12 verified Rokomari customers added this product in their favourite lists
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা সকলেই জানো যে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তোমাদের জন্য নতুন শিক্ষাক্রম তৈরি করেছে। তোমাদের এই নতুন শিখন পদ্ধতির নাম দেওয়া হয়েছে ‘‘অভিজ..
TK. 400
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
Related Products
Product Specification & Summary
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা সকলেই জানো যে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তোমাদের জন্য নতুন শিক্ষাক্রম তৈরি করেছে। তোমাদের এই নতুন শিখন পদ্ধতির নাম দেওয়া হয়েছে ‘‘অভিজ্ঞতামূলক শিখন”। নতুন শিখন পদ্ধতিতে “গণিত” বইটিকে নতুন এক আঙ্গিকে সাজানো হয়েছে। গণিতে তোমাদের অভিজ্ঞতামূলক শিখনকে নিশ্চিত করার জন্য প্রতিটি অধ্যায়ের শুরুতে একটি বাস্তবভিত্তিক ঘটনা/ধারণার মাধ্যমে ঐ অধ্যায়ের বিভিন্ন গাণিতিক বিষয়বস্তুর বিশ্লেষণ শুরু করা হয়েছে। পরবর্তীতে প্রায় প্রতিটি টপিকে গাণিতিক সমস্যার পাশাপাশি বিভিন্ন বাস্তবভিত্তিক একক কাজ, জোড়ায় কাজ ও দলগত কাজ সংযোজন করার মাধ্যমে প্রতিটি টপিকই হয়ে উঠেছে অনেক সহজবোধ্য। তোমাদের এই বইগুলোর সাথে সামঞ্জস্য রেখে ও “শিক্ষক সহায়িকার” সহযোগিতায় আমরা উদ্ভাস-এর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি “প্যারালাল টেক্সট”। এই বইগুলো হবে তোমাদের বোর্ড বইগুলোর সহযোগী বই। আমাদের বিশ্বাস এই বইগুলো তোমাদের ভবিষ্যৎ প্রস্তুতিকে সুদৃঢ় করবে।
গণিত বিষয়ের প্যারালাল টেক্সটকে আমরা তোমাদের বোর্ড বইয়ের সাথে একইক্রমে সাজিয়েছি। এখানেও প্রতিটি অধ্যায়ের শুরুতে রয়েছে সেই অধ্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ আকর্ষণীয় একটি গল্প, যা তোমাদেরকে অধ্যায়টি নিয়ে চিন্তা করতে শেখাবে। প্রতিটি টপিকের শুরুতে ঐ টপিক সম্পর্কিত বেসিক আলোচনা, জেনে রাখো বক্স, সংজ্ঞা বক্স এবং উদ্ভাস এক্সক্লুসিভ কিছু আলোচনা আছে যা তোমাদেরকে ঐ টপিকটি আরও ভালোভাবে শিখতে সাহায্য করবে। প্রতিটি টপিকের শেষে তোমাদের প্রস্তুতি যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সংখ্যক গাণিতিক সমস্যাবলি সংযোজন করা হয়েছে। এই সমস্যাগুলোকে MCQ, শূন্যস্থান পূরণ, সত্য-মিথ্যা যাচাই, গাণিতিক সমস্যাবলি সম্পর্কিত প্রশ্ন নিয়ে সাজানো। প্রতিটি টপিকের শেষে তোমাদের গণিত বইয়ের একক কাজ, জোড়ায় কাজ ও দলগত কাজের নমুনা সমাধান দেওয়া হয়েছে। এছাড়া তোমাদের শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের প্রস্তুতিকে পূর্ণতা দেওয়ার জন্য প্রতিটি অধ্যায়ের শেষে দেওয়া হয়েছে উক্ত মূল্যায়নের আলোকে নমুনা একক ও দলগত কাজ। অর্থাৎ, মূল বইয়ের পাশাপাশি উদ্ভাস-এর এই ‘‘প্যারালাল টেক্সট” পড়ার মাধ্যমে তোমাদের বেসিক আরো বেশি মজবুত হবে।
আমাদের বিশ্বাস জ্ঞান এবং মূল্যবোধের সাথে সাথে প্রতিটি শিক্ষার্থীর প্রয়োজন লেগে থাকা এবং চিন্তা করার দক্ষতা অর্জন করা। আমাদের প্যারালাল টেক্সট বইটিকে আমরা এমনভাবে সাজিয়েছি যেন এই গুণগুলো একজন শিক্ষার্থীর মধ্যে তৈরি হতে পারে। আমরা আশা করছি এই বইগুলো অধ্যয়নের মাধ্যমে তোমরা হয়ে উঠবে আগামী দিনের আলোকিত মানুষ। তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
উদ্ভাস ম্যাথ টিম