User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সমুদ্র! শুনলেই যেন প্রাণে শিহরণ জেগে ওঠে। আদিকালে মানুষের অন্যতম প্রয়োজন ছিল পানি। সহজে পানি পাওয়ার উৎস খুঁজত তাঁরা। সে কারণেই বসতি গড়ে উঠেছে বড় জলাশয়, নদী আর সমুদ্রের কাছে। এসব স্থান থেকে তাঁরা খুব সহজেই খাদ্য আহরণ করতো। মানুষ কৃষি কাজ শুরু করেছে দশ হাজার বছর আগে। শস্যের আগে মানুষের প্রধান খাবার ছিল মাছ। মহিলা ও শিশুরা মাছ তুলতে জলায় যেত, আর অপেক্ষা করতো কখন একটি মাছ লাফিয়ে ডাঙায় উঠে আসবে। কিন্তু সহজে তাঁরা মাছ পেত না, কেননা মাছেরা থাকতো গভীর পানিতে। কিন্তু অত গভীরে গিয়ে মাছ ধরার মত তাঁদের কোন যান ছিলনা তখন। আদিম মানুষেরা নদীর এ পারে দাঁড়িয়ে দেখত বিভিন্ন জীবজন্তু। কিন্তু চাইলেই সেসব আনার জন্য যাওয়া সম্ভব ছিলনা। মাঝখানের নদীটা বাঁধা হয়ে দাঁড়াত।অথচ নদী পেরুবার কৌশলতো তাঁদের জানা নেই। এই নদী পার হওয়ার জন্য তাঁরা কৌশলী হতে চেষ্টা করতে থাকলো। হঠাৎ তাঁদের খেয়াল হল নদীতে ভেসে থাকা কাঠের গুঁড়ির দিকে। যার উপরে বসলেও সেটা আর পানিতে ডুবে না। তখন মানুষ আরও অনেক ভেবে দেখল যে কলাগাছ দিয়ে যান বানিয়ে নিয়ে জলাশয় পারি দেয়া যায় খুব সহজেই। কেননা কলা গাছ হল নরম আর হালকা, ঢেউয়ের তালে সহজেই ভেসে যাওয়া যায়। এভাবেই তৈরি হল আদি জলজান ভেলা। অবশ্য ভেলা তৈরি নিয়ে আরও বিভিন্ন ধারনাও রয়ে গেছে। এভাবেই ধীরে ধীরে অনেক সময়ের অনেক সাধ্য সাধনার ফলে মানুষ আজ সাগর পারি দিয়ে উন্মোচন করছে হাজারো রহস্য। তবে শুরুর পেছনে রয়ে গেছে না ভোলা হাজারো কাহিনী। সে সবের এক অপূর্ব সংমিশ্রণ “ সমুদ্র জয়ের মজার গল্প”।