User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
This book is easy to understand the topics. Overall this is a very good book to learn programming.
Was this review helpful to you?
or
প্রোগ্রামিং শুরু জন্য অসাধারণ একটি বই। সি প্রোগ্রামিং এর প্রাথমিক বিষয়গুলো লেখক খুব সুন্দর করে বুঝিয়ে লিখেছেন। বইটি যারা প্রোগ্রামিং শুরু করতে চায় তাদের জন্য অত্যন্ত উপকারি।
Was this review helpful to you?
or
Valoi Chilo
Was this review helpful to you?
or
The best book for a beginner for programming...
Was this review helpful to you?
or
খুব সহজ ভাষায় লেখা প্রোগ্রামিংয়ের একটা চমৎকার বই। স্কুল পড়ুয়া থেকে শুরু করে যে কারো প্রোগ্রামিংয়ের হাতেখড়ি হতে পারে এ গ্রন্থ। তবে প্রোগ্রামিংয়ের একমাত্র বই এটা নয়। বেসিক জানার জন্য বেস্ট। ঝকঝকে ছাপা এবং মজবুত বাঁধাই। আমার প্রোগ্রামিংয়ের হাতেখড়ি এ বই। আগে সি সম্পর্কে কোনো ধারণাই ছিল না। বইটা পড়ে মোটামুটি একটা আইডিয়া পেয়েছি।
Was this review helpful to you?
or
শুরু করার জন্য বেশ ভাল বই। ভিডিও টিউটরিয়াল গুলোও দেখা যেতে পারে।
Was this review helpful to you?
or
প্রোগামিং শুরু করতে হলে তো প্রথম থেকেই করতে হবে, আর এজন্যই "কম্পিউটার প্রোগ্রামিং ১ম খন্ড" বইটি লেখক আমাদের উপহার দিয়েছেন। প্রোগামিং নিয়ে কিছু না জেনেও এই বই পড়া শুরু করে দেওয়া যায়। বইয়ের মাধ্যমে পাঠক নিজেই যেন বিষয়গুলো সহজে বুঝতে পারে সেভাবেই লেখক বইটি লিখেছেন। প্রোগামিং শেখার ইচ্ছা থাকলে বইটি ধৈর্য্য ধরে সময় নিয়ে পড়ে শেষ করতে হবে। প্রোগামিংয়ে যারা নতুন এবং যারা অভিজ্ঞ দুই দলের জন্যই বইটি উপকারি। নতুনরা খুব সহজ একটা গাইড লাইন পাবে আর অভিজ্ঞদের কাছে হয়ত বিষয়টা আরও একটু সহজ হয়ে যাবে এই বই পড়া শেষে।
Was this review helpful to you?
or
Books ta onek valo Amer onek upokar kaorachha
Was this review helpful to you?
or
কম্পিউটার প্রোগ্রামিং - (প্রথম খন্ড) বইটি বেসিক প্রোগ্রামিং ধারনার জন্য খুব ভালো একটি বই...।
Was this review helpful to you?
or
This book is helpful for beginners in C Programming and is mostly recommended for the learners who want to learn in bengali language.
Was this review helpful to you?
or
My first computer programming learning book.
Was this review helpful to you?
or
Highly recommended for beginners.
Was this review helpful to you?
or
সি শেখার জন্য অসাধারন একটি বই। যারা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন/ হবেন এবং বাংলা বই পড়তে পছন্দ করেন তাদের জন্য এই বইটির অন্য কোনো বিকল্প আছে বলে আমার মনে হয় না। খুব সহজে লজিক/ বেসিক কনসেপ্ট বুঝতে এই বইটি অনেক বেশি সাহায্য করে।
Was this review helpful to you?
or
যারা নতুন প্রোগ্রামিং শিখবেন তাদের জন্য বইটি সেরা। সি প্রোগ্রামিং শেখার জন্য ভাল রিসোর্স হতে পারে কম্পিউটার প্রোগ্রামিং। সহজ সাবলীল ভাষায় বইটি লেখা হয়েছে। প্রথম কয়েকদিন কোড লিখে রান করতে বোরিং লাগবে কিন্তু একবার মজা পেয়ে গেলে নতুন প্রবলেম খোঁজা শুরু করে দিবেন। লেগে থাকলে সফলতা আসবেই। হ্যাপি কোডিং।
Was this review helpful to you?
or
bhalo ekti boi
Was this review helpful to you?
