনের এক প্রচেষ্টা । পাঠ প্রতিক্রিয়াঃ বইটি ১ বছরের বেশি সময় ধরে সংগ্রহে পড়ে ছিল। আলসেমির কারণে পড়া হয়নি। কিন্তু আজ পড়ে মনে হল বইটি আমার আরো আগেই পড়া উচিত ছিল। গত বছরের বই। তাই হয়ত অনেকেই আগে পড়ে ফেলেছেন বইটি। কিন্তু যারা এখনও পড়েননি, তাদের জন্যে লিখছি... মিনিমালিস্ট বইটি লেখক মাশুদুল হকের প্রথম বই ভেন্ট্রিলোকুইস্টের সিক্যুয়াল বা ২য় পর্ব। ভেন্ট্রিলোকুইস্ট বইটি বের হওয়ার ৪ বছর পর প্রকাশিত হয়েছে এই বইটি। মজার ব্যাপার হলো, প্রথম বইয়ের কাহিনী যেখানে শেষ হয়েছে ঠিক তার চার বছর পরের কাহিনী নিয়ে রচিত হয়েছে এই বইটি। যদিও বলেছি এটি একটি সিক্যুয়াল বই, তারপরেও আলোচ্য বইয়ের প্রথম ও শেষের কিছু জায়গায় ছাড়া ব্যাপারটার উল্লেখ। একেবারে নতুন গল্প এটি। বিশাল প্লট, বিরাট কাহিনী। বহু চরিত্র। বহু ঘটনা। বহু তথ্য। সে সাথে আছে ইতিহাস, রাজনীতি, ধর্ম। কিন্তু এত কিছুর পরেও লেখক বেশ দক্ষ হাতে কাহিনী সামলেছেন। আলোচ্য বইয়ে উঠে এসেছে উপমহাদেশীয় ইতিহাসের অনেক অজানা তথ্য। এসেছে শিখ সম্প্রদায়ের কথা, এসেছে মুঘল সাম্রাজ্যের কথা, এসেছে পৃথিবীর সবথেকে মূল্যবাদ রত্ন কোহ-ই-নূর’এর কথা। আবার এসেছে সুফিবাদ, ধর্ম, ইসা মসীহ, হযরত মুসা নবীর কথাও। সব মিলিয়ে গোটা এক প্যাকেজ বলা যেতে পারে বইটিকে। বইয়ের লেখনীও ছিল বেশ ভালো। গল্পে গতি ছিল খুব। পাঠককে ধরে রাখতে সম্পূর্ণরূপে সক্ষম। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অধ্যায়ে চমক। আলোচ্য গল্পে সব আছে। থ্রিল, সাস্পেন্স, মার্ডার, লেজেন্ড, অ্যাডভেঞ্চার...সব! এমনকি লেখক ক্লাইম্যাক্সে যেই চমকটা দিয়েছেন সেটা হজম করতে গেলে পাঠককে আবার সেই ভেন্ট্রিলোকুইস্ট বইটা খুলে দেখতে হবে। আগেই বলেছি বইয়ে তথ্য আছে খুব। অনেক ইতিহাস বর্ণনাও আছে। সাধারণত এরকম তথ্যবহুল বই খুব স্লো হয়। কিন্তু এই বইয়ের ক্ষেত্রে সেটা মনে হয়নি। এমনকি বিষয়গুলো জ্ঞানের কপচামীও মনে হয়নি। বেশ সহজ সরলভাবেই বর্ণনা দিয়েছেন লেখক। আর তার উপর তথ্যগুলো গুগল সার্চ বা উইকিপিডিয়া থেকে নেয়া হয়নি। বেশ খেটেখুটে লেখা হয়েছে সেটা বই পড়লেই বোঝা যায়। তবে এত কিছুর পরেও কিছু জায়গায় নাখোসী এসেছে... প্রথমত, বইয়ের রুমি চরিত্রটি নিয়ে আমার আপত্তি আছে। ভেন্ট্রিলোকুইস্টে রুমির ইনভেস্টিগেশনগুলো করার পেছনে যুক্তি ছিল। ছোটবেলার বন্ধু বিপদে পড়েছে, সে তো এগিয়ে যাবেই। কিন্তু মিনিমালিস্টে আমরা প্রথমেই দেখতে পাই যে সাংবাদিক রুমি একটি লকড রুম মার্ডার নিয়ে রিপোর্ট রেডি করতে গিয়ে গোয়েন্দাগিরি শুরু করে। এবং সেই উপলক্ষে দেশ বিদেশ ঘুরে আসে। ব্যাপারটা আমার কাছে বেশ অবাস্তব ও যুক্তিহীন লেগেছে। একজন স্বাভাবিক কোন কেস নিয়ে কোনদিন এতটা গভীরে যায় না। রুমি পেশায় সাংবাদিক, গোয়েন্দা না। দ্বিতীয়ত, লেখক বইটির গল্প বলার ক্ষেত্রে বেশ জটিলতা দেখিয়েছেন। একবার তিনি রুমির ভাষ্যে গল্প বলান, অমনি পরের অধ্যায়ে মারুফের ভাষ্যে। আবার হঠাৎ করে তৃতীয় পুরুষের মাধ্যমেও গল্প বলেন। আবার কখনও কখনও উপন্যাসের অন্যান্য চরিত্রের ভাষ্যেও ঘটনা বর্ণনা করেন। এর ফলে পাঠক মনে সংশয় দেখা দেয় যা পাঠককে গল্প বুঝতে সমস্যার সৃষ্টি করে। এছাড়া, কয়েক জায়গায় বানান ভুল পেয়েছি। পড়া হয়েছে পরা, মারুফ হয়েছে মারুক, রুমি হয়েছে রুবি ইত্যাদি। তবে বইয়ের প্রচ্ছদটি বেশ সুন্দর। লেখক নিজেই প্রচ্ছদ করেছেন। এরকম সুন্দর প্রচ্ছদের জন্য তাকে বিশেষ ধন্যবাদ জানাই। বইয়ের অন্যান্য বাহ্যিক দিক, যেমন, ছাপা, কাগজের মান, বাইন্ডিং ইত্যাদি বরাবরের মতই ভালো। সবশেষে এটাই বলব যে, ভেন্ট্রিলোকুইস্টের ক্লাইম্যাক্স তেমন ভালো লাগেনি আমার। কিন্তু মিনিমালিস্টের শেষ পর্যন্ত পড়ে পাঠক একটি তৃপ্তির ঢেঁকুর তুলতে পারবেন বলে আশা রাখি! আর হ্যা, আপনাদের অনেকের মনেই হয়তো এই প্রশ্ন এসেছে যে বইটির নাম মিনিমালিস্ট কেন? মিনিমালিস্ট মানে কি? প্রশ্নটার উত্তর বইতেই দেওয়া আছে, তাই আর আলাদা করে ব্যাখ্যা করলাম না। আপনারা যারা বইটি পড়বেন তারা এমনিতেই উত্তরটি পেয়ে যাবেন! আর যদি খুব ইচ্ছা করে শব্দটির মানে জানবার, তাহলে গুগল সার্চ করে দেখতে পারেন। ধন্যবাদ! হ্যাপি রিডিং! রেটিংঃ ৪.৫/৫
Was this review helpful to you?
or
বইঃ মিনিমালিস্ট লেখকঃ মাশুদুল হক প্রকাশকালঃ বইমেলা,২০১৬ প্রকাশনীঃ বাতিঘর পৃষ্ঠাঃ ৩২০ মূল্যঃ ৩০০ টাকা প্রিভিউঃ দীর্ঘ চারবৎসর পরে আবার রুমি এবং মারুফ একসাথে জড়িয়ে গেল এক অদ্ভুত রহস্য মীমাংসায়, এক সুদীর্ঘ অনুসন্ধানে। যে অনুসন্ধানে মিশে আছে সহস্রবছর ব্যাপী গোপনে উচ্চারিত প্রশ্ন, মূল্যবান শত শত জীবন এবং অবিশ্বাস্য ঐতিহাসিক সব স্মারক। এর সুবিস্তৃত পটভূমিতে ওরা খুঁজে ফেরে এমন এক সত্য যা ধামাচাপা দিয়ে দাঁড়িয়ে আছে মিথ্যা আর ছলনায় মোড়া দৈত্যাকার মহীরুহ। মিনিমালিস্ট একটি রহস্য উপন্যাস, নানা ঘটোনা উপঘটনার সুদীর্ঘ যাত্রা। কিন্তু এ এক উপলক্ষ্যও, বৃহৎ ও মহতী এক বোধের। সবকালে সবযুগে মহামানবেরা যে পথে হেঁটেছেন, তাঁদের দর্শনকে নতুন করে ধারনের এক প্রচেষ্টা। সে জীবনবোধে আপনাকে স্বাগতম --------------------------------------------------------------------- নিজস্ব মতামতঃ মাশুদুল হকের “ভেন্ট্রিলোকুইস্ট” পড়ে ভালো লেগেছিলো। সেটার সিক্যুয়াল “মিনিমালিস্ট।“ অবশ্য, ভেন্ট্রিলোকুইস্ট না পড়া থাকলেও কোনো সমস্যা নেই। আগের বইয়ের খুব বেশি প্রসঙ্গ এখানে টানা হয়নি। সুতরাং, চিন্তার কোনো কারণ নেই। বইয়ের ঘটনা যে খুবই চমকপ্রদ, বলার অপেক্ষা রাখেনা। বইয়ের পটভূমি কখনো ঢাকা, কখনো কলকাতা, কখনো শান্তিনিকেতন, কখনো দিল্লী, কখনো পাঞ্জাব, কখনো কাশ্মীর। ভালোই লেগেছে এ ছুটে চলা। লেখক দক্ষভাবে জায়গাগুলোর বর্ণনাও দিয়েছেন। বইয়ের প্রথম থেকেই কাহিনী এগিয়েছে দুর্দান্ত গতিতে। মাঝে একবার ইতিহাসের কচকচানিতে বিরক্ত হয়েছিলাম। মনে হচ্ছিলো, লেখক নিজের জ্ঞান জাহির করতে চাইছেন। পরে বুঝলাম, কাহিনীর প্রয়োজনে যতটুকু ইতিহাস টেনে আনার দরকার, তার বেশি খুব একটা ইতিহাস আনা হয়নি বইয়ে। ইতিহাসের প্রসঙ্গটা তাই এখানে প্রাসঙ্গিক। লেখকের লেখনী যথেষ্ট সাবলীল। ছিমছাম বর্ণনা, সাসপেন্স, রুদ্ধশ্বাস থ্রিলার, টানটান ক্লাইম্যাক্স ... মানে, থ্রিলার সাহিত্যের সব উপাদানই ছিলো বইয়ে পরিমিত পরিমানে। ভালো লেগেছে বিষয়টি। বইয়ের প্রচ্ছদটা বেশ লেগেছে। বইয়ে ভুলও খুব একটা চোখে পড়েনি। তাই বই পড়তে গিয়ে খুব বেশি বিরক্তও হতে হয়নি। সাথে, লেখকের দারুণ লেখনীতে ৩২০ পৃষ্ঠার ঢাউস বইও শেষ করা গিয়েছে দ্রুতগতিতেই, উপভোগ করা সম্ভব হয়েছে “মিনিমালিস্ট” লেখকের কাছ থেকে এরকম বইয়ের প্রত্যাশা আরো রইলো। লেখকের জন্যে শুভকামনা... হ্যাপি রিডিং :D রকমারি লিঙ্কঃ https://www.rokomari.com/book/111505/মিনিমালিস্ট
Was this review helpful to you?
