22 verified Rokomari customers added this product in their favourite lists
بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ
إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين، أما بـ
হক খুঁজে পাওয়া যেমন সহজ নয়, তেমনি হকের ওপরে টিকে থাকাও সহজ ..
TK. 290TK. 191 You Save TK. 99 (34%)
In Stock (only 5 copies left)
* স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন
Product Specification & Summary
بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ
إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين، أما بـ
হক খুঁজে পাওয়া যেমন সহজ নয়, তেমনি হকের ওপরে টিকে থাকাও সহজ নয়। বাপ-দাদা বা পূর্বপুরুষদের অন্ধ অনুসরণ করার কারণে মানুষ হক পথ থেকে বিচ্যুত হয়। মহান আল্লাহ বলেন,
وَإِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَا أَنْزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُوْنَ
যখন তাদের বলা হয়, আল্লাহ যা নাযিল করেছেন, তোমরা তার অনুসরণ কর, তখন তারা বলে, বরং আমরা তারই অনুসরণ করব যার ওপরে আমরা আমাদের বাপ-দাদাদের পেয়েছি। যদিও তাদের বাপ-দাদারা কিছুই জ্ঞান রাখতো না এবং তারা সুপথপ্রাপ্ত ছিল না'। (বাক্বারাহ ২/১৭০)
তিনি আরো বলেন,
وَإِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنْزَلَ اللهُ وَإِلَى الرَّسُوْلِ قَالُوْا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُوْنَ شَيْئًا وَلَا يَهْتَدُوْنَ﴾
‘আর যখন তাদের বলা হয়, তোমরা আল্লাহ যা নাযিল করেছেন সেদিকে এবং রাসূলের দিকে এস, তখন তারা বলে আমাদের জন্য তাই-ই যথেষ্ট, যার উপরে আমরা আমাদের বাপ-দাদাদের পেয়েছি। যদিও তাদের বাপ-দাদারা কোন জ্ঞান রাখত না বা তারা সুপথপ্রাপ্ত ছিল না'। (মায়েদাহ ৫/১০৪)
পূর্বপুরুষরা যে মানুষকে বিভ্রান্ত করে, সেটা ফুটে ওঠে পরকালে জাহান্নামীরা তাদের পরিণতি সম্পর্কে আল্লাহর কাছে যে স্বীকৃতি দিবে তার মধ্যে। তাদের বক্তব্য পবিত্র কুরআনে আল্লাহ এভাবে উল্লেখ করেছেন,
رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّوْنَا السَّبِيْلَا
‘হে আমাদের প্রতিপালক! আমরা আমাদের নেতাদের ও বড়দের আনুগত্য করতাম। অতঃপর তারাই আমাদের পথভ্রষ্ট করেছিল'। (আহযাব ৩৩/৬৭)
পূর্ববর্তী বংশধরদের অন্ধ অনুসরণের কুফল সম্পর্কে রাসূল বলেন,
الَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ، وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ سَلَكُوْا جُحْرَ ضَبِّ
لَسَلَكْتُمُوهُ»
পূর্ববর্তী বংশধরদের অন্ধ অনুসরণের কুফল সম্পর্কে রাসূল বলেন,
الَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ، وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ سَلَكُوْا جُحْرَ ضَبِّ لَسَلَكْتُمُوهُ
‘তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পন্থা পুরোপুরি অনুসরণ করবে, প্রতি বিঘতে বিঘতে এবং প্রতি গজে গজে। এমনকি তারা যদি সাপের গর্তেও ঢুকে তবে তোমরাও তাতে ঢুকবে'। (সহীহ বুখারী হা. ৩৪৫৬, সহীহ্ মুসলিম হা. ৬-(২৬৬৯), মুসনাদে আহমাদ হা. ১০৮৩৯, আল মুসতাদরাক লিল হাকিম হা. ১০৮।)
সুতরাং পূর্বপুরুষদের অন্ধ অনুসরণের কারণে মানুষ হক পথ থেকে দূরে সরে যায়। এজন্য পূর্বপুরুষসহ যে কোন মানুষের অন্ধ অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে। আর হকের পথে অবিচল থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে।
-ব্রাদার রাহুল হুসাইন (রুহুল আমিন)