or
প্রোগ্রামিং হল একটি সত্যিকার জ্ঞান,যার কোন শেষ নেই । অনেকেই এই জ্ঞানসমুদ্রে আচমকা এসে হাবুডুবু খায় । অথচ একটা চমত্কার শুরু প্রোগ্রামিংকে করে তোলে আনন্দময় । এই বইটি সেই কাজটিই করেছে । কোন চটক নেই,মিথ্যা আশ্বাস নেই । লেখক অত্যন্ত সততা এবং সরলতার সাথেই বইটি রচনা করেছেন । একজন হবু বাঙালী প্রোগ্রামারের জন্য অবশ্যপাঠ্য ।
Was this review helpful to you?
or
প্রোগ্রামিং করার আগ্রহ যখন আপনার মধ্যে চলে আসবে , সাথে সাথে আরেকটি বিষয় বুঝতেও আপনার দেরী হবেনা যে আপনার একটা গাইডলাইন প্রয়োজন। যার যার বড়ভাই বা মেন্টর থাকবে তাদের জন্য ভাল, কিন্তু যখন আপনি ভাববেন যে এ বিষয়ে সাহায্য করার মত আপনার কেউ নেই তখন এটা জেনে অবাক হবেন যে তামিম শাহরিয়ার সুবিন নামের একজন আপনার জন্যে সযত্নে কিছু বই লিখে রেখেছেন, যেটা পরলে মনে হবে কোন বড় ভাই আদর করে আপনার পাশে বসে আপনাকে মজার ছলে প্রোগ্রামিং শেখাচ্ছেন। ঠিক এই অনুভূতিই হয়েছিল আমার যখন আমি প্রথম প্রোগ্রামিং এর জগতে আসি এবং এই বইটি পড়ি। তাই দ্বিতীয়বার কিছু চিন্তা করার আগে বইটি নিয়ে পড়া শুরু করে দিন।
Was this review helpful to you?
or
প্রোগ্রামিং শুরুর জন্য আদর্শ একটি বই।
Was this review helpful to you?
or
যারা প্রোগ্রামিং শিখতে চায়, তাদের জন্য বাংলাতে এর চেয়ে কোনো চমৎকার বই আর হতে পারে না। কিন্তুু এটি কোনো প্রোগ্রামিং বই না বরং এটি প্রোগ্রামিং শেখা শুরু করার জন্য যে মৌলিক বিষয় গুলো জানা দরকার সেগুলোর উপর একটা চমৎকার বই। এই বইটা পড়ে যদি কেউ অন্যকোনো প্রোগ্রামিং ভাষা শেখা শুরু করতে চায়, তাহলে তার জন্য সেটা অনেক সহজ হয়ে যাবে বলে আমি মনেকরি কারন, একটা প্রোগ্রামিং ভাষা শেখার জন্য যে মৌলিক ধারনা গুলো থাকা দরকার তার সবই আছে এই বইতে। আমাদের দেশের মত জায়গায় তথ্য প্রোযুক্তির উপর বাংলাতে এই রকম বিশ্বমানের একটা বই পাওয়া যে কতটা ভাগ্যের ব্যাপার তা বলে বুঝাতে পারবো না। শুভ কামনা রইলো সুবিন ভাইয়ের জন্য সেই সাথে যারা এই বইটা দিয়ে প্রোগ্রামিং শেখা শুরু করতে চায় বা শুরু করেছে তাদের সবার জন্যই রইলো আমার আন্তরিক অভিন্দন। শুভ প্রোগ্রামিং।
Was this review helpful to you?
or
excellent .
Was this review helpful to you?
or
যারা মাথা খাটিয়ে প্রোগ্রামিং শিখতে চায় , একদম শুরুর জন্য বাংলা ভাষায় এটা সেরা বই।
Was this review helpful to you?
or
অসাধারন একটা বই । বলার কিছু নাই । বিগিনার দের জন্য এর উপর বাংলা ভাষাই বই হই না ...।। Thank tamim vaiya apnake
Was this review helpful to you?
or
Nice Book
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
best book in Bengali language for learning Computer programming
Was this review helpful to you?
or
i love this book
Was this review helpful to you?
or
Excellent guide to enter the world of programming.
Was this review helpful to you?
or
This is very helpful book....
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
really a good book......
Was this review helpful to you?
or
In this book the author suggested many other books on c programming for beginners but i would like to suggest this book only . :)
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
The best book for beginner to learn C programming.