or
বইঃ মিনিমালিস্ট লেখকঃ মাশুদুল হক প্রকাশনীঃ বাতিঘর পৃষ্ঠাঃ ৩২০ দামঃ ৩০০টাকা 'ভেন্ট্রিলোকুইস্ট' বইটির সেই পরিচিত দুই মুখঃ রুমি আর মারুফ। পেশায় একজন সাংবাদিক, অপরজন নৃতত্ত্ববিদ। ভেন্ট্রিলোকুইস্ট অপারেশনে সফলতার পর তারা আবার জড়িয়ে পড়েছে নতুন আরেকটা মিশনে। মূল্যবান রত্ন, দরিয়া ই নূর। যা দখল দিতে চাচ্ছে বেশ কিছু সঙ্ঘবদ্ধ দল। একেকটি দলের একেক রকম উদ্দেশ্য, কিন্তু দেশের গোয়েন্দাবাহিনী বা পুলিশ ঠিক ঠাওর করে উঠতে পারতেছে না, এই রত্নের পিছুর কারণ... এরই মধ্যে শহরে ঘটে গেলো দুটি হত্যাকাণ্ড, যেখানে পুলিশ ধারণা করতেছে, দুটোই আত্মহত্যা। তবে রুমির ধারণা কিন্তু অন্যরকম। দেশের অন্যতম প্রভাবশালী এবং শিল্পকলার সমঝদার আতিক সাহেবের শরণাপর্ণ হলো রুমি আর মারুফ। তাদের ধারণা, এই রত্ন সম্পর্কে যদি কেউ জেনে থাকে, তিনি একমাত্র আতিক সাহেব। এদিকে সিরিয়াল কিলার নওরোজ হন্যে হয়ে খুঁজতেছে এদের সব্বাইকে, বিশেষ করে দরিয়া-ই-নূর হীরাটাকে। কিন্তু ইতোমধ্যে আতিক সাহেবের নাতনী জিনান অপহৃত হয়েছে শুনে তালাশ শুরু করেন উনি, যার সাথে জড়িত হীরাটিও... ঘটতে থাকে একের পর এক ঘটনা। সংখ্যালঘিষ্ঠ শিখরা সঙ্ঘবদ্ধ হচ্ছে... তাদের বিরুদ্ধে চলা অতীতের সব অনাচার অবিচারের বিহিত করার জন্যে! তা যে কোন মূল্যেই হোক! এদিকে শিখদের ভিতরে আবার দুটো উপশাখার সৃষ্টি হয়, চলতে থাকে সংঘাত, হামলা, পাল্টা হামলা। রক্তের বন্যা ঝরতে থাকে। নিজের ধর্মের উগ্রগামীতার মাশুল কি গুণতে হবে সাধারণ মানুষজনকে? কিংবা প্রচলিত যা ধর্মে আছে, সেগুলার সাথে আরেক ধর্মের কিভাবে কিভাবে যেনো মিল বের হতে থাকে ! ইতিহাসের কিছু ঘটনা যখন ধর্মীয় গুরুরা ধামাচাপা দিতে চায়, তখন সহজাত প্রশ্ন জাগে মনে, কেন? কিসের এবং কার জন্যে! এমন হাজারো প্রশ্নের উত্তর জানতে হলে পড়তে হবে টানটান উত্তেজনাপূর্ণ এই বইটা ...
Was this review helpful to you?
or
দীর্ঘ চার বছর পর আবার রুমি এবং মারুফ একসাথে জড়িয়ে গেল এক অদ্ভুত রহস্য মিমাংসায়, এক সদীর্ঘ অনুসন্ধানে।যে অনুসন্ধানে মিশে আছে সহস্রবছর ব্যাপী গোপনে উচ্চারিত প্রশ্ন,মূল্যবান শত শত জীবন এবং অবিশ্বাস্য ঐতিহাসিক সব স্মারক। এর সুবিস্তৃত পটভূমিতে ওরা খুজে ফেরে এমন এক সত্য যা ধামা চাপা দিয়ে দাড়িয়ে আছে মিথ্যা আর ছলনায় মোড়া দৈত্যাকার মহীরুহ।মিনিমালিস্ট একটি রহস্য উপন্যাস।
Was this review helpful to you?
