User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অসাধারন অনুবাদ। রাফ তার বোনকে বাচানোর জন্য কিভাবে ট্রলদের রাজ্যে গিয়ে প্রতিষেধক নিয়ে আসে সেই গল্পটাই তুলে ধরা হয়েছে প্রাঞ্জল ভাষায়। কিশোরদের জন্য ও যারা ফ্যান্টাসি পড়তে ভালবাসেন তাদের জন্য পার্ফেক্ট বই এটি। এক বসাতেই পড়ে শেষ করে দেয়ার মতো। তাই ফ্যান্টাসিপ্রেমীরা চাইলে বইটা পড়ে দেখতে পারেন।
Was this review helpful to you?
or
গল্পের উপদেশ গুলো ছিল বাস্তবিক। অনুবাদও আমার কাছে সহজ-সরল লেগেছে। যারা এডভেঞ্চার জনরার বই পছন্দ করে তারা চাইলে বইটি পড়তে পারেন, আশা করি হতাশ হবেন না।
Was this review helpful to you?
or
ম্যাথিউ রাইলীকে আমরা চিনি ধুন্ধুমার একশন-সাসপেন্সে ভরা থ্রিলার উপন্যাসের লেখক হিসেবে। তাঁর এরিয়া সেভেন, সেভেন এনশিয়ান্ট ওয়ান্ডারস, ফাইভ গ্রেটেস্ট ওয়ারয়রস, দ্য গ্রেট যু অভ চায়না, টেম্পল, স্কেয়ার-ক্রো সিরিজ – সবই বিশুদ্ধ একশন থ্রিলারের তকমা পাওয়া উপন্যাস। এমন একজন লেখকের কলম থেকে উঠে এসেছে ‘ট্রল মাউন্টেন’ এর মতো ফ্যান্টাসি থ্রিলার। ভাবলে-ই অবাক লাগে। রাইলী’র অন্যান্য উপন্যাসগুলোর মতো ‘ট্রল মাউন্টেন’-এ নেই আধুনিক অস্ত্রশস্ত্রের ঝনঝনানি, নেই স্নায়ু টান টান করা কমান্ডো একশন সিকোয়েন্স। যা আছে তা হলো বিশুদ্ধ ফ্যান্টাসি। রূপকথার ধার ঘেষে চলে যাওয়া দারুন একটা উপভোগ্য গল্প পাঠককে শুনিয়েছেন তিনি এই বইয়ে।
Was this review helpful to you?
or
#BookReview বইঃ ট্রল মাউন্টেন লেখকঃ ম্যাথিউ রাইলী ধরনঃ অনুবাদ উপন্যাস অনুবাদকঃ মোঃ ফুয়াদ আল ফিদাহ রিভিউঃ- সভ্যতার বাইরে বিচ্ছিন্ন এক উপত্যকার অধিবাসীদের মধ্যে দেখা দিয়েছে ভয়ানক এক রোগ । আক্রান্ত ব্যক্তিকে সহজেই ঘায়েল করে ফেলে রোগটি । কাতারে কাতারে মানুষ মারা যাচ্ছে । লোকমুখে শোনা যাচ্ছে- পাহাড়ের অধিবাসী ট্রলেরা, যারা কিনা আবার উপত্যকার অত্যাচারী শাসক, এই রোগের প্রতিকার আবিষ্কার করেছে । অসাধারণ গুণসম্পন্ন এক যাদুকরী পানীয় যা পান করলে অনায়াসে আরোগ্য লাভ করা যায় । রাফ, গোত্রের অল্প বয়সী এক নির্ভীক বীর। নির্ভীক এই যুবকের বোন যখন সেই রোগে আক্রান্ত হলো আর গোত্র-প্রধানেরা কোন রকমের সাহায্য করতে অস্বীকৃতি জানালো রাফ তখন সিদ্ধান্ত নিলো তাদের নির্দেশ অমান্য করার । সিদ্ধান্ত নিলো সে ট্রলদের পাহাড়ে গিয়ে সেই যাদুকরী পানি দিয়ে আসবে যা তার বোনকে সুস্থ করে তুলবে । কাউকে না জানিয়ে রাতের অন্ধকারে রাফ তার দুঃসাহসিক যাত্রা শুরু করলো । নানান