Was this review helpful to you?
or
ছোটদের জন্য প্রোগ্রামিং শেখার জন্য এটি সবচেয়ে ভালো বই। অত্যন্ত সরল ভাষায় লেখা, বুঝতে কোন সমস্যা হয় না। আমি ৮ম শ্রেণিতে পড়ি, আমার বয়সি কেউ যদি প্রোগ্রামিং শিখতে চায় তার জন্য এই বইটিই সেরা
Was this review helpful to you?
or
#রহস্যময়_বিজ্ঞান_জগত ও #রকমারি_ডট_কম #বুক_রিভিউ_কনটেস্ট ব্যক্তিগত রেটিং:৯.৫/১০ . বর্তমানে আমাদের দেশে কিশোর-কিশোরীদের মধ্যে প্রোগ্রামিং নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে।এর কারন হতে পারে উচ্চ মাধ্যমিক পর্যায়ে আইসিটি বিষয়ে সি প্রোগ্রামিং যুক্ত করা।অনেকেই প্রোগ্রামিং শিখতে চাচ্ছে,আর এ জন্য ভালো বইয়ের খোঁজ করছে।তাদের হাতে কোন দ্বিধা না করে এই বইটি তুলে দেয়া যায়।বাংলা ভাষায় লেখা বেসিক প্রোগ্রামিং বইয়ের মধ্যে এই বইটি সেরা।রকমারি বেস্টসেলার এর মধ্যে বইটি আছে ২য় স্থানে।বোঝাই যায় কতটা জনপ্রিয় এই দারুন বইটি। সি প্রোগ্রামিং নিয়ে এটি সাজানো। এর সূচিপত্রতে চোখ বোলানো যাক- শুরুর আগে প্রথম প্রোগ্রাম ডাটা টাইপ,ইনপুট ও আউটপুট কন্ডিশনাল লজিক লুপ একটুখানি গনিত অ্যারে ফাংশন বাইনারি সার্চ স্ট্রিং মৌলিক সংখ্যা আবারও অ্যারে বাইনারি সংখ্যা পদ্ধতি কিছু প্রোগ্রামিং সমস্যা শেষের শুরু পরিশিষ্ট ১:প্রোগ্রামিং প্রতিযোগিতা পরিশিষ্ট ২:প্রোগ্রামিং ক্যারিয়ার পরিশিষ্ট ৩:বই ও ওয়েবসাইটের তালিকা . সুতরাং বোঝাই যাচ্ছে সি প্রোগ্রামিং এর বেসিক দিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।বইটিতে প্রচুর উদাহরন দেওয়া আছে।সবচেয়ে ভাল লেগেছে লেখকের সাবলীল বন্ধুত্বপূর্ণ ভাষার ব্যবহার।পড়ার সময় মনে হয় পাশে বসে কেউ ধরে ধরে শেখাচ্ছে।বেশ গুছিয়ে ধারাবাহিকতা বজায় রেখে লেখক মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। মাঝে মাঝে ছোটখাটো প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন উৎসুক পাঠকের উদ্দেশ্যে। বইটি পড়েই কেউ পাকা প্রোগ্রামার হয়ে যাবে এমনটি নয়।তবে প্রোগ্রামিং এর পৃথিবীর প্রতি তার দারুন ভালোবাসা জন্মাবে এটা নিশ্চিত।দামও নাগালের মধ্যে।তাই যারা এখনো প্রোগ্রামিং শেখার বই খুঁজে যাচ্ছেন তাদের উচিত দেরি না করে বইটি সংগ্রহ করা। By Shoaib Ahmed Shimul
Was this review helpful to you?
or
বইটির মাধ্যমে প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। বইটিতে কিছু জিনিস ভালো ভাবে বোঝানো হয়নি, শুধু সমাধান করে দেখানো হয়েছে। একটি সমস্যার সমাধানের ক্ষেত্রে ডিবাগ করতে বলেছে কিন্তু কিভাবে ডিবাগ করতে হবে তা সম্পর্কে কিছুই আলোচনা করা হয়নি।
Was this review helpful to you?
