User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আহমেদ রাজু এই সময়ের একজন শক্তিমান কবি, তার কবিতার ভাষা স্পষ্ট, তার কলম ভীষণ প্রতিবাদী। তার প্রথম কবিতার বই কাব্য মায়া পড়লাম। এই বইয়ের প্রত্যেকটা কবিতায় সরলতা, উপমার গভীরতা, বাক্যের মাধুর্যতা লক্ষ্য করেছি। এক অবর্ণনীয় মুগ্ধতায় শেষ করেছি। এই বই বাংলা কাব্যসাহিত্যে গুরুত্বপূর্ণ স্বাক্ষর রাখবে এটা আমার বিশ্বাস। কবির জন্যে শুভ কামনা। কাব্য মায়া ছড়িয়ে পড়ুক সর্বত্রে..
Was this review helpful to you?
or
ভালো লাগছে কাব্য মায়া প্রতিটি কবিতা, তবে এতো লম্বা লম্বা কবিতা কবি লিখলো কেমনে সরাসরি দেখা হলে জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। লেখক এর ধৈর্য্য আছে বলা যায়। ধৈর্য্য আছে বলে হয়তো উনি কবি আজ।কবি আর কবিতা দুটোই পরিপূরক। কবিতার ভেতর হারিয়ে যেতে বাধ্য পাঠক।তবে লেখক আরও উন্নতি দরকার আছে লেখায়। শুভ কামনা
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই যা বইটা পড়ে মনের অবস্থা খুব ভালো ভাবে অনুভব করা যায়। আপনার প্রিয় মানুষ কে গিফট করতে পারেন নিজের সংগ্রহে রাখতে পারেন।
Was this review helpful to you?
or
এক কাপ চা কবিতা পড়ে, সম্পূর্ণ বই পড়ার আগ্রহ জেগেছিল। আলহামদুলিল্লাহ্ হতাশ,হইনি প্রতিটা কবিতা। প্রতিটা লাইন মুগ্ধ করেছে আমায়। কবিতা প্রেমী কোনো পাঠক আশা করি বইটি পড়ে অবশ্যই মুগ্ধ হবেন।
Was this review helpful to you?
or
**বই পরিচিতি** বই:কাব্য মায়া জনরা: কাব্যগ্রন্থ লেখক : আহমেদ রাজু প্রকাশক:এম,উসমান প্রথম প্রকাশ:একুশে বইমেলা ২০২৫ প্রচ্ছদ:রেহনুমা পৃষ্ঠা :৮৮ *লেখক পরিচিতি : আহমেদ রাজু, জন্ম চট্টগ্রাম বিভাগের পটিয়া উপজেলা। পিতা : আব্দুর রহিম, মাতা:শামসুর নাহার। তিনি কবিতার পাশাপাশি ছোট গল্প, উপন্যাস ও প্রবন্ধ লিখেন।লেখালেখির হাতেখড়ি স্কুল জীবন থেকেই।কর্মজীবনে একজন শৌখিন পাখি পালক ও ব্রিডার হিসেবে রয়েছে বেশ ভালো পরিচিতি। *উৎসর্গ: অক্সিজেন ও কলিজা নামক, আমার দুই পৃথিবীকে... *বইটির প্রিয় কিছু লাইন: আমি কবি, কবির ছন্দ তোমার এই রূপ -প্রতিরূপ। যাকে নিয়ে লিখা চায় অজস্র কবিতা, এই উন্মাদ তৃপ্ত হিয়া যতবার যা-ই তোমার রূপের আলিঙ্গন। যদি কখনো আমায় তুমি আধটুকু ভালোবেসে দেখ,সুখে ধরে সুখী হব তোমার প্রেম বাসনায়। “স্বপ্ন চিরসুখ আছে সবি দু’ হৃদয় ডায়রির পাতায় জমা, হৃদয়ে চাওয়া চোখে মিলতি...; ভালোবাসার পরেও প্রহর দু’ হৃদয় এক সুখ চারিত।” এমন অসাধারণ লিখা রয়েছে যা