User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ওদের দুঃখ দেখার কেউ নেই। নদীতীরে বসবাসরত বঞ্চিত মানুষের কান্না শোনার কেউ নেই। ওরা বঞ্চিত, নিন্দিত! ওরা অশিক্ষিত ও অবহেলিত। তাই সভ্য ও ভদ্র সমাজে ওদের ঠাঁই নেই। মহাকালের ঢেউয়ে ঢেউয়ে দুলে দুলে তাদের জীবন চলে দুখের বোঝা বয়ে। মেঘনার তীরবর্তী বিলাসপুরের নৈমদ্দি জেলের পুত্র বাবর কী এমন ভুল করেছিল নিম্ন কুলজাত দারিদ্র পারিবারে জন্ম নিয়ে? নদীতে মাছ ধরে পেটের অন্ন যোগায় বলে, সে কী মানুষ নয়? তার ভাঙাঘরের ফাঁক দিয়ে নক্ষত্রের কিরণ এসে আছড়ে পড়ে বলে, মনের ঘরে কী প্রেমের প্রদ্বীপ জ্বলতে পারে না? মালতীকে ভালোবেসে কী এমন ভুল করেছিল যে, ভাগ্য তাকে পথে নামিয়ে দেয়! বিবিধ অসাম্যের অত্যাচারে বঞ্চিত মানুষ যুগ যুগ ধরে নিগৃহীত হচ্ছে! তবুও প্লাবন ও ভাঙনের ত্রিমোহনায় বসে তারা সুখের স্বপ্ন দেখে, উপরে উঠতে প্রানপণ লড়াই করে যায় দিন-রাত... কথাসাহিত্যিক আহমেদ উল্লাহ‘র ‘কালিন্দীর কূলে’ উপন্যাসটি মূলতঃ নদীতীরবর্তী বঞ্চিত মানুষের জীবনালেক্ষ্য। কালিন্দীর দুই কুলে অবস্থিত বিলাসপুর এবং শ্রীপুর গ্রামের মানুষের যাপিত জীবনচিত্র, চর দখল নিয়ে রক্তপাত, সামাজিক বৈষম্যতা, প্রেম-বিরহ এমনকি আঁধারে নিমজ্জিত মানুষের লক্ষ্যহীন জীবনের অসহায়ত্ব চমৎকারভাবে ফুটে উঠেছে। গ্রাম্য মানুষের চাল-চলন, আচার-আচরণ এবং ব্যবহৃত ভাষাবুলি প্রয়োগে লেখক পারদর্শিতার পরিচয় দিয়েছেন। উপন্যাসটি বাংলা সাহিত্যের একটি অনন্য সৃষ্টি হিসাবে গৃহীত হবে বলে বিশ্বাস করি...