or
#রহসসময়_বিজ্ঞান_জগত ও #রকমারি_ডট_কম আয়োজিত বুক রিভিউ প্রতিযোগিতা ব্যক্তিগত রেটিং : ৪.৫ রেটিং বইয়ের জন্য কোনো মানদণ্ড নয়। এর পুরোটাই রুচিবোধের উপর নির্ভরশীল। তাই চেষ্টা করবেন রেটিং থেকে নয়, বরং আপনার রুচি অনুযায়ী বই সংগ্রহ করতে এবং পড়তে। . . ● কাহিনী সংক্ষেপ : দীর্ঘ চার বছর পর আবার রুমি ও মারুফ একসাথে জড়িয়ে পড়লো এক অদ্ভুদ ঘটনায়। দু’টো লক্ড রুম মিস্ট্রিতে। পড়ে গেল এক অদ্ভূত রহস্য মীমাংসায়, এক সুদীর্ঘ অনুসন্ধানে। যে অনুসন্ধানে মিশে আছে সহস্রবছর ব্যাপী গোপনে উচ্চারিত প্রশ্ন, মূল্যবান শত শত জীবন এবং অবিশ্বাস্য ঐতিহাসিক সব স্মারক। . কেঁচো খুঁড়তে গিয়ে ছোটখাটো সাপ না শুধু, একেবারে অ্যানাকন্ডার ডেরা। ঘটনা প্রবাহে বের হয়ে আসে দেশের এক বিত্তশালী ব্যক্তি, আতিক সাহেব। ঘটনায় বেরিয়ে আসে আতিক সাহেবের নাতনী জিনান। ঘটনায় জড়িয়ে পড়ে ভারতীয় এক গোয়েন্দা, রমেন্দ্রদা। . গল্প শুধু এদের নিয়েই নয়। গল্পটি শিখদের নিয়েও। তাদের ঐতিহ্যের, সংস্কৃতির। আবার গল্পটি শিখদের আড়ালে অন্য আরো কারোরও। হ্যাঁ, গল্পটি এক মাস্টারমাইন্ড উন্মাদেরও; যে ক্ষমতা, প্রতিশোধ ও রাজনীতির জন্য যে কোনো কিছু করে বসতে পারে। . গল্পটি প্রচলিত-অপ্রচলিত, প্রাচীন-অপ্রাচীন কতগুলো ধর্মবিশ্বাসের। তাদের ইতিহাসের, তাদের ঐতিহ্যের। . গল্পটি মিনিমালিজমের। মিনিমালিস্টদের জীবনবোধের। তাদের ইতিহাসের। . গল্পটি ঈসা, মুসা, আব্রাহামিক বিভিন্ন নবীর ও বিভিন্ন ধর্মপ্রচারকদের। বিভিন্ন ধর্মীয় ঐতিহাসিক স্থানের। . হ্যাঁ, গল্পটি পৃথিবীর মানব-ইতিহাসের দুই প্রাচীন রত্নেরও। . এছাড়াও গল্পটি আরো অনেকের।বাংলাদেশ, ভারত বা ভারতবর্ষ ছাড়াও আন্তর্জাতিক পরিমন্ডলের। আরো অনেকে রাজনীতির। অনেক সংগ্রামের। অনেক আলো-আঁধারী অধ্যায়ের। . এর সুবিস্তৃত বিশাল পটভূমিতে মারুফ-রুমি খুঁজে ফেরে এমন এক সত্য যা ধামাচাপা দিয়ে দাঁড়িয়ে আছে মিথ্যা আর ছলনায় মোড়া দৈত্যাকার মহীরুহ। . কান পেতে শুনতে চেষ্টা করুন। কিছু একটা ঘটতে যাচ্ছে। নানা ঘটনা, উপঘটনার সুদীর্ঘ যাত্রা। যার উপলক্ষ্য খুব খারাপ কিছু এবং বৃহৎ ও মহতী এক বোধের। . মাশুদুল হক এর “মিনিমালিস্ট” পাঠককে এক অদ্ভুত দর্শনের দিকে টেনে নিয়ে যাবে। . . ● পাঠ প্রতিক্রিয়া : “ভেন্ট্রিলোকুইস্ট” শেষ করার সাথে সাথেই “মিনিমালিস্ট” পড়া শুরু করি। হার্ডকপি হাতে নেই বলে খুব আফসোস হচ্ছিলো। বইয়ের একদম শুরু থেকেই আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে বইটি। পড়ার মাঝামাঝি অবস্থায় এই “#রহস্যময়_বিজ্ঞান_জগত” গ্রুপের #রিভিউ_প্রতিযোগিতা_জুন_2017-এ ফার্স্ট হওয়ার সুবাধে আমাকে দুটি বই গিফট হিসেবে পাঠিয়েছিলো। তখন এই বইটিও ছিল। কৃতজ্ঞ গ্রুপের প্রতি। আর কে থামায় আমায়? পরদিনই শেষ দিলাম বইটি। বইটি শেষ দিতে দিতেই তৃপ্তির ঢেকুর দিচ্ছিলাম। শুরু থেকেই লেখা খুব দৌঁড়েছে। ঝড়ের বেগে চলেছে এই উপন্যাসটি। বেশ টানটান উত্তেজনাময় ছিলো পুরো বইটি। “ভেন্ট্রিলোকুইস্ট” পড়ার পর, “মিনিমালিস্ট” যতটা এক্সপেক্টেশন নিয়ে পড়তে বসছি, হতাশ হইনি বরং এক্সপেক্টেশনের তুলনায় বেশিই পেয়েছি। অপেক্ষা করছি সিরিজের পরবর্তি বই “প্রাগুক্ত” এর জন্য। . ● পজেটিভ দিক : বইটি পড়ে আমার অনেক অনেক ভালো লেগেছে। দারুণ এক থ্রিলার। এক কথায় বৈচিত্র্যময় কাহিনী। সাসপেন্স, মিস্ট্রি, থিওলজি, সাইন্স এলিমেন্ট, হিস্টোরি, মিথ সবই আছে বইয়ে। বিশায়ায়ায়ায়াল ও আন্তর্জাতিক পরিসরে ঝড়ের বেগে চলেছে কাহিনী। বেশ টানটান উত্তেজনাময় ছিলো পুরো