User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
(এক কথায় বইটি সবার পড়া উচিত) নবীয়ে রহমত সিরাত গ্রন্থটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী নিয়ে রচিত একটি অনন্য বই। এটি বিশেষভাবে মুসলিম পাঠকদের জন্য রাসুলুল্লাহ (সা.)-এর জীবন এবং তাঁর দাওয়াতি কার্যক্রম, নৈতিকতা, এবং ইসলামের বার্তা তুলে ধরতে সহায়ক। বইটিতে রাসুল (সা.)-এর জন্ম থেকে শুরু করে তাঁর নবুওয়ত লাভ, মক্কা ও মদিনায় দাওয়াত প্রচার, হিজরত, যুদ্ধ, চুক্তি, এবং ইসলামের প্রতিষ্ঠার বিভিন্ন অধ্যায় অত্যন্ত সুসংবদ্ধভাবে তুলে ধরা হয়েছে। লেখক সিরাতের বিশদ বর্ণনায় কোরআন ও হাদিসের যথাযথ দলিল ব্যবহার করেছেন, যা বইটির নির্ভরযোগ্যতা ও গভীরতা বৃদ্ধি করেছে। এটি শুধু নবীর জীবনী নয়, বরং তাঁর চরিত্র, জীবনদর্শন, এবং মানবতার প্রতি তাঁর মহানুভবতা ও দয়া প্রদর্শনের উদাহরণসমূহও তুলে ধরে। বইটি পাঠকের জন্য দারুণ অনুপ্রেরণার উৎস এবং ইসলামী জ্ঞান আহরণের একটি গুরুত্বপূর্ণ সম্পদ।
Was this review helpful to you?
or
অসাধারণ বই
Was this review helpful to you?
or
এটি সীরাতগ্রন্থ হওয়ার উপযুক্ত নহে।
Was this review helpful to you?
or
আর যাই হোক এটা পড়ার জন্য কাউকে উৎসাহিত করতে পারছি না মানে কারণ দেখছি না। এর বিপরীতে অনেক ভাল সীরাতগ্রন্থ রয়েছে।
Was this review helpful to you?
or
নবী স. এর জীবনী জানার জন্য অনেক ভালো বই।
Was this review helpful to you?
or
একটি তথ্যবহুল সীরাত গ্রন্থ। যাতে নবিজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়সহ বিভিন্ন বিষয়ে বেশ গুরুত্ব সহকারে সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে। জীবনে চলার পথে নবিজীর সীরাতে যে অসংখ্য অগণিত শিক্ষা হয়েছে তা আপনি পুঙ্খানুপুঙ্খভাবে অনুধাবন করতে পারবেন এই বইটি পড়ার মাধ্যমে।
Was this review helpful to you?
or
প্রিয় নবীর সম্পর্কে জানার জন্যে অসাধারণ একটা বই।
Was this review helpful to you?
or
নবীয়ে রহমত এটি খুব ভালো বই,,, কিছু অংশ পড়া হয়েছে,, নবী সম্পকে ধারণা নিতে হলে বই পড়লে আশা করি জানতে পারবেন????
Was this review helpful to you?
or
Best....
Was this review helpful to you?
or
অসাধারণ!!
Was this review helpful to you?
or
গভীর জ্ঞান সমৃদ্ধ একটি সিরাত গ্রন্থ
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বই।
Was this review helpful to you?
or
one pics
Was this review helpful to you?
or
উস্তায মানযুরুল করিমের সাজেশনে আমি বইটি কিনেছিলাম। বিগিনার হিসেবে বইটি ভালোই লেগেছে। তবে সিরাহ এর বই একটি পড়লে অত বোঝা সম্ভব না বলে মনে করি। আর যতবার সিরাহ পড়া যায় মনে হয় ততবার নতুন কিছু আবিষ্কার করলাম।
Was this review helpful to you?
or
The book is good. Sufficient information is given. Thank you.
Was this review helpful to you?
or
অসাধারণ বই???
