User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
"এই তুমি কে? " "কে? আমি? " "হ্যাঁ।তুমি। " "কেন, আমি তিতুনি। তুমি তিতুনি না।আমি তিতুনি।গল্পটিতে একটি কিশোরী সঙ্গে একটি এলিয়েনের পরিচয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিভিন্ন মজাদার ঘটনার মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। সে একদিন এক গর্তে একটি এলিয়েনের দেখা পায়। এলিয়েনটিকে দেখেই সে চমকে ওঠে। কারণ সে এলিয়েন নয়! হুবহু যেন আরেক তিতুনি। ধীরে ধীরে তাদের সখ্যতা গড়ে ওঠে। তাদের সম্মুখীন হতে হয় অনেক বাধা বিঘ্নের ।এরপরের রোমহর্ষক কাহিনী জানতে পড়ে নিতে পারো এই বইটি।
Was this review helpful to you?
or
best book
Was this review helpful to you?
or
বাচ্চাদের জন্য বেশ ভালো বই। জাফর ইকবাল স্যার যেহেতু কিশোর উপন্যাস লিখে তাই এটাও সেই রকমই একটি বই। যাদের বয়স একটু বেশী বা আগে থেকেই অনেক বই পত্র পড়ে অভ্যাস আছে তারা এই গল্প পড়ে অনেক বেশী মজা পাবে বলে মনে হয় না। কিন্তু কিশোর - কিশোরীদের জন্য সেরা এটা।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বৈজ্ঞানিক গল্প কাহিনী ভিত্তিক বই। এই বই সম্পর্কে আমার মতামত এই যে, সকলের অন্তরক্ত একবার হলেও এই বইটা পড়া উচিত।
Was this review helpful to you?
or
ছোটদের উপহার দেওয়ার জন্য বেস্ট
Was this review helpful to you?
or
গল্পটা ভালো❤️ বইয়ের কোয়ালিটি ও ভালো
Was this review helpful to you?
or
Its an Awesome book. Its about a girl her name is tuntuni and the rest is a secret ?so.....you have to read this. I hope you like it
Was this review helpful to you?
or
মুহম্মদ জাফর ইকবালের 'তিতুনি এবং তিতুনি' একটি সায়েন্স ফিকশন মূলক বই; যা শিশু-কিশোরদের কে উদ্দেশ্য করে লেখা। উপন্যাসটির প্রধান চরিত্র- তিতুনি। তিতুনির জীবনে আছে পারিবারিক দুঃখ, আবার অবিকল নিজের মতো এক ভিনগ্রহবাসিনী কে আবিষ্কারের সুপ্ত আনন্দ। ভিনগ্রহে বাসরত সেই এলিয়েনের সাথে ঘটে যায় তার জীবনের অবিস্মরণীয় ঘটনাবলী- যা সে কোনোদিন ভুলবেনা বলে প্রতিজ্ঞা করে (গল্পের সমাপ্তিতে)। কিশোর বয়সী যেকোন পাঠক গল্পের রস আস্বাদনে সফল হবে বলে নিশ্চয়তা দেওয়া যায়। তবুও, গল্পের মান-কে প্রধান করে সর্বদিক বিবেচনায় নিয়েও বইটির মুদ্রিত মূল্য অতিরিক্ত বলেই মনে হচ্ছে।
Was this review helpful to you?
or
This book is awesome. I was literally going to cry at the last part of this book. I really loved the story❤️.
Was this review helpful to you?
or
আমার অন্যতম প্রিয় বই?যারা বইটি পরেছে তারাই জানে কত কত মজার?
Was this review helpful to you?
or
I like this book
Was this review helpful to you?
or
Titui sat in the chair, not understandable but very comfortable to sit in the chair. Various appliances around. Shamim pulled down a helmet and put it in the middle of his head, with some kind of outside noise dimming and only hearing a sound. Tituni had two hands in the chair, two instruments came and stuck both hands with the handle. His legs were also tied to the same leg. Two quadrangular machines came from both sides of the chest and stuck him horizontally. Tituni's chest began to bow. From here he can run out?
Was this review helpful to you?
or
তিতুনি এবং তিতুনি – মুহম্মদ জাফর ইকবাল এর লেখা একটি বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনী এর বই। কাকলী প্রকাশনী হতে প্রকাশিত । দামঃ ২৫৫ টাকা । তিতুনি এবং তিতুনি অনেকের কাছে ভালো লাগ্লেও আমার কাছে বেশি ভাল লাগেনি । মুহম্মদ জাফর ইকবাল অন্য বৈজ্ঞানিক কল্পকাহিনী গুলোর মতো মনে হয়েছে ।
Was this review helpful to you?
or
শ্রদ্ধেয় লেখক "মুহম্মদ জাফর ইকবাল"এর লেখা সায়েন্স ফিকশন "তিতুনি এবং তিতুনি" বইটি অনেক সন্দুর হয়েছে। আশা করি বইটি সবার ভালো লাগবে। তাই সকল পাঠক রা এই বইটি পড়ার জন্য চেষ্টা করবেন!!!!