বাধা বিঘ্ন পেরিয়ে অনেক প্রতিকূলতার মধ্যেও রাফ পৌঁছালো সেই ট্রলদের পাহাড়ে । সেখানে গিয়ে ঘটলো আরেক বিপত্তি । রাফের গোত্র প্রধানদের পাঠানো একটা টিম যারাও ঐ যাদুকরী পানির খোঁজে গিয়েছিল কিন্তু ট্রলদের কাছে আটকা পড়েছে টিমটি । সেই টিমের আটকা পড়া একজনের সাথে রাফের দেখা হয় । আরেক নতুন অভিযানে বন্দী টিমকে মুক্ত করতে নেমে পড়ে রাফ । নানান দুঃসাহসিক পদযাত্রায় টিমটিকে মুক্ত করলেও বিপত্তি ঘটে তখন যখন সেই যাদুকরী পানি খুঁজতে গিয়ে রাফ বুঝতে পারে যে তার উদ্ধার করা টিমটিই নানান ষড়যন্ত্রের মাধ্যমে তার বিরুদ্ধাচরণ করছে । স্বীয় গোত্রীয়দের ষড়যন্ত্র ও ভয়ংকর ট্রলদের টহলে রাখা সেই যাদুকরী পানীয় সংগ্রহ করে শেষ পর্যন্ত রাফ কি পেরেছিল তার আক্রান্ত বোনকে রোগমুক্ত করতে ?? লোমহর্ষক কাহিনীতে ভরপুর বইটা পড়লেই জানতে পারবেন । ব্যক্তিগত রেটিংঃ- ৪.৫/5 ❤️??
Was this review helpful to you?
or
“ট্রল মাউন্টেন” আগাগোড়া Adventure এ মোড়া। একদম শুরু থেকে শেষপর্যন্ত ধরে রাখার মতো গল্প এবং শব্দের গাঁথুনি। পুরো উপন্যাস জুড়ে টানটান উত্তেজনা, যদিও এই বইটা থ্রিলার নয়। “Lord of the Rings”, “Chronicles of Narnia” এবং “Harry Potter” এর যুগে অসাধারণ এক বই এটা। এই বইটা শুধুমাত্র অভিযানের স্বাদই আস্বাদন করায় না, বইটা পড়ার পর পাঠককে ভাবনায় নিমজ্জিত করে। প্রশ্ন করতে বাধ্য করায় আমাদের সমাজব্যবস্থা সম্বন্ধে। আমাদের চিন্তা করতে উদ্বুদ্ধ করে, আমাদের সমাজে প্রচলিত মিথ সম্বন্ধে। যেসব লোককথা বা Myth একজন মানুষ ছোটবেলা থেকে শুনে আসতে থাকে, একসময় নিজের অজান্তেই সেসবকে সত্য বলে ধরে নেয় এবং বিশ্বাস করা আরম্ভ করে। আর যখন কেউ নতুনভাবে সবকিছু ভাবতে চায় এবং সেই ভাবনার কথা সবাইকে জানাতে চায়, তখন আমাদের সুবিধাবাদী, কাপুরুষ সমাজপতিরা তাঁর মুখ বন্ধ করতে দ্বিধা করেনা। বীরত্ব আর জ্ঞান সবসময় এক পাল্লায় থাকেনা। অস্ত্র দিয়ে বীরত্ব ফলানো চলে, জ্ঞানের ধারা চলেনা। অস্ত্র ধারণ করে আর শুধুমাত্র লড়াই করে বেঁচে থাকা যায়, মানুষ হওয়া যায়না। সত্য দেখে নেতাবর্গীয়রা যতই ভয় পাক বা তাকে লুকিয়ে রাখতে চেষ্টা করুক না কেন প্রতিদিনের সূর্য্যের ন্যায় তা প্রকাশিত হবেই। ভণ্ডামি আর কপটতা দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু, তাঁদের ভালোবাসা অর্জন করা যায়না। ম্যাথিউ রাইলী’র নিজস্ব দর্শন, দৃষ্টিভঙ্গি আর ধ্যানধারণা নিয়ে এই বই লিখেছেন, অসাধারণ একটা বই।
Was this review helpful to you?
