User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
খুব সুন্দর একটা বই । পেপার কোয়ালিটি ভালো না ।তবে অনুশীলনের জন্য ভালো।
Was this review helpful to you?
or
যারা গণিত অলিম্পিয়ারের প্রস্তুতি নিচ্ছেন,তাদের জন্য এটি অসাধারণ একটি বই। বইটি এখনই কিনে ফেলুন রকমারি ডট কম থেকে।
Was this review helpful to you?
or
great
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। ঠিক সময় মতো বই গুলো পেয়েছি ?
Was this review helpful to you?
or
এটা শুধু গনিত অলিম্পিয়াডের চর্চার জন্যই না, গনিত প্রেমী সবাই কিনতে পারেন। আমি গনিতের অনেক মজার মজার টার্মের সাথে পরিচিত হয়েছি। পূর্বের প্রশ্নগুলো এবং গনিতের অনেক কোশলের সমন্নয় এক অসাধারণ সংকলন।
Was this review helpful to you?
or
নাইস বুক
Was this review helpful to you?
or
Very good
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
Best one!!!!!
Was this review helpful to you?
or
This book contains previous year questions and solutions.There is not much to prepare for Math Olympiad.You can buy this book with as much preparation as possible by reading other books.For preparation you can read the books of Bangladesh's first gold medalist Ahmed Jawad Chowdhury.That means you have to prepare first and then buy this book.
Was this review helpful to you?
or
This book is really good
Was this review helpful to you?
or
so far it's good
Was this review helpful to you?
or
Amezing books ?
Was this review helpful to you?
or
বাংলাদেশের অতি জনপ্রিয় প্রতিযোগিতা হলো গণিত অলিম্পিয়াড। এখানে অংশগ্রহণ করে হাজার হাজার শিক্ষার্থী। এর মধ্যে থেকে অনেক অল্প কয়জন পুরষ্কার পায়। এই বইটি পরে গণিত অলিম্পিয়াড অনেক সহজ হয়ে যায়। আমি এটি ব্যবহার করে অনেক উপকৃত হয়েছি।
Was this review helpful to you?
or
যেকোন কাজ, বা বিষয় সম্পর্কে জানতে হলে সে বিষয়টি যদি গোছানো আকারে না থাকে তবে সেটি সম্পর্কে ভালো ধারণা নেওয়া যায় না । সেটি অগোছালো থাকে । মোস্তফা কামাল বিপ্লব ‘জুনিয়র: বাংলাদেশ গণিত অলিম্পিয়াড: প্রস্তুতি, প্রশ্ন, সমাধান (২০০৪-২০১৪ ’ বইটি অত্যন্ত গুছিয়ে লিখেছেন যাতে জুনিয়র ছাত্ররা খুব সহজে বুঝতে পারে এবং খুব কম সময় নিয়ে আয়ত্ত করতে পারে। গণিত অলিম্পিয়াড শিক্ষার্থীদের গণিতে দক্ষতা এবং আগ্রহ বাড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়ে আসছে। বাংলাদেশে গণিত অলিম্পিয়াডের মোটামুটি তিনটি ধাপ আছে। প্রথমটি হল আঞ্চলিক (বিভাগীয়) গণিত উৎসব, যা ডিসেম্বর-জানুয়ারী মাসে সারাদেশের প্রায় ১৪-১৫ টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রেশনের জন্য চোখ রাখতে হবে প্রথম আলোর বিজ্ঞান প্রজন্ম এবং গণিত ইশকুল পাতায়। প্রতিটি ভেন্যুতে সর্বোচ্চ প্রায় ১০০০ জন শিক্ষার্থী অংশ নিতে পারে। তাই আগে ভাগে রেজিস্ট্রেশন করে ফেলাই ভাল। ২য় ধাপ হল বাংলাদেশ জাতীয় গণিত অলিম্পিয়াড। সারাদেশে আঞ্চলিক প্রতিযোগীতায় বিজয়ীদের নিয়ে ঢাকায় ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয়। এটি সাধারণত দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হয়। প্রথমদিন সকালে মূল অলিম্পিয়াড পর্ব। এর পর প্রতিযোগীদের জন্য নানা পর্বের আয়োজন থাকে। পরদিন পুরস্কার বিতরণীল মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। ৩য় ধাপ হল গণিত ক্যাম্প এবং Team Selection Test (TST) । জুনিয়র, সেকেন্ডারী এবং হায়ার সেকেন্ডারী পর্যায়ের (প্রশ্ন ২ দ্রষ্টব্য) শিক্ষার্থীদের নিয়ে মার্চের দিকে প্রায় দুই সপ্তাহব্যাপী গণিত ক্যাম্প অনুষ্ঠিত হয়। এখানে প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য দল নির্বাচন করা হয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল যেহেতু আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ইংরেজীতেই সবকিছু করতে হয়, তাই ক্যাম্পের পাঠদানের মাধ্যমও মূলত ইংরেজী। তবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কারণ ইংরেজীতে গণিত শেখা খুব একটা সমস্যার ব্যাপার নয়।
Was this review helpful to you?