or
বাংলা ভাষায় কম্পিউটার প্রোগ্রামিংয়ের উপর লেখা বই। বইটিতে প্রোগ্রামিং ভাষা হিসেবে সি (C) ব্যবহার করা হয়েছে। প্রোগ্রামিংয়ের জগতে যারা নতুন, তাদের জন্য বইটি সহায়ক। বইটি ক্লাস নাইন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে উপযোগী। আমার ইচ্ছা আমি সি শিখব । তখনি দেখলাম সি প্রোগ্রামিং এর উপর লেখা তামিম ভাইয়ার-কম্পিটার প্রোগ্রামিং । আমি বইটি তখনি রকমারী হতে অর্ডার করলাম । প্রায় ছয় দিন পর বইটি আমার হাতে এল । বইটি দিয়ে আমার সি শেখা শুরু । আমার বইটি পড়ে মনে হয়েছে যারা প্রথম বাংলা ভাষায় সি শেখা শুরু করতে চান,তাদের জন্য এই বইটি সেরা । এই বইটি দিয়ে একেবারে প্রাথমিক ভাবে সি প্রোগ্রামিং শেখা শুরু করতে পারবেন । একেবারে বাংলায়,সুন্দর ,সাবলীল ভাবে লেখা এই বইটি । বইটিতে সহজ ভাবে সি প্রোগ্রামিং উপস্থাপন করা হয়েছে । বাংলা ভাষায় সি প্রোগ্রামিং এর উপরে লেখা এই বইটির গুরুত্ব অপরিসীম । মাধ্যমিক/কলেজ/বিশ্ববিদ্যালয় এর যেকোন বিভাগের ছাএ-ছাএী এই বইটির সাহায্যে শিখতে পারবে । যে কেউ চেষ্টা করলে সি শিখতে পারবে ও হ্যা সি শিখতে পরিশ্রমের কোন বিকল্প নেই । তামিম ভাইয়ার কাছে আরও সি প্রোগ্রামিং এর উপরে এরকম আরো ভালো ভালো বই চাই । প্রোগ্রামিং শেখাটা আসলে অন্য বিষয় পড়ার মত নয়। এখানে বেসিক জ্ঞানটা ভাল করে বোঝা খুব জরুরী। পুরোপুরি না হোক অন্তত বেসিক বিষয়গুলো বাংলায় শিখতে পারলে প্রোগ্রামিং শেখাটা অনেক বেশী সহজ হয়ে যায়। আশা করি লেখকের কাছ থেকে "প্রোগ্রামিং এর গভীরে (Advanced Programming)" এর উপর আরও বই আমরা পাব। অনেক অনেক শুভ কামনা রইল।
Was this review helpful to you?
or
প্রোগ্রামিংয়ের উপর বাংলা ভাষায় সহজবোধ্য ভাষায় বই লেখা হবে, তা কয়েক বছর আগেও ভাবাই যেতো না । এই বইটিতে প্রোগ্রামিং ভাষা হিসেবে সি (C) ব্যবহার করা হয়েছে। মূলত নতুন করে প্রোগ্রামিংয়ের শিখতে শুরু করেছে এমন মানুষদের জন্য এটি সবচেয়ে উপযুক্ত। বইটি স্কুলের শিশুদের থেকে শুরু করে যে কোন বয়সের মানুষের উপযোগী করে লেখা হয়েছে। কিছুটা গল্পচ্ছলেই বইয়ের শুরুটা করেছেন লেখক। শুরুতেই বইয়ের সম্পর্কে ধারণা দিয়েছেন তিনি। বইটা কেমন করে পড়তে হবে তা-ও জানিয়েছেন লেখায়। প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং-এর ভাষা কেমন, একজন প্রোগ্রামারকে মূল কোন তিনটি কাজ করতে হবে, প্রোগ্রামিং করতে গেলে কোন কোন জিনিসগুলো লাগবে- এইসব নিয়েই আলোচনা রয়েছে প্রথমে। এছাড়াও পুরো বই জুড়ে রয়েছে ডাটা টাইপ, ইনপুট ও আউটপুট, কন্ডিশনাল লজিক, লুপ, অ্যারে, ফাংশন, বাইনারি সার্চ, স্ট্রিং, মৌলিক সংখ্যা, বাইনারি সংখ্যা পদ্ধতি, অ্যালগরিদম নিয়ে। অনেকগুলো প্রোগ্রামিং সমস্যা রয়েছে এতে। কোডব্লকস্ সফটওয়ার ইন্সটল করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন বইটিতে। বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতা নিয়ে তথ্য, প্রোগ্রামিং-কে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় কি না - তা সম্পর্কে জানা যাবে বইটি পড়লে। লেখার শেষের দিকে প্রোগ্রামিং সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বই ও ওয়েবসাইটের তালিকা রয়েছে। মুহাম্মদ জাফর ইকবাল বইটি সম্পর্কে বলেছেন, "ঠিক এরকম সময় আমার ছাত্র সুবিনের এই পাণ্ডুলিপিটি আমার চোখে পড়েছে। আমি অবাক হয়ে লক্ষ করলাম, আমি যে জিনিসটি করতে চেয়েছিলাম সুবিন ঠিক সেটিই করে রেখেছে! স্কুল-কলেজের ছেলেমেয়েদের জন্য একটি প্রোগ্রামিংয়ের বই লিখেছে, খুব সহজ ভাষায়, খুব সুন্দর করে গুছিয়ে।"
Was this review helpful to you?
