Summary
শুরুওয়াদঃ গোধুলী বেলায় গাঢ়ো কমলা রঙ এর অস্তায়মান সূর্যটা অবলোকন করছেন আর পরম মমতায় জীবন সঙ্গিনীর হাতে হাত রেখে হাটছেন পৃথিবীর দীর্ঘ সমুদ্র সৈকতে। মুখে নিয়ে দুজনেই চিবুচ্ছেন তাজা কমলালেবু। আহা! কী অদ্ভুত ফিলিংস !!
. এই যে ভাই ! আপনি কি কল্পনার জগতে হারিয়ে গেছেন? হ্যালো ……… হ্যালো …………ফিরে আসুন বাস্তবে । আপনি চাইলে এই ফিলিংসকে বোতলে ঢেলে দিতে পারি "ডানহিল ডিজায়ার ব্লু" এর মন মাতানো সুবাস ঠিক এভাবেই কল্পনার জগতে মাতিয়ে রাখবে আপনাকে!!
. ঘ্রাণঃ কোমল কমলালেবুটে ঘ্রাণ দিয়েই হবে প্রথম আপ্যায়ন। শুরুর ঘ্রাণে পাবেন কমলার ছিলকে’র সাথে লিচু, কচলানো ঘাস আর সামুদ্রিক (sea notes) সতেজতার এক অসাধারণ সংমিশ্রণ। কমলার মিষ্টতা এবং লেবুর তীক্ষ্ণতা জয় করে নিবে আপনার মন।
. ঘন্টা খানেক পরেও তাই গোলাপের সাথে কাষ্ঠলভাব টের পাওয়ার কথা থাকলেও কমলালেবু-ই পাবেন, সাড়ে চারঘন্টা পরের এম্বার ও মিস্কের আভিজাত্যকে বুড়ো আংগুল দেখিয়ে ঘ্রাণ-রাজ ‘কমলা এবং একোয়া’ ঠিক ই খুশবু বিলিয়ে যাবে।
. স্থায়িত্বঃ এটি দিনের বেলায় ব্যবহার করবেন। আট থেকে নয় ঘন্টা নিশ্চিন্তে আপনাকে সার্ভিস দিয়ে যাবে। নো টেনশন। অনেকেই বলবে, ভাই ঘ্রাণটা কিন্তু জোস! লজ্জা পাবেন না যেনো
. ব্যবহারবিধিঃ দীর্ঘ সময় এবং পর্যাপ্ত ঘ্রাণ পেতে হলে পোশাকের উপরের অংশে মেখে নিন। যেমন, কলারের ভিতরের সামনের অংশে যেখানে চামড়ার স্পর্শ লাগে না। দেখবেন সুবাস লং লাস্টিং হবে। আর হ্যাঁ, সুতি কাপড়ে সুবাস দীর্ঘ সময় থাকে। আমাদের দেশের ওয়েদারে এটি ????????? ??????????? দিয়ে থাকে।
. টপ নোটঃ লিচি, ম্যানডারিন অরেঞ্জ, লোটাস, বারগামোট
মিডল নোটঃ সী নোটস, অরেঞ্জ, রোজ উড
বেইজ নোটঃ টোঙ্কা বিন, মাস্ক, অ্যাম্বার