or
ম্যাথিউ রাইলীকে আমরা চিনি ধুন্ধুমার একশন-সাসপেন্সে ভরা থ্রিলার উপন্যাসের লেখক হিসেবে। তাঁর এরিয়া সেভেন, সেভেন এনশিয়ান্ট ওয়ান্ডারস, ফাইভ গ্রেটেস্ট ওয়ারয়রস, দ্য গ্রেট যু অভ চায়না, টেম্পল, স্কেয়ার-ক্রো সিরিজ – সবই বিশুদ্ধ একশন থ্রিলারের তকমা পাওয়া উপন্যাস। এমন একজন লেখকের কলম থেকে উঠে এসেছে ‘ট্রল মাউন্টেন’ এর মতো ফ্যান্টাসি থ্রিলার। ভাবলে অবাকই লাগে। রাইলী’র অন্যান্য উপন্যাসগুলোর মতো ‘ট্রল মাউন্টেন’-এ নেই আধুনিক অস্ত্রশস্ত্রের ঝনঝনানি, নেই স্নায়ু টান টান করা কমান্ডো একশন সিকোয়েন্স। যা আছে তা হলো বিশুদ্ধ ফ্যান্টাসি। রূপকথার ধার ঘেষে চলে যাওয়া দারুন একটা উপভোগ্য গল্প পাঠককে শুনিয়েছেন তিনি এই বইয়ে।গল্পটা সতেরো বছরের কিশোর রাফের। রাফ তার বোন কিরাকে নিয়ে উত্তরের এক উপত্যকায় বাস করে। ওদের গোত্রটা ছোট ও নানা কুসংস্কারে পরিপূর্ণ সেখানকার মানুষদের মস্তিষ্ক। রাফদের গোত্রটা ছাড়াও আশেপাশের সবগুলো গোত্রই নিয়ন্ত্রণ করে ট্রল মাউন্টেনে বসবাসকারী ট্রলেরা। স্বার্থপর ট্রলেরা বেঁচেই থাকে এসব ছোট ছোট গোত্রের দেয়া ভ্যাটের ওপর। মানুষের চেয়ে লম্বা, শক্ত ও মোটা চামড়াধারী ও বড় বড় দাঁতওয়ালা নিষ্ঠুর ট্রলেরা বরাবরই পায়ের নিচে ওদেরকে দাবিয়ে রেখেছে। ট্রল মাউন্টেনের মধ্যে দিয়ে বয়ে চলা নদীর পানি আটকে জিম্মি করে রেখেছে ওদের পদানত সমস্ত গোত্রের মানুষকে।গোদের ওপর বিষফোঁড়ার মতো উত্তরের গোত্রের মানুষদের মধ্যে ছড়িয়ে পড়লো এক অদ্ভুত রোগ। সেই রোগে প্রথমে আক্রান্ত মানুষের মাড়িতে ঘা দেখা দেয়, তারপর সারা শরীরে ছড়িয়ে পড়ে গুটিগুটি ঘা তারপর একসময় প্রবল যন্ত্রণা নিয়ে মানুষটা মারা যায়। রাফের গোত্রের অনেকেই সেই রোগে মারা পড়লো। এদিকে ট্রলেরাও আক্রান্ত হচ্ছে একই রোগে। কিন্তু কি এক অদ্ভুত উপায়ে ওরা এই রোগটার প্রতিষেধক আবিষ্কার করে ফেলেছে। কিন্তু সেটা নিন্মভূমির মানুষদের দিতে তারা নারাজ। গোত্রের প্রধানরা অনেক চেষ্টা চালানোর পরও কিছু হলোনা। বরং যারা ট্রল রাজার সাথে কথা বলতে গেলো, কেউ ফিরে এলোনা।