বইটি। কী নেই বইয়ে? প্রাচীন ধর্মতত্ত্ব, কিছু নতুন ধর্ম, মিথ, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, রাজনীতি, কিছু অমূল্য রতনের ইতিহাস, শিখ ধর্ম, সাবমিশন, মিনিমালিজম এর ইতিহাস, ইতিহাস থেকে লুকিয়ে ফেলা অনেক অনেক অধ্যায়, বেশকিছু চরিত্রের ব্যক্তিগত জীবনের কিছু আলো-আঁধারী অধ্যায় এবং আরো অজানা অনেক কিছু। . পড়াশুনা ও গবেষণার মাধ্যমে ব্যক্তিগত অভিজ্ঞতার ঘাটতি যে পেছনে ফেলে দেয়া যায় তার প্রমাণ দেখিয়েছিলেন লেখক তার আগের বই “ভেন্ট্রিলোকুইস্ট”-এ। এই বইতে লেখক সেটিকে আরো পাকাপোক্তভাবে দেখিয়ে দিয়েছেন। বইটি লিখতে লেখককে যে কী পরিমাণ পরিশ্রম করতে হয়েছে সেটাই আমি ভাবছি শুধু পড়তে পড়তে। আসলে ভাবতে ভাবতে আমি হয়রান! এত এত ইনফোর মিশেলে এত জটিল ও বিশাল একটা প্লট, যেই সেই কাজ না। দারুণ কাজ দেখিয়েন লেখক। অনেক অনেক তথ্য পেয়েছি পড়তে পড়তে, কিন্তু এত তথ্য ধারণ করতে একটুও ক্লান্তি আসেনি। সত্যি কথা বলতে, এত এত তথ্যসমৃদ্ধ থ্রিলার আমার খুব পছন্দের। কিছু জানা তথ্য আবার জানলাম এবং অনেক অজানা তথ্য নতুন করে জানতে পারলাম, বেশ কয়েকবার পড়ার ফাঁকে ফাঁকে গুগল, উইকি ও বিভিন্ন ব্লগেও ঢুঁ মারছি আরো বিস্তারিত জানার জন্য বিষয়গুলো। . লেখক দারুণ এক এক্সপেরিমেন্ট করেছেন বইয়ে। একেকটি অধ্যায় একেক পয়েন্ট অফ ভিউ থেকে দেখিয়েছেন। প্রত্যেকটি অধ্যায় আলাদা চরিত্রের জবানীতে বর্ণনা করেছেন। প্রত্যেকটা চরিত্রের দিক থেকেই ঘটনা প্রবাহ দেখানো হয়েছিল। গল্পটি যখন মারুফ বর্ণনা করছিল তখন নিজেকে মারুফ মনে হচ্ছিলো, আবার যখন রুমি বর্ণনা করছিল তখন রুমি, আবার কখনো জিনান, কখনও বা জসওয়ান্ত, মোটকথা একেক অধ্যায়ে নিজেকে একেকজন চরিত্র মনে হচ্ছিলো। . বর্ণনাভঙ্গিটা এতোটাই বাস্তবিক ছিল যে, বইয়ের ঘটনা প্রবাহে যা ঘটছে, তার সবই আমি নিজেই অনুভব করেছি। সাধারণত থ্রিলার গল্প-উপন্যাসগুলো তৃতীয় পুরুষে লেখা হয়, রহস্য ধরে রাখার জন্যে। কিন্তু লেখক উত্তম পুরুষে এবং আলাদা চরিত্রের মাধ্যমে একেক অধ্যায়ে পুরো বইটি লিখে অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন। আর লেখকের যেই দারুণ লেখনী, সাসপেন্স ধরে রেখেছেন তিনি পুরো বইয়ে। . বইটি ভেন্ট্রিলোকুইস্ট এর সিক্যুয়াল হলেও, যারা ভেন্ট্রিলোকুইস্ট পড়েনি, এই বইটির কাহিনী বুঝতে একটুও সমস্যা হবে না। কারণ এই বইয়ে “ভেন্ট্রিলোকুইস্ট” এর মারুফ আর রুমি ব্যতিত বাকি সবাই’ই নতুন। নতুন চরিত্র, নতুন প্রেক্ষাপট, নতুন ঘটনা। . লেখক শুরু থেকে রহস্যের জাল যেভাবে ছড়িয়েছে, ঠিক সেভাবেই ধীরে ধীরে রহস্যের জাল গুটিয়েছেন। রহস্যের সমাধানের মাধ্যমে দারুণ তৃপ্তি দিতে পেরেছেন। পাঠককে শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখার মত একটি বই। . বইয়ে দৃশ্যায়ন, সংলাপ, হালকা-পাতলা অ্যাকশন এবং খুঁটিনাটি বর্ণনা করা হয়েছে খুব সুন্দরভাবে। গল্পের কাহিনীর মাঝে ঢুকে গেলে শেষ করেই উঠতে হবে। প্রতিটা জায়গার এত ডিটেইল বর্ণনা দিয়েছেন, মনে হচ্ছিলো লেখক আমাকে নিয়ে ওখানে ঘুরতে গিয়ে পাশে দাঁড়িয়ে জায়গাগুলোর বর্ণনা দিচ্ছেন খুব সন্দরভাবে। . বইয়ের প্রচ্ছদ এবং নামকরণ একদম ঠিক আছে। প্রচ্ছদটাও বেশ ভালো লেগেছে। প্রচ্ছদটাও করেছেন লেখক নিজেই। প্রচ্ছদের দিক থেকেও দারুণ কাজ দেখিয়েছেন লেখক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বইটি পড়ে ফেলার জন্য। অন্তত “ভেন্ট্রিলোকুইস্ট” এর শেষটা জানার জন্য হলেও পড়তে হবে, যারা ভেন্ট্রিলোকুইস্ট পড়ে ফেলেছেন আগে। . ● নেগেটিভ দিক : গল্পে ধর্ম, ইতিহাস, বিজ্ঞান, মিথ এসব থাকায় অনেকেরই মনে হতে পারে ড্যান ব্রাউনীয় প্রভাব আছে বইয়ে। কিন্তু এটা আসলে এই সিরিজেরই স্টাইল। লেখকের সিগনেচার স্টাইল’ই হয়তো এটা। তাই এটাকে আমি নিজে নেগেটিভ দিক মনে করি না। . শুরু থেকেই লেখক গল্পের এক ঘটনা থেকে আর এক ঘটনায় চলে যাচ্ছিল। ব্যাপারটা একটু বিরক্তকর লেগেছে। এই নন-লিনিয়ার স্টোরিটেলিং এর কারণে শুরুর দিকে একটু খাপছাড়া লেগেছে। তবে “ভেন্ট্রিলোকুইস্ট”-এ লেখক যেই আকর্ষণ করেছেন তার লেখায়, সেটার কারণে থেমে থাকতে পারিনি। আর সেজন্যই লাভবান হয়েছি, বইটি পড়ে শেষ দিয়েছি। . অনেক অনেক চরিত্রের কারণে অনেক পাঠকের কাছে বিরক্ত লাগতে পারে, আমারও কিছুটা লাগছিলো। এত এত শিখদের নাম মনে রাখতে কষ্ট হইচ্ছিলো, সবচেয়ে বেশি গুলিয়ে ফেলছিলাম সঞ্জিব সিং, সরোজ সিং এই দুজনকে। আর অন্যান্য শিখদেরও কিছুটা গুলাচ্ছিলাম নামের শেষে ‘সিং’ থাকায়। কিছু কিছু চরিত্রকে লেখক কিছুটা অন্ধকারে রেখেছেন। ক্যারেক্টার ডেভেলপমেন্ট কিছুটা কম হলেও যতটুকু করেছেন সেটা ভালোই লেগেছে। সাবমিটদেরকে ডেভেলপ লাগেনি অতটা। . বেশকিছু বানান ও বিরামচিহ্ন ভুল বা প্রিন্টিং মিস্টেক ছিল, কিন্তু কাহিনীর যেই গতি ছিল, এসব অতটা চোখেই আটকায়নি। সব মিলিয়ে অসাধারণ একটি বই। যাই হোক, যারা ড্যান ব্রাউনীয় টাইপের বই পড়তে পছন্দ করেন, তাদের জন্য অবশ্যপাঠ্য একটি বই। . . ● লেখক পরিচিতি : মাশুদুল হক। জন্ম ও বেড়ে ওঠা ঢাকাতেই। পেশায় একজন চিকিৎসক। মেধাবী এই মানুষটি লেখাপড়া করেছেন নটরডেম কলেজে। এরপর পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে এক বছর পড়াশুনা করার পর চিকিৎসাশাস্ত্র নিয়ে লেখাপড়া করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে নিয়োজিত আছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের স্বাস্থ্য গবেষণায়। . লেখালেখির শুরু ছোটগল্প ও ফিচার দিয়ে। দেশের কয়েকটি নামকরা দৈনিকে লিখছেন কয়েক বছর যাবৎ। যুক্ত আছেন রক্তদান ও মরণোত্তর চক্ষুদান এর সাথে কাজ করা কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে। . →লেখকের বই সমূহ : * ভেন্ট্রিলোকুইস্ট * মিনিমালিস্ট (ভেন্ট্রিলোকুইস্ট এর সিক্যুয়াল) * বিলু কালু ও গিলুর রোমাঞ্চকর অভিযান * ড. কিজিল * ঝিং এর শিং * নিমিদের শহরে কোলা মিয়া ও রাজকুমারী রাতাতা . →প্রকাশিতব্য বই : * প্রাগুক্ত (ভেন্ট্রিলোকুইস্ট ও মিনিমালিস্ট এর সিক্যুয়াল) . এইচএসবিসি কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরষ্কার অর্জন করেন। (বিলু কালু ও গিলুর রোমাঞ্চকর অভিযান বইয়ের জন্য)। . . ● এক নজরে... ক্যাটাগরি : মৌলিক-সিরিজ লেখক : মাশুদুল হক প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১৬ প্রচ্ছদ : মাশুদুল হক ISBN : 984872988-7 বাঁধাই : হার্ডকভার পৃষ্ঠা সংখ্যা : ৩১৭ পৃষ্ঠা অধ্যায় : ৮৭ প্রকাশনী : বাতিঘর প্রকাশনী মূল্য : ৩০০৳ প্রাপ্তিস্থান : বাতিঘর প্রকাশনী, ৩৭/১, বাংলাবাজার শো-রুম (বর্ণনালা মার্কেট তৃতীয় তলা), ঢাকা-১১০০. অনলাইন প্রাপ্তিস্থান : রকমারি। . ● ব্যক্তিগত মতামত : রিভিউ এর মাধ্যমে একটা বইকে পুরোপুরি তুলে আনা যায় না। তবে ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতা সব পাঠকেরই থাকে, তাই বইটি যে সবার একই রকম লাগবে তা নয়। একেকজনের রুচিবোধ একেক রকম, তাই রিভিউ দিয়ে নয়, বই পড়েই বইকে মূল্যায়ন করুন। . . I think, I should be a minimalist. By Jibran Mahmood
Was this review helpful to you?