Was this review helpful to you?
or
বইটিতে ভাষাগত সমস্যা আছে, অত্যন্ত কঠিন ও অবিন্যস্ত অবস্থায় বাক্য গুলো গঠন করা হয়েছে যা বুঝতে অনেক বেগ পেতে হয়, প্রথম কয়েক পৃষ্ঠা পড়ার পর আগ্রহ নষ্ট হয়ে যায় | নবী (সা:) এর সীরাতভিত্তিক একটা ধর্মীয় বইতে এতো জটিল ভাষার প্রয়োগ বোধগম্য নয় |
Was this review helpful to you?
or
this book has been referred by Shaykh Ahmadullah.
Was this review helpful to you?
or
অনেক তথ্যবহুল একটি সিরাত গ্রন্থ। এর মধ্যে রাসুল (সাঃ) এর জীবন এর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় বিষয় বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। এই সিরাত গ্রন্থ খানা পড়ে আমি অনেক উপকৃত হয়েছি। সকলেরই এই সিরাত গ্রন্থ খানা পড়া উচিৎ। যারা এই সিরাত খানা বাংলায় অনুবাদ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাদেরকে নেক হায়াত নসীব করুক। আমিন!!!
Was this review helpful to you?
or
এটা কোন জীবনীগ্রন্থ নয়। বরং বলা চলে লাফিয়ে চলা মন্তব্যমূলক নোট যেখানে নেই কোন ঘটনাপ্রবাহ, নেই কোন লয়, না আছে বিস্তারিত কোন তথ্যপ্রবাহ, না আছে নবীজী (সাঃ) এর জীবনদর্শনের আলোকপাত। ঘুরেফিরে একের পর এক নানা বিশেষণের ব্যবহার আর কুণ্ডলী পাঁকানো। গালগপ্পে ভরা, মনগড়া রচনা। প্রথম ৪০ বছর এমনভাবে আলোচনা করল যেন... কি আর বলব! মনে হয় না লেখক নবীজী (সাঃ) এর জীবনী সম্বন্ধে জানে। এর চেয়ে কোটি গুণ ভাল লিখেছেন এক ইহুদি লেখক - লেসলি হেজেলটন। আবু তালিব নাকি তার সন্তানদের তুলনায় এমনকি আলী (রাঃ) এর চেয়ে বেশি সদয় আর যত্নশীল ছিলেন নবীজী (সাঃ) এর প্রতি - ভাল কথা। কিন্তু আলী (রাঃ) থেকে নবীজী (সাঃ) প্রায় ৩০ বছরের বড় এবং সেই আলীকে নবীজী (সাঃ) ও খাদিজা (রাঃ) লালন পালন করেছেন। ( খানিকটা দত্তক নেওয়ার মত) আরেক ঘটনায় এক সাহাবা (রাঃ) এর নবীজী (সাঃ) এর সাথে সালাত পড়ার দৃশ্যের কথা বলেছেন। নবুয়াতের প্রথম পর্যায়ে সালাত কোথায় পেল লেখক?! পুরো বইয়ে যে কত অসঙ্গতি আছে আল্লাহই ভাল জানেন!
Was this review helpful to you?
or
সাবলীল এবং কাঠখোট্টা নয় এমন অনুবাদ। লেখক এখানে রসূল(স) এর প্রেক্ষাপটগুলো খুব গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন(অন্যান্য বইয়ের তুলনায়), সীরাতের উৎস হিসেবে মূলত হাদীস এবং আরবি উৎসের সাহায্য নিয়েছেন - কোনো ক্ষেত্রে পশ্চিমা লেখকদের নিরপেক্ষ মতামত নিয়েছেন। যারা কখনো সীরাতের বই পড়ে দেখেননি, প্রচলিত তথ্যের চেয়ে একটু বেশি জানতে চান, তারা পড়তে পারেন।
Was this review helpful to you?
or
খুবই তথ্যবহুল একটি সিরাত , যার মধ্যেতুলে ধরা হয়েছে রাসুলুল্লাহ (সাঃ) এর জীবনের সামাজিক,রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় সব তথ্য প্রমান্যচিত্র।