নিয়তির নির্মম বিধানে রাফের আদরের ছোট বোন কিরা আক্রান্ত হলো সেই অজ্ঞাত রোগে। ওকে বাঁচানোর চিন্তায় পাগলপারা হয়ে উঠলো রাফ। গোত্রের কেউ যখন ওকে সাহায্য করতে রাজী হলোনা, তখন সে একাই ট্রল মাউন্টেনে যাবার সিদ্ধান্ত নিলো। রোগের প্রতিষেধক সেই সোনালী পানীয় ওকে আনতেই হবে। না হলে কিরাকে বাঁচানো যাবেনা। নিজের প্রিয় দুইধারি কুড়ালটা আর হাতে বানানো দড়ি নিয়ে কুখ্যাত ব্যাড ল্যান্ডসের মধ্যে দিয়ে এগোলো ট্রল মাউন্টেনের দিকে। পথে সঙ্গী হিসেবে পেলো জ্ঞানী ও বৃদ্ধ যোদ্ধা কো এবং হতভাগ্য ট্রল ডামকে।পুরো যাত্রাপথে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বিপদ। নেকড়ে, হব গবলিন, নানা ফাঁদ পদে পদে রাফের চলার গতি ধীর করে তুললো। কিন্তু নিজের সংকল্পে অটল রাফ এগিয়েই চললো। স্বেচ্ছাচারী ট্রলদের পাহাড়ে যখন পৌঁছালো, সেখানে শুরু হলো ভিন্ন এক খেলা।ফ্যান্টাসি থ্রিলার ঘরানাটা আমার কাছে কখনোই খুব একটা আকর্ষনীয় মনে হয়নি। লর্ড অভ দ্য রিংস, হবিট, হ্যারি পটার সিরিজ – এসব স্কুল জীবনে খুব উপভোগ করেছি। ভেবেছিলাম, এই বয়সে এসে এসব আর কতটুকুই বা আনন্দ দেবে! কিন্তু ‘ট্রল মাউন্টেন’ আমাকে শতভাগ সন্তুষ্ট করতে পেরেছে। ম্যাথিউ রাইলী’র সৃষ্ট সম্পূর্ণ স্বাপ্নিক এক জগতে বীর রাফের সাথে বিচরণ করতে বেশ ভালোই লেগেছে আমার। পৌরাণিক প্রানী – হব গবলিন ও ট্রলদের আগ্রহ জাগানিয়া উপস্থিতি ফ্যান্টাসি উপন্যাস হিসেবে এতে যোগ করেছে এক ভিন্ন মাত্রা।অনুবাদক মো: ফুয়াদ আল ফিদাহ রহস্য পত্রিকায় নিয়মিত লেখালেখির কারনে পাঠকসমাজে বেশ পরিচিত। পেশায় ডাক্তার এই লেখক-অনুবাদকের আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাওয়া এটাই প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ গ্রন্থ। উনার অনুবাদ যথেষ্ট সাবলীল। ‘ট্রল মাউন্টেন’ পড়তে গিয়ে কোনরকম হোঁচট না খেয়েই এগিয়ে গেছি একেবারে শেষ পৃষ্ঠা পর্যন্ত। বাংলা অনুবাদ জগতে আরেকজন দারুন অনুবাদকের আগমন ঘটলো, এটা নিঃসন্দেহে বলে দেয়া যায়। ভবিষ্যতে উনার কাছ থেকে আরো দারুন দারুন বই পাবার আশা রাখি। ‘ট্রল মাউন্টেন’ এর শেষে বইটা নিয়ে ম্যাথিউ রাইলী’র সাক্ষাতকার দারুন লেগেছে।‘ট্রল মাউন্টেন’ প্রকাশ করার জন্য আদী প্রকাশনের কর্ণধার সাজিদ রহমানকে ধন্যবাদ। বাংলাদেশের প্রকাশনা জগতে আদী খুব অল্প সময়েই নিজের একটা আলাদা জায়গা করে নিয়েছে। হার্ডকভারের পাশাপাশি ‘ট্রল মাউন্টেন’-এর মতো পেপারব্যাক অফসেট প্রকাশ অব্যাহত থাকুক, এটাই চাই। সামিউল ইসলাম অনিকের প্রচ্ছদ বইয়ে একটা নতুন মাত্রা এনে দিয়েছে। দারুন এই প্রচ্ছদের জন্য তাঁকে ধন্যবাদ।
Was this review helpful to you?
