User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ধন্যবাদ সেলার কে
Was this review helpful to you?
or
খুবই চমৎকার বই
Was this review helpful to you?
or
Very good
Was this review helpful to you?
or
বাংলাদেশের অতি জনপ্রিয় প্রতিযোগিতা হলো গণিত অলিম্পিয়াড। এখানে অংশগ্রহণ করে হাজার হাজার শিক্ষার্থী। এর মধ্যে থেকে অনেক অল্প কয়জন পুরষ্কার পায়। এই বইটি পরে গণিত অলিম্পিয়াড অনেক সহজ হয়ে যায়। আমি এটি ব্যবহার করে অনেক উপকৃত হয়েছি।
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
Thanks To BDMO Comittee for Organizing a great competition like BDMO. Thanks Also To The Writer Panel Of This Book. This Book Is so good for primary BDMO participants. I am expecting that this book will be a bestseller book in rokomari. Thank You.
Was this review helpful to you?
or
যেকোন কাজ, বা বিষয় সম্পর্কে জানতে হলে সে বিষয়টি যদি গোছানো আকারে না থাকে তবে সেটি সম্পর্কে ভালো ধারণা নেওয়া যায় না । সেটি অগোছালো থাকে । মোস্তফা কামাল বিপ্লব ‘জুনিয়র: বাংলাদেশ গণিত অলিম্পিয়াড: প্রস্তুতি, প্রশ্ন, সমাধান (২০০৪-২০১৪ ’ বইটি অত্যন্ত গুছিয়ে লিখেছেন যাতে জুনিয়র ছাত্ররা খুব সহজে বুঝতে পারে এবং খুব কম সময় নিয়ে আয়ত্ত করতে পারে। গণিত অলিম্পিয়াড শিক্ষার্থীদের গণিতে দক্ষতা এবং আগ্রহ বাড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়ে আসছে। বাংলাদেশে গণিত অলিম্পিয়াডের মোটামুটি তিনটি ধাপ আছে। প্রথমটি হল আঞ্চলিক (বিভাগীয়) গণিত উৎসব, যা ডিসেম্বর-জানুয়ারী মাসে সারাদেশের প্রায় ১৪-১৫ টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রেশনের জন্য চোখ রাখতে হবে প্রথম আলোর বিজ্ঞান প্রজন্ম এবং গণিত ইশকুল পাতায়। প্রতিটি ভেন্যুতে সর্বোচ্চ প্রায় ১০০০ জন শিক্ষার্থী অংশ নিতে পারে। তাই আগে ভাগে রেজিস্ট্রেশন করে ফেলাই ভাল। ২য় ধাপ হল বাংলাদেশ জাতীয় গণিত অলিম্পিয়াড। সারাদেশে আঞ্চলিক প্রতিযোগীতায় বিজয়ীদের নিয়ে ঢাকায় ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয়। এটি সাধারণত দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হয়। প্রথমদিন সকালে মূল অলিম্পিয়াড পর্ব। এর পর প্রতিযোগীদের জন্য নানা পর্বের আয়োজন থাকে। পরদিন পুরস্কার বিতরণীল মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। ৩য় ধাপ হল গণিত ক্যাম্প এবং Team Selection Test (TST) । জুনিয়র, সেকেন্ডারী এবং হায়ার সেকেন্ডারী পর্যায়ের (প্রশ্ন ২ দ্রষ্টব্য) শিক্ষার্থীদের নিয়ে মার্চের দিকে প্রায় দুই সপ্তাহব্যাপী গণিত ক্যাম্প অনুষ্ঠিত হয়। এখানে প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য দল নির্বাচন করা হয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল যেহেতু আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ইংরেজীতেই সবকিছু করতে হয়, তাই ক্যাম্পের পাঠদানের মাধ্যমও মূলত ইংরেজী। তবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কারণ ইংরেজীতে গণিত শেখা খুব একটা সমস্যার ব্যাপার নয়।
Was this review helpful to you?
or
Onek besi vul ase revised edition ber kora uchit.
Was this review helpful to you?
or
সাধুবাদ জানাই ‘বাংলাদেশ গণিত অলিম্পিয়াড’-এর আয়োজনকারীদের। বর্তমান বিশ্বে উন্নত দেশগুলোতে গণিত নিয়ে এ ধরনের প্রতিযোগিতা প্রায়ই দেখা যায়। শুধু তাই না ‘বাংলাদেশ গণিত অলিম্পিয়াড’-এ অনেক প্রশ্ন দেওয়া হয়, যা ‘আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড’-এ ছিল। ফলে এ ধরনের গণিত সমাধান করতে আমাদের দেশের ছেলেমেয়েদের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে, যা ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে। তবে অনেকেই ‘বাংলাদেশ গণিত অলিম্পিয়াড’-এ আসা গণিত সমস্যাগুলোর সঠিক সমাধান বের করতে পারছেন না। আবার কোথায় এসব গণিত সমস্যার সঠিক সমাধান আছে তাও জানেন না। সেই জায়গা থেকেই আমার এই প্রয়াস। বইটিতে এ পর্যন্ত ‘বাংলাদেশ গণিত অলিম্পিয়াড’-এ আসা প্রায় সকল সমস্যার সমাধান দেওয়া হয়েছে। পাশাপাশি প্রস্তুতির জন্য প্রথমেই কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মৌলিক বিষয়গুলো আগে থেকেই জানা থাকলে সমস্যাগুলোর সমাধান অনেকটা সহজেই বোঝা যাবে। প্রতিযোগিতায় যেসব গণিত সমস্যা দেওয়া হয়েছে, সেগুলোর অনেকগুলোর রয়েছে একের অধিক সমাধান। বইটিতে সম্ভাব্য সকল সমাধান দেওয়া হয়েছে। আবার একই রকম দুটি সমস্যার ক্ষেত্রে সমাধানের ভিন্ন পদ্ধতি থাকলে তাও সংযুক্ত করা হয়েছে। গণিত শেখার জন্য বা প্রতিযোগিতায় ভালো করার জন্য এই বইয়ের সবগুলো সমস্যার সমাধান মুখস্থ করলেই হবে, এমন কোনো কথা নেই। তবে সমস্যাগুলোর সমাধান করতে যেসব সূত্র বা যুক্তি ব্যবহার করা হয়েছে, সেগুলো বুঝে আয়ত্ত করতে পারলে অবশ্যই প্রতিযোগিতায় ভালো করা সম্ভব। বইটি কেমন লাগল জানাবেন। ‘বাংলাদেশ গণিত অলিম্পিয়াড’-এর কোনো বিশেষ সমস্যা বা তার বিকল্প সমাধান, গণিতের অন্য কোনো সমস্যা, এমনকি বইটি সম্পর্কে কোনো পরামর্শ থাকলে জানাবেন; বইটির পরবর্তী সংস্করণে সেগুলো সংযোজনের চেষ্টা করব। মোস্তাফা কামাল বিপ্লব ([email protected])