or
I think It's enough for a beginner. Also I wanted to say, I will be the 2027's 2nd IMO Gold Medalist from Bangladesh.(ARR)FS. I am coming - On the way of math.
Was this review helpful to you?
or
Very Bad experience
Was this review helpful to you?
or
কয়েকটা প্রশ্নের উত্তর ভুল আছে
Was this review helpful to you?
or
Rokomari ra puran boi sell kore.keu kinben na.karon itite 5 ta mudron hoyese!!akhane dekhai 1 ta.Abar ai boi a onek question ar answer bhul bhabe kora.tai keu ai boiti kinben na!!
Was this review helpful to you?
or
জাতীয় গণিত অলিম্পিয়াড এর প্রস্তুতির জন্য বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।জাতীয় গণিত অলিম্পিয়াডের প্রশ্ন গুলি গতানুগতিক ধরনের হয় না এটি কিছুটা ভিন্ন ধরনের হয়ে থাকে। অংশগ্রহণকারীদের এই ভিন্নধারার প্রশ্নের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য মোস্তফা কামালের বইটি খুব গুরুত্বপূর্ণ। বইটা ভিন্নধর্মী।এখানে বেশকিছু বুদ্ধিদীপ্ত গণিত সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এর সমাধান দেয়া হয়েছে। এখানে বিগত গণিত অলিম্পিয়াডের প্রশ্ন গুলো খুবই সুসজ্জিত ভাবে দেয়া হয়েছে একসাথে সমাধান।এই বইটি পাঠকদের এই জন্য পড়তে বলব না যেন তারা গণিত অলিম্পিয়াডের প্রশ্ন কমন পায় তারা যেন এই বইটি পড়ুক যেন গণিতের বিভিন্ন ধারা গুলি সম্পর্কে যেন তারা অবগত হয়। বইটি যে কেউ পড়তে পারবে তবে জুনিয়র ক্যাটেগরি এদের জন্যই বইটি স্ট্রংলি সাজেস্ট করব।
Was this review helpful to you?
or
the book was great
Was this review helpful to you?
or
Boi ta valo .but eta dia self study kora jai na. Help lage . Er e boi e 2014-2017 er question ase .but 2018 ,2019 er question nai
Was this review helpful to you?
or
বাংলাদেশের গনিত উৎসব এর প্রশ্নগুলো চর্চার জন্য এ বইটি অত্যন্ত উপকারী। প্রত্যকটি প্রশ্নের সাথে এর উত্তর দেওয়া আছে। তাছাড়া, গণিতের যে কয়টি মৌলিক বিষয় না জানলেই নয়, তা এ বইয়েএ শুরুতে দেওয়া হয়েছে। প্রত্যেকটি সমাধান সহজবোধ্য ভাষায় লেখা হয়েছে।
Was this review helpful to you?
