User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
রিভিউ বইয়ের নাম – প্রিমোনিশান লেখক – ইমতিয়াজ অর্নব ভাষা – বাংলা ঘরনা – সাইন্স ফিকশন, থ্রিলার বইয়ের পৃষ্ঠা – ৯৬ মূল্য – ১৩০ টাকা প্রকাশন – অনুস্বার পেতিতি আবিষ্কারের পর কুকুলক্যান রহস্য সমাধা করার দায়িত্ব পরে পৃথিবী বিখ্যাত ট্রেজার হান্টার ‘জন উইলিয়ামের’ উপর। আমেরিকা ও মেক্সিকোর জয়েন্ট অপারেশনে ‘মিশন কুকুলক্যান’ চলাকালীন সময়ে রহস্যজঙ্ক এক দূর্ঘটনায় গুরুতরভাবে আহত হন জন উইলিয়াম। মৃত্যুশয্যাত ইন্টারপুল অফিসার ব্রায়েনকে সাদা কাগজে LIq লিখে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কুকুলক্যান পিরামিডে ঘিরে মায়ান সভ্যতার সব রহস্য অজানা থেকে গেল। কয়েক বছর পর বাংলাদেশি তিন যুবক আবির, মুকিত আর অভি LIq এর রহস্য উন্মোচন করে। মিশন কুকুলক্যান রি-ওপেন হয়। ধীরে ধীরে আবির কুকুলক্যান জুড়ে কিছু রহস্যের কিনারা করতে সক্ষম হয়। পিরামিডের তলায় লুকায়িত গুপ্তধনের সন্ধান মেলে। ইনিভেস্টিগেশনের স্বার্থে পিরামিডের গভীর অবধি যেতে হয় আবিরকে। হঠাৎ পিরামিড ধসে পড়ে আবিরের টিমের উপর। তারপর, আবিরের আর কিছু মনে নেই। পরদিন সকালে ঘুম ভাঙ্গলে আবির বুঝতে পারে পুরো মিশন ছিল একটা স্বপ্ন, স্বপ্নে পর্যায়ক্রমিক কোনো ঘটনার পূর্বাভাস পাওয়াকে ‘প্রিমোনিশান’। এটি একটা অসমাপ্ত প্রিমোনিশান থেকে অংশবিশেষ ছিল, যার উপলব্ধি হওয়া মাত্র প্রিমোনিশান থেকে পাওয়া প্রেডিকশনের সূত্র ধরে আবারোও মিশন কুকুলক্যানের সমাধা করে আবির। নিজের ব্যক্তিগত পাঠ প্রতিক্রিয়া বলতে গেলে বেশ রোমাঞ্চকর অনুভূতি হয়। প্রিমোনিশান থেকে পাওয়া প্রেডিকশনার অনুযায়ী আবারো ধসে পড়ে পিরামিড। গুরুতরভাবে আহত হয় আবির। জ্ঞান ফিরলে আবির নিজেকে নিজের বদ্ধকক্ষে আবিষ্কার করে। পারিপার্শ্বিক বিশ্লেষণ করে চারপাশের সবকিছুকে স্বপ্নের মাঝে স্পষ্ট ভিজ্যুয়ালে স্বপ্নের মতো মনে হচ্ছে! বইটি প্রথমবার পড়ে এর কূল-কিনারা সমাধান করতে না আপনাদের দ্বিতীয়বার পড়ার প্রয়োজন হতে পারে। এজন্য, পাঠককে বইটি পড়ার আমন্ত্রণ জানাচ্ছি......।।