Was this review helpful to you?
or
চমৎকার একটি বই। তিতুনির বোরিং জীবন চমৎকার করে তুলে আরেক তিতুনি। তার নামই শুধু তিতুনি না। সে দেখতে ও তিতুনির মত। তার কন্ঠ ও তিতুনির মত। এমন কি সে তাকায় ও তিতুনির মত। তার মা বাবা ও তাদের দুইজন থেকে তার আসল মেয়েকে আলাদা করতে পারবে না! এমন তিতুনিকে নিতেই হয় চমৎকার একটি অভিজান। কিশোরদের জন্য চমৎকার একটি সাইন্স ফিকশন বই।
Was this review helpful to you?
or
Ashole Jafar Iqbal sir er lekha gulo niye kono proshnoi kora jay na.ami proti bochor tar ei boigular jonno wait Kori.tituni ebong tituni boi ta onnek shundor ekta science fiction. ei golpo ta te onek moja anondo rag thakleo sheshe jokhon onno tituni chole jay Amar khub kharap lage
Was this review helpful to you?
or
তিতুনি এবং তিতুনি লেখকের লেখা বইগুলোর মধ্যে আমার একটি প্রিয় বই| দুই তিতুনির নানা কাহিনী নিয়ে বইটি লেখা; একজন মানুষ তিতুনি আর অন্যজন ভিনগ্রহের এক অজানা এলিয়েন যে দেখতে হুবুহি তিতুনির মতো| প্রথমে তিতুনি অজানা প্রাণিটিকে মেনে নিতে না পারলেও পরে তারা পরস্পরের ভালো বন্ধুতে পরিণত হয়| তিতুনির বাসায় যাওয়ার পর এলিয়েন তিতুনি নানা অবাক কান্ড করে যার পুরোটাই বর্তায় আসল তিতুনির ওপর| কিন্তূ একদল বিজ্ঞানীদের এলিয়েন খঁজতে আসার পর তারা তিতুনির ওপর যে পরীক্ষা চালায় তা সত্যি খুবই মর্মান্তিক|||
Was this review helpful to you?
or
তিতুনি এবং তিতুনি আরেকটি বৈজ্ঞানিক কল্পকাহিনি মুহাম্মদ জাফর ইকবাল স্যার এর। অন্যগুলোর মত এটিও সাড়া ফেবে পাঠক সমাজে। ধন্যবাদ মুহাম্মাদ জাফর ইকবাল সারকে এমন একটি বই উপহার দেয়ার জন্য ধন্যবাদ। মুহাম্মাদ জাফর ইকবাল আমনাকজন মানুষ যে সে মানুশের মনের কথা বুঝতে পারে। কেমন মানুশের কেমন বই পছন্দ বুঝতে পারেন তিনি। অনেক শুভকামনা সার কে।
Was this review helpful to you?
