User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
?বই নিয়ে আলোচনা ‘উত্তরাধিকার’ হচ্ছে কোনো প্রপার্টির বর্তমান কর্তার পরবর্তী অংশীদার। আর এই আলোচ্য বইটিও রচিত হয়েছে কোনো এক উত্তরাধিকারকে কেন্দ্র করে। তবে এই গল্পের প্রপার্টি কোনো ব্যক্তির নিজস্ব সম্পত্তি না। তাহলে কার উত্তরাধিকার হবে গল্পের প্রধান চরিত্র? চলুন শুরু করি- স্বর্গছেড়ার নয়নাভিরাম চা বাগান এলাকায় অনিমেষের জন্ম। প্রাকৃতিক এই সৌন্দর্যের মাঝে বেড়ে উঠতে থাকা অনিমেষের সাথে সাথে আরো একজনেরও নতুন জন্ম হলো। জন্ম হলো নতুন একটি স্বাধীন দেশের সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ থেকে অনিমেষ এখন যাবে জলপাইগুড়িতে। সেখানে তার জীবন গড়া শুরু হয়। সেখানেই জীবনের নতুন নতুন অধ্যায়গুলো সে আবিষ্কার করতে থাকে। সে তার সরল চোখ দিয়ে দেখতে থাকে রাজনৈতিক দলগুলোর অনৈতিক আচরণ গুলো। সদ্য স্বাধীন হওয়া দেশ এখন তার মতোই কিশোরে পরিনত হয়েছে। অথচ সেই দেশ মাতার সন্তানরা এখনো তাদের মাঝে দ্বৈরথ তৈরি করে আছে। তাদের এই রেষারেষিতে পদদলিত হচ্ছে সাধারণ থেকে অতি সাধারণরা। অনিমেষ নিজের মনেই ভাবতে থাকে, এদের কি দোষ? এরা কেনো কম দামে ভাত পাবে না? স্বর্গছেড়া থেকে জলপাইগুড়ি, তারপর রাজপথের রঞ্জিত পিচঢালা পথ পাড়ি দিতে দিতে অনিমেষ উপনীত হয় কলকাতায়। স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে ভর্তি হবে এবার অনিমেষ। অনিমেষ এখানে এসে আবিষ্কার করে তার জীবন ট্রামের চাকার মতনই ঘূর্ণন এবং ঘর্ষনের মধ্যে স্ফুরিত স্ফূলিঙ্গ। অনিমেষের এই পথচলার পথ থেকে তার অনেক নিকট আত্মীয়কে বিদায় জানাতে হয়। আর বিদায় দৃশ্যগুলো খুবই কষ্টের। পাঠক হয়েও আমি যেন অনিমেষের সব কষ্ট বুঝতে পারছি। ‘উত্তরাধিকার’ বইটি লিখেছেন বিখ্যাত ঔপন্যাসিক ‘সমরেশ মজুমদার’। ভারত ইংরেজদের কবল থেকে স্বাধীন হবার পর, সেই দেশের রাজনৈতিক দল কংগ্রেস এবং কমিউনিস্টদের মধ্যকার সম্পর্ক পাঠকদের অনির চোখ দিয়ে অতি সরল ভাবে তুলে ধরেছেন। লেখক এই গল্পটিকে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে চেয়েছিলেন, এবং তার জন্য যে পরিকল্পনা থাকা প্রয়োজন সেই সবকিছুর ছাপ দেখতে পাওয়া যায় এই গল্পের পরতে পরতে। অনিমেষ চরিত্রটির পেছনে তিনি অনেক শ্রম দিয়েছেন। তাই এই অনিমেষকে যে কোনো কিশোর নির্দ্বিধায় নিজের মধ্যে আবিষ্কার করতে পারেন। লেখক অতি সুকৌশলে কিশোরদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করাতে পারেন এই চরিত্রটি দিয়ে। তিনি তার এই গল্পের মাধ্যমে পাঠকদের ভারতের রাজনৈতিক একটি চিত্র দেখিয়েছেন। যার মাধ্যমে তিনি হয়তো বলতে চেয়েছেন যে… ‘তোমরা যে এতো দেশপ্রেম দেশপ্রেম করো, তা এই দেশপ্রেমটা কী? যখন বন্যার্তরা সাহায্য পায় না কেবল তারা অন্য মতাদর্শের বলে, তখন দেশপ্রেম কোথায় থাকে? অথবা দেশ দেশ বলে যে মানুষের উপর গুলি চালাও তখন কি তোমরা বোঝো না যে, ওরা তোমার ভাই। একই মায়ের সন্তান। তখন দেশপ্রেম কই থাকে?’ যাইহোক, উত্তরাধিকার বইটি থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। অন্তত দেশপ্রেম বলে যে কোনো কিছুর অস্তিত্ব নাই সেটা ভালো বুঝেছি। অনির কাকার মত করে আমারও বলতে ইচ্ছে হয়… ‘এই স্বাধীনতা মিথ্যা’ ধন্যবাদ বই হোক আপনার, আর আপনি বইয়ের
Was this review helpful to you?
