User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
খুবই মজার বই
Was this review helpful to you?
or
excellent
Was this review helpful to you?
or
Good adbenture story
Was this review helpful to you?
or
great book.onek valo lagse boita porte.onubad ta sundor hoise.
Was this review helpful to you?
or
বইঃ সলোমনের গুপ্তধন লেখকঃ হেনরি রাইডার হ্যাগার্ড রূপান্তরঃ রকিব হাসান প্রকাশকালঃ ১৯৮৫ প্রকাশকঃ সেবা প্রকাশনী (প্রজাপতি প্রকাশন) প্রচ্ছদঃ ধ্রুব এষ রিভিউঃ অনেক কাল আগেকার কথা। আনুমানিক ১৫০০ সালে হোসে ডা সিলভেস্ত্রা নামে এক পর্তুগীজ শ্বেতাঙ্গ যেতে পেরেছিল কিং সলোমন'স মাইনে। কিন্তু সেখান থেকে সে বেচে ফিরতে পারেনি। মৃত্যুর আগে নিজের গায়ের রক্ত দিয়ে নিজের সিল্কের কাপড়ে লিখে গিয়েছিল ওখানে যাবার পথনির্দেশনা। ওখানে এক গুহায় মৃত্যুবরণ করেন হোসা ডা সিলভেস্ত্রা। তার চাকর ঐ কাপড়ের টুকরো টা তার বাড়িতে পৌঁছে দেয়। তার প্রায় তিনশ বছর পর তারই বংশধর হোসে সিলভেস্ত্রা রওনা হয় সলোমন'স মাইন এর উদ্দেশ্যে। কিন্তু সেও সেখানে যেতে পারেনি, মৃত্যুর আগ মুহূর্তে সে ঐ কাপড়ের টুকরো টা দিয়ে যায় কিংবদন্তীর নায়ক অ্যালান কোটারমেইনের হাতে। তার প্রায় বছর বিশেক পর স্যার হেনরি কার্টিসের ছোট ভাই পাড়ি জমায় সলোমন'স মাইন এর উদ্দেশ্যে। ভাইকে খুঁজতে বের হন হেনরি কার্টিস। সাথে তার বন্ধু ক্যাপ্টেন গুড। তারা এসে অনুরোধ করে অ্যালান কোয়াটারমেইনকে তাদের সঙ্গে যেতে। রাজি হয়ে যায় অ্যালান। আফ্রিকার সভ্যজগৎ ছেড়ে কয়েকশ মাইল দুর্গম জঙ্গল পাড়ি দিয়ে পৌঁছাতে হবে এক মরুভূমিতে। বিশাল সেই মরুভূমি পাড়ি দিয়ে যেতে হবে বিশাল দুই পাহাড়চূড়ার ওপাশে। তারপর কিং সলোমনের বানানো রাস্তা দিয়ে যেতে হবে আরও অনেক। রওনা দিল তারা। সাথে আছে তিনজন চাকর আর কয়েকজন কুলি। চাকরদের মধ্যে একজন আবার রহস্যময়। তার আচার আচরণ ঠিক একটা চাকরের সাথে মিলেনা। এলান কি শেষ পর্যন্ত দুর্গম এলাকা পার হয়ে সঙ্গীদের নিয়ে যেতে পারবে সেই হিরার খনিতে? এই বইয়ে একইসাথে আছে শিকারের রোমাঞ্চ, রাজ্য বিতারিত এক রাজকুমারের গল্প, পুনরায় রাজ্য দখলের গল্প আর গুপ্তধনের গল্প। তবে কিসের প্রতীক্ষা? বেরিয়ে পড়ুন অ্যালান কোয়াটারমেইনের সাথে। ব্যক্তিগত মতামতঃ কথিত আছে যে, এই একটা বই দিয়েই হেনরি রাইডার হ্যাগার্ড বিখ্যাত হয়েছেন। কথাটা ভুল নয়, এই একটা বই পড়লেই তার সম্মন্ধে ধারনা পাবেন আপনি। পুরো গল্পটা এক নিশ্বাসেই শেষ করেছি। এবং জেমস বন্ড, জেসন বর্ন, মাসুদ রানা, তিন গোয়েন্দা, এসব পছন্দের চরিত্রের তালিকায় যোগ হয়েছে আরেকটা নাম। "অ্যালান কোয়াটারমেইন"। বিঃদ্রঃ অনুবাদ টা কিশোর সংস্করণ। মূল বই থেকে কিছুটা সংক্ষেপিত এবং পরিবর্তিত।
Was this review helpful to you?