or
অসম্ভব ভালো লেগেছে । কিন্তু, বানান ভুলের প্রাচুর্যে বইয়ের মজা কিছুটা কমে গিয়েছে । আশা করি ,এই ব্যাপারে বাতিঘর প্রকাশনী আরও সতর্ক হবে ।
Was this review helpful to you?
or
পুরান ঢাকায় একটা রহস্যময় মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতব্যক্তি বিশিষ্ট ধনকুবের আতিকুর রহমানের পিএ। খুন নাকি আত্মহত্যা, পুলিশ নিশ্চিত করে বলতে পারছে না। ঘরের দরজা জানালা সবই ভেতর থেকে বন্ধ ছিল। রিপোর্টিং দায়িত্ব পড়েছে সাপ্তাহিক প্রাগুক্ত পত্রিকার সাংবাদিক রুমির উপর। নৃতত্ত্ববিদ বন্ধু মারুফকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলো রুমি। জানা গেলো দ্রুতই, সেদিন একই রকম দরজা ভেতর থেকে বন্ধ রেখে আরেকটি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা শহরে! এবার মারা গিয়েছে একজন পাঞ্জাবী শিখ। বিষয়টি তেমন প্রচার পায়নি, কারণ এই মৃত্যুটি ঘটেছে শিখদের ঢাকাস্থ উপাসনালয় গুরুদুয়ারার ভেতরে। রহস্যের গন্ধ পেয়ে গেছে রুমি, তাকে আর ঠেকায় কে। দুই বন্ধু চলে এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থিত শিখ গুরুদুয়ারাতে, যেটি এই নগরীর অন্যতম প্রাচীন স্থাপনা। লুকিয়ে ভেতরে ঢুকতে গিয়ে চরম বিপদ টেনে আনলো রুমি। বন্দুকধারীরা পিছু নিয়েছে! কেমন হবে যদি জানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের খোয়া যাওয়া নোবেল পদকটি রয়েছে বাংলাদেশের কোনো শৌখিন ব্যক্তির সংগ্রহশালায়? ব্রিটিশদের কাছে যে কোহিনূর হীরে আছে তা কি সত্যিই নকল? আসলটা তবে কার কাছে? সোনালী ব্যাংকের ভল্ট থেকে কোহিনূরের জমজ রত্ন 'দরিয়া-ই-নূর' চুরি হয়ে যাওয়ার যে গুজব উঠেছে তা-ও কি সত্যি? এসব কিছুর সঙ্গে কি সম্পর্ক কিছু ধর্মীয়গোষ্ঠির? দুইয়ে দুইয়ে চার না মেলানো পর্যন্ত শান্তি নেই রুমির। 'ভেন্ট্রিলোকুইস্ট' এর রহস্যভেদের পর চার বছর কেটে গেছে। রুমি আর মারুফ জড়িয়ে পড়েছে নতুন সমস্যায়। এবার আর গা ছমছমে ভূতুড়ে কিছু নয়, বিশ্বের সব প্রাচীন ও নতুন ধর্মবিশ্বাস নিয়ে জমে উঠেছে গল্প। দুই বন্ধু বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে চলে এসেছে ভারতে রহস্য সমাধান করতে। শিখ ধর্মের আদ্যোপান্ত ইতিহাস থেকে শুরু করে মিনিমালিজমের দর্শনের ব্যাখা বিস্তারিত ছিল উপন্যাসে। প্রাচীন যে মূল কয়টি ধর্ম ও তার মহামানবেরা রয়েছেন, তা নিয়েও নানারকম তত্ব আর চমকে দেওয়ার মতো তথ্য গল্পের প্রয়োজনে যুক্ত হয়েছে। যারা টানটান থ্রিলার চান তারা কিছুটা হতাশ হতে পারেন। প্রচুর তথ্য আর ঐতিহাসিক বিবরণ রয়েছে উপন্যাসে, কিন্তু পাতায় পাতায় টুইস্টের কোনো কমতি ছিল না। আমি বইটি পড়েছি থেমে থেমে, অনেক তথ্যই সাথে সাথে আরো জানার জন্য খুঁজে দেখেছি। এবং চমকে গিয়েছি জেনে যে, লেখক গল্পে যা কিছু থিওরী এবং তথ্য ব্যবহার করেছেন কিছুই মনগড়া নয়। বইয়ের শেষে লেখক তথ্যসূত্রও যোগ করে দিয়েছেন পাঠকদের সুবিধার্থে। 'ভেন্ট্রিলোকুইস্ট' এর পর মাশুদুল হক এই উপন্যাসে এসে লেখনীতে আগের চেয়ে অনেক বেশী পরিপক্কতার পরিচয় দিয়েছেন। সাবলীল বর্ণনায় দীর্ঘ ইতিহাসও ছিল সুখপাঠ্য। গল্পে বেশ কিছু চরিত্র এসেছে। কাহিনীর বর্ণনা এবার আর শুধু মারুফের ভাষ্যে নয়, বরং একেক সময় একেক চরিত্রকে উত্তম পুরুষে এনে গল্প এগিয়ে নিয়েছেন লেখক। বইয়ে বানানের ক্ষেত্রে সমস্যা ছিল বেশ। পরা ও পড়া'র মধ্যে বিভ্রান্তি দৃষ্টিকটু। চমৎকার সামঞ্জস্যপূর্ণ প্রচ্ছদ লেখক নিজেই করেছেন। বাংলাদেশের সাহিত্যের মৌলিক ঐতিহাসিক থ্রিলারের তালিকায় 'ভেন্ট্রিলোকুইস্ট'কে যদি বলা যায় দরিয়া-ই-নূর, 'মিনিমালিস্ট' উপন্যাসটি নিঃসন্দেহে তবে কোহিনূর হীরে হিসেবে স্থান করে নিতে পারে। বইঃ মিনিমালিস্ট লেখকঃ মাশুদুল হক প্রকাশনাঃ বাতিঘর প্রকাশনী পৃষ্ঠাসংখ্যাঃ ৩১৮ মুদ্রিত মূল্যঃ ৩০০ টাকা
Was this review helpful to you?