or
গণিত অলিম্পিয়াডের সমস্যা আর আমাদের বইয়ের অনুশীলনীর মধ্যে মূল পার্থক্য হলো, বইয়ের অনুশীলনী সমাধানের উপায়গুলো আমাদের আগে থেকেই জানা থাকে। আর সমস্যা সমাধানের জন্য আমাদের সেই উপায়টা প্রয়োগ করতে হয়। তবে জাতীয় গণিত অলিম্পিয়াডের অধিকাংশ সমস্যাই একাধিক ধাপের। তাই সমস্যা সমাধানের শুরুতেই আমাদের কিছু পরিকল্পনা নিয়ে এগোতে হবে। একেকজনের ক্ষেত্রে সমস্যা সমাধানের ধাপগুলো একেক রকমের হতে পারে। গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি কি ? এই প্রশ্নের জবাব দেওয়া বেশ কঠিন। কারণ অনেকে প্রচুর পড়াশোনা বা অনুশীলনের পরও হয়ত সমস্যা সমাধানে তেমন ভাল করবে না। অনেকে অল্প চেষ্টাতেই বেশ ভাল করতে পারে। বিগত ১০ বছরের জুনিয়র(৬ষ্ঠ থেকে ৮ম) গণিত অলিম্পিয়াডের সকল প্রশ্ন ও প্রশ্নের সমাধান করেছেন মোস্তফা কামাল বিপ্লব । গণিত অলিম্পিয়াড শিক্ষার্থীদের গণিতে দক্ষতা এবং আগ্রহ বাড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ও গণিতে এগিয়ে যাচ্ছে সমানতালে অনেকে প্রচুর পড়াশোনা বা অনুশীলনের পরও হয়ত সমস্যা সমাধানে তেমন ভাল করবে না। অনেকে অল্প চেষ্টাতেই বেশ ভাল করতে পারে। তবে সমস্যা সমাধান কখনোই সহজ কোন বিষয় নয় (অন্তত শুরুতে তো নয়ই)। তাই এক্ষেত্রে পরামর্শ হল ধৈর্য না হারিয়ে বার বার চেষ্টা করে যাওয়া। আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি যে গণিতে দক্ষতা যেমন রাতারাতি অর্জন করার মত বিষয় না, তেমনি এমন কোন বিষয়ও না যা নির্দিষ্ট একটা পথ অবলম্বল করলে বা কয়েকটা বই পড়ে ফেললেই শেখা যাবে।
Was this review helpful to you?
or
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড হচ্ছে দেশের ক্ষুদে গনিত প্রেমীদের নিয়ে আয়োজিত একটি প্রতিযোগিতা। এটি শিক্ষার্থীদের মেধার যথার্থ বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গণিত অলিম্পিয়াডের প্রশ্নগুলো আমাদের টেক্সটবুকের গতানুগতিক প্রশ্নের মত হয় না। এই প্রশ্নগুলো সমাধানের জন্য প্রচুর মাথা খাটাতে হয়। কিন্তু কিভাবে এই প্রবলেমগুলো সলভ করতে হয়, কিভাবে আগাতে হয় তা অবশ্যই জানা থাকা দরকার। আর শিক্ষার্থীদের এই ব্যাপারে সাহায্য করতে মোস্তফা কামাল বিপ্লব দারুণ একটি কাজ করেছেন। তার লেখা " বাংলাদেশ গণিত অলিম্পিয়াড (জুনিয়র) বইটিতে তিনি কিভাবে গণিত অলিম্পিয়াডের প্রবলেমগুলে সলভ করতে হয় সেই টেকনিকগুলো নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও তিনি এই বইয়ে বিগত বছরসমূহের জুনিয়র ক্যাটাগরির প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করেছে। এই বইয়ে ২০০৪-২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সবগুলো আঞ্চলিক পর্বের প্রশ্নগুলো সলিউশন সহ আলোচনা করেছেন। সাথে রয়েছে ২০০৪-২০১৪ সাল পর্যন্ত ন্যাশনাল গণিত অলিম্পিয়াডের প্রশ্ন এবং উত্তরসমূহও। তাই কেউ গণিত অলিম্পিয়াডের জন্য প্রস্তুুতি নিতে চাইলে আমি মনে করি তার এই বইটি পড়া উচিত।