4 verified Rokomari customers added this product in their favourite lists
নতুন লেখকদের মধ্যে রুকসাত জাহান অন্যরকম মানসিক পরিশ্রমী ও প্রতিশ্রুতিশীল লেখক হিসাবে নিজের পরিচয় ইতোমধ্যেই তুলে ধরেছেন। অনলাইনে তার লেখা প্রতিটি গল্পেই জীবনকে নিয়ে সুক্ষ্ম চিন্তাশী..
TK. 250TK. 215 You Save TK. 35 (14%)
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
বর্তমানে প্রকাশনীতে এই বইটির মুদ্রিত কপি নেই। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।
Product Specification & Summary
নতুন লেখকদের মধ্যে রুকসাত জাহান অন্যরকম মানসিক পরিশ্রমী ও প্রতিশ্রুতিশীল লেখক হিসাবে নিজের পরিচয় ইতোমধ্যেই তুলে ধরেছেন। অনলাইনে তার লেখা প্রতিটি গল্পেই জীবনকে নিয়ে সুক্ষ্ম চিন্তাশীলতার ছাপ পাওয়া যায়। এরই মধ্যে তিনি যথেষ্ট পাঠকপ্রিয়তাও পেয়েছেন।
"হৃদয়ে তার পায়ের ছাপ" রুকসাত জাহানের প্রথম উপন্যাস। উপন্যাসের কথক বেলাল তার বালকবেলা থেকে পূর্ণ বয়োঃপ্রাপ্তি পর্যন্ত ঘটনাবলীর বর্ণনা দেয়। সেই বর্ণনায় মিশে থাকে গ্রামের সরল-জটিল, প্রাপ্তি-অপ্রাপ্তি, হিংসা-ভালোবাসা, বিয়ে-তালাক ইত্যাদি দৈনন্দিন পরম্পরারই এক অনবদ্য বর্ণনা। পাঠক অবশ্যই এই সব বিষয়ের সঙ্গে জীবঘনিষ্ঠভাবেই পরিচিত। তবুও লেখকের লেখার এমনই এক সহজাত পারঙ্গমতা যে, পাঠককে কাহিনির সঙ্গে তিনি আষ্ট্রেপিষ্ঠে বেঁধে রাখতে পুরোপুরি সফল হয়েছেন। নোয়াখালীর আঞ্চলিক ভাষার বোধগম্য সংলাপ পুরো উপন্যাসকে এক অন্যমাত্রা দিয়েছে। কথকের নিজস্ব বর্ণনার সঙ্গে তার পর্যায়ক্রমিক বয়সোচিত স্বাভাবিক পরিবর্তনেও লেখকের বিশেষ পাণ্ডিত্য লক্ষ্যনীয়।
আমি নিজে লেখকের পরবর্তী বইয়ের অপেক্ষা নিয়ে ‘‘হৃদয়ে তার পায়ের ছাপ’’ এর সাফল্য আন্তরিকভাবে কামনা করছি।
ফৌজিয়া খান তামান্না।
নতুন লেখকদের মধ্যে রুকসাত জাহান অন্যরকম মানসিক পরিশ্রমী ও প্রতিশ্রুতিশীল লেখক হিসাবে নিজের পরিচয় ইতোমধ্যেই তুলে ধরেছেন। অনলাইনে তার লেখা প্রতিটি গল্পেই জীবনকে নিয়ে সুক্ষ্ম চিন্তাশীলতার ছাপ পাওয়া যায়। এরই মধ্যে তিনি যথেষ্ট পাঠকপ্রিয়তাও পেয়েছেন।
"হৃদয়ে তার পায়ের ছাপ" রুকসাত জাহানের প্রথম উপন্যাস। উপন্যাসের কথক বেলাল তার বালকবেলা থেকে পূর্ণ বয়োঃপ্রাপ্তি পর্যন্ত ঘটনাবলীর বর্ণনা দেয়। সেই বর্ণনায় মিশে থাকে গ্রামের সরল-জটিল, প্রাপ্তি-অপ্রাপ্তি, হিংসা-ভালোবাসা, বিয়ে-তালাক ইত্যাদি দৈনন্দিন পরম্পরারই এক অনবদ্য বর্ণনা। পাঠক অবশ্যই এই সব বিষয়ের সঙ্গে জীবঘনিষ্ঠভাবেই পরিচিত। তবুও লেখকের লেখার এমনই এক সহজাত পারঙ্গমতা যে, পাঠককে কাহিনির সঙ্গে তিনি আষ্ট্রেপিষ্ঠে বেঁধে রাখতে পুরোপুরি সফল হয়েছেন। নোয়াখালীর আঞ্চলিক ভাষার বোধগম্য সংলাপ পুরো উপন্যাসকে এক অন্যমাত্রা দিয়েছে। কথকের নিজস্ব বর্ণনার সঙ্গে তার পর্যায়ক্রমিক বয়সোচিত স্বাভাবিক পরিবর্তনেও লেখকের বিশেষ পাণ্ডিত্য লক্ষ্যনীয়।
আমি নিজে লেখকের পরবর্তী বইয়ের অপেক্ষা নিয়ে ‘‘হৃদয়ে তার পায়ের ছাপ’’ এর সাফল্য আন্তরিকভাবে কামনা করছি।
ফৌজিয়া খান তামান্না।