User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বইঃ প্রাগৈতিহাসিক লেখকঃ মানিক বন্দ্যোপাধ্যায় ধরণঃ চিরায়ত গল্প প্রকাশনীঃ ঝিনুক প্রকাশনী মূল্যঃ ১২০ টাকা (রকমারি মূল্য ৯০ টাকা) . মানিক বন্দ্যোপাধ্যায় রচিত #প্রাগৈতিহাসিক গল্পটি বলতে গেলে ভয়াবহ এক বিভৎসতার সম্মুখীন করে পাঠকদের। বাংলা সাহিত্যের বড় গল্প সমূহের মধ্যে "প্রাগৈতিহাসিক গল্পটি তার বিভৎসতার মাধ্যমেই হয়তো জুড়ে আছে এক গুরুত্বপূর্ণ স্থান। . গল্পের প্রধান চরিত্র হচ্ছে #ভিখু নামক এক ডাকাত। মানুষ হত্যা করতে এতটুকু হাত কাঁপেনা ভিখুর, বরং সে উপভোগ করে এক পৈশাচিক আনন্দ! স্ত্রীর সামনে স্বামীকে বেঁধে মারলে স্ত্রী যে আর্তনাদ করে সেটা বেশ লাগে তার! মায়ের চোখের সামনে ছেলের শরীর থেকে রক্তের ফিনকি ছুটলে মায়ের সে গগনবিদারী চিৎকারেও পায় সে অনাবিল আনন্দ!! এইতো, এখন ভিখু বলতে গেলে অথর্ব! কিন্তু... বৈকুণ্ঠ সাহার মেঝভাইটার গলা যে সে এক কোপে দু-ফাঁক করে দিয়েছিল, সেই দৃশ্যটি কল্পনা করে বেশ পুলক অনুভব করে ডাকাত_ভিখু! মেয়েমানুষের প্রতিও তার খুব আকর্ষণ! . হ্যাঁ, সেই নির্দয় ভিখু এখন মোটামুটি পঙ্গুই বলা যায়। ডানহাত টা তার শুকিয়ে ঝুলে রয়েছে। ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল। কাঁধে বর্শার খোঁচা লেগে ধীরে ধীরে এখন এই অবস্থায় সে। পেহ্লাদ নামক বন্ধুর আশ্রয়ে ছিল তখন আহত ভিখু। দারুণ কষ্ট ভোগ করতে হয়েছিল তাকে। কাঁধটা বলতে গেলে পঁচেই গিয়েছিল, ঘা হয়ে সে এক জঘন্য অবস্থা! লাল পিঁপড়া বাসা বাঁধতে লাগল সেই ঘায়ে.... বিষাক্ত রস শুষে নেয়ার জন্য নিজেই জোঁক ধরে ঢেলে দেয় নিজের কাঁধে..... বাঁচার বলতে গেলে আশাই ছিলনা তার, কিন্তু কিভাবে কিভাবে যেন বেঁচে গেল সে! তারপর..... সেই ভিখু এখন ভিক্ষুক। বড়লোক হওয়ার স্বপ্ন দেখা ভিখু এখন বিন্নু মাঝির চালাটার নিচে চুপচাপ শুয়ে থাকে। বড়বাজারে ভিক্ষা করে। তবে এখন কি সেই নির্দয় ভিখু কৃত পাপের জন্য অনুতপ্ত?...... এখন তো আর সেই পৈশাচিক কাজ গুলো তার পক্ষে করা সম্ভব নয়, সে যে অথর্ব! কিন্তু............. . বড়বাজারের মুখেই এক ভিখারিনী বসে। বয়স বেশী নয়। দেহের বাঁধনও বেশ! কিন্তু একটা হাঁটুর নিচ থেকে পা পর্যন্ত থকথকে ঘা। চিকিৎসা করালে সেরে যাবে কিন্তু এই ঘা-টাই তার ভিক্ষার সম্বল, তাই আর সারায় না! যাইহোক, চোখ পড়ে এই ভিখারিনীর দিকে ভিখুর। কিন্তু পঙ্গু ভিখু তেমন পাত্তা পায়না তার কাছে। ভিখারিনীর নাম #পাঁচী পাঁচীর মাধ্যমেই পরিচয় হয় #বসির নামের আরেক লোকের সাথে। পাঁচী মনে হয় এই লোকটার সাথেই ঘর করবে। এই ভিক্ষার বাজারে বেশ পয়সা আছে বসিরের! ভিখু মনে মনে হয় ক্ষিপ্ত! এরমধ্যে রোজগার একেবারেই কমে যায় ভিখুর। এই শহর ছেড়ে অন্য শহরে গেলে হয়তো কিছু আয় হবে কিন্তু পাঁচীকে রেখে শহর ছেড়ে যেতে মন চায়না তার!!! প্রেম! নির্দয় ভিখুর মনে প্রেমও আছে???? . কিন্তু পাঁচী যে তাকে পাত্তা দেয়না, তবে?...... . অমাবস্যার অন্ধকারেওভরা আকাশ জুড়ে তারারা ঝিকমিক করছে.... উঠে দাঁড়ায় ভিখু.... কোথায় যাচ্ছে সে...... আরেকটি ইতিহাস রচনায় হয়তো....... . #পাঠপ্রতিক্রিয়াঃ বাংলা সাহিত্যের অঙ্গনে বিচিত্র ধারা নিয়ে আসতে মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা গুলো জুড়ে আছে এক অন্যতম স্থান। #প্রাগৈতিহাসিক তার তেমনই এক অনন্য সৃষ্টি। গল্পটিতে বিভৎসতার কোন অন্ত নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে গল্পের শেষে হঠাৎ করেই গল্পটা যেন হয়ে ওঠে প্রেম-কাহিনী! গা শিরশির করা এই গল্পটি পড়লে বেশ অবাক হবেন বলেই আমার ধারণা। তাই...... পড়তে পারেন। হ্যাপি রিডিং :)
Was this review helpful to you?