or
প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে খুবই ভাল একটি বই। প্রোগ্রামিং শিখতে আগ্রহী এমন যে কোন মানুষই এ বই থেকে উপকারপ্রাপ্ত হতে পারে। লেখক যে ভাবে ব্যাখ্যা করেছেন প্রতিটি বিষয়, তাতে যে কেউই বুঝতে পারবে। Thank you for giving us such a book......
Was this review helpful to you?
or
Excellent book for those who wants to learn by themselves
Was this review helpful to you?
or
nice one
Was this review helpful to you?
or
Word Lens Translator is an augmented reality application from Quest Visual, which uses the built in camera of smartphones or similar devices to scan quickly to identify foreign text and translate the text in the desired language which is displayed on the device’s display. The text is displayed in original context on the background. You need no internet connection to translate by this application.If you scan an image containing any writing on it then the image will be showed similar to the original image but the writing will be showed in the desired language. In spite of having some limitations it is an excellent application to use without any internet connection. One may fall with questions on how to use word lens translator. Now let’s see how to use word lens translator.
Was this review helpful to you?
or
This is for sure that the book is really good for the beginners because of its simplicity of language. But the book must be written in more elaborate way so the students can understand every terms a little more specifically. Another thing is that sometimes I found some topics are ignored before going more further which is essential for better understanding. Beside that I can say this book is one of the best book for those peoples who have totally zero idea even do not know what is programming language for only learning what is programming and how does it work. This is my opinion about this book
Was this review helpful to you?
or
great book for beginers
Was this review helpful to you?
or
This book is awesome............. thanks subeen bro............ keep it up...........
Was this review helpful to you?
or
Helpful
Was this review helpful to you?
or
Not exactly what i looked for .. But yes well for beginner .. Thank you author , and hope you will write more books in Bengali about technology :))
Was this review helpful to you?
or
this is a very helpful book to provide the concept of programming to the root level...very helpful...
Was this review helpful to you?
or
good book
Was this review helpful to you?
or
অসাধারণ..তামিম ভাই সত্যিই প্রশংসার দাবিদার।
Was this review helpful to you?
or
super ekta boi....onk shohoj. golper moto kre likha
Was this review helpful to you?
or
Apurbo akta book.Thank you diye Subeen vai ke choto korte chayna....just atotuku bolte chay book ta really awesome.Hope you will give us more books in future.
Was this review helpful to you?
or
অসাধারন। বাংলা ভাষায় প্রোগ্রামিং চর্চায় এমন বইয়ের প্রয়োজন অনস্বীকার্য।
Was this review helpful to you?
or
বইটির লেখার মান এবং শেখানোর পদ্ধতি সত্যিই প্রশংসার দাবিদার। বাংলা ভাষায় লেখা যেকোন বই থেকে বহুগুণে উন্নত। তবে নিম্নোক্ত সমস্যাগুলো দূর করলে বইটি আরও অসাধারণ হবে। ১. হার্ডব্যাক কভার: এই বইটির প্রধান সমস্যা হল এর কভারটি হার্ডব্যাক। যার কারণে বইটি কিছুদিন খোলা জায়গায় রাখলেই, কভারটি নষ্ট হয়ে যায়। তাছাড়া বইটি পড়তেও সমস্যা হয়। ২. সূচিপত্রের বিন্যাস: বইটির সূচিপত্রটি পৃষ্ঠা নম্বর সম্পর্কে কোন ধারণা দেয় না। যা একটি প্রোগ্রামিং শেখার বইয়ের প্রয়োজনীয় একটি দিক। হঠাৎ করে কোন ব্যাপারে পড়তে হলে অনেকগুলো পৃষ্ঠা উল্টাতে হয়।
Was this review helpful to you?