or
বইয়ের নাম – তিতুনি এবং তিতুনি লেখক – মুহম্মদ জাফর ইকবাল প্রচ্ছদ – সাদাতউদ্দীন আহমেদ এমিল পৃষ্ঠা – ১৬৮ প্রকাশনী – সন্দেশ মুদ্রিত মূল্য – ৩০০ টাকা বারো বছরের এক ছোট্ট মেয়ে তিতুনি । হঠাত তার সাথে এক এলিয়েনের দেখা হয়ে যায় । মজার ব্যাপার হলো এলিয়েনটা ঠিক তার মত দেখতে তার মতোই চিন্তা করে । এই এলিয়েন আবার অসম্ভব বুদ্ধিমান । তিতুনির জীবনে ঘটতে থাকে মজার মজার সব ঘটনা । এলিয়েনটির সাথে তিতুনির খুব দ্রুতই বন্ধুত্ত গড়ে উঠে । তবে একদিন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় । তিতুনিকে বাসায় আটকে রেখেই এলিয়েন তিতুনি, মা বাবার সাথে ঘুরতে চলে যায় তিতুনির ফুফুর বাসায় । আবার সেখানে ঘটাতে থাকে মজার সব ঘটনা । এদিকে আসল তিতুনি বাসায় আটকা পড়ে থাকে। আবার বিজ্ঞানী দল এলিয়েনের খোজে এসে আসল তিতুনিকে ধরে এক্সপেরিমেন্ট চালাতে চায় । শেষ পর্যন্ত কি আসল তিতুনিকে রক্ষা করতে পেরেছিল এলিয়েন তিতুনি ? আর এলিয়েন তিতুনিরই বা কি হয়েছিল? জানতে হলে পড়তে হবে মুহম্মদ জাফর ইকবালের তিতুনি এবং তিতুনি বইটি । জাফর ইকবাল স্যার বইটিতে একদিকে তুলে ধরেছেন মানুষের স্নেহ মমতার ইতিবাচক দিকগুলি অন্যদিকে ছেলেকে মেয়ে হতে বেশি গুরুত্ত দেয়ার ক্ষেত্রে সূক্ষভাবে সাধারণ মানুষের মানসিকতার ত্রূটি তুলে ধরেছেন । এছাড়াও তিনি অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের কুফলও তুলে ধরেছেন বইটিতে । এদিকে সাদাতউদ্দীন আহমেদ এমিল এর কথা তুলে না ধরলেই নয় , কাহিনীর সাথে মানানসই প্রচ্ছদ এবং দারুণ সব ছবি একে তিনি বইটিকে আকর্ষনীয় করে তুলেছেন । সর্বোপরি সব মিলিয়ে উপন্যাসটি আমার কাছে ভালোই লেগেছে । সর্বোস্তরের পাঠকই বইটি পড়ে দেখতে পারেন
Was this review helpful to you?
or
wow
Was this review helpful to you?
or
valo boi kina dakta paran
Was this review helpful to you?
or
Ei boots chotoder jonno reading porar ekta shohaok ar eta ekta mojar relaxing at onnek adventurous
Was this review helpful to you?
or
It is a good science fiction book for children.I think the tituni is as like as tuntuni(Maybe).
Was this review helpful to you?
or
হঠাৎ করে আপনি দেখলেন আপনার মতো একজনকে । দেখে খুবই অবাক হবেন । নাম জিজ্ঞাসা করলেন , বললো আপনার নাম । রহস্যময় অবস্থা । আপনার কোন শত্রু তাকে আর আপনাকে একসাথে দেখে থতমত দেখ । কিন্তু আপনার দ্বিতীয় সত্ত্বা তৎক্ষণাৎ আপনার শত্রুর মেমোরি সেল থেকে আপনাদের দেখা হওয়ার ঘটনাটা মুছে দিলো । ক্লাসে স্যার আপনাকে খুব প্রশ্ন করে । কিন্তু আপনার দ্বিতীয় সত্ত্বা একদিন আপনার স্থানে ক্লাসে গেল । তারপর এক রহস্যের মাধ্যমে স্যারের মেমোরি লো করে দিলো । ..... এভাবেই এগিয়ে চলতে থাকে""তিতুনি ও তিতুনি""এর কাহিনী
Was this review helpful to you?
or
ভাল লেগেছে ।কেও চাইলে পরতে পারেন।
Was this review helpful to you?
or
বারো বছরের মেয়ে তিতুনি। আর তার থেকে দুই বছরের বড় তিতুনির ভাই টোটন। সারাক্ষণ টোটনের জ্বালায় অস্থির তিতুনি। টোটন দোষ করে আর আব্বু-আম্মুর কাছে বকা খায় তিতুনি। মাঝেমাঝে তিতুনি ভাবে অনেক দূরে চলে যাবে সে। যেখানে আব্বু, আম্মু, টোটন কেউ থাকবে না। কেউ ওকে জ্বালাবে না। একটা গ্লাস ভাঙার অপরাধে ভাইয়ার সাথে তাল মিলিয়ে আব্বু, আম্মুও বকতে থাকে তিতুনিকে। আর তার সাথে টিটকারি। মন খারাপ করে তিতুনি ছাদে গিয়ে দাড়িঁয়ে থাকে। আর তখনই ঘটে এক অবিশ্বাস্যকর ঘটনা! বহুদূরের এক গ্রহ থেকে একটি মহাকাশযানে করে খুব বুদ্ধিমান এক প্রাণী আসে পৃথিবীতে। প্রাণীটার উদ্দেশ্য ছিলো পৃথিবীটা ঘুরে দেখার। মহাকাশযানটা এসে নামে তিতুনিদের বাসার পিছনে। তিতুনি সবার চোখে ফাকিঁ দিয়ে সেই জংলা জায়গায় যায়। গিয়ে দেখে সেখানে তিতুনির মতোই আরেকজন! কিন্তু এই তিতুনি কে? তিতুনি তার নিজের মতোই আরেকজনকে দেখে বিস্ময়ে হতবাক! এরপরই ঘটতে থাকে মজার মজার কাহিনী। একদিন সেই নকল তিতুনিকে নিয়ে তিতুনির বাবা-মা, ভাই চলে আসে ঢাকা। আর আসল তিতুনি বাসায় বন্দী। কিন্তু হটাৎ করে তিতুনি দেখে তাদের বাসার সামনে অনেক লোকজন। অনেক যন্ত্রপাতি ঠিক করছে বাসার সামনে। তিতুনি বুঝতে পারে সেই মহাকাশচারী প্রাণীটাকে ধরতেই এতো আয়োজন। তিতুনি ভেবে পায় না কি করবে সে এখন? আর নকল তিতুনি সেই বা কি করছে ঢাকায়? সে কি বুঝতে পারছে তার আসন্ন বিপদের কথা?
