User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
One of the best storybook!
Was this review helpful to you?
or
আমাদের অনেকের জীবনে গোপন কিছু কথা থাকে, কিছু পাপও হয়তো থাকে, আমরা নিজেরা ছাড়া কেউ জানেনা সেগুলো। কিন্তু হঠাৎ যদি দেখেন, আপনার সেই পাপ আর গোপন নেই, কেউ একজন সবিস্তারে জানে। শুধু জানেইনা, আপনাকে তার শাস্তিও দেয়া হচ্ছে, কেমন লাগবে আপনার? কি করবেন আপনি? বইয়ের নাম: টেন লিটল ইন্ডিয়ানস লেখক: অগাথা ক্রিস্টি অনুবাদক: খুররম মমতাজ প্রকাশনী: জাতীয় সাহিত্য প্রকাশ ঘরানা: রহস্য উপন্যাস পৃষ্ঠা : ১৫২ রকমারি মূল্য : ২৫০ টাকা “হারাধনের দশটি ছেলে বেড়ায় পাড়াময়, একটি ম'লো বিষম খেয়ে রইলো বাকি নয়। হারাধনের নয়টি ছেলে গেল নদীর ঘাট, একটি ভোরে জাগলো না আর রইলো বাকি আট। হারাধনের আটটি ছেলে দ্বীপে কাটায় রাত, একটি গেল সাগর পাড়ে রইলো বাকি সাত। হারাধনের সাতটি ছেলে বোকা তারা নয়, একটি ম’লো কুঠার ঘায়ে রইলো বাকি ছয়। হারাধনের ছয়টি ছেলে দেখে মাছির নাচ, একটি ম’লো হুলের বিষে রইলো বাকি পাঁচ। হারাধনের পাঁচটি ছেলে সবাই চায় বিচার, একটি গেল কোর্ট-কাচারি রইলো বাকি চার । হারাধনের চারটি ছেলে নাচে তা ধিন ধিন, একটি ম’লো জলে ডুবে রইলো বাকি তিন । হারাধনের তিনটি ছেলে ধরে বোয়াল রুই, একটি ম’লো পাথর চাপায় রইলো বাকি দুই। হারাধনের দুইটি ছেলে ঝগড়া করে দ্যাখ, একটি ম’লো গুলি খেয়ে রইলো বাকি এক। হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ, সেই ছেলেটার গলায় দড়ি রইলো না আর কেউ ।“ কি, ছড়াটা পরিচিত তো? ছোটবেলায় পড়েছেন? আমি যদিও পড়িনি, এই বইটাতেই প্রথম পড়েছি। বইটার কাহিনীর ভিত্তি হল এই ছড়া। এক নির্জন দ্বীপে এলো দশজন মানুষ, কেউ কাউকে চিনেনা। এলো, নাকি আনা হল? তারা ছাড়া আর কেউ নেই সেই দ্বীপে, কিন্তু তারা সেটা জানল দ্বীপে আসার পর। তাদের প্রত্যেকের ঘরের দেয়ালে এই ছড়াটি লেখা। বসার ঘরে আছে দশটা রুশ পুতুল । প্রত্যেকের জীবনে আছে একটা করে গোপন পাপ, যা তারা নিজেরা ছাড়া অন্য কেউ জানেনা। প্রথম রাত থেকেই ঘটনা ঘটতে শুরু করল । ছড়ার মত নিয়ম করে একে একে মরতে লাগল সবাই আর হারাতে লাগল একটা করে রুশ পুতুল। কেউ যেন তাদেরকে তাদের পাপের শাস্তি দিচ্ছে সুপরিকল্পিতভাবে। কিন্ত কে সেই ব্যক্তি? আয়নার সাহায্যে করা এস.ও.এস. দেখে পুলিশ দ্বীপে তদন্ত করতে গিয়ে আবিষ্কার করে দশটি লাশ। কিন্ত কে কাকে মেরেছে তার কোন কূলকিনারা করতে পারেনা। তাহলে আসল রহস্যটা কি? ভাবতে ভাবতে মাথা পাগল পাগল লাগবে, তাও বুঝতে পারবেননা, কাহিনী কি! লেখক পরিচিতি: রহস্যের রানী অগাথা ক্রিস্টির পরিচয় দিতে হবে? মনে হয়না। সবাই এক নামে চিনে এই লেখিকাকে। তাও দিয়ে দিলাম। মহাশয়া একজন ইংরেজ অপরাধ কল্পকাহিনী লেখক। তিনি ৮০টি রহস্য উপন্যাস লেখেন, যাদের মধ্যে গোয়েন্দা এরকুল পোয়ারো ও মিস মার্পল-এর কাহিনীগুলো অন্যতম। তাঁকে রহস্য উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উদ্ভাবনী লেখকদের একজন হিসেবে গণ্য করা হয়। (উইকিপিডিয়া) অনুবাদ বেশ ভাল। আসলে কাহিনীর মধ্যে এত ডুবে গিয়েছিলাম, অন্য কিছু খেয়ালই হয়নি। তবে তেমন কিছু উল্লেখযোগ্য ভুল থাকলে চোখে পড়ত। নিশ্চিন্তে পড়তে পারেন। পাঠ প্রতিক্রিয়া: অসম্ভব ভাল লেগেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত চুম্বকের মত আটকে ছিলাম। বলা যায় প্রায় এক বসায় শেষ করেছি। ক্রিস্টির লেখার প্রেমে পড়ার জন্য এই একটা বইই যথেষ্ট। আমার পড়া অন্যতম সেরা একটা রহস্যপোন্যাস। আপনি যদি রহস্য এবং থ্রিলার প্রেমী হন, তাহলে বইটা আপনাকে পড়তেই হবে। ভাল লাগবে, গ্যারান্টি দিচ্ছি। ব্যক্তিগত রেটিং: ৫/৫