or
আমার ইন্টারনেট এর প্রতি প্রবল আগ্রহ ।আমি একদিন এই রকমারীর লিংক পাই । আমার আবার সি এর প্রতি মোটামুটি অনেক আগ্রহ । আমার ইচ্ছা আমি সি শিখব । তখনি দেখলাম সি প্রোগ্রামিং এর উপর লেখা তামিম ভাইয়ার-কম্পিটার প্রোগ্রামিং । আমি বইটি তখনি রকমারী হতে অর্ডার করলাম । প্রায় ছয় দিন পর বইটি আমার হাতে এল । বইটি দিয়ে আমার সি শেখা শুরু । আমার বইটি পড়ে মনে হয়েছে যারা প্রথম বাংলা ভাষায় সি শেখা শুরু করতে চান,তাদের জন্য এই বইটি সেরা । এই বইটি দিয়ে একেবারে প্রাথমিক ভাবে সি প্রোগ্রামিং শেখা শুরু করতে পারবেন । একেবারে বাংলায়,সুন্দর ,সাবলীল ভাবে লেখা এই বইটি । বইটিতে সহজ ভাবে সি প্রোগ্রামিং উপস্থাপন করা হয়েছে । বাংলা ভাষায় সি প্রোগ্রামিং এর উপরে লেখা এই বইটির গুরুত্ব অপরিসীম । মাধ্যমিক/কলেজ/বিশ্ববিদ্যালয় এর যেকোন বিভাগের ছাএ-ছাএী এই বইটির সাহায্যে শিখতে পারবে । যে কেউ চেষ্টা করলে সি শিখতে পারবে ও হ্যা সি শিখতে পরিশ্রমের কোন বিকল্প নেই । তামিম ভাইয়ার কাছে আরও সি প্রোগ্রামিং এর উপরে এরকম আরো ভালো ভালো বই চাই ।
Was this review helpful to you?
or
বইটা পড়ার সময় শুধু একটা কথাই মনে হয়েছে - আমাদের সময় যদি এমন একটা বই থাকতো তাহলে প্রোগ্রামিং শেখাটা অনেক সহজ হয়ে যেত। বাংলা মিডিয়ামে পড়ে প্রথম বর্ষে এসেই ইংরেজি বই পড়ে পড়ে প্রোগ্রামিং শেখাটা আমার মত অনেকের জন্য বেশ কষ্টকর ব্যাপার হয়ে যায়। অনেকেই হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। প্রোগ্রামিং শেখাটা আসলে অন্য বিষয় পড়ার মত নয়। এখানে বেসিক জ্ঞানটা ভাল করে বোঝা খুব জরুরী। পুরোপুরি না হোক অন্তত বেসিক বিষয়গুলো বাংলায় শিখতে পারলে প্রোগ্রামিং শেখাটা অনেক বেশী সহজ হয়ে যায়। আশা করি লেখকের কাছ থেকে "প্রোগ্রামিং এর গভীরে (Advanced Programming)" এর উপর আরও বই আমরা পাব। অনেক অনেক শুভ কামনা রইল।
Was this review helpful to you?
or
সুবিন ভাই এবং রকমারিকে ধন্যবাদ জানাই। জুবিন ভাই অনেক সহজ সরল ভাষায় সুন্দর একটি প্রোগ্রামিং বই লিখেছেন। বইটি ইতোমধ্যে জুবিন ভাই শেয়ার করেছেন। অনেক ভালো লিখেছেন। আমার মনে হয় এ বইটি ক্লাস ৯/১০ ক্লাসের বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি উপযোগি। এ সময়ে ধরিয়ে দিতে পারলে হয়তো বাচ্চারা বুঝতে পারতো প্রোগ্রামিংটা আসলে কি? ফলে এর বিশাল একটা সুফল হয়ে আসবে ভবিষ্যতে। জুবিন ভাই আবারো ধন্যবাদ রইল। আরেকটি কথা! রকমারিকেও অনেক ধন্যবাদ আমাদের দেশের এ ধরনের একটি সাইট চালু করার জন্য। সময়ের সাথে সমৃদ্ধ হওয়ার সাথে সাথে এ রকমারি সকলের চাহিদা পূরনে এগিয়ে আসতে পারে, সেই শুভকামনা রইল।
Was this review helpful to you?
