User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আমরা ছোটবেলায় অনেক স্বপ্নবাজ থাকি। আসলে স্বপ্নবাজ বলতে, একটা ডিটেকটিভ উপন্যাস পড়ে সারারাত স্বপ্নের জগতে গোয়েন্দাগিরি করে বেড়ানোর ব্যাপারটাকে বলছি। যখন যেখানে খারাপ কিছু দেখতাম তখনই একটা অদ্ভুত সমাধান মনে মনে চিন্তা করে ফেলতাম। একবার তো জাফর ইকবাল স্যারের ‘হাতকাটা রবিন’ পড়ে কিছুদিন জঙ্গলে গেলেই মনে হত কোথাও মনে হয় প্রাচীন কোন প্রত্নতত্ব লুকিয়ে আছে। এই বইটি পড়ে ইটির মাঝে কয়েকবছর আগের স্বপ্নের জগতে ঘুরে বেড়ানো আমিকে খুজে পাচ্ছিলাম। তবে ইটি একটু আধুনিক। ইটির আছে, গোপন ক্যামেরা এবং নাগরিকের চোখ নামের একটা জনপ্রিয় ফেসবুক পেজ। সমাজের যেখানে খারাপ কিছু দেখে, সে তার পেজের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরে। আর এভাবেই অনেকের চোখে শত্রু হয়ে যায় ইটি। ইটির সাথে তার দুই বান্ধবীও আছে। তারা বিভিন্নভাবে ইটির দুঃসময়ে হাজির হয়। ইটির বন্ধুদের দলে একদল কাকও আছে। আচ্ছা, ছোট্ট একটা অংশ বলেই ফেলি। একজন শিক্ষক, যিনি সারাজীবন ছাত্রদেরকে শিখিয়েছেন, ‘Honesty is the best policy’ তিনি পেনশনের টাকা তুলতে গিয়ে ঘুষের চক্রান্তে পড়েন। কিন্তু তিনি তার আদর্শে অটুট থাকেন। ঘটনাচক্রে, পরিচয় হয় ইটির সাথে। তারপর তো ঘুষখোরদের বেজায় হাল! এভাবেই চলতে থাকে ইটির লড়াই! একটা অভিযানে গিয়ে বড় সন্ত্রাসীদলের হাতে আটকা পড়ে ইটি। ইটি এখন কেমন আছে? বইটিতে আরেকটি চমক হচ্ছে চালাকমামা। শর্টকাট খোজার ওস্তাদ। একই টি-প্যাক দুইবার খাওয়ানো টাইপের চিন্তাভাবনা ঘুরাঘুরি করে তার মাথায়। মোটকথা, বইটি অনেক ভাল লেগেছে। যদিও গভীর চিন্তাভাবনার কিছু নেই। যেই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে, বইটি পড়তে গিয়ে সৎ হয়ে বেচে থাকার ব্যাপারটি একটু মাথা দিয়ে গেছে। নিজে কি করছি, এই ভাবনাটা মাথায় এসেছে। এইটুকুতে আমি স্বস্তি পেয়েছি। #ইটি_তুমি_কেমন_আছ