User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এক কথায়, আপনার পড়া শ্রেষ্ঠ সায়েন্স ফিকশন এর শিখরে থাকবে নিঃসন্দেহে।
Was this review helpful to you?
or
khub e emotional hoye jaben boita shes korar somoy, ei dhoroner romantic science fiction first porlam
Was this review helpful to you?
or
নিও অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটির দিকে। অদ্ভুত সুন্দর লাগছে মেয়েটিকে। যখন মেয়েটির কণ্ঠ শুনল এবং নাম জানতে পারল নিহি, তখন আরও বিস্মিত হলো সে। একজন মেয়ের কণ্ঠ এত সুন্দর হয় কিভাবে? এত সুন্দর যে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে, ইচ্ছে করে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে। হারিয়ে যেতে দুরে, অনেক দুরে, লাল, নীল কিংবা সবুজ লিপিল নামক গ্রহ-উপগ্রহে। এদিকে নিওকে গোগোর হাত থেকে বাঁচাতে মরিয়া হয়ে উঠে নিলি। একটার পর একটা কৌশল অবলম্বন করতে থাকে সে। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠে না। লিপিলের অধিবাসীদের কাছে ফাঁস হয়ে যায় তার চতুরতা। আইন ভঙ্গের অপরাধে কাঠগড়ায় দাঁড়াতে হয় নিহিকে। ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে তার জন্য।শেষ পর্যন্ত কি ঘটেছিল নিও আর নিহির জীবনে? আবার কি তারা ফিরে পেয়েছিল আনন্দ আর ভালবাসায় ভরা রঙিন জীবন। নাকি তারা হারিয়ে গিয়েছিল দূর মহাশূন্যের নিকষ কালো অন্ধকারে?/ লেখক পরিচয়: সাম্প্রতিক সময়ে বাংলা সাহিত্যে যে সকল কথাসাহিত্যিক অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছেন তাদের মধ্যে মোশতাক আহমেদ অন্যতম।বর্তমানে বাংলাদেশ পুলিশে পুলিশ সুপার (এস পি) পদমর্যাদায় তিনি সুদানের দার্ফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের হেডকোয়ার্টারসে পর্যবেক্ষক পুলিশ হিসাবে দায়িত্বরত আছেন।মোশতাক আহমেদের লেখালেখির শুরু হয় ছাত্র জীবন হতে। তার প্রকম বই 'জকি' প্রকাশিত হয় ২০০৫ সালে। জীবনধর্মী এই বইটি প্রকাশের পর তিনি ঝুকে পড়েন সায়েন্স ফিকশনের দিকে। রোরটিজম, ক্লিটি ভাইরাস, নিহির ভালবাসা, লাল শৈবাল, ক্রিকি, পাইথিনের মত দুর্দান্ত সায়েন্স ফিকশনগুলো তাকে সায়েন্স ফিকশন জগতে শক্ত ভিত তৈরী করে দেয়। মহান স্বাধীনতা অর্জনে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানী মিলিটারি রাজারবাগ দখল করার চেষ্টা করলে রাজারবাগের পুলিশ এবং পাকিস্তানী মিলিটারিদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তার উপর তিনি 'মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ' নামে একটি ডকুমেন্টারি তৈরি করেন। বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে নির্মিত ডকুমেন্টারিটি ২০১৩ সালের মার্চ মাসে মুক্তি পাবে।/বই নিউজ টুয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে সায়েন্সফিকশন কি চিরায়ত সাহিত্য হয়ার সম্ভাবনা আছে কি না এই প্রশ্নের জবাবে মোশতাক আহমেদ বলেন, “ আসলে চিরায়ত সাহিত্যটা কিভাবে আমরা সংজ্ঞায়িত করব সেটা একটা বড় বিষয়। যেমন জুলভার্নের ‘রহস্যের দ্বীপ’ সেটা যখন ২০০ বছর আগে যেভাবে লিখেছিলেন এখনো ২০০ বছর পরেও ঠিক সেভাবেই চলছে। সায়েন্সফিকশন কতটা চিরায়ত হবে বা হবে না সেটা এই মুহুর্তে বলতে পারব না। তবে সায়েন্সফিকশনের জনপ্রিয়তা বাড়ছে এবং দিনে দিনে জনপ্রিয়তা বাড়বে এটা আমি নিশ্চিত করে বলতে পারি। কারণ বিজ্ঞান এখন মানুষের জীবনের সাথে অত্যন্ত সম্পৃক্ত হয়ে গেছে। এখন কম্পিউটারের যুগ বিশ ত্রিশ বছর পর আসবে রোবটের যুগ। রোবটের যুগ হয়তো ৫০ বছর ৫০০ বছর ১০০০ বছরের মতো থাকবে। আজকের সায়েন্সফিকশন হয়তো আগামী ১০০০ বছর টিকে থাকবে।”
Was this review helpful to you?