or
আসলেই চরম একটা বই...সুবিন ভাই কে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা বই উপহার দেয়ার জন্ন...সেই সাথে rokomari.com-কেও অনেক ধন্যবাদ এরকম একটা দরকারি website এর জন্য...আপনাদের অগ্রযাত্রা শুভ হোক ।।
Was this review helpful to you?
or
এই semester এ c programming আছে। স্যার যে এতদিন কি ক্লাস নিলেন কিছুই বুঝি নাই। সামনে পরীক্ষা। মাথা পাগল অবস্থা। ক্লাসে স্যার প্রোগ্রাম করতে দেন। যেখানে আমরা প্রোগ্রামের সিম্বল গুলোই বুঝি না সেখানে প্রোগ্রাম করবো কিভাবে? চিন্তায় ছিলাম। অবশেষে প্রোগ্রামিং এর উপর লেখা আপনার বইটা পড়া শুরু করলাম এক জনের পরামর্শে। এখন একটু একটু করে বুঝতে পারছি। সোজা একটা জিনিষ কেন স্যার আমাদের বুঝাতে পারলেন না এখন সেটাই বুঝতে পারছি না। পরীক্ষায় মনে হয় ভালভাবেই পাস করে যাবো। ভাবলাম এই নিয়ে আপনাকে একটা ধন্যবাদ দেয়া তো আসে! ধন্যবাদ আপনাকে, এত সহজ ভাষায় এত জটিল একাটা জিনিষ উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।
Was this review helpful to you?
or
প্রোগ্রামিং হল একটি সত্যিকার জ্ঞান,যার কোন শেষ নেই । অনেকেই এই জ্ঞানসমুদ্রে আচমকা এসে হাবুডুবু খায় । অথচ একটা চমত্কার শুরু প্রোগ্রামিংকে করে তোলে আনন্দময় । এই বইটি সেই কাজটিই করেছে । কোন চটক নেই,মিথ্যা আশ্বাস নেই । লেখক অত্যন্ত সততা এবং সরলতার সাথেই বইটি রচনা করেছেন । একজন হবু বাঙালী প্রোগ্রামারের জন্য অবশ্যপাঠ্য ।
Was this review helpful to you?
or
আমি আসলে একটি প্রত্যন্ত গ্রামে থাকি । আমার বাড়িতে বিদুৎ নেই । ল্যাপটপ সোলার এর সাহায্যে চালাই ।আমার ইন্টারনেট এর প্রতি প্রবল আগ্রহ ।আমি একদিন এই রকমারীর লিংক পাই । আমার আবার সি এর প্রতি মোটামুটি অনেক আগ্রহ । আমার ইচ্ছা আমি সি শিখব । তখনি দেখলাম সি প্রোগ্রামিং এর উপর লেখা তামিম ভাইয়ার-কম্পিটার প্রোগ্রামিং । আমি বইটি তখনি রকমারী হতে অর্ডার করলাম । প্রায় ১২ দিন পর বইটি আমার হাতে এল । বইটি দিয়ে আমার সি শেখা শুরু । আমার বইটি পড়ে মনে হয়েছে যারা প্রথম বাংলা ভাষায় সি শেখা শুরু করতে চান,তাদের জন্য এই বইটি সেরা । এই বইটি দিয়ে একেবারে প্রাথমিক ভাবে সি প্রোগ্রামিং শেখা শুরু করতে পারবেন । একেবারে বাংলায়,সুন্দর ,সাবলীল ভাবে লেখা এই বইটি । বইটিতে সহজ ভাবে সি প্রোগ্রামিং উপস্থাপন করা হয়েছে । বাংলা ভাষায় সি প্রোগ্রামিং এর উপরে লেখা এই বইটির গুরুত্ব অপরিসীম । মাধ্যমিক/কলেজ/বিশ্ববিদ্যালয় এর যেকোন বিভাগের ছাএ-ছাএী এই বইটির সাহায্যে শিখতে পারবে । যে কেউ চেষ্টা করলে সি শিখতে পারবে ও হ্যা সি শিখতে পরিশ্রমের কোন বিকল্প নেই । তামিম ভাইয়ার কাছে আরও সি প্রোগ্রামিং এর উপরে এরকম আরো ভালো ভালো বই চাই ।
Was this review helpful to you?