Was this review helpful to you?
or
#জুন_রিভিউ২০ নাম:তিতুনিএবংতিতুনি লেখক:মুহম্মদজাফরইকবাল ধরণ:সায়েন্সফিকশন প্রকাশনা:কাকলীপ্রকাশনী মূল্য:৩০০৳ পৃষ্ঠাঃ১৬৭ প্রকাশকালঃ২০১৬ কাহিনী: তিতুনি, তার বড় ভাই টোটোন , তার বাবা-মা, এই নিয়ে তার ছোট্ট পরিবার। টম অ্যান্ড জেরীর মতই বড় ভাই, ছোট বোনের সম্পর্ক, ভাই এর অত্যাচারে অতিষ্ঠ বারো বছরের তিতুনী। একটা গ্লাস ভাঙ্গার অপরাধে পুরা পরিবার তিতুনী কে টিটকারী দিতে দিতে অতিষ্ঠ করে ফেলে। মন খারাপ করে বসে থাকে সারাদিন। একদিন বহুদুরের এক গ্রহ থেকে মহাকাশযানে করে অত্যন্ত বুদ্ধিমান এক প্রাণী পৃথিবীতে আসে। ল্যাণ্ড করার জন্য বেছে নেয় বাসার পিছনে একটু জংলা জায়গা। একদিন তিতুনী খুঁজে পাই আরেক তিতুনী কে, কে এই তিতুনি?? একদিন তিতুনিকেই তার ঘরে আটকে রেখে তিতুনির ফুফার বাসায় বেড়াতে চলে যায় বাসার সবাই। এদিকে তিতুনীর বাসার নীচে অনেকগুলো মানুষ ঘুরে বেড়াচ্ছে, কারা এরা?? #পাঠ_প্রতিক্রিয়াঃ বেশ শিশুতোষ একটা সায়েন্স ফিকশন বলা যায়, আমার কাছে ভালো লেগেছে।তবে একটা জিনিস মনে হয়েছে যে তাড়াতাড়ি শেষ করে দেয়া হয়েছে এক প্রকার জোর করে হয়ত। হঠাৎ টুকুনজিল এর মত মনে হতেও পারে। না পড়লে পড়ে ফেলুন। রকমারি লিঙ্কঃ https://www.rokomari.com/book/109993/%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%82-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF রেটিং ৪/৫
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা নাম: তিতুনি এবং তিতুনি লেখক: মুহম্মদ জাফর ইকবাল ধরণ: সায়েন্স ফিকশন প্রকাশনা: কাকলী প্রকাশনী মূল্য: ৩০০৳ এ সৌরজগতে আমরা একা। কিন্তু এ মহাবিশ্বে আমরা কী সত্যি একা??? এ মহাবিশ্বে আর কোনো বুদ্ধিমান প্রাণ আছে কি না তা জানার জন্য পৃথিবীর মানুষ বসিয়েছে বড় বড় সিগন্যাল স্টেশন। কিন্তু পিঁপড়া যেমন তার নিজের স্কেলে যথেষ্ট বুদ্ধিমান হওয়া সত্ত্বেও আমাদের সাথে যোগাযোগ করতে পারে না, ঠিক একইভাবে হয়তো এমন কোনো বুদ্ধিমান প্রাণি এ মহাবিশ্বে আছে যাদের বুদ্ধিমত্তার স্তর আমাদের চেয়ে এত উপরে যে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারব না, যদি না তারা চায়। আমাদের মহাকাশযান গুলো যেমন গ্রহে গ্রহে খুঁজে বেড়াচ্ছে প্রাণের চিহ্ন, হয়তো সেই সব বুদ্ধিমান প্রাণিরাও পৃথিবীতে আসে, আমাদের ব্যাকটেরিয়া ভাইরাসের মত পর্যবেক্ষণ করে, আবার চলেও যায়। এসব কথাগুলোই ঘুরছিল স্যারের তিতুনি এবং তিতুনিপড়ার সময়। সারসংক্ষেপ: তিতুনি, তার বড় ভাই, তার বাবা-মা, এই নিয়ে তার ছোট্ট পরিবার। বড় ভাই, ছোট বোনের সম্পর্ক যেমন মধুর হয়, এখানে তা হয় না। বড় ভাইয়ের যন্ত্রণায় তার জীবন যেন প্রত্যহ বিতৃষ্ণায় পরিণত হচ্ছিল। এসময়ে