ওয়ারেন বাফেটের ৯টি বই পড়ার পরামর্শ (3 Products)

By: Rafatul islam 18 Dec 2015

****সবাইকে ৯টি বই পড়ার পরামর্শ দিয়েছেন ওয়ারেন বাফেট *** এখনো দিনের ৮০ শতাংশ সময় পড়াশোনা করে কাটান 'বিনিয়োগ গুরু' ওয়ারেট বাফেট। যখন তিনি বিনিয়োগে ক্যারিয়ার শুরু করেন তখনো তিনি প্রতিদিন ৬০০ পাতা থেকে এক হাজার পাতা পর্যন্ত পড়তেন। এ বিষয়ে তিনি নিজেই বলেন, আমার মূল কাজই হলো সমন্বয় আর তথ্য বিষয়ে যাবতীয় কাগজ পড়া। লিখিত বিষয়গুলো বাস্তবায়িত হয়েছে কিনা তা নিয়ে কমই মাথা ঘামাতে পারি আমি। তাই এই ব্যবসায়ীদের গুরু সবাইকে বই পড়তে বলেছেন। যারা তার মতো হতে চান, তাদের জন্য তো বই পড়া অন্যতম একটি কাজ। এখানে দেখে নিন ৯টি বইয়ের কথা যা পড়তে বলেছে খোদ ওয়ারেন বাফেট। ১. ওয়ালস্ট্রিটের কিংবদন্তি বেঞ্জামিন গ্রাহামের 'দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর' সেই বই যা বাফেট ১৯ বছর বয়সে পড়েছিলেন। এই বইটিই বাফেটকে বিনিয়োগের ক্ষেত্রে সঠিক পথে হাঁটার উপায় বাতলে দিয়েছিল। ২. গ্রাহামের আরেকটি অতুলনীয় সৃষ্টি 'সিকিউরিটি অ্যানালাইসিস'। এই বইটি বাফেটকে বিনিয়োগের গোটা মানচিত্র তৈরি করতে শেখায়। বিগত ৫৭ বছর ধরে তিনি এই বইয়ের মৌলিক নীতিই গ্রহণ করে চলেছেন। বইটি যদি বুঝতে পারেন, তবে বাজারে আপনার প্রতিষ্ঠানের মূল্য বুঝতে পারবেন। ৩. সৃষ্টিশীল খাতের নামকরা বিনিয়োগকারী হিসেবে পরিচিত ফিলিপ ফিশার। তিনিই লিখেছেন 'কমন স্টকস অ্যান্ড আনকমন প্রফিটস'। বইটি বাফেটের মূলমন্ত্র তৈরি করতে না শেখালেও এ থেকে অনেক কিছু শেখার কথা স্বীকার করেছেন। এই লেখক যা বলতে চেয়েছেন তার সব কিছুই জানার আগ্রহ রয়েছে বাফেটের। ৪. আমেরিকার সাবেক সেক্রেটারি অব দ্য ট্রেজারার টিম গিথনারের লেখা 'স্ট্রেস টেস্ট : রিফ্লেক্সনস অন ফাইনানসিয়াল ক্রাইসিস' বইটি অবশ্যই সব ব্যবসায়ীর পড়া উচিত বলে মত দিয়েছেন বাফেট। সবচেয়ে খারাপ সময়ে একটি প্রতিষ্ঠানকে কীভাবে টেনে নিয়ে যেতে হবে তা জানতে পারবেন এই বইটি থেকে। ৫. যদি ওয়ারেন বাফেটের ব্যক্তিগত ভাবনা সম্পর্কে জানতে চান, তবে তারই লেখা 'দ্য এসেস অব ওয়ারেন বাফেট' বইটি মন দিয়ে পড়ুন। তার সহজাত সরল এবং বুদ্ধিদীপ্ত উপস্থাপনায় প্রাণবন্ত লাগবে বইটি। ৬. 'জ্যাক : স্ট্রেইট ফ্রম দ্য গাট' বইয়ের লেখক জ্যাক ওয়েলচকে স্মার্ট ও উদ্যমী বলে মন্তব্য করেছেন বাফেট। বইটি সম্পর্কে ব্লুমবার্গ বিজনেস উইকে মন্তব্য করতে গিয়ে বাফেট বলেন, আধুনিক ব্যবসা নিয়ে জ্যাক যে অবদান রেখেছেন, তার জীবনী পড়লেই ব্যবসায়ীরা বহু শিক্ষা পাবেন। ৭. ২০১২ সালে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো একটি চিঠিতে বাফেট 'দ্য আউটসাইডারস' বইটির ভূয়সী প্রশংসা করেছেন যার লেখক উইলিয়াম থর্নডাইক। এই বইয়ে অবশ্য বাফেটের বার্কশায়ার হ্যাথওয়ের বড় ভূমিকা রয়েছে। এর একটি অধ্যায় লেখা হয়েছে টম মার্ফিকে নিয়ে যাকে বাফেট 'সেরা বিজনেস ম্যানেজার' বলে মন্তব্য করেছেন। ৮. জন বগলের 'দ্য ক্ল্যাশ অব দ্য কালচারস' বইয়ের কথাও বাফেট বলেছেন ২০১২ সালের শেয়ারহোল্ডারদের চিঠিতে। ইনডেক্স ফান্ডের প্রবক্তা এবং ভ্যানগার্ড গ্রুপের প্রতিষ্ঠাতা জন বগল বর্তমানে দুই ট্রিলিয়ন ডলার মূল্যের সম্পদের ব্যবস্থাপনা করছেন। এই বইটির ইতি টানা হয়েছে নানা বাস্তবিক টিপসের মাধ্যমে। ৯. ১৯৯১ সালে বিল গেটস জিজ্ঞাসা করেছিলেন বাফেটকে, আপনার প্রিয় বইটি কী? জবাবে বাফেট বলেছিলেন জন ব্রুকের 'বিজনেস অ্যাডভেঞ্জারস : টুয়েলভ ক্লাসিকস টেলস ফ্রম দ্য ওয়ার্ল্ড অব ওয়াল স্ট্রিট' বইটির নাম। সেই সঙ্গে এই লেখকের অন্যান্য কিছু বইও পড়তে বলেন বাফেট। সূত্র : বিজনেস ইনসাইডার

  • Sort By:

Recently Viewed