or
প্রোগ্রামিং শুরু করতে চান ?তাহলে সঠিক বইয়ের সন্ধানই পেয়ে গেছেন আপনি ।যে আপনাকে বইটির সন্ধান দিয়েছে তাকে একটা ধন্যবাদ দিয়ে নেবেন ।আর যদি আপনি নিজের যোগ্যতায় এই বইটির সন্ধান পেয়ে থাকেন তবে আপনাকে "অভিনন্দন"।কারণ আপনি ঠিক বই নির্বাচন করতে পেরেছেন ।আর আপনাকে আর প্রোগ্রামিং এর পরবর্তী ধাপগুলোর কথা ভাবার প্রয়োজন নেই ।আপনি শুধু বইটি পড়া শুরু করে দিন ,পড়তে থাকুন বই শেষে নিজেই উপলব্ধি করতে পারবেন এরপর কি করা দরকার । প্রোগ্রামিং শিখবেন অথচ প্রোগ্রামিং বিষয়টা উপলব্ধি করবেন না তাই কি কখনও হয় ,না হওয়া উচিত বলুন ? তাই বইটির শূণ্য অধ্যায়ে লেখক সুবিন ভাইয়া প্রোগ্রামিং সম্পর্কে একটুখানি ধারণা দিয়েছেন ।আর বলে দিয়েছেন বইটি পড়ার কৌশল ।তার পরের অধ্যায়েই কোডব্লকস্ সফটওয়ার কিভাবে ইন্সটল করতে হয় সেটা জানতে পারবেন ।আর হ্যাঁ ,এ অধ্যায়ের মাধ্যামেই আপনার প্রোগ্রামিং জীবনের শুরু হবে ।(আহা !কি আনন্দ আকাশে বাতাসে ) বইটির যে লিখন কৌশলটা আমার সবচেয়ে ভালো লেগেছে তা হল -প্রথমে প্রোগ্রামিং কোড দিয়ে ,তারপর সেই কোডগুলো ব্যাখ্যা করা হয়েছে ।এতে করে ঐ কোডগুলো নিয়ে চিন্তা করার মানসিকতা তৈরি হবে যেটা প্রোগ্রামিং এ সব থেকে বেশি জরুরি ।লেখক সুবিন ভাইয়া এই চিন্তা করার প্রতি কতটা গুরুত্ব দিতে বলেছেন সেটা বইটা পড়লেই বুঝতে পারবেন । আপনি হয়তো অনেক লেখাপড়া করে থাকবেন কিন্তু আপনি কি প্রাইমারি স্কুলের সেই মাস্টার বাবুর কথা কখনও ভুলতে পারবেন ? আমি প্রায়ই নিশ্চিত যে আপনি অত্যন্ত শ্রদ্ধা ভরে বলবেন 'না' ।আর সেই মাস্টার বাবুকে ভোলার কথাও নয় কারণ তিনিই আপনার লেখাপড়া জীবনের শুরুটা করে দিয়েছেন ।সুবিন ভাইয়ার এই "কম্পিউটার প্রোগ্রামিং" বইটা ও আপনার প্রাইমারির সেই মাস্টার বাবুর মত কাজ করবে ।কারণ এই বইটি আপনাকে প্রোগ্রামিং এর অ-আ-ক-খ শিখিয়ে দেবে যেগুলোর জ্ঞানকে পুঁজি করে আপনি যে কোনো প্রোগ্রামিং বই পড়তে পারবেন এবং বুঝতে পারবেন ।আর একটা কথা আপনি যদি ভাবেন যে প্রোগ্রামিং শিখে কি লাভ ?তাইতো সুবিন ভাইয়া বইয়ের শেষের দিকে প্রোগ্রামিং ক্যারিয়ার নিয়ে দিক নির্দেশনা দিয়েছেন । আমি মনে করি বইটি বুঝার জন্য শুধু যোগ ,বিয়োগ ,গুণ ,ভাগ ,শতকরা ইত্যাদি গণিতের প্রাথমিক বিষয়গুলোর ধারণা থাকলেই যথেষ্ট ।তাই ৬ষ্ঠ শ্রেণি থেকে শুরু করে যেকোনো বয়সের ব্যক্তিই বইটি পড়তে পারেন ।তাহলে আর দেরি কেন ?আজই আপনার প্রোগ্রামিং যাত্রা শুরু করে দিন ।