Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dr. Mustafa Kamal books

followers

ড. মোস্তফা কামাল

ড. মোস্তফা কামাল শরীয়তপুর জেলায় জাজিরা উপজেলায় মানিকনগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১ জুন ১৯৭৯ সালে জন্মগ্রহণ করেন। বড় কৃষ্ণনগর পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সৈয়দ আবুল হোসেন কলেজ, মাদারীপুর থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে তিনি বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখেন। ২০১০ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রভাষক প্রভাষক হিসেবে বি যোগদান করেন এবং পরে ২০১৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০১৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে 'বিভিন্ন ধর্মে নারী অধিকার: প্রেক্ষিত বাংলাদেশ' শীর্ষক অভিসন্ধ রচনার জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টোর হিসেবে কর্মরত। ছাত্রজীবনে মোস্তফা কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি (২০০২-২০০৬), বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি (২০০৬-২০১০) পালন করেন। বিগত বিএনপি- জামায়েত জোট সরকার বিরোধী আন্দোলন এবং ১/১১ তে দেশরত্ন শেখ হাসিনার মুক্তি আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি একজন শিক্ষানুরাগী হিসেবে নিজ প্রচেষ্টায় একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন যেখানে শিক্ষার্থীরা বিনা বেতনে পড়ালেখা করে। বিভিন্ন জার্নালে তাঁর ১২টির অধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম পত্র বইয়ের একজন লেখক হিসেবে তাঁর সুনাম রয়েছে।

ড. মোস্তফা কামাল এর বই সমূহ

(Showing 1 to 5 of 5 items)

Recently Viewed