পাঠকের হৃদয় স্পর্শ করবে। *বইয়ের মূল কাহিনি: কাব্য মায়া নামটি শুনলেই মনের মধ্যে একটা মায়া মায়া কাজ করে। কবি আহমেদ রাজু তার কবিতায় তার সেই মায়াবী কে তুলে ধরেছেন। সেই মায়াবী কে ঘিরেই তার সমস্ত ভালোবাসা ভালো লাগে তার কবিতায় ফুটিয়ে তুলেছেন। যা আমাদের সবার জীবনের সাথে মিলে যায়। লেখকের একেকটা কবিতা একেকটা গল্প অফুরন্ত ভালোবাসা মায়া লুকিয়ে রয়েছে। *বইটি কেনো পড়বেন: ভালোবাসা কে অনুভব করতে, ভালোবেসে ভালোবাসার মানুষটিকে নিজের করে রাখতে জানতে এবং কাব্য মায়ার মায়াবীর প্রেমে পড়ে তাকে আগলিয়ে রাখতে। যারা রোমান্টিক কবিতা পছন্দ করেন তারা এই পড়টির প্রেমে পরে যাবে।কবি তার কবিতায় বাস্তবতার রূপ তুলে ধরার চেষ্টা করেছেন। *ব্যক্তিগত মন্তব্য: সত্যি বলতে লেখক (আহমেদ রাজু) "কাব্য মায়া" বইটি পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। তার কবিতায় ভালোবাসা, মায়া,স্মৃতি, ইত্যাদি তুলে ধরেছেন। যা একজন পাঠক কে আকর্ষণ করবে।যদি কখনো একটু ও ভালোবাসো আমায় সুখি আমি তোমার প্রেম বাসনায়... মোট কথা সবমিলিয়ে অসাধারণ একটি কব্যগ্রন্থ কাব্য মায়া। আমাদের ভালোবাসা বেঁচে থাকুক কবিতার মাধ্যমে ছন্দে মিলনে....
Was this review helpful to you?
or
বইয়ের নাম কাব্যমায়া দেখে বইটা কিনেছিলাম।হাতে পেয়ে কবিতার বই আর নতুন লেখকের হওয়াতে তেমন আগ্রহ হয়নি পড়ার। সূচিপত্র দেখে কয়েকটি কবিতা পড়ে ভালো লাগাতে সমস্ত কবিতা একে একে পড়ি।কয়েকটি কবিতা ছাড়া কম বেশি সব কবিতায় ভালো লেগেছে। কিছু ক্ষেত্রে কবিতা পড়তে পড়তে মনে হলো এই কবিতা গুলো আসলেই অনবদ্য। কিন্তু কিছু কবিতা একেবারেই মেয়েলি টাইফে। সব কিছু মিলিয়ে বলা যায় দারুণ একটা বই। লেখকের পরবর্তী বইয়ের জন্য অপেক্ষা রইলাম। কবিতার জন্য থ্রি স্টার দিয়েছি।
Was this review helpful to you?
or
এটা যে আপনার প্রথম বই বোঝাই যাচ্ছে না বই পেয়ে আমি ২২ টা কবিতা পড়েছি তারমধ্যে কয়েকটা ৪/৫ বার করেও পড়েছি এক কথায় অসাধারণ। পাঠকদের উদ্দেশ্য বলবো আপনারা নিতে পারেন হতাশ হবেন বা ইনশাআল্লাহ।
Was this review helpful to you?
or
বইটা হাতে আসার পর নিয়ে শুরু করলাম। একবারে জন্য মনে হলো না এটা লেখকের প্রথম বই, এতো সুন্দর লেখনী অসাধারণ। ফেসবুকে লেখকের সাথে এডড থাকায় কিছু কবিতা পড়লাম ভালো লাগলো রকমারি থেকে অর্ডার করে নিছিলাম। বইয়ের প্রতিটি শব্দ মনে জরিয়ে থাকার মতো। আপনারা সংগ্রহ করতে পারেন কোন দ্বিধা ছাড়া।
Was this review helpful to you?
