User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
loved it! ❣️❣️
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
শরৎ সাহিত্যের কোন তুলনা হয় না সত্যিই অসাধারণ।
Was this review helpful to you?
or
কাভার টা একদম বাজে ? তবে গল্পটা সুন্দর
Was this review helpful to you?
or
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর পরিণীতা বইটা পরার ইচ্ছাটা বেশি হল মুভিটা দেখার পর।...কিন্তু মুভি ও বই এর মধ্যে অনেক কিছুই পার্থক্য আছে। বিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতার পটভূমিতে রচিত হয়েছে উপন্যাসটিইএখানে ললিতা আসলে এক ১৩ বছর বয়সী মেয়ে।এবং শেখর ও গিরিন ২৪ বছর বয়সী যুবক।ছোটবেলা থেকেই ললিতা নিজেকে শেখর এর হিতকারী,সবচাইতে ভাল বন্ধু ও অভিভাবক ভাবত।একসময় উভয়ে উভয়ের প্রেম এ পরে।কিন্তু শেখর ছিল এক আত্মম্ভরি,অহংবাদী ও ভিতু যুবক যার সাহস ছিলনা তার বাবার বিরুদ্ধে দাঁড়ানোর।যাই হোক,সমস্যা শুরু হল শেখর এর উচ্চাকাঙ্ক্ষী পিতা ও ললিতার দরিদ্র ও আদর্শবাদী মামার মধ্যে।এবং এই সময়ে আগমন ঘটল গিরিন এর জা ব্যাপারটাকে আরও জটিল করে তুলল।গিরিন ছিল এক অবিবাহিত যুবক যে দুঃসময়ে ললিতাদের পাশে এসে দাঁড়াল এবং তাদে্র বিভিন্নভাবে সাহায্য করল।কিন্তু একসময় সে ললিতা এর প্রতি দুর্বল হয়ে পরল।এদিকে ধীরে ধীরে ললিতা ও শেখর এর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা শুরু হল।দুজনের মধ্যে অনাখাঙ্খিত দূরত্ব চলে এল।অনেক বছর পর আবার দুজনের দেখা হল।অপ্রত্যাশিত ভাবে কাহিনী মোড় নিল এক নতুন কাহিনীতে...।ললিতা ও সেখর এর প্রেম কি পরিণীতি পেল।।নাকি পেলনা...নাকি গিরিন চলে এল দুজনের মধ্যে আজীবন এর জন্যে... এখানে একটি বিষয় লক্ষনীয় যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর অধিকাংশ প্রেমের উপন্যাসএর মত এই উপন্যাস এও নায়িকা অনেক নির্দোষ,পবিত্র ও প্রেমময় এবং নিঃশর্তভাবে অপেক্ষা করে তাদের প্রেমিক এর জন্যে।একই সাথে তারা প্রেমিকা ও তাদের অভিভাবক।অন্যদিকে তারা এম্ন পুরুষ এর প্রেমে পরে যারা ভিতু,অহংকারী,আত্মভিমানী এবং মেরুদণ্ডহীন যারা ভালবাসে কিন্তু ভালবাসা এর জন্যে সমাজের পরিবারের বিরুদ্ধে লড়াই করতে ভয় পায়।তারা তাদের পুরুষত্বের দাবী নিয়ে প্রেমিকাকে অপমান অথবা কষ্ট দিতেই শুধু পারে।যেমন শেখর তার পিতার মৃত্যুর পর ললিতা কে স্বীকার করতে পারে তার আগে নয়... কি দুখজনক।অথবা এটাই নিয়তি যে তারা এমন পুরুষকে ভালবাসবে।।এই বাস্তবতাটাই বারবার চলে এসেছে মহান কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর উপন্যাসএ।।