or
এই বই সম্পর্কে আমার কিছুই বলার নেই। একদম নিখুঁত এডভেঞ্চার কাহিনী! আমার এত্ত ভালো লেগেছে! এই উপন্যাস অবশ্যই সংগ্রহে রাখার মতো
Was this review helpful to you?
or
এই বইটা অনেক জোস । পুরো এদ্ভেঞ্চার বই এটি। পড়লে মনে হবে আপনিও ওদের সাথে আছেন। একবার পড়া শুরু করলে, শেষ পর্য্যন্ত না পড়লে শান্তি পাবেন না। কথা দিচ্ছি!
Was this review helpful to you?
or
In King Solomon's Mines, Sir Henry Curtis and Captain Good persuade Allan Quatermain to help them find Sir Henry's brother George, who has gone missing in the unexplored African interior while searching for the legendary treasure trove of a lost kingdom. Quatermain agrees to lead the expedition, though he has little hope they will return alive. After suffering unimaginable hardships, they find the treasure hidden deep within a mountain, but while they are admiring the hoard the vast stone door closes. Their store of food and water rapidly runs out and the trapped men prepare to die, but in the nick of time they find a way of escape. On their return trek to civilisation they succeed in the purpose of their expedition when they miraculously come upon George Curtis, alive and well. They return to England with enough of the treasure to live in style, but Allan Quatermain lures them back for more African adventures.
Was this review helpful to you?
or
অসাধারণ কাহিনী। সলোমনের গুপ্তধনের সন্ধানে তিন অভিযাত্রীর বেরিয়ে পড়া। তারপর তপ্ত মরু,হাড় কাঁপানো ঠাণ্ডা অতিক্রম করে বর্বর কুকুয়ানাল্যান্ডে পৌঁছানো। বর্বর আদিবাসীদের সাথে সাক্ষাৎ।কিভাবে মোকাবেলা করবে তাদের অভিযাত্রীদল? ভয়ংকর গাগুল,যে কিনা গুপ্তধনের সন্ধান জানা একমাত্র মহিলা,রাজা টোয়ালার নিষ্ঠুরতা...এমন অনেক টানটান উত্তেজনায় ভরপুর একটি বই। সলোমনের গুপ্তধন তারা শেষ পর্যন্ত উদ্ধার করেছিল কিনা জানতে হলে পড়ুন বইটি। হতাশ হবেন না।
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_ডিসেম্বর বইঃ সলোমনের গুপ্তধন লেখকঃ হেনরী রাইডার হ্যাগার্ড অনুবাদঃ অনীশ দাস অপু ধরনঃ শিশু কিশোর প্রকাশনীঃ পান্ঞ্জেরী মুল্যঃ ১০০ টাকা কাহিনী সংক্ষেপঃ কয়েকশ বছর আগে সুলিমান পর্বতের ওপার থেকে ঘুরে এসেছিলেন এক অভিযাত্রী। তার চিরকুটে তিনি লিখেছিলেন নিজের চোখে দেখা অসীম ঐশ্বর্যের কথা। আর এই চিরকুটটাকে সত্যি বলে ধরে নিয়ে তিন দুঃসাহসিক অভিযাত্রী বের হলো গুপ্তধনের খোঁজে। তিনজন হলো যথাক্রমে স্যার হেনরী কার্টিস, ক্যাপ্টেন জন গুড