User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটা মত বাজে বই আমি আবার জীবনেও দেখিনি সময়ওলস টাকা ওলস বইটি না পরার অনুরোধ রইল। যারা পজিটিভ কমেন্ট করেছেন তারা হয়তো রকমারি লোক
Was this review helpful to you?
or
মুটামুটি ভালো বই। তবে লেখা গুলাতে কোনো কিছু নিদিষ্ট করে বলনি
Was this review helpful to you?
or
বইটা ভালোই এবং রকমারি অনেক ভালো আমি রকমারি থেকে এ পর্যন্ত যত পূর্ণ কিনছি ঠকিনি আপনারা কিনতে পারেন
Was this review helpful to you?
or
Wonderful book
Was this review helpful to you?
or
very good book
Was this review helpful to you?
or
nice book
Was this review helpful to you?
or
খুব ভালো বই
Was this review helpful to you?
or
Great Service! I'm satisfied as an online customer at rokomari. Love it :)
Was this review helpful to you?
or
মোটামুটি লেগেছে আমার কাছে
Was this review helpful to you?
or
great book
Was this review helpful to you?
or
You can't learn much about mind reading to read this book. Writer told his stories and experiences in this book. But translation is good.
Was this review helpful to you?
or
নাইস বুক। নাইস ট্রান্সলেশন। রিকমেন্ডেড ফর এভরিওয়ান।
Was this review helpful to you?
or
Wow...
Was this review helpful to you?
or
এটা আত্মউন্নয়নমূলক বই না বলে লিওর সুশার্ডের আত্মজীবনী বলা ভালো। ভালো লাগেনি।
Was this review helpful to you?
or
বেশ ভাল বই।পছন্দের তালিকায় অাছে।
Was this review helpful to you?
or
thanks
Was this review helpful to you?
or
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_ডিসেম্বর বইঃ মাইন্ড রিডার লেখকঃলিওর সুশার্ড অনুবাদঃঅনীশ দাস অপু ধরনঃআত্নউন্নয়ন প্রকাশনীঃ মুক্তদেশ মুল্যঃ২৫০ টাকা কাহিনী সংক্ষেপঃ লিওর সুশার্ড যিনি হচ্ছেন বিখ্যাত এন্টারটেইনার এবং মেন্টালিস্ট বলে বিশ্ববিখ্যাত। তিনি অনেক গুলো টিভি শো করেন তার মধ্যে একটিতে বিজয়ী হয়ে প্রবল ঝড় তোলেন। মানসিক শক্তি দিয়ে তাক লাগানো খেলা দেখিয়ে দর্শকদের মুগ্ধ করে দেন।। তাকে বিভিন্ন সময়ে টক শো তে বেশী দেখা যায় তবে মাইন্ড পাওয়ার গেম দেখিয়ে জনপ্রিয়তা লাভ করেন।। এই বইটি নিয়ে বলতে গেলে প্রথমেই বলে রাখা ভালো যে লেখক তার জীবনে বিভিন্ন জায়গায় ভ্রমন করে যা মাইন্ড পাওয়ারের খেলা দেখিয়েছেন, তারই একটা একাংশ হলো "মাইন্ড রিডার" বইটি। আচ্ছা একজন মেন্টালিস্টের কাজ কী?? ইতিবাচক শক্তি দিয়ে মামুষকে হাসানো তাদেরকে তাদের মধ্যে থেকে বের করে আনা।হতে পারে সেটা হলিউড মুভি তারকা অথবা কোন প্রতিষ্ঠানের নির্বাহি কর্মকর্তা। যখন লিওর কারো সাথে দেখা হয় সে পছন্দ করে তাকে চমকে দেয়ার জন্য তাই যোখানে সেখানে সে পারফর্ম শুরু করে দেই, তখন দর্শক চমকে উঠে যখন বলে এই কাজগুলো কিভাবে করলে এটাই লিওর কাছে মজা বলে মনে হয়।