or
বাংলা সাহিত্যের অন্যতম মার্কসবাদী সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়।নির্দোষ সন্ধানে তিনি আবিষ্কার করেছিলেন জীবনসত্য।এই জীবনসত্য তার দক্ষতায় হয়ে উটেছে শিল্পসত্য।এই জীবনসত্য এর শিল্পসত্যের রুপান্তর হয়েছে তার প্রাগৈতিহাসিক গল্পগ্রন্থে... প্রাগৈতিহাসিক গল্পগ্রন্থে নয়টি ছোট গল্পের সংকলন প্রাগৈতিহাসিক,চোর,যাত্রা,প্রকৃতি ,ফাসি,ভূমিকম্প,অন্ধ,চাকরি ,মাথার রহস্য। প্রাগৈতিহাসিক গল্পে দেখা যায় দুর্ধর্ষ ডাকাত ভিখু ডাকাতি করতে গিয়ে আহত হয়।বিনা চিকিৎসায় কেবল প্রবল ইচ্ছাশক্তির জোরে সে ম্রতে ম্রতে বেচে ওঠে কিন্তু তার ডান হাতটি অকেজো হয়ে যায়।এরপর শহরে এসে ভিক্ষা করা সুরু করে।কিন্তু তার স্বভাবের পরিবর্তন হয়না।পথিককে গালি দেয়।দোকানিকে মারতে যায়।নারীদের বিরক্ত করে।সেই সাথে তার অতীতের উদ্দাম জীবনের জন্যে হাহাকার করে।এতিমধ্যে তার পরিচয় হয় ভিখারীনি পাচী এর সাথে।কিন্তু পাচী আরেক ভিক্ষুক বশির এর স্ত্রি।পাচী বশিরের স্ত্রী এটা মানতে পারেনা ভিখু।প্রস্তাব দেয় পাচীকে কিন্ত প্রত্যাখ্যাত হ্য।এরপর একরাতে বশিরকে হত্যা করে ভিখু।এবং পাচীকে নিয়ে যাত্রা করে সদরে।...প্রাগৈতিহাসিক হচ্ছে ইতিহাসের পূর্বের কথা।মানুসের সংগ্রাম,অস্তিত্ব রক্ষার চেষ্টা ও দেহজাত আখাঙ্খার ইতিহাস।গল্পে ভিখু চরিত্রের মাধ্যমে লেখক সেই সত্যকে তুলে ধরেছেন চোর গল্পটিতে মধু চোর এক বরশার রাতে চুরি করতে যায় রাখালের বারিতে।কিন্তু চুরি করে ফিরে আসার পর দেখে তার স্ত্রী কাদু ও চুরি হয়ে গেছে।কাদুকে চুরি করেছে রাখালের ছেলে পান্না।......তার তখন মনে হয় এই জগত সংসারের সবাই চোর এর পরের গল্প যাত্রা।এখানে দেখা যায় দরিদ্র পিতার কন্যা ইন্দু এর বিবাহদিন এর বিভিন্ন ঘটনা এবং তার শশুরবাড়ীতে যাত্রা।এই গল্পটি মুলত যোতুকপ্রথার নিশঠুরতা,লোভী বরপক্ষের নির্মমতা,নারীর প্রতি অবহেলার বেদনাদায়ক চিত্র। প্রকৃতি গল্পে লেখক শ্রেনী দ্বন্দ্বময় মানসিক সংকটকে স্পষ্ট করেছেন অম্রত চরিত্রের মাধ্যমে। পরের গল্প ফাসি।এ গল্পে ফাসিপ্রাপ্ত আসামী গণপতির স্ত্রীর মানসিক সংকটকে তুলে ধরা হয়েছে ভূমিকম্প একটি মনস্তাত্মিক গল্প যেখানে গল্পের নায়ক প্রসন্ন এক ভূমিকম্পের রাতে শারিরীকভাবে আহত হয়না কিন্তু মানসিক ভাবে আহত হয় অন্ধ গল্পে বাহ্যদৃষ্টির চাইতে লেখক অনেক গুরুত্তপুন বলেছেন অন্তরদৃষ্টি কে। রূঢ় কঠিন বাস্তবতা ও জীবন সংগ্রামের অপূর্ব চিত্র চাকরি গল্পটি সর্বশেষ গল্প মাথার রহস্য।মানব মস্তিস্কের অমীমাংসিত এক রহস্য নিয়ে রচিত হয়েছে গল্পটি। সমাজের সর্বহারা শ্রেণীর নরনারী নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় তার লেখাকে ফুটিয়ে তুলেছেন অপূর্ব শৈল্পিক সুষমায় ।যারা ভিক্ষা করে,চুরি বা ডাকাতি করে বেচে থাকে তাদের কথা বলেছেন তার লেখায়