পূর্বের চোখ পশ্চিমের মন (20 Products)

By: Md. Saiful Islam Sohel 22 Mar 2015

এবারের বই মেলায় প্রকাশিত কিশওয়ার ইমদাদ স্যারের 'পূর্বের চোখ পশ্চিমের মন ' বইটি পড়লাম। অনেক দিন পর একটা বই পড়লাম যেটা পুরোপুরি শেষ করার অদম্য স্পৃহা তিনদিন ধরে আমাকে তাড়িয়ে বেরিয়েছে। সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার , শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও হুমায়ুন আহমেদ স্যারদের বইগুলো পড়ার সময়ও আমার একই রকম অনুভুতি হয়েছিল। বইটিকে মনে হয়েছে পশ্চিমের রহস্যের চাবিকাঠি । কিশওয়ার ইমদাদ স্যারকে ধন্যবাদ এমন একটি বই উপহার দেয়ার জন্য এবং আমরা যারা পশ্চিমকে নিজের চোখে দেখিনি তাদের কাছে পশ্চিমের ভিতরের রূপ তুলে ধরার জন্য। শুনেছি এবারের বই মেলার সর্বাধিক বিক্রিত পাচটি বইয়ের মধ্যে এটি অন্যতম। যারা বই পড়তে পছন্দ করেন তাদের কাছে বইটি পড়ার অনুরোধ রইলো।

  • Sort By:

Recently Viewed