or
'ট্রল মাউন্টেন’ ম্যাথিউ রাইলী এর লেখা একটি থ্রিলার কিশোর উপন্যাস । বইটি কিশোর উপন্যাস হলেও সকল শ্রেনীর পাঠকের জন্যই বইটি উপযোগী । অসাধারন কাহিনী নির্ভর এ থ্রিলার বইটি বাংলাতে অনুবাদ করে প্রকাশিত হয় ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে । বইটি আদী প্রকাশনী থেকে প্রকাশিত হয় এবং বইটির প্রকাশক নাফিসা বেগম । বইটি অনুবাদ করেছেন ডা মোঃ ফুয়াদ আল ফিদাহ । তার অনুবাদ অত্যান্ত চমৎকার । শ্রুতিমধুর ও সহজবোধ্য শব্দ ব্যবহারে তার অনুবাদ পাঠকের জন্য সহজেই বোধগম্য হয় । বইটিতে বলা হয়েছে অনেক আগে উত্তরের এক গোত্রের কথা । এই গোত্রের মধ্যে হঠাত করে একটি রোগ ছড়িয়ে পড়লো , বিভীষিকাময় একটি রোগ । আক্রান্ত ব্যক্তির দেহে প্রথমে পুজভর্তি ক্ষত তৈরী হয় , এরপর হয়ে মাড়ি থেকে রক্ত পড়া । এভাবে রোগটি একজন থেকে আরেকজনের মাঝে ছড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে গোত্রের অনেকেই মারা যেতে থাকে । তখন জানা যায় যে পাহাড়ের ঐপাশে ট্রল দের কাছে আছে এর প্রতিষেধক । রাফ এই গোত্রের এক সাহসী যুবক । রাফের বোন কিরা যখন ঐ রোগে আক্রান্ত হল তখন রাফ নামলো এক দুঃসাহসিক অভিযানে।যাবে সে ট্রলদের পাহাড়ে। ছিনিয়ে আনবে সেই মহৌষধ। কিন্তু সে পথ সহজ নয়। আছে পাহাড়ি নেকড়ে, গবলিন সহ ভয়ঙ্কর জীব ট্রলরা । রাফ কি পারবে তার অভিযানে সফল হতে? পারবে তার বোনকে বাঁচাতে । কি হবে জানার জন্য পড়তে হবে অসাধারন এ বইটি , বইটি এ্যাডভেঞ্চার এ ভরপুর যা পাঠকদের কাছে অসাধারন বলে মনে হবে ।
Was this review helpful to you?
or
সুন্দর অনুবাদ। কিশোরদের উপযোগী অ্যাডভেঞ্চার বই।
Was this review helpful to you?