তার একঘেঁয়ে জীবনে আসে এক নতুন মোড়। বহুদুরের গ্রহ থেকে আসে এক মহাকাশযান। যার মাধ্যমে অত্যন্ত বুদ্ধিমান এক প্রাণি পৃথিবীতে পদার্পণ করে। এ প্রাণিটি আসে পৃথিবীকে পর্যবেক্ষণের উছিলায়। ফলে সে কোনো ধরনের যোগাযোগ না করেই একটা অত্যন্ত সাধারণ জায়গা বেছে নেয়, ল্যাণ্ড করার জন্য। যা ছিল তিতুনিদের বাসার পিছনে একটু জংলা জায়গা। তিতুনি সে জায়গায় গেলে তার মাথা হটাৎ করে ঘুরে উঠে। এরপর সে দেখে সেখানে বসে আছে আরেকটা তিতুনি! নব্য তিতুনি তার পরিচয় দিয়ে জানায় সে আসল তিতুনির মস্তিষ্কের বিলিয়নের অধিক নিউরণ কপি করে ফেলেছে। তাই তিতুনির কী ভাল লাগে না লাগে, কী পছন্দ করে, সব কিছুই তার জানা। সে বলে আমি তিতুনির মত নই, আমি পুরোপুরিই তিতুনি। নিজের ব্যক্তিত্ব প্রকাশ হয়ে যাওয়ায় তিতুনি কিছুটা ক্ষুদ্ধ হলেও আগন্তুক মহাকাশচারী তার অতিথি ভেবে সে রাগ হজম করার চেষ্টা করে। এরপরই শুরু হয় নানান ধরনের অভিযান। ছদ্মবেশী তিতুনি, তিতুনির রুপ ধরে স্কুলে চলে যায়, সন্ধ্যাবেলা তিতুনির বাসায় চলে আসে, সবচেয়ে ভয়াবহ ব্যাপার হয়ে দাঁড়ায় যখন আসল তিতুনিকেই তার ঘরে বন্দী করে রেখে তিতুনির ফুফার বাসায় বেড়াতে চলে যায়। অন্যদিকে পৃথিবীর বিজ্ঞানীরা শক্তির তারতম্য হিসাব করে ঠিক চলে আসে তিতুনির বাসার নীচে। তারা তালাবদ্ধ খালিঘরে তিতুনির অস্তিত্ব টের পেয়ে মনে করে এটাই মহাকাশচারী। তারা প্রস্তুতি নিতে থাকে সেই তিতুনিকে ধরে পরীক্ষা-নিরীক্ষা করার। এলিয়েনের শরীরের প্রত্যেকটা পার্টস খুলে ফেলার জন্য পুর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসা মানুষগুলোর থেকে মানুষ তিতুনি কী পারবে নিজেকে রক্ষা করতে??? মহাকাশচারী আগন্তুক কী তাকে কোনো সাহায্য করবে? নাকি Mission to Mars মুভির এলিয়েনের মত মহাকাশচারী, তিতুনিকে বিপদের মধ্যে ফেলে রেখে পালিয়ে যাবে??? নাকি এখানেই সমাপ্ত হবে তিতুনির একঘেঁয়ে জীবন?? জানতে হলে পড়তে হবে ২০১৬ র বইমেলায় আসা তিতুনি এবং তিতুনি। পাঠপ্রতিক্রিয়া: লেখকের এ উপন্যাস অনেকটা টুকুনজিলের আরেকটা সিকুয়েন্স বলা যেতে পারে। তবে "টুকুনজিল"আর "তিতুনি এবং তিতুনি" র প্রেক্ষাপট একই হলেও মুল কাহিনী, এডভেঞ্চার, ঘটনার পর্যায়ক্রম একেবারেই আলাদা। ছোটদের জন্য লেখা হলেও সমাজ সচেতন লেখক মানুষের হিংস্রতার বহি:প্রকাশ যে বিভিন্ন অস্ত্রসমূহ,সেসব উদ্দেশ্য করে শ্লেষাত্মক বাক্য ব্যবহার করেছেন। এছাড়াও বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহারের দরুন যে ক্ষতিকর প্রভাব শিশুদের মনন গঠনে পড়ছে তা সূক্ষ্মভাবে লেখক বর্ণনা করেছেন চরিত্রগুলোর মাধ্যমে তার। সবকিছু মিলিয়ে এ উপন্যাসটি সুখপাঠ্য। আমার হিসাবে এর রেটিং ৪/৫
Was this review helpful to you?
