User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
NICE BOOK
SOHOJE SHIKHUN VHUMI JORIP-AIN IS A VERY NICE BOOK.IT IS ESSENTIAL FOR EVERY PERSON.
নিখিলের নায়ক
তৃতীয় দিন ক্লাসে বসে আছি । থানার এ,এস, আই এর রূপবতী , হৃদয়হীনা সেফালিও বসে আছে । দেবী প্রতিমার মতো শান্ত মুখশ্রী , কিন্তু সেই শ্রীময়ী চেহেরার সঙ্গে স্বভাবের কোন মিল নেই । সেফালি আমার সামনে এসে মিহি সুরে বলল , এই নিশো আজ পিছনে কেন? আমার সাথে বস । ক্লাস টু’তে আরেকটি অপকর্ম করি । যে রূপবতী বালিকা আমার হৃদয় হরণ করেছিল, তাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে ফেলি । সুরালো মিষ্টি গলায় তাকে জিজ্ঞেস করি- বড় হয়ে সে আমাকে বিয়ে করতে রাজি আছে কিনা । পৃথিবী বড় অদ্ভুত। আর এই অদ্ভুত পৃথিবীতে রূপবতীরা শুধু যে হৃদয়...See More
জয় বাংলা, জয় গণজাগরণ
এক কথায় শাহবাগের ইতিকথা, তরুনের প্রাণের কথা । ধন্যবাদ সকল লেখকদের, ধন্যবাদ ইমরান এইচ সরকারকে, ধন্যবাদ গণজাগরণ মঞ্চকে । জয় বাঙলা
তারুণ্যের জাগরণ
বাংলাদেশ এক স্বপ্নপতাকার নাম। দীর্ঘ সংগ্রামের ইতিহাসের সঙ্গে সঙ্গে রক্তদানের ধারাবাহিকতা মিশে আছে দেশের অঙ্গে। যুগ যুগ ধরে এই দেশের মানুষ শুধু বাঁচার তাগিদে বেঁচে থাকেনি, সংগ্রাম করেছে, বিজয় অর্জন করেছে। বাংলাদেশ কেবল নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমেই আসেনি। এর পেছনে আছে দীর্ঘ মুক্তিসংগ্রাম। এই মুক্তিসংগ্রামকে অস্বীকার করার সাধ্য কারো নেই। যদি কেউ করে থাকে তবে ভেবে নিন এরা মুখোশধারি। মুখোশধারীরা প্রকৃত দেশপ্রেমিক হতে পারেনি কোনকালেই! একাত্তরের পরাজিত শত্রু পাকিস্তান বাংলাদেশ থেকে বিতাড়িত হলে...See More
নির্ভরযোগ্য তথ্য উপাত্ত সহ বই
কোন বাড়তি তথ্যের বালাই নেই, নেই অপ্রয়োজনীয় কথার ঝুলি। শাহবাগ আন্দোলন কেন জরুরী ছিলো, শাহবাগ আন্দোলন কতোটা পরিবর্তন আনতে সক্ষম হয়েছে কিংবা অদূর ভবিশ্যতে আনবে, নতুন কারও জন্য জানতে সাহায্য করবে এই বই। বইটি'র জন্য ইমরান এইচ সরকার এবং গণজাগরণ মঞ্চকে ধন্যবাদ জানাচ্ছি।
ইতিহাসের সাক্ষী
শাহবাগের গনজাগরন বাংলাদেশের ইতিহাসের একটি অংশ হয়ে গিয়েছে। এই জাগরন আমাদের ইতিহাসকে কতটা সমৃদ্ধ করেছে তা এখন বুঝতে পারছিনা, কিন্তু বিশ বছর পরের আমি পেছন ফিরে ২০১৩ সালের দিকে তাকালে দেখতে পাব এ বছরটি কাছাকাছি আর দশটা-পনেরোটা বছরের থেকে অনেক বেশি আলাদা। শাহবাগ আন্দোলনই এই পার্থক্যটা তৈরী করেছে। গোটা দেশই একটু পাল্টে গিয়েছে। এই আলাদা সময়টাকে একটু আলাদা করে ধরে রাখার প্রয়োজন ছিল। গনজাগরন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের মেধাবী পদক্ষেপের কারনে "শাহবাগ : গণজাগরণ ও ইতিহাসের দায়" বইটির মাধ্যমে সে কাজটি ...See More
