User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বই: নিতুর ডায়েরি ১৯৭১ জনরা: মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস লেখক: দীপু মাহমুদ প্রকাশনী: সূচীপত্র প্রকাশ কাল: ২য় সংস্করণ জুন ২০১৭ পৃষ্ঠা: ১৩৬ প্রচ্ছদ: নিয়াজ চৌধুরী তুলি মুদ্রিত মূল্য: ২৫০৳ কাহিনী সংক্ষেপ : ১৯৭১ সালের প্রথম দিকে অাপন মনে ডায়েরি লেখা শুরু করে নিতু। অনেক বছর পরে সেই ডায়রিটা পায় গল্প কথক। নিতু অাপা যেমন লিখেছেন ঠিক তেমন ভাবেই অাছে এটা। বাঁধানো মোটা খাতার উপর হাতে লেখা 'নিতুর ডায়েরি'। প্রথম দিকে পরিবারের সবার কথা, প্রতিদিনের মজার মজার সব ঘটনা দিয়ে শুরু ডায়েরির। অাছে তার নিজের রুগ্ন, ভগ্ন দেহের অসুস্থতার কথা। অসম্ভব প্রতিভাবান নিতু নিজের মত করে গুছিয়ে গল্প লিখতে পারে। স্কুলে প্রতিযোগিতায় পুরস্কার পায় গল্প লেখায়। তারই যেন বহিঃপ্রকাশ পাওয়া যায় নিতুর লেখা ডায়েরিতে। মার্চের শেষ দিকে সারা দেশে যুদ্ধোন্মাদা শুরু হয়। নিতুদের বাড়িতে থাকা অামবেল ভাই হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। কই গেছে কেই জানেনা, সবাই খোঁজ করে, কেবল অাব্বা চুপ করে থাকেন। যুদ্ধ পুরোদমে শুরু হলে শান্ত কাজলরেখা নদীকে লাশের স্রোত বয়ে যায়। একে একে নিতুর মিভাই (বড় ভাই), অাব্বা যুদ্ধে যাবার পর সংসারের টানাপোড়ন বাড়তে থাকে। রাজাকারদের অত্যাচারে অতিষ্ট তিন নারীর গৃহযুদ্ধ শুরু হয়। মিতুর কৌশলপূর্ণ বুদ্ধিতে পাকসেনাকে পরাস্ত করার ভয়ংকর অথচ মজার কাহিনী লেখনী শিল্পে নিতু তার ডায়েরিতে লিপিবদ্ধ করে। যুদ্ধ শেষ হয়ে অাসে, অাস্তে অাস্তে ফিরে অাসে সবাই, কেবল মিভাই অার অাসে না ফিরে। ১৬ ডিসেম্বর বিজয়ের অানন্দ উল্লাসে সবাই গুলি ফোটায় কিন্তু নিতুর অানন্দে মাতোয়ারা হওয়া হয়ে ওঠে না। যুদ্ধের ভয়বহতার এক ধারাবাহিক বর্ণনা কিশোরী নিতুর লেখায় উঠে এসেছে। ১৯৭১ এর পুরো বছরটা যেন বন্দি হয়ে অাছে দীপু মাহমুদের 'নিতুর ডায়েরি ১৯৭১' এ। নিজস্ব মতামত: যুদ্ধের বর্ণনা যে কতটা সহজ সাবলীল ভঙ্গিতে পাঠকের চোখে অাঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া যায় তার অকাট্য প্রমান নিতুর ডায়েরি ১৯৭১। কিশোরী নিতুর লেখার মধ্য দিয়ে যেন অানা ফ্রাঙ্কের এক রূপ দেখা যায়। মুক্তিযুদ্ধের খন্ডকালীন চিত্র হিসেবে সব বয়সী পাঠকের জন্য মুগ্ধকর বই হবে বলে অামার মনে হয়। অামার মত যারা যুদ্ধ দেখেনি কিন্তু বই পড়ে সেই যুদ্ধের অনুভূতি হৃদয়ে ধারন করে তাদের জন্য অবশ্য পাঠ্য। উল্লেখ্য গত বছর লেখক "নিতুর ডায়েরি ১৯৭১" এর জন্য ''এম নুরুল কাদের শিশু সাহিত্য পুরষ্কার -২০১৫'' পায়।