or
তিতুনিদের বাসার পেছনের বড় বড় গাছের ফাঁকে মাঝে মাঝে ধানক্ষেত দেখা যায়। হঠাৎ হঠাৎ একটা নাম না জানা নদীও চোখে পড়ে। কিন্তু এই বাতাস, গাছের পাতা, নদীর চিকচিকে পানি কোন কিছুই আজকে তিতুনির মন ভালো করতে পারছে না। তিতুনির বয়স বারো বছর, তার ভাই টোটনের বয়স চৌদ্দ। দুষ্ট ভাইটার কাছে মাঝে মাঝেই তিতুনিকে জব্দ হতে হয়। মাঝে মাঝে তার মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে অনেক দূরে কোথাও চলে যেতে, যেন তাকে আর কেউ খুঁজে না পায়। অবশ্য আজকে মন খারাপ করে জঙ্গলে তাকিয়ে থাকার সময় তিতুনি জানতো না, এখানে তার জন্য কি লুকিয়ে আছে! বাসার পাশের জঙ্গলে কি যেন একটা অদ্ভুত জিনিস দেখা যায়। অদ্ভুত জিনিসটা দেখতে গিয়ে তিতুনি দেখতে ঠিক তারই মতো একজন দাঁড়িয়ে আছে। কে এই মেয়েটি? নিরীহ তিতুনি কিভাবে দুষ্ট লোকদের শায়েস্তা করছে? তাকে খুঁজতে কেনই বা পৃথিবীর বিজ্ঞানীরা জড়ো হলো? "তিতুনি টের পেল তার পা দুটোকেও একই কায়দায় আটকে দেয়া হয়েছে। বুকের উপর দুই পাশ থেকে দুটো চতুষ্কোণ যন্ত্র এসে আড়াআড়িভাবে তাকে আটকে ফেলেছে। তিতুনির বুকটা ধুকপুক করতে থাকে। এখান থেকে সে ছুটে বের হতে পারবে তো?"
Was this review helpful to you?
or
বই : তিতুনি এবং তিতুনি। লেখক : মুহম্মদ জাফর ইকবাল। মূল্য : ৩০০টাকা। পৃষ্ঠা : ১৬৭। প্রকাশনী : কাকলী প্রকাশনী। #কাহিনী_সংক্ষেপ বারো বছর বয়সের ছোট এক মেয়ে তিতুনি। তার ভাই টোটন, বয়স চৌদ্দ। এই বয়সের বাচ্চারা যেমন হয়ে থাকে তারাও তেমন। সারাদিন দুই ভাইবোন মিলে এটা সেটা নিয়ে লেগেই থাকে। আর আমাদের চিরায়ত বাংলার নিয়ম অনুযায়ী, মা-বাবারা ছেলের পক্ষ নিয়ে মেয়েটাকে বকে দেয়। তিতুনিও তেমন এক মেয়ে, যে কিনা সামান্য একটা গ্লাস ভাঙ্গবার অপরাধে মার বকুনি খেয়ে, মন খারাপ করে বাসার ছাদে গিয়ে দাঁড়ায়। তিতুন গভীর দুঃখ নিয়ে উদাস মনে দূরে কোথায় তাকিয়ে যখন হারিয়েছে অজানায়। ঠিক তখনই প্রচণ্ড কাঁপুনি দিয়ে নড়ে উঠে পুরো বাড়ি। আর ঝট করে পাশ ফিরে তিতুনি দেখতে পায় আকাশ থেকে তীব্রবেগে কিছু একটা বাড়ির পাশে বনের মধ্যে এসে পড়ল। আর বাড়ির সবাই ভূমিকম্প ভেবে ঘর ছেড়ে বাইরে এসে তিতুনির নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলো। তিতুনি নিচে নেমে যায়নি বলে ভাই টোটন তারে আরও দু'চার কথা শোনাতে ছাড়ল না। আগে হলে আসল ঘটনাটা কি তিতুনি সকলে বলে দিত। এবং সাবাইকে সাথে নিয়ে জঙ্গলটাতে কি পড়েছে সেটা খুঁজতে বেরোতে। কিন্তু এখন! সেটার প্রশ্নই আসে না। যারা তিতুনির সামান্যা গ্লাস ভাঙার অপরাধটা ক্ষমা করতে পারে না, তাদেরকে এতকিছু বুঝাতে যাওয়ার কোনো দরকার নেই। তিতুনি তাই কাউকে কিছু বললো না। সবাই যখন নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেল, তিতুনি আস্তে করে বেরিয়ে পড়ে ঘর থেকে। ধীর পায়ে চলে আসে বাড়ির পেছনে। জায়গাটা আহামরি কিছু নয়। তিতুনির বেশ পরিচিত। সে প্রায় এসে এখানে ঘুরে বেড়ায়, পাখি প্রজাপতি দেখে। কিন্তু বর্ষাতে জোক বিচ্ছু থাকে, তাই তখন সে এ মুখো হয়না। ধীরেধীরে তিতুনি এগিয়ে যেতে থাকে সে জায়গা লক্ষ রেখে, যেখানে আকাশ থেকে উল্কাটুল্কা টাইপের কিছু একটা পড়েছে। যেভাবে পুরো এলাকা কেঁপে উঠেছিল, তাতে মনে হয় না তিতুনির জায়গাটা খুঁজে বের করতে কোনো সমস্যা হবে! সত্যি সত্যি তিতুনি জায়গাটা পেয়ে গেল। মাটিতে একটা গর্ত, সেই গর্তের চারপাশে ফাটল। পুরো মাটিটা একেবারে ঝলসে গেছে। গাছ-গাছালি, লতাপাতা পুড়ে গেছে কিন্তু আগুন ধরেনি। বড়ই আশ্চর্য! এখন তিতুনির ভয় ভয় লাগছে। কিন্তু ভয়ের কিছু নেই সে তা জনে। সে নিবিষ্ট মনে গর্তের দিকে তাকিয়ে রইল। ভাবতে থাকল, না জানি কোন দৈত্য দানব বেড়িয়ে আসবে গর্ত থেকে! কিন্তু তিতুনি খুব অবাক হয়ে দেখল, শুকনো পাতার উপর খসখসে শব্দ করে গর্ত থেকে বেরিয়ে এলো এক বাচ্চা মেয়ে। হুবহু তিতুনির মত! তিতুনি ভয়ে দৌড় দিতে গিয়েও থেমে গেল! এমনকি সে নিজেকে তিতুনি বলেই পরিচয় দিল। তারপর? প্রিয় পাঠক, তিতুনি এবং তিতুনির ভয়ঙ্কর মজাদার সব গুল্প জানতে হলে পড়তে হবে জাফর ইকবালের "তিতুনি এবং তিতুনি" বইটি। #পাঠ_প্রতিক্রিয়া জাফর ইকবাল মূলত কিশোর উপন্যাস লিখে থাকেন। তাই আমরা যখন লেখকের কোনো লেখা গল্প পড়তে যাই তখন আমাদের ব্যাপারটা মাথায় রাখা উচিত। আর সেটা যদি হয় সায়েন্স ফিকশন! তাহলে তো কথাই নেই। তিতুনি এবং তিতুনিও সেই রকম একটা গল্প। কিশোরদের জন্য লেখা সায়েন্স ফিকশন। গল্পে উল্লেখ করা আছে বাচ্চাদের মজার মজার কাণ্ডকারখানা। সেই সাথে লেখক খুব সূক্ষ্মভাবে টিনেজারদের সমস্যাবলীর দিকেও ইঙ্গিত প্রদান করেছেন। বারো বছরের তিতুনি যখন গ্লাস ভেঙ্গে ফেলে, মাকে জানায় টোটন ধাক্কা দেয়ায় গ্লাস পড়ে গেছে। কিন্তু তার মা তার কথা বিশ্বাস না করে উলটো বকা দেয়। শাস্তি হিসেবে ভাঙ্গা গ্লাস পরিষ্কার করার কাজটাও তিতুনিকেই করতে হয়। তারা মেয়ের কথার দিকে কর্ণপাত না করে ছেলেকে প্রাধান্য দেয়। অথচ উচিত ছিল, দুজনকেই বুঝিয়ে বলা! মা-বাবা বাচ্চাদের হাতে তুলে দিচ্ছে প্রযুক্তি। কিন্তু তারা সেটা দিয়ে কি করছে সেটার খোঁজ নিচ্ছেনা। কম্পিউটার গেমসের বিধ্বংসী প্রভাব বাচ্চাদের উপর বিরূপ প্রভাব ফেলে। তাদের আচরণ হয়ে উঠে আগ্রাসী। এই দিক গুলো লেখক খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। তাই আমি মনে করি সর্বস্তরের পাঠকই বইটা পড়তে পারেন। বই হোক ভালোবাসার প্রতীক।
Was this review helpful to you?
