User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ok
Was this review helpful to you?
or
উয়ারী-বটেশ্বর সম্প্রতি বাংলাদেশের সবচেয়ে আলোচিত প্রত্নস্থান। কৃষিজমি, বাগানবাগিচা ও ঘরবাড়ির নিচে চাপা পড়ে আছে আড়াই হাজার বছরের প্রাচীন একটি নগর। উয়ারী-বটেশ্বর অঞ্চলের ৫০ টি প্রত্নস্থান থেকে আবিষ্কৃত হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের পাথর ও প্রস্তুরীভূত জীবাশ্ম -কাঠের হাতিয়ার, তাম্র-প্রস্তর সংস্কৃতির গর্ত-বসতি এবং বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখার তাৎপর্যপূর্ণ সব প্রত্নববস্তু। উয়ারী-বটেশ্বর ছিল বাংলাদেশের প্রাচীনতম মহা জনপদ। দূর্গ নগরটি ছিল সেই মহা জনপদের রাজধানী। এটি গড়ে উঠেছিল সুপরিকল্পিতভাবে । ইতিমধ্যে এখান থেকে আবিষ্কৃত হয়েছে মাটির দূর্গ-প্রাচীর, পরিখা, পাকা রাস্তা, পার্শ্ব রাস্তাসহ ইটনির্মিত অনন্য স্থাপত্য নিদর্শন। পুরাতন ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অবস্থিত উয়ারী-বটেশ্বর ছিল একটি নদী বন্দর ও আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র। মনে করা হচ্ছে, টলেমি বর্ণিত সৌনাগড়াই উয়ারী -বটেশ্বর।আরও মনে করা হচ্ছে, উয়ারী বটেশ্বর অঞ্চলে ছিল গঙ্গাঋদ্ধি জাতির বাস। ভারতীয় উপমহাদেশের আদি ঐতিহাকি কালের অনেক নগর এবং দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর অঞ্চলের সঙ্গে যোগাযোগ ছিল উয়ারী-বটেশ্বরের। ২৩০০ বছরের প্রাচীন ৪০০০ কিলোমিটার দীর্ঘ বিশ্ববিখ্যাত সিলক্ রুটের সঙ্গেও যে উয়ারী বটেশ্বর সংযুক্ত ছিল, নানা নিদর্শনগত প্রমাণ থেকে সম্প্রতি তা উজ্জ্বল হয়ে উঠতে শুরু করেছে। উয়ারী-বটেশ্বরে বিকশিত হয়েছিল স্বল্প-মূল্যবান পাথরের নয়নাভিরাম পুঁতি তৈরির কারখানা। এখানে আবিষ্কৃত উপমহাদেশের প্রাচীনতম ছাপঙ্কিত রৌপ্যমুদ্রা ও মুদ্রাভান্ডার , অনন্য স্থাপত্যকীর্তি ,হরেক রকমের পুঁতি, সুর্দশন লকেট ও মন্ত্রপূত কবচ, বাটখারা, পোড়ামাটি ও ধাতব শিল্পবস্তু, মৃৎপাত্র, চিত্রশিল্প ইত্যাদি শিল্পীর দক্ষতা, উন্নত শিল্পবোধ ও দর্শনের পরিচয় বহন করে । এ গ্রন্থে এসব কিছুরই সমূল পরিচয় তুলে ধরা হয়েছে অনুপুঙ্খভাবে। গ্রন্থটিতে এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধান করা হয়েছে।
Was this review helpful to you?
or
Khub asabanjok. Tobe totho o gobeshona ekebare prathomik porjaer.
Was this review helpful to you?
or
উয়ারী বটেশ্বর সাম্প্রতিককালে বাংলাদেশের সবচেয়ে আলোচিত প্রত্নস্থান। এ অঞ্চলে ৫০টি প্রত্নস্থান থেকে আবিষ্কৃত হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের পাথর ও প্রস্তরীভূত জীবাশ্ম-কাঠের হাতিয়ার, তাম্য-প্রস্তর সংস্কৃতির গর্ত-বসতি এবং বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখার তাৎপর্যপূর্ণ সব প্রত্নবস্তু। এ উয়ারী বটেশ্বর ছিল বাংলাদেশের প্রাচীনতম মহা জনপদ। ভারতীয় মহাদেশের আদি-ঐতিহাসিক কালের অনেক নগর এবং দক্ষিণ-পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর অঞ্চলের সঙ্গে যোগাযোগ ছিল এ জনপদের।
Was this review helpful to you?
or
বইটির লেখক সুফি মোস্তাফিজুর রহমান এবং মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান...এই সেই হাবিবুল্লাহ পাঠান যার পিতা হানীফ পাঠান প্রথম আবিস্কার করেন এই আড়াই হাজার বছরের প্রাচীন নগর এর বিভিন্ন নিদর্শন...যা পাল্টে দেয় বাংলাদেশ এর ইতিহাস এর ধারনা... বইটির শুরু হয় উয়ারী-বটেশ্বর আবিষ্কারের নেপথ্যকথা দিয়ে...কিভাবে হানীফ পাঠান আবিস্কার করেন এই প্রত্নস্থান...আর তার কাজকে এগিয়ে নিয়ে যান হাবিবুল্লাহ পাঠান...এরপর বর্ণনা দেয়া হতে থাকে উয়ারী-বটেশ্বর এর ভূমি এর প্রকৃতি...নদ নদী...প্রাগৈইতিহাসিক আমলে উয়ারী-বটেশ্বর কেমন ছিল তার বিস্তারিত বিবরন।প্রাচীণ যুগের সবচাইতে বড় জনপদ ছিল এই উয়ারী-বটেশ্বর...এখানে ছিল এক দুর্গ নগরী...সুপরিকল্পিত দূর্গ নগরটি ছিল সেই মহা জনপদের রাজধানী।এখান থেকে আবিষ্কৃত হয়েছে অনন্য স্থাপত্যকীর্তি...এগুলোর মধ্যে উল্ল্যেখযোগ্য দূর্গ-প্রাচীর, পরিখা, পাকা রাস্তা, পার্শ্ব রাস্তাসহ ইটনির্মিত স্থাপত্য।ধারনা করা হয় টলেমি বর্ণিত সৌনাগড়াই উয়ারী -বটেশ্বর।টলেমির সময়কার নদী বন্দর ও আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র ছিল উয়ারী-বটেশ্বর...এখানে পাওয়া গেছে বল্প-মূল্যবান পাথরের নয়নাভিরাম পুঁতি,উপমহাদেশের প্রাচীনতম ছাপঙ্কিত রৌপ্যমুদ্রা ও মুদ্রাভান্ডা্র, লকেট ও মন্ত্রপূত কবচ, বাটখারা, পোড়ামাটি ও ধাতব শিল্পবস্তু, মৃৎপাত্র, চিত্রশিল্প ইত্যাদি...অত্যন্ত সুন্দর ও বিস্তৃত বর্ণনা দেয়া হয়ছে উয়ারী -বটেশ্বর সম্পর্কিত সবকিছু।।সেই সাথে প্রচুর পরিমাণে রঙ্গিন ছবি ও ম্যাপ বইটিকে করেছে আরও তথ্যমূলক ও আকর্ষণীঅ।বাঙ্গালীর ইতিহাসের পরিচায়ক এই বই