or
কাহিনী সংক্ষেপঃ দীর্ঘ চার বৎসর পর আবার রুমি এবং মারুফ একসাথে জড়িয়ে গেল এক অদ্ভূত রহস্য মীমাংসায়, এক সুদীর্ঘ অনুসন্ধানে । যে অনুসন্ধানে মিশে আছে সহস্রবছর ব্যাপী গোপনে উচ্চারিত প্রশ্ন, মূল্যবান শত শত জীবন এবং অবিশ্বাস্য ঐতিহাসিক সব স্মারক । এর সুবিস্তৃত পটভূমিতে ওরা খুঁজে ফেরে এমন এক সত্য যা ধামাচাপা দিয়ে দাঁড়িয়ে আছে মিথ্যা আর ছলনায় মোড়া দৈত্যাকার মহীরুহ । মিনিমালিস্ট একটি রহস্য উপন্যাস, নানা ঘটনা উপঘটনার সুদীর্ঘ যাত্রা । কিন্তু এ এক উপলক্ষ্যও, বৃহৎ ও মহতী এক বোধের । সবকালে সবযুগে মহামানবেরা যে পথে হেঁটেছেন, তাঁদের দর্শনকে নতুন করে ধারনের এক প্রচেষ্টা । সে জীবনবোধে আপনাকে স্বাগতম !
Was this review helpful to you?
or
মাশুদুল হকের "ভেন্ট্রিলোকুইস্ট" ছিলো আমার পড়া বেস্ট ডেব্যু থ্রিলার... সত্যি কথা বলতে ড্যান ব্রাউনের পর নিজের দেশীয় লেখকেরদের থ্রিলারের প্রতি ঝুঁকে পড়ার প্রধান কারন ছিলো "ভেন্ট্রিলোকুইস্ট'। সে হিসেবে লেখকের ২য় বই "ডক্টর কিজিল" রীতিমত আমাকে হতাশ করেছে... ! তাই বইমেলায় গিয়ে এ বইটা কেনার সময় কিছুটা দ্বিধাদন্ধে ছিলাম... তারপর যখন দেখলাম এটা ভেন্ট্রিলোকুইস্ট এর সিক্যুয়েল তখন আর চিন্তা করলাম ,কিনে ফেললাম ! সেটা যে সঠিক সিদ্ধান্ত ছিলো এই রিভিউ তার প্রমান !!! (হা হা হা !!! আমি কি হনু রে ইমো হপে !!! tongue emoticon ) যাই হোক, আক্ষরিক অর্থেই এটা আগের বইয়ের সিক্যুয়েল ... সেটাও বুঝতে হলে বইয়ের শেষ পাতা পর্যন্ত আপনাকে যেতে হবে... প্রথম বইয়েই "বাবি" দের কথা মনে আছে নিশ্চয়ই ... ওরা আবার এসেছে... তবে যে চরিত্রটি বড় বড় থ্রিলারে অন্যতম প্রধান চরিত্র হিসেবে বিদ্যমান, কোন না কোনভাবেই এ চরিত্র প্রায় বড় বড় থ্রিলারে থাকবেনই , সেই "জিসাস ক্রাইস্ট" সর্দপে পদার্পন করেছেন এখানে , সাথে নিয়ে এসেছেন গৌতম বুদ্ধ, মুসা মসীহ্ ,গুরু নানক সহ আর অনেককে ...সাথে আছে তাদের সাথে সম্পর্কিত জীবন দর্শন গুলো,আর সেগুলোর অজানা রহস্য ......আর গতবারের মতো এবারেও সেই পবিত্র সংখ্যা "১৯" এর রহস্যময়তা... তবে এটা সত্যি গল্পের প্রধান চরিত্রে মিলিমালিস্টরা আছে, সাথে ইসরাইলদের "লস্ট ট্রাইবস "!...... যথেষ্ট স্পয়লার হয়ে গ্যাছে থ্রিলার প্রেমিদের জন্য ... গ্যারান্টি দিয়ে বলতে পারি ,ভেন্ট্রিলোকুইস্টের মতো আরেকটা আলোড়ন তুলবে "মিলিমালিস্ট" ... ! আমার রেটিং - ৫/৫