or
প্রিন্ট চমৎকার, আর সমরেশ মজুমদারের লেখনী সম্পর্কে কি আর বলার আছে। অতি চমৎকার।
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
চমৎকার
Was this review helpful to you?
or
epic,,must read ^_^
Was this review helpful to you?
or
সমরেশ মজুমদারের শ্রেষ্ঠ সাহিত্যকর্মগুলোর একটা হল উত্তরাধিকার। সাতচল্লিশের দেশভাগের পরই উত্তর পশ্চিমবঙ্গের এক চা বাগানের মানুষের ভাগ্যকে পটভূমি করে উপন্যাসটি লেখা। উপন্যাসের প্রধান চরিত্র অনিমেষ তার বালক বয়সে দুটি শুধু শব্দের প্রতি কৌতুহল অনুভব করে। সবসময় এই দুটি শব্দেরই যৌক্তিকতা খুঁজে চলেছে বড়দের কাছে। তা হল 'বন্দে মাতরম' আর 'ইনকিলাব জিন্দাবাদ'। পুঁজিবাদী গণতন্ত্র আর সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গিকে ইঙ্গিত করে অসম্ভব সুন্দর এক উপন্যাস উপহার দিয়েছেন সমরেশ। এই দুইয়ের মাঝে প্রশ্নবিদ্ধ থাকবেন আপনি। প্রশ্নবিদ্ধ থাকবে সেই এলাকার চা বাগানের শ্রমিকদের জীবনটাও। সমাজ আর কালের এক নিরব সাক্ষী হয়ে থাকবে সমরেশের উপন্যাস।
Was this review helpful to you?
or
অনেক ভাল বই পড়ে ভাল লাগল সবাই পড়া দরকার
Was this review helpful to you?
or
এক নিঃশ্বাসে পড়ার মত উপন্যাস। দারুণ ভাললাগা কাজ করবে পড়ার সময়। বইটির বড় সার্থকতা হলো, এটি ভীষণ রকম সমসাময়িক।যে কোন ভাল উপন্যাস শেষের দিকে আসলে, সেরকমই মন খারাপ লাগে। উপন্যাসের চরিত্রগুলো একটু পরেই ছেড়ে যাবে, রাস্তাঘাট, নদীগুলোর আর বর্ণনা পাওয়া যাবেনা, ভাবতে বুকের মধ্যে ব্যথা চিনচিন করে উঠে।
Was this review helpful to you?