or
পাঠ পতিক্রিয়া কিংবা রিভিউ যাই বলেন না কেন , আমি এটা সুন্দরকরে উপস্থাপন করতে পারি না বলেই আমার মনে হয় । তাই আমি এড়িয়ে যাই ।যার ফলাফল দেখতেই পাচ্ছেন , সেই কবে বইটা পড়েছি আর রিভিউ লিখছি আজ। কাহিনী সংক্ষেপ আর লিখছি না । আমি মূল কাহিনী আবং অনুবাদ নিয়ে আমার মতামত উল্লেখ করে ফেলি । বইটা হাতে পাওয়ার পরে আমার মনে পড়লো, এইটার তো মূল ইংলিশ কপিটা আমার কাছে আছে লোকাল প্রিন্ট । কিন্তু যেহেতু ফুয়াদ ভাই অনুবাদ করেছেন সেহেতু এতো কিছু আগে / পরে ভেবে কোন কাজ নেই । আমি মুলত ইংলিশ বই কম পড়ি , অনুবাদ পড়তে ভালো লাগে যদি সেটা মানসম্মত হয় আর কি । ফুয়াদ ভাই তো প্রায়ই ছোট গল্প অনুবাদ করেন , রহস্য পত্রিকা এবং ফাউন্টেনপেন এবং ফেসবুক নোট এর কল্যাণে , ধারণা ছিলো অনুবাদ কেমন হতে পারে। তাই সাহস করেই ফেললাম । আমি বই নির্বাচন করার ক্ষেত্রে বইয়ের কাভার আর সারসংক্ষেপ কে গুরুত্ত্ব দেই । দাত ভাঙ্গা অনুবাদ পড়ার চেয়ে ডিকশনারী হাতের কাছে রেখে ইংলিশ বইও পড়া সহজ বলেই আমি মনে করি । আর কঠিন অনুবাদ পড়ার পর বই পড়ার আগ্রহ টা কমে যায় । সেই দিক থেকে “ট্রল মাউন্টেন” উতরে গেছে । ঝরঝরে সহজ অনুবাদ , পড়তে কোন সমস্যা হয় নি। চট করে শেষ করে ফেললাম । মূল বইটা পড়ে যেমন স্বাদ পেতাম বলে হয় সেটা অনুবাদ পড়ে পুরোটাই পেয়েছি বলে মনে হচ্ছে । বইটা পড়ার সময় মনে হচ্ছিলো আমি ট্রলদের রাজত্বে গিয়েছি নায়কের সাথে সাথে । প্রতিটা মুহুর্ত ছিলো রোমাঞ্চকর ।
Was this review helpful to you?
or
Fuad er onek onek onubad facebook e porechi.....valoi onubad kore thake......eta ekhono pora hoy ni ....asha kora jia valoi hobe.
Was this review helpful to you?
or
কাহিনি সংক্ষেপঃ বিচিত্র রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে রাফের গোত্রের লোকজন।প্রতিষেধক আছে পাহাড়ে বসবাসকারী অত্যাচারী ট্রলদের হাতে।রাফের বোন কিরা যখন ঐ রোগে আক্রান্ত হল তখন রাফ নামলো এক দুঃসাহসিক অভিযানে।যাবে সে ট্রলদের পাহাড়ে।ছিনিয়ে আনবে সেই মহৌষধ।কিন্তু সে পথ সহজ নয়।আছে পাহাড়ি নেকড়ে,হব গবলিন সহ ভয়ঙ্কর জীব ট্রলরা।রাফ কি পারবে তার অভিযানে সফল হতে?পারবে তার বোনকে বাঁচাতে? কাহিনি পর্যালোচনাঃ যারা হবিট,লর্ড অফ দ্য রিংস পড়েছেন এবং বইগুলোর ফ্যান তাদের কাছে ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ধাঁচের বইটা ভাল লাগবে নিঃসন্দেহে।ছোট পরিসরের বিশাল এই অ্যাডভেঞ্চার আপনাকে মুগ্ধ করবে,আর ম্যাথিউ রাইলির সিগনেচার টান টান উত্তেজনা তো আছেই। অনুবাদ পর্যালোচনাঃ নতুন অনুবাদক হিসেবে বেশ চমৎকার অনুবাদ করেছেন ফিদাহ ভাই।প্রাঞ্জল, এক টানে পড়ে শেষ করে ফেলবার মত। তাঁর মার্ডার অফ রজার অ্যাকরয়েড এর অনুবাদ পড়েছিলাম আগেই।প্রথম অনুবাদের থেকে বেশ উন্নতিও করেছেন এই বইয়ে। বই পর্যালোচনাঃ আদী থেকে প্রকাশিত বইটি বেরিয়েছে পেপারব্যাকে।চমতকার বাঁধাই,কাগজ আর প্রচ্ছদ।প্রচ্ছদে ইংরেজি পেপারব্যাকের মত অ্যামব্রোস করা বইয়ের নাম।তবে বানান আর প্যারা অ্যালাইনমেন্টের ব্যাপারে আরেকটু যত্নশীল হওয়া দরকার ছিল।বইয়ের দাম রিজনেবল।