User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রকমারি_পাঠক_সমাগম_বুক_রিভিউ_প্রতিযোগীতা মাস:জুলাই সপ্তাহ:তৃতীয়(২১-২৬) জুলাই পর্ব:১ বইয়ের নাম:একা আলো বাঁকা বিষাদ লেখক:রিয়াদুল রিয়াদ প্রকাশণী:বর্ষাদুপুর পৃষ্ঠা:৮০ মূল্য:১৬০ টাকা মাত্র #রিভিউ সাদাবন স্টেশনের মানুষগুলোকে নিয়ে লিখা, লেখক রিয়াদুল রিয়াদের উপন্যাস 'একা আলো,বাঁকা বিষাদ'।এটি একটি জীবনধর্মী উপন্যাস। . আকিম সাদাবন স্টেশনে ছোলা বুট বিক্রি করে।সে লক্ষ্য করে প্রতিটি ট্রেন ছাড়ার সাথে সাথে বাবা বয়সী বা মা বয়সী কয়েকজন ট্রেনের সাথে দৌড়ান।যতদূর পর্যন্ত সন্তানকে দেখা যায়।সন্তান ট্রেনের জানালা দিয়ে হাত নাড়ে।বাবা মা চোখের জল ফেলে সে হাত নাড়ার জবাব দেয়।ঠিক তেমনি আকিমও ভাবে সে কাজের জন্য কমলাপুর স্টেশনে চলে যাবে আর তার মা ট্রেনের সাথে সাথে দৌড়াবেন।'বাবারে একটু নিজের খেয়াল রাখিস' এই বলে বলে চিৎকার করবেন। কিন্তু আকিমের এ আশা কখনো পূরণ হবার নয় এটা সে জানে।কেননা মা হাঁটতে পারেন না,ট্রেনের পিছে দৌড়াবে কি করে?তবুও স্বপ্ন দেখতে দোষ কি?মা একদিন সুস্থ হবেন। . নেবু বিলাপ করে কাঁদে।'মারে আমার ডর লাগে একা একা,মারে তুই ফিরা আয়।মারে তুই ফিরা আয়।আমি আর শয়তানী করুম না।তোর সব কথা শুনুম।আমার ক্ষুধা লাগে,খাইতে ভালো লাগে না তোরে ছাড়া।মারে আমি ঘুমাইতে পারি না।'সে হাউমাউ কান্না বাতাসে মিলিয়ে যায়,ফিরে আসে না সে কথা,তেমনি ফিরে আসে না নেবুর মাও।তবুও নেবু ভাবে একদিন তার মা ফিরে আসবে।সেই অপেক্ষায় রেললাইনের পাশেই রাতদিন কাটিয়ে দেয় সে। . নিতু থাকে মামার সংসারে। বাবা মা ছাড়া পৃথিবীতে নিঃস্বার্থভাবে কেউ কখনও ভালোবাসে না।নিতু উপার্জন করে তাই মামার সংসারে কিছুটা কদর পায়।শারীরিক অসুস্থতার দিনগুলো রাতগুলো যায় এক দুর্বিসহ যন্ত্রণা সহ্য করে।মামী সারাদিন জপতে থাকেন,'মাসের মধ্যে কয়বার অসুস্থ হস রে তুই?তোর বাপ ভাগছে তোর মারে ছাইড়া আর তোর মা ভাগছে তোরে ছাইড়া।নিতু নিঃশব্দে কানের পাশ দিয়ে জল ফেলতে ফেলতে সে কথাগুলো শুনে।মুখের উপর অনেক কথাই বলতে ইচ্ছে করে নিতুর।তবে বলা হয় না।বুকের ভিতর জমিয়ে রাখে ব্যথা করে,ভাবে একদিন এই ব্যথারা সুখ হবে,সুখ হয়ে মিটিমিটি কথা বলবে তার সাথে। মানুষের মস্তিষ্ক একই সাথে দুই চিন্তা কখনোই করতে পারে না।অথচ নিতু সেই দ্বিধার মাঝেই পার করে যাচ্ছে দিন।জুম্মান আর আকিম নিতুর প্রেমে মত্ত।মা বাবা হারা নিতুভাবে একদিন তার মা বাবা দুজনই ট্রেনে করে ফিরে আসবে।