গণজাগরণ মঞ্চের আন্দোলনের প্রামান্য দলিল
বাঙ্গালীর হতাশার বেড়াজাল ছিঁড়ে উঠে দাঁড়ানোর ও দ্রোহের আগুনে নিজেকে পুড়িয়ে দাবী উত্থাপনের অন্যতম এক আন্দোলনকে দেশের খ্যাতনামা বুদ্ধিজীবি ও লেখকেরা কে কোন দৃষ্টিতে দেখেছেন এই বইটি তারই সংকলন। সাথে আন্দোলনের মুখপাত্র ইমরান এইচ সরকারের ইতিহাসের দেয়ালচিত্রে লিখে যাওয়া এক অসামান্য প্রামান্য দলিল এই বইটি। প্রথম প্রকাশনা হিসেবে বইটি আরো সমৃদ্ধ ও বড় কলেবরে হতে পারতো, আসতে পারতো আরো কিছু আলোচনা ও না বলা কথা। তবু সমকালীন সময়কে ধরে রাখবার এই প্রয়াস প্রণিধানযোগ্য।
গণজাগরণ মঞ্চের আন্দোলনের প্রামান্য দলিল
বাঙ্গালীর হতাশার বেড়াজাল ছিঁড়ে উঠে দাঁড়ানোর ও দ্রোহের আগুনে নিজেকে পুড়িয়ে দাবী উত্থাপনের অন্যতম এক আন্দোলনকে দেশের খ্যাতনামা বুদ্ধিজীবি ও লেখকেরা কে কোন দৃষ্টিতে দেখেছেন এই বইটি তারই সংকলন। সাথে আন্দোলনের মুখপাত্র ইমরান এইচ সরকারের ইতিহাসের দেয়ালচিত্রে লিখে যাওয়া এক অসামান্য প্রামান্য দলিল এই বইটি। প্রথম প্রকাশনা হিসেবে বইটি আরো সমৃদ্ধ ও বড় কলেবরে হতে পারতো, আসতে পারতো আরো কিছু আলোচনা ও না বলা কথা। তবু সমকালীন সময়কে ধরে রাখবার এই প্রয়াস প্রণিধানযোগ্য।
গণজাগরণ মঞ্চের আন্দোলনের প্রামান্য দলিল
বাঙ্গালীর হতাশার বেড়াজাল ছিঁড়ে উঠে দাঁড়ানোর ও দ্রোহের আগুনে নিজেকে পুড়িয়ে দাবী উত্থাপনের অন্যতম এক আন্দোলনকে দেশের খ্যাতনামা বুদ্ধিজীবি ও লেখকেরা কে কোন দৃষ্টিতে দেখেছেন এই বইটি তারই সংকলন। সাথে আন্দোলনের মুখপাত্র ইমরান এইচ সরকারের ইতিহাসের দেয়ালচিত্রে লিখে যাওয়া এক অসামান্য প্রামান্য দলিল এই বইটি। প্রথম প্রকাশনা হিসেবে বইটি আরো সমৃদ্ধ ও বড় কলেবরে হতে পারতো, আসতে পারতো আরো কিছু আলোচনা ও না বলা কথা। তবু সমকালীন সময়কে ধরে রাখবার এই প্রয়াস প্রণিধানযোগ্য।
গণজাগরণ মঞ্চের আন্দোলনের প্রামান্য দলিল
বাঙ্গালীর হতাশার বেড়াজাল ছিঁড়ে উঠে দাঁড়ানোর ও দ্রোহের আগুনে নিজেকে পুড়িয়ে দাবী উত্থাপনের অন্যতম এক আন্দোলনকে দেশের খ্যাতনামা বুদ্ধিজীবি ও লেখকেরা কে কোন দৃষ্টিতে দেখেছেন এই বইটি তারই সংকলন। সাথে আন্দোলনের মুখপাত্র ইমরান এইচ সরকারের ইতিহাসের দেয়ালচিত্রে লিখে যাওয়া এক অসামান্য প্রামান্য দলিল এই বইটি। প্রথম প্রকাশনা হিসেবে বইটি আরো সমৃদ্ধ ও বড় কলেবরে হতে পারতো, আসতে পারতো আরো কিছু আলোচনা ও না বলা কথা। তবু সমকালীন সময়কে ধরে রাখবার এই প্রয়াস প্রণিধানযোগ্য।