or
তিতুনি চেয়ারটাতে বসল, দেখে বোঝা যায় না কিন্তু চেয়ারটাতে বসতে খুব আরাম। আশেপাশে চারিদিকে নানারকম যন্ত্রপাতি। শামীম উপর থেকে টেনে একটা হেলমেট নিচে নামিয়ে এনে তার মাথার মাঝে পরিয়ে দিল, সাথে বাইরের নানা ধরনের শব্দ কমে গিয়ে শুধু শোঁ শোঁ একটা শব্দ শুনতে পায়। চেয়ারের হাতলে তিতুনির দুটো হাত রাখা ছিল, দুটো যন্ত্র এসে হাত দুটোকে হাতলের সাথে আটকে ফেলল। তিতুনি টের পেল তার পা দুটোকেও একই কায়দায় আটকে দেয়া হয়েছে। বুকের উপর দুই পাশ থেকে দুটো চতুষ্কোণ যন্ত্র এসে আড়াআড়িভাবে তাকে আটকে ফেলেছে। তিতুনির বুকটা ধুকপুক করতে থাকে। এখান থেকে সে ছুটে বের হতে পারবে তো?
Was this review helpful to you?
or
তিতুনি নামের পিচ্চিটাকে তো অনেকেই চেনো। ওকে ঠিক আছে, না চিনলেও সমস্যা নেই। চলো, চিনিয়ে দিই। শোনো, তিতুনি কি করলো, চেয়ারটায় বসলো। কোন চেয়ারটায়? দেখো, প্রশ্ন করা যাবে না কিন্তু। বলছি শোনো, তিতুনি চেয়ারটায় বসলো, দেখে বোঝাই যায় না যে সে বসেছে। তবে চেয়ারটায় বসতে খুব আরাম। আশপাশে নানান যন্ত্রপাতি। শামীম উপর থেকে টেনে একটা হেলমেট নিচে নামিয়ে এনে তার মাথায় পরিয়ে দিলো। এই শামীমটা কে? বলা যাবে না এখন। শোনো, হেলমেটটা পরার পর বাইরের নানা ধরনের শব্দ কমে শুধু শোঁ শোঁ একটা শব্দ আসতে থাকে। চেয়ারের হাতলে তিতুনির দুটো হাত রাখা। দুটো যন্ত্র এসে তার হাত দুটো হাতলের সাথে আটকে ফেললো। তিতুনি টের পেলো তার পা দুটোও একই কায়দায় আটকে দেওয়া হয়েছে। এখন উপায়? এক কাজ করি, চলো, আমরা তাকে বের করে নিয়ে আসি। কীভাবে? 'তিতুনি এবং তিতুনি' বইটির হাত ধরে। এই সায়েন্স ফিকশনটি তোমাদের জন্য লিখেছেন প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। বইটিতে উল্লেখযোগ্য লাইন - "এই পৃথিবীর সবচেয়ে দরকারি জিনিসগুলি জেনে গেছি। এই যে মানুষ কীভাবে চিন্তা করে। একজন আরেকজনের সাথে ঝগড়া করে, আসলে ভেতরে ভেতরে ভালোবাসে। কোন কারণ ছাড়া হি হি করে হাসে। কী অদ্ভুত!" "পৃথিবীর মানুষ কত যত্ন করে, কত নিখুঁতভাবে ধ্বংস করার জন্যে কত রকম যন্ত্র তৈরি করেছে।" তবে এই বইটার সবথেকে ভালো দিক, ভিন্নমাত্রার দিক - সাদাতউদ্দীন আহমেদ এমিলের অলঙ্করণ। ছবিগুলো ঠিক আছে। চরিত্রের বয়স, বর্ণনার সাথে মিলিয়ে আঁকা। ঘটনাপ্রবাহের সাথে আরও ভালো মিল আছে, যার অর্থ শিল্পী মনোযোগ দিয়ে বইটা পড়েছেন (বাংলাদেশে এই জিনিসটা বিরল)। এমনকি রেললাইনের উপরে মাইক্রোবাস আটকে যাওয়ার চিত্রেও ভুল নাই! রাস্তার কোন দিকে গাড়ি চলে বাংলাদেশে, উল্টোদিকের লেইন দিয়ে বন্ধ রেলগেইট ক্রস করতে গেলে, রাস্তার কোন দিকে, কোন পাড়ের রেল-গেট পড়ে থাকবে, সবকিছু নির্ভুলভাবে আঁকা হয়েছে। সাবাশ!