আর এটাই হলো সুপার ন্যাচারাল এন্টারটেনার। লিওর তার মনের শক্তি দিয়ে অন্যের মনের কথা পড়তে পারে, চিন্তাচেতনা কে প্রভাবিত করে,ভবিষ্যত বানী করে, কোন বস্তু স্পর্শ না করেই নড়ানো তার কাছে ডাল ভাতের মতোন। কিভাবে করে লিওর এমন?? কোন গোপন মন্ত্র?? নাকি অন্য কোন কিছু এর পেছনে কাজ করছে?? তাহলে যাদের উপর এক্সপেরিমেন্ট গুলো করছে তারা কি লিওর সাজানো? নাকি অন্য কোন নিয়ম?? এছাড়াও বইটিতে লিওর কিছু চমৎকার প্রশ্ন এবং ধাধা দিয়েছেন যেগুলো পড়লে নিজেই চমকে যায়। এর মধ্যেই কিছু প্রশ্ন হলোঃ *তিন লাইনে সমকোনী ত্রিভুজ কিভাবে আকানে যাবে!! *আবার এক লোক সম্পুর্ণ কালো পোশাক পরেছেন। কালো জুতা মোজা টাউজার্স,কোট গ্লাভস এবং সিল্ক মাস্ক। সে বাতি নেভানো কালো রাস্তা দিয়ে হাটছে। একটি কালো গাড়ি ছুটে এলো হেড লাইট নেভানো কিন্তু শেষ মুহুর্তে দুর্ঘটনা ঘটলোনা। চালক গাড়ি থামিয়ে ফেললো। কিভাবে সে কালো পোশাক পড়া লোকটিকে দেখলো?? এরকম আরো কিছু গেম লেখক এই বইতে দিয়েছেন সাথে চমৎকার সব ধাঁধা। এছাড়া মানুষের মস্তিষ্ক নিয়ে লেখক লিখেছেন। ডান এবং বাম মস্তিষ্কের আলাদা কিছু চিন্তা ভাবনা, কিভাবে সেগুলো নিজেদের মধ্যে একটা সম্পর্ক তেরী করে কাজ করে থাকে।। পাঠ্য প্রতিক্রিয়াঃ আত্নউন্নয়নমুলক বইয়ের মধ্যে এটিই ছিলো আমার প্রথম পড়া বই। হিপনোটিজম নিয়ে মানুষ এতো সুন্দর ব্যাখ্যা দিয়ে যে আমাদের আশেপাশে বসবাস করছে সেটা আমার অজানা ছিলো। বইটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ধরে রেখেছিলো কোন বিরক্তি আসেনি। পুরোটা সময় বইটি পড়ে মনে হয়েছে আমি নতুন কিছু জানলাম।
Was this review helpful to you?
or
Nice book, reading it now.
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
মন সম্পর্কে অনেক কিছু জানা যায়।
Was this review helpful to you?
or
মনোজাগতিক জগতে প্রবেশের একটি উপায়।
Was this review helpful to you?
or
মাইন্ড রিডার বইটি আত্নউন্নয়নমূলক বই।
Was this review helpful to you?
or
এই বইটি কিনার সময় ভাবতে পারেন এটি পড়ার মাধ্যমে আপনি একজন মাইন্ড রিডার হয়ে যাবেন, তাহলে এটি আপনাদের ভুল ধারণা হবে। এই বইটিতে লেখক শুধু তার নিজস্ব শক্তি এর কথা বলেছেন। তিনি তার মাইন্ড পাওয়ার এর মাধ্যমে কিভাবে অসাধারণ খেলা ও অদ্ভুত কাজ করতে পারেন তা এই বইটিতে উল্লেখ করেছেন। তবে এই বইটি পড়ার মাধ্যমে আপনারা মাইন্ড পাওয়ার এর অসাধারণ কিছু ধারণা পাবেন এবং এই বিষয়ের উপর আপনাদের আকৃষ্ট করবে।
Was this review helpful to you?
or
Overrated !! লিওর্ড সুশার্ডের শো এর বইরূপ এটা। মাইন্ড রিডিং এর ক্ষমতা যে তিনি জন্ম থেকেই পেয়ে এসেছেন তার পরিষ্কার বর্ণনা প্রথম দিকেই বলে দিয়েছেন এবং অবশ্যই এটা পড়ে আপনি মাইন্ড রিড করতে পারবেন না। বই না পড়ার উপদেশ এর আগে কাউকে দেইনি কিন্তু এর চেয়ে ভাল ইউটিউবে উনার দুএকটা শো দেখে ফেলুন।