User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা RF-07-029 দান্তে আর ফারনার্ড মন্ডেগো দুই নাবিক ছিল ঘনিষ্ট বন্ধু। মন্ডেগো ভেবেছিল জাহাজের পরবর্তী ক্যাপ্টেন সে-ই হবে, কিন্তু হয়ে যায় দান্তে। তার জাহাজের ক্যাপ্টেন হয়ে যাওয়া মন্ডেগো মেনে নিতে পারে না। এডমন্ড দান্তেকে মিথ্যে একটি চিঠি দিয়ে ফাসিয়ে দেয়া হয়। রাষ্ট্রদোহী বলে বিয়ের আসর থেকে পাঠিয়ে দেওয়া হয় ফ্রান্সের সবচেয়ে ভয়ংরতম কারাগারে। যে কারাগার থেকে কেউ জীবিত ফেরে না। শোকে পাথর দান্তের পরিচয় ঘটে বৃদ্ধ বুদ্ধিমান পাগল 'ফারিয়া'র সাথে। ফারিয়া ছিল নেপোলিয়নের সেনাবাহিনীর একজন সৈনিক।আব্বে ফারিয়া’র কাছ থেকে এডমন্ড লেখাপড়া এবং অস্ত্র চালনায় পারদর্শী হয়ে ওঠে। ফারিয়ার কাছ থেকে জানতে পারে "মন্টেক্রিস্টোর গুপ্তধন" সম্পর্কে। ধীরে ধীরে কেটে যায় ৬ বছর।মারা যায় ফারিয়া। ফারিয়ার কফিনে ডুকে পালিয়ে যায় দান্তে। সাথে করে কারাগার থেকে নিয়ে যায় পিতার আর্শিবাদ আর গুপ্তধনের নকশা.... তারপরই শুরু হয় এক ভয়াবহ প্রতিশোধের খেলা!!! যা বই না পড়লে আপনি কল্পনাও করতে পারবেন না... পাঠ প্রতিক্রিয়াঃ ♦ উপন্যাসের সবচয়ে সুন্দর অংশ হচ্ছে এর শেষ ভাগটা। এরচে সুন্দর শেষ আর কি ই বা হতে পারতো! ♦ এই পৃথিবীতে সত্যই চিরস্থায়ী। সত্যের আলো জ্বলবেই। মিথ্যার ভিত্তির উপর দাড়ানো যেকোন জিনিস একদিন না একদিন ধ্বংশ হয়ে যাবেই। ♦ আর যে বার্তাটি কাউন্ট অব মন্টিত্রিস্টো দিয়ে গেছেন সেটিই ভীষণ দামি- '‘যত বিপদেই পড়ো না কেন, আশা ছাড়া উচিৎ নয়। প্রয়োজন সুসময়ের জন্য অপেক্ষা করা। সুসময় নিশ্চয়ই আসবে।’'..... কাউন্ট অব মন্টিক্রিস্টো কে বলা হয় আলেক্সজান্ডার দ্যুমা'র অন্যতম সেরা সৃষ্টি। এটা তিনি লেখেন ১৮৪৪ সালে। কিন্তু দেড়’শ বছরের বেশী সময় কেটে গেলেও আজও বইটি পাঠক চাহিদায় সমুজ্জ্বল.....!
Was this review helpful to you?
or
গল্পের নায়কের নামেই বইটা । তবে আসল নাম এডমণ্ড দান্তে । জীবনের খুব শুরুতেই যাকে প্রতিহিংসার স্বীকার হয়ে কাটাতে হয় এক ঘোর অন্ধকার সময় । তারপর ? হাল ছেড়ে দেয়া নয়, বাঁচতে শেখার, টিকে থাকতে লড়াই করতে শেখার এক অভিনব চরিত্র । যদিও ভাগ্যও সহায় ছিল কিছুটা পরবর্তী সময়ে, কিন্তু একাগ্রতা, চেষ্টা, অধ্যাবসায়, সূক্ষ্ম বুদ্ধির প্রয়োগ তাকে নিয়ে যায় এক অনন্য উচ্চতায় । এক কথায়, একই বইয়ে জেলখানা থেকে পালানোর পরিকল্পনা-প্রয়োগ, গুপ্তধন উদ্ধারের রোমাঞ্চ, শত্রুদের প্রতি প্রতিশোধ নেয়ার দারুণ সব পদ্ধতি.....এতোকিছু একসাথে এর আগে পাইনি! তাই বইটার সবচেয়ে ভালো রিভিউ হয় বইটা পড়ে ফেলা! যারা পড়েননি, কোনো রকম দ্বিধা ছাড়াই ধুমধাম পড়ে ফেলতে পারেন