এবং আ্যালান কোয়াটারমেইন। এদের মধ্যে পরিচয় হওয়ার পর্বগুলো আবার আলাদা ছিলো। স্যার হেনরীর বয়স ত্রিশের কাছাকাছি। লম্বা,সুগঠিত শরীর। সোনালী চুল। মুখ ভরা ঘন দাড়ি,চোখ জোড়া গভীরধূসর। জন গুড ছিলেন নৌবাহিনী তে কাজ করা এক ব্যাক্তি। তিনি হেনরী কার্টিসের সঙ্গী ছিলেন। তিনি হেনরীর বয়সী হলেও লম্বায় খাটো মতো এবং শরীর বেশ শক্তপোক্ত। চুলের রং কালো, দাড়ি গোঁফ কামানো। এবং তারা হাটা চলা দেখেই বোঝা যায় সমুদ্র ভ্রমণে অভ্যস্ত। ডান চোখে এক চোখা চশমা পরেন। আর আ্যালেন কোয়াটারমেইন কোন একটা শিকারে গিয়ে অসুস্থ হয়ে পরে মারাত্মক। এবং স্বাস্থ্য ভেঙে পড়ে। তাই সুস্থ হওয়ার পড়ে সে যখন ফিরছিলো তখন এই দুজনের সাথে দেখা হয়। অবশেষে তারা তিনজন রাজি হয় এই অভিযাত্রায়, স্যার হেনরী তার ভাইকে খোজার জন্য সুলিমান পাহাড়ে যায় এবং সঙ্গী হিসেবে কোয়াটারমেইন কে নিয়ে যায় এই শর্তে যে তার ছেলের পড়াশোনার খরচ সম্পুর্ণ হেনরী বহন করবে এবং সেটা রাজি হওয়া মাত্র পাঠিয়ে দেবে। আর জন গুড হেনরীর সাথে ভাইয়ের খোঁজ করতে গেলেও গুপ্তধন ই আসল উদ্দেশ্য। তবে যে পাহাড়ের পাদদেশে এতো গুপ্তধন সেখানে যাওয়ার পথটা কেমন হবে? তারা তিনজন যখন একটার পর একটা দুর্গম রাস্তা পার হচ্ছিল তখন বিভিন্ন মানুষের মুখ থেকে কোন পজিটিভ ধারনা তো পাচ্ছিলোনা বরং সবাই নিষেধ করে সেই জায়গা তে যাওয়ার জন্য। অনেকদুর চলে আসার পর তো এটাও শুনলো তারা ঐ পাহাড়ে নাকি যারা একবার অভিযানে বের হয় তারা কখনোই ফিরে আসেনা। গুপ্তধনের খোজ পেতে হলে তাদের এখন পার হতে হবে তপ্ত মরুভূমি আর তুষার ঝরা প্রান্তর। এই সব পেরিয়েও যখন তারা দেখলো যে তারা কুকুয়ানার দেশে পৌছে গিয়েছে এবং সেখানকার প্রতি টা মানুষ, জন্তু অনেক হিংস্র। কি করবে তারা শেষ পর্যন্ত?? নিজের জীবন বাঁচানো যেখানে দুুর্বিষহ হয়ে গেলো সেখানে সলোমনের গুপ্তধন কি আদৌ উদ্ধার করতে পারবে?? আর স্যার হেনরীর ভাই?? তার দেখাও কি মিলবে শেষ পর্যন্ত?? নাকি সবাই এই জায়গাতে এসে তাদের চিহ্ন ধুলিসাত করে দিবে?? এই প্রশ্ন গুলোর উত্তর পেতে পড়তে হবে সলোমানের গুপ্তধন বইটি। পাঠ্য প্রতিক্রিয়াঃ হেনরী রাইডারের বইগুলো যারা পড়েছে তারা সবাই জানে তার প্রত্যেক টা বই কতো এডভেঞ্চার পুর্ন গল্পে পরিপুর্ন। সেই বইগুলোর মধ্যে এটাও একটা চমকপ্রদ এডভেঞ্চার। প্রতিটা পৃষ্ঠায় আতঙ্ক ভর করে আছে আর মনে হয় এই বুঝি কি হয় কি হয়। চাপা আতঙ্ক এবং চমকপ্রদ একটি অভিযান। বই পড়ার সময় মনে হচ্ছিলো আমিও বুঝি তাদের সাথে যোগ দিয়েছি এই মরন পর্বে।
Was this review helpful to you?
or
great
Was this review helpful to you?
or
awesome ekta boi..porte boshe shesh na kore otha impossible..