or
খারাপ ভালো মিলিয়ে নতুন বই হিসেবে কবিতা গুলো একেবারেই সাদামাটা মনে হয়নি। পাকা হাতের লেখা।আবেগ এর নতুনত্ব আর ভালো লেগেছে সাধারণ ভাবে শব্দ ও ছন্দে র তাল মিলিয়ে লিখতে পেরেছেন তাই। সংগ্রহ ও কবিতা পড়ার মতো একটি বই কাব্যমায়া।নামের সাথে মায়া যেমন আছে তেমন কবিতা তে ও। পুরোপুরি ভালো বা আবার খারাপ ও বলবো না।
Was this review helpful to you?
or
অসম্ভব ভালো লাগার মতো কবিতা অনেক দিন পর তৃপ্তির ঢেঁকুর তুলে কবিতা পড়ে সন্তুষ্ট হলাম।প্রতিটা কবিতা অসম্ভব রকমের ভালো লেগেছে। মায়া,ভালোবাসা আর অনুভূতির অদ্ভুত রকম ভালো লাগা সবই আছে এই কাব্যমায়া বইয়ের প্রতিটি কবিতা তে। গদ্য আর পদ্য মিলিয়ে লেখা প্রতিটি কবিতা তে খুঁজে পাওয়া যায় এক অন্য রকম অনুভূতি। কল্পনায় চলে যেতে বাধ্য কবিতার সাথে কবিতার কথার ধারার পাতায় পাতায়। এই ধরনের কবিতার বই প্রত্যেক কবিতা পড়ুয়া ও কবিতা প্রেমিকদের পড়া। ধন্যবাদ দিতে বাধ্য হলাম লেখক / কবি কে।কারণ উনি আমার মতো একজন কবিতা প্রেমিককে এমন অসা কিছু কবিতা উপহার দেওয়াতে।বইয়ের কোয়ালিটি ৮/১০। কবিতার রেটিং ৭/১০
Was this review helpful to you?
or
কবিতার প্রেমে পড়ে কবিতাকে ভালোবেসে ভালোবাসায় ডুবন্ত হওয়া যায় এমন কবিতা হলো কাব্য মায়া।ফেসবুক পোস্ট আর কয়েকটি কবিতা পড়ে এই বইটি নিতে আগ্রহ জাগে।প্রথম দাম বেশি হওয়াতে ভয় হয় দুইশ টাকা প্লাস বইয়ের দাম।কিন্তু আমাকে মোটেই হতাশ করেনি কাব্যমায়া।প্রতিটি কবিতায় প্রাণ আছে। কবিতাগুলো পড়তে পড়তে একবার ও মনে হয়নাই এইটা কবির প্রথম কবিতার বই।তবেই কিছু শব্দের মিসটিক আছে আর কিছু লাইনে এলোমেলো বাদে বাকী সব কিছু ৯/১০ দেওয়া যায়। প্রেমিক/ প্রেমিকা, স্বামী স্ত্রী সবাই কে আর্কষণ করার মতো সব রসায়ন রয়েছে এই কবিতা বইয়ের। লেখক যথেষ্ট পরিপক্ব লেখকশৈলী পাশাপাশি ক্লাসিক কবিতার মতোই লিখেছেন। এবং যথার্থ চেষ্টা করেছে।ক্লাসিক ও আধুনিক সব কিছু মিলিয়ে এই কাব্যমায়া বইটি আমার ব্যাক্তিগত ভাবে দারুণ ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
লেখক আহমেদ রাজু লেখা কবিতাগুলো হৃদয়ের গহীনে জমা সুপ্ত অনুভূতি থেকে সৃষ্টি করেছেন। কবিতা পড়ে আপনার মনে হবে, বইয়ের প্রচ্ছদের মতোই কবিতাগুলো বেশ ভালো হয়েছে। কি অসাধারণ শব্দের গাঁথুনি! আমিতো রীতিমতো মুগ্ধ হয়ে পড়ে গেলাম। যখনই কোনো কবিতা পড়া শেষ হয়, পরক্ষণে সেটা আবারও পড়ি। শব্দ, বাক্যে প্রাণ আছে। এই কবিতাগুলো বারবার পড়ার পরও একঘেয়ে অনুভূতি আসবে না। সামনে এমন কবিতার বই আরো আসুক। তেমনটাই চাওয়ার থাকলো। দুআ ও শুভকামনা।
Was this review helpful to you?
