Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Sheikh Muhammad Ali Al-Sabouni (Rahimahullah) books

followers

শাইখ মুহাম্মাদ আলী আস সাবুনী রহ. (الشّيخ محمّد عليّ الصّابوني رحمه الله)

তিনি হিজরি ১৩৪৯ সাল মোতাবেক ১৯৩০ সালে আলেপ্পো, সিরিয়া শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ জামিল আলেপ্পোর একজন প্রখ্যাত আলেম ছিলেন। তিনি আলেপ্পোর সিনিয়র পণ্ডিতদের কাছে প্রাথমিক শিক্ষা লাভ করেন। তার কাছে কোরান হেফজ করেন। এরপর হাই স্কুলে পড়াশুনা করেন। সেখানে তিনি বিজ্ঞান, আরবি ভাষা, আইন, ধর্ম বিজ্ঞান শেখেন। তার শিক্ষকগণের হলেন- শেখ মুহাম্মদ নজীব সিরাজ, আহমদ আল- শামা, মুহাম্মদ সাঈদ আল-ইদলিবি, মুহাম্মদ রাগেব আল-তাব্বাখ, মুহাম্মদ নাজিব খায়্যাত এবং অন্যান্য পণ্ডিত ।আলেপ্পোর মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়ে বাণিজ্য বিষয়ে পড়াশুনা করেন। কিন্তু তিনি সেখানে পড়াশোনা চালিয়ে যাননি। তিনি আলেপ্পোতে মাধ্যমিক বিদ্যালয়ের সার্টফিকেট অর্জন করেন। যেটি "খাসরুইয়া" নামে পরিচিত ছিল। এরপর ১৯৪৯ সালে সেখান থেকে বেরিয়ে আসেন। সেখানে তিনি তাফসির, আধুনিক আইনশাস্ত্র রসায়ন, পদার্থবিদ্যা এবং অন্যান্য বিজ্ঞান অধ্যয়ন করেন। এর পর সিরিয়ার আওকাফ মন্ত্রণালয় তাকে কায়রোর আল-আজহার আল-শরীফে অধ্যয়নের জন্য পাঠায়। তিনি ১৯৫২ সালে শরিয়া অনুষদ থেকে একটি সার্টফিকেট লাভ করেন। তারপরে বিশেষ অধ্যয়ন সম্পন্ন করেন এবং ১৯৫৪ সালে শরিয়া বিচার বিভাগ থেকে আন্তর্জাতিক সার্টিফিকেট লাভ করেন।

শাইখ মুহাম্মাদ আলী আস সাবুনী রহ. (الشّيخ محمّد عليّ الصّابوني رحمه الله) এর বই সমূহ

(Showing 1 to 5 of 5 items)

Recently Viewed