or
পুস্ত_পরিচিতিঃ নাম: উত্তরাধিকার লেখক: সমরেশ মজুমদার পৃষ্ঠা:২৯৫ দাম: Rs. ২০০ (মুদ্রিত মূল্য) প্রথম প্রকাশকাল: জ্যৈষ্ঠ ১৩৮৬ বাংলা প্রচ্ছদ: সুব্রত গঙ্গোপাধ্যায় ভিতরের অলঙ্করণ: সিদ্ধার্থ সেনগুপ্ত #কাহিনী_সংক্ষেপণ: এই উপন্যাসের কাহিনীর শুরু উত্তরবঙ্গের একটি চা-বাগানের পটভূমি। ১৯৪৭ সালের ১৫ই আগষ্টে ভারতের প্রথম স্বাধীনতা দিবসে গল্পের মূল চরিত্র অনিমেষ নামের এক কিশোর প্রথম 'বন্দেমাতরম' শব্দটি শুনে। তখন অর্থটি ঠিক বুঝতে পারে না। কিন্তু সেদিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে তার ভিতরে দেশপ্রেম জাগ্রত হয়। অনি চা-বাগানের গ্রাম স্বর্গছেরা ছেড়ে সদ্য অবসর প্রাপ্ত বড়কর্তা দাদুর হাত ধরে জলপাইগুড়ি আসে পড়ালেখা শিখতে। সেই থেকে জেঠি আর দাদুর বুকেই বড় হতে থাকে। নতুন পরিবেশে কিশোর দেখতে থাকে দেশপ্রেমের নামে অসুস্থ রাজনীতির খেলা। প্রকৃত রাজনীতি আর দেশসেবার পথ খুঁজতে থাকে সে। কংগ্রেস আর কমুনিস্টের ভিন্ন উদ্দেশ্যের ভিড়ে দিশেহারা হয়ে যায় অনিমেষ সঠিকপথ কোনটা তা ভেবেই। আস্তে আস্তে বড় হয় অনি। আর বাবা চায় ডাক্তার হউক, দাদু চায় ইংরেজিতে পড়ুক। কলকাতায় অনির গন্তব্য। সে কলকাতা যাচ্ছে। সেদিন পথেই দেখল- সারাশহরে আগুন জ্বলছে, কঠোর আন্দোলনের এক ভয়ংকর পরিবেশ। নিজের সম্পর্কে, দেশের সম্পর্কে পুরনো বিশ্বাস, শ্রদ্ধা ভালবাসার সঙ্গে নতুন করে তার মুখামুখি পরিচয় শুরু হল। এই কাহিনী সেদিনের অনিমেষের আত্মজিজ্ঞাসার, আত্মানুসন্ধানের। আদৌ অনি পৌছাতে পারল কলকাতায়? অনির জীবনে কি কি হল তা জানতে পুরো গল্প পড়তে হবে। #পাঠপ্রতিক্রয়া: বাংলা সাহিত্যে কথাশিল্পীদের মধ্যে সরমেশ মজুমদার অগ্রগণ্য। তার বিশিষ্ট রচনাশৈলীর জন্য একতম বললেও অন্যায় হবে না। তার অন্যান্য সব উপন্যাস পড়লেই সেই প্রমাণ মিলে। 'উত্তরাধিকার' ঘরোয়া গল্পে অনুপম প্রসাদ গুণে তার মনোমুগ্ধকর মধ্যদিয়ে একালের তরুণদের জন্য বার্তা বয়ে এনেছেন। যাদের স্বাস্থ্যবান বই পড়ায় অনিহা আছে তারা শুরু করুন দেখবেন ডুবে যাবেন গল্পে। সাবলীল, সহজ ভাষার সামাজিক গল্পের বইতে আপনি সব পাবেন। সুখ, দু:খ, হতাশা, উল্লাস সব। বইয়ের ভিতরে অসাধারণ কিছু অলঙ্করণ রয়েছে কাহিনীর সাথে মিলিয়ে। যা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। #প্রাপ্তিস্থান: ছোটবড় সব বই দোকানে পাবেন। নীলক্ষেত কিংবা বাংলাবাজার তাছাড়া আমাদের সবারপ্রিয় রকমারি.কম তো আছেই। ঘরে বসেই অর্ডার করলেই দ্রুত পেয়ে যাবেন আপনার দরজায় ঝামেলামুক্তভাবেই।