আর সে অপেক্ষায়ই সে প্রতীক্ষার প্রহর গুণে। . একটা মাথা খারাপ লোকও কতটা আশাবাদী।কোন এক জ্বিন পালা কবিরাজ বলেছিলো মতি পাগলাকে তার ছেলেকে ফিরে পাবে। হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পাওয়ার আশ্বাসে দিন রাত স্টেশনে কাটিয়ে যাচ্ছে মতি পাগলা। . রেল লাইনের পাশের এসব সাধারণ মানুষগুলোর হাসি,আনন্দ,সুখ,দুঃখ,বেদনা সবকিছু ফুটিয়ে তোলেছে লেখক তার লেখায়।এরা যখন কাঁদে অকারণে কাঁদে না আবার এরা যখন হাসে অকারণে হাসে না।এদের হাসি কান্না উভয়ের মাঝেই লুকিয়ে থাকে সুনির্দিষ্ট কারণ।এদের অন্তরে কত স্বপ্ন ভাংগা কষ্ট লুকিয়ে থাকে এটা কারো বুঝার সাধ্য নেই।তবুও এরা রাত দিন স্বপ্ন দেখে যায়।এরা কারনে অকারনে স্বপ্ন দেখে।এখানে মানুষ যুদ্ধ করে হতাশার সাথে,বিরহ আর না পাওয়ার সাথে।এই সাধারণ মানুষগুলোর মনের মাঝে কোন জটিলতা নেই।নেই কোন ভেদাভেদ।এরা মিলেমিশে কাটিয়ে যায় দিন। আর এসব অভাবগ্রস্থ,স্বপ্ন ভাংগা,মিচে স্বপ্ন দেখা মানুষগুলোর স্বপ্নের কথা,ভালোবাসার কথা,এদের মনের আর্তনাদ,আকুতি জানতে হলে বা বুঝতে হলে পড়তে হবে রিয়াদুল রিয়াদের "একা আলো,বাঁকা বিষাদ" উপন্যাসটি। #পাঠ_প্রতিক্রিয়া: আমার পড়া উপন্যাসের মধ্যে অন্যতম সেরা একটি।উপন্যাসটি না পড়লে হয়তো জানাই হত না যে রেললাইনের পাশের এসব অতি সাধারণ মানুষগুলোর জীবনচক্র এত কঠিন।এদেরও কিছু আশা,কিছু স্বপ্ন আছে।এদের মাঝেও সুখ,দুঃখ আছে।ভালোবাসার এক তীব্র বন্ধনে যে এদের জীবন গাঁথা এটা 'একা আলো বাঁকা বিষাদ' উপন্যাসটি না পড়লে কেউই বুঝতে পারবে না।উপন্যাসের মতি পাগলা আর নেবু চরিত্রটা আমাকে উপন্যাসটি পড়ার পর অনেক ভাবিয়েছে।মাথা খারাপ হওয়া সত্বেও সন্তানকে ফিরে পাওয়ার আশ্বাসে দিনকে দিন রেললাইনের পাশে প্রতীক্ষার প্রহর গুণা এটা শুধু একটা পিতার পক্ষেই কেবল সম্ভব।এবং সেই পিতা যদি পাগলও হয় তাতেও কোন সমস্যা নেই।মাকে ফিরে পাওয়ার অপেক্ষায় নিতু প্রতীক্ষার প্রহর গুনে যায় দিনকে দিন।কি অদ্ভুত জীবনচক্র।পড়তে পড়তে যত গভীরে গেছি ততই মুগ্ধ হয়েছি আমি।আমি আশা করি প্রতিটা পাঠকই ঠিক আমার মত মুগ্ধ হবে উপন্যাসটি পড়ে।আর হারিয়ে যাবে এক অদ্ভুত ভালোবাসার জগতে। #সেরা_উক্তি: সুখগুলো,দুঃখগুলো প্রকাশের কোন ভাষা নেই। হাসি বুঝাতে পারে সুখ,কান্না বুঝাতে পারে দুঃখ। কিন্তু এমন কোন ভাষা নেই যা বুঝাতে পারে কতটা লাগছে সুখ,পেয়েছি কতটা দুঃখ। ♦ব্যক্তিগত রেটিং: ৪.৫/৫ রিভিউ লিখেছেনঃ ইয়াসিন রনি