or
#বুক_রিভিউ 'আজ কি লিখব আমি এই কবিতা লিখার প্রয়োজনে, আমি তো কোনো কবি নই; তবে কবির চাইতে কোনো অংশে কম না। আমার মন কবি, কবি আমার অন্তরের প্রকৃতি'। ... — এই ধরনের কথা যিনি লিখতে সক্ষম হন তিনি তো কবিই। কাব্য মায়া বইটির প্রচ্ছদ শুরু থেকে আগ্রহ জাগিয়েছে তুমুল ভাবে। বইটি পড়ে হতাস হইনি মোটেও। কবির শব্দ মাধুর্য খুবই মৃদু ও আবেগমাখা। আমি মূলত লম্বা কবিতা পড়তে তেমন একটা পছন্দ করি না! কিন্তু পড়তে শুরু করলে ভালো লাগা ও আগ্রহের যে ব্যাপারটা সেটা হলে তো আটকে থাকা যায় না। কাব্য মায়া বইটি সাজানো হয়েছে অধিকাংশ বড় বড় কবিতার সমন্বয়ে। রোমান্টিক কবিতার এক অন্য মাত্রার সংযোজন ঘটেছে বইটিতে। 'আমার বিকেলে আসতে পারে তোমার হাতের এক কাপ চা, আমি বান্দা দাঁড়িয়ে থাকব বারান্দায়, মেহেদি রঙে রাঙানো হাতের ছোঁয়া লাগাব— চায়ের কাপটা আমার হস্তে নিতে। ... এই যে "আমি বান্দা দাঁড়িয়ে থাকব বারান্দায়" এই লাইটা কেমন জানি অদ্ভুত তাই না? আবার অন্য জায়গায় কবি লিখেছেন— "আমার তীব্র থেকে তীব্রতর অনুভূতি যে মানুষটি অনুভব করবে, সেই মানুষটি আমার হোক। আমার সূক্ষ্ম তন্তুর কাপড়ের গন্ধে হোক বা আমার শরীরের গন্ধে যে মানুষটি ব্যাকুল বসন্তের ঘ্রাণ পাবে সেই মানুষটি একান্তই আমার হোক"। ... রোমান্টিক কবিতার তৃপ্তি মেঠাতে আর কি চাই। পাঠক যদি কবিতা পড়ে বইয়ের লাইনের সাথে সাথে কল্পনায় তা এঁকে যেতে পারেন, এটাই স্বার্থকতা তথা বই পড়ার মজা। কিছু কবিতা আছে সেগুলো আলাদা ভাবে না বললেই নয়! • এক কাপ চা • ভালোবাসার কবি • প্রেম আলিঙ্গন • হে কর্ণফুলী • আজ শুক্রবার • উৎসর্গ • মায়া • ভয় • শোক • আমার হলে না • সেই মানুষটি আমার হোক/ আরোও। বইয়ের রেটিং প্রসঙ্গতে আমি দুইভাবে রেটিং দিব। ১/ বই/প্রকাশনা প্রোডাকশন ১০/০৯ ২/ লেখকের লিখনি ১০/৮.৮ ▫️নতুন/পুরাতন সব বয়সি পাঠকের জন্য বইটি তৃপ্তির কারন হতে পারে বলে আমার বিশ্বাস। সহজ কথামালায় বইটিতে দারুন এক মায়া আছে যা প্রেমিক মনে নতুন ভাবনার সঞ্চার করবে। অপ্রেমিদের প্রেমের ঝোক বাড়াবে। [সুখপাঠ্য] বই: কাব্য মায়া লেখক: Ahemmad Raju প্রচ্ছদ: Rehnuma Noor ধরন: কবিতা প্রকাশক: এম. উসমান প্রকাশনী: স্বরবর্ণ প্রকাশনী ছবি ও রিভিউ: Robi Ahmed Talukder