or
The story was good but the title was "alochito". Jei boi er title dekhto vabto love story
Was this review helpful to you?
or
বই এর রিভিউ দেখে পাগলা হয়ে কিনলাম কিন্তু মনটাই খারাপ হয়ে গেল ।।লেখক সাইন্স ফিকশন লেখছেন নাকি লাভ স্টোরি......লাভ স্টোরিতেও মনে হয় এক মেয়ের বর্ননা গোটা ৫০ পৃষ্ঠা জুড়ে থাকে না ...গল্প টা হয়ত খারাপ না কিন্তু একই বর্ননা বার বার ...সাইন্স ফিকশনের সাথে যায় না ...আর সত্যি কার অর্থে সাইন্স ফিকশন টাও ...সাইন্স এর মান দন্ডে একে বারে খুব ভাল না ............... যেহেতু অনেকে ভাল রিভিউ দিয়েছে সেহেতু আমার মতামত বলব মোটা মোটি...একটা গল্প হয়ছে ...।মোটেও ভাল সাইন্স ফিকশন হয় নি ...আর একই কথার পুনরাবৃত্তি খুবই বেশি
Was this review helpful to you?
or
বন্ধুদের কাছ থেকে এই বইটির কথা প্রথম শুনেছিলাম,ওরা বলেছিল এই বইটা পড়ে আমরা সবাই কেঁদেছি পড়লে তুই ও কাঁদবি।জানতাম পড়লে কাঁদবো তাই দাঁতে দাঁত চেপে মনটা শক্ত করে পড়েছিলাম কিন্ত লেখকের সুনিপুন দক্ষতায় মোহিত স্বর্ণজালে কবে যে আমার দুচোখ সেদিন ভিজেছিল ভাবতে পারিনি।সত্যি মোশতাক আহমেদের এই বইটি আমার পছন্দের বইয়ের প্রথম সারিতেই রাখতেই হয়!
Was this review helpful to you?
or
অসম্ভব সুন্দর একটি বই। লেখক যান্ত্রিকতার সাথে মানবিকতা এমন সুনিপূনভাবে মিশিয়েছেন যে যেকোন মানব হৃদয় গলে যাবে। আমার পড়া সেরা বইগুলোর মধ্যে একটি। যদি ৩টি বইয়ের নাম বলতে আমাকে বলা হয় তার মধ্যে নিহির ভালবাসা থাকবে। আরো চমৎকার কিছু সায়েন্স ফিকশনের অপেক্ষায়।
Was this review helpful to you?
or
-আচ্ছা, হুমায়ূন আহমেদের সায়েন্স ফিকশন কেমন লাগে? -অসাধারণ! -আর জাফর ইকবালের? -ওনারটাও বেশ ভালো লাগে । তাহলেতো আর কথাই নেই। হুমায়ূন-জাফর সাহেবদের সায়েন্স ফিকশনের মধ্যে একটা সাধারণ ব্যাপার হল যতই যন্ত্র নিয়ে আলাপ হোক না কেন, পরিশেষে মানবিকতার জয় হয়। সত্যি বলতে, কাহিনীর এইরকম একটা ঝটকার জন্যই অবচেতন মন অপেক্ষা করে থাকে। আসলে একেবারে খাঁটি আর কটমটে সায়েন্স ফিকশন পড়তে আর কয়জনের ভালো লাগে! "নিহির ভালোবাসা"ও সেই অর্থে কোন খাঁটি সায়েন্স ফিকশন নয়। এই গল্পে বর্ণিত মানব-মানবীর ভালবাসার অপ্রাপ্তির হাহাকার যেন ভালোবাসাটাকেই আরও কয়েকগুণ ভালবাসতে শিখিয়েছে। মনকে প্রবলভাবে নাড়িয়ে দেয়ার মত এত অসাধারণ ভালোবাসার অনুভূতি আমি অনেক খাঁটি প্রেমের গল্পেও পাইনি। আর ঠিক এখানেই লেখকের কেরামতি! ভালোবাসার সবটুকু নির্যাস লেখক সুচারুভাবে ঢেলে দিয়েছেন কিন্তু কোথাও সায়েন্স ফিকশন ব্যাপারটা অবহেলিত ছিল না। -বইটি পড়ে কেমন লেগেছে? -শুধু এতোটুকুই বলব যে আমি বাজি ধরে বলতে পারি "নিহির ভালোবাসা"র মত আরেকটি লেখা চাইলেও এই লেখক লিখতে পারবেন না। পরিশিষ্টঃ কি মোশতাক সাহেব, নেবেন নাকি চ্যালেঞ্জটা ...?