User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ট
Was this review helpful to you?
or
আমি পুরান ঢাকার ছেলে তাই ঢাকার ইতিহাস আমাকে সবসময়ই টানে ।সাইদ আহমেদ ও পুরান ঢাকার ছেলে- তার এই বইতে তিনি চমৎকার ভাষায় তার যুগের স্মৃতিচারণ করেছেন।
Was this review helpful to you?
or
পুরানঢাকায় বড় হওয়া ও বসবাস করার কারনে পুরান ঢাকার ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ সবসময় কাজ করে।তাই পুরান ঢাকা সম্পর্কিত যেখানে যত বই পাই পড়ে ফেলার চেষ্টা করি।কিন্তু বেশির ভাগ বইই কাঠখোট্টা ইতিহাস অথবা বিশ্বকোষ ধরণের বই।খুব কম বইতেই পুরানঢাকার জীবনযাত্রার ছোয়া পাই।ঢাকা আমার ঢাকা তেমনই একটি বই। বইটিতে তৎকালীন পুরানঢাকার বিভিন্ন জিনিসের বর্ণনা পাই লেখকের নিজের জীবনের বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে।যেমন ঢাকার সর্দারদের গল্প।নবাব বাড়ির মক্তব।ফকির জমিলা প্রাইমারী স্কুল।তখনকার পুরানঢাকার ঈদ আয়োজন।দুরগা পুজা,জন্মাস্টমীর মিছিল।ঢাকায় তখন মোটরগাড়ির শো হত।প্রথম মোটর গাড়ীর শো এর বর্ণনা ও ছবি। ঢাকেশ্বরী বস্ত্রালয়ের ইতিহাস।ঢাকার নাটক,পিঠাওয়ালীর গল্প।যারা শহরে ঘুরে ঘুরে পিঠা বিক্রি করত।এখন র এসব পেশার মানুষ নেই।আছে ঢাকার পেশোয়ারীর গল্প।সে সময়ের ফটোগ্রাফীর দোকান।ডস ব্রাদারস,তারা মসজিদ ও পরীবাগের শাহ সাহেব।ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজ। পাটুয়াটুলীর কালিবাড়ী।সিরাজদ্দোলা পার্ক। নর্থব্রুক হল। যতীন এন্ড কো যারা বাদ্যযন্ত্র নির্মাণের জন্যে বিখ্যাত।সদরঘাটের জিপিও।এছাড়াও আসে কবি শামসুর রহমানের কথা যাকে লেখক বাচ্চু ভাই বলে ডাকত। ঢাকার বিখ্যাত ফোটোগ্রাফার হিমাংশু দত্ত,ওয়ারীর ডা নন্দী, অমর শিল্পী আব্দুল আহাদ।আর আছে আতরওয়ালার গল্প। অসাধারন পেইন্টার চিনারির ঢাকায় আগমন ও ছবি,চার্লস ডয়লির আকা ছবি, পাগলার গ্লাসি...এবং অবশেষে বিখ্যাত চকবাজারের গল্প এই সবকিছুর বর্ণনাই লেখক তার জীবনের নানা সৃতির মধ্যে দিয়ে দিয়েছেন। বর্ণনা দিয়েছেন অজস্র মানুষ ও ঘটনার।এর জন্যেই যখনই বইটা পরি তখনই এক অদ্ভুত অনুভুতিতে মনটা ভরে থাকে।।পড়তে পড়তে মনে হয় শত বছরের পুরাতন এই রাস্তা গুলা দিয়ে বর্তমানে আমিও হেটে যাই।এইসব দোকান এ এখনও যাই। সেই পুরাতন বাড়ী গুলাও যেন তেমনই আছে। তখন এখানে কারা থাকত।কেমন ছিল এসব মানুষ।আমি নিজেও যেনও সেই সময়ে চলে জাই।সবকিছুই অনেক আপন আর পরিচিত লাগে।...ঢাকাবাসীর জীবনযাত্রা জানার জন্যে ও উপলব্ধি করার জন্যে